কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

451. API মানে -

  • ক. Advanced Processing Information
  • খ. Application Processing Information
  • গ. Application Programming Interface
  • ঘ. Application Processing Interface

উত্তরঃ Application Programming Interface

বিস্তারিত

452. মাইক্রোসফট IIS হচ্ছে একটি -

  • ক. ইমেইল সার্ভার
  • খ. ওয়েব সার্ভার
  • গ. ডাটাবেইস সার্ভার
  • ঘ. ফাইল সার্ভার

উত্তরঃ ওয়েব সার্ভার

বিস্তারিত

453. ব্লুটুথ কত ‍দূরত্ব পর্যন্ত কাজ করে?

  • ক. ১০ - ৩০ মিটার
  • খ. ১০ - ৫০ মিটার
  • গ. ১০ - ১০০ মিটার
  • ঘ. ১০ - ৩০০ মিটার

উত্তরঃ ১০ - ১০০ মিটার

বিস্তারিত

455. সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার কোনটি?

  • ক. ড্রাম প্লটার
  • খ. পেজ প্রিন্টার
  • গ. ফ্লাটবেড প্লটার
  • ঘ. ফ্যাক্স

উত্তরঃ পেজ প্রিন্টার

বিস্তারিত

456. তথ্য প্রযুক্তির জন্য অপরিহার্য -

  • ক. উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
  • খ. উন্নত মুদ্রণ যন্ত্র
  • গ. অনুবাদক প্রোগ্রাম
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা

বিস্তারিত

457. প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে?

  • ক. চার্লস ব্যাবেজ
  • খ. জর্জ বুল
  • গ. লাইবনিতস
  • ঘ. ডরফেল্ট

উত্তরঃ লাইবনিতস

বিস্তারিত

458. বায়ো সেন্সরের প্রথম ধারণা দেন কে?

  • ক. অধ্যাপক ক্লার্ক
  • খ. স্টিফেন হকিন্স
  • গ. জিলেমেটর
  • ঘ. রবার্ট কোচ

উত্তরঃ অধ্যাপক ক্লার্ক

বিস্তারিত

459. টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়?

  • ক. শব্দ বা কথা
  • খ. ছবি
  • গ. বার্তা
  • ঘ. শব্দ ও ছবি

উত্তরঃ শব্দ ও ছবি

বিস্তারিত

460. ইন্টেল এর সদর দপ্তর কোথায়?

  • ক. রেড মন্ডল, ওয়াশিংটন
  • খ. রিচমন্ড, ভার্জিনিয়া
  • গ. সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া
  • ঘ. শিকাগো, নিউইয়র্ক

উত্তরঃ শিকাগো, নিউইয়র্ক

বিস্তারিত

461. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতি -

  • ক. অক্টাল
  • খ. হেক্সাডেসিমেল
  • গ. দশমিক
  • ঘ. বাইনারি

উত্তরঃ বাইনারি

বিস্তারিত

463. মোবাইল কমিউনিকেশন এর ক্ষেত্রে অতিরিক্ত বৈশিষ্ট্য কি

  • ক. এম এস একসেস
  • খ. পাওয়ার ডিভিডি
  • গ. নোটপ্যাড
  • ঘ. বিং

উত্তরঃ বিং

বিস্তারিত

464. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

  • ক. ভয়েস টেলিফোনী
  • খ. ভিডিও কল
  • গ. মোবাইল টিভি
  • ঘ. ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

উত্তরঃ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

বিস্তারিত

465. বাংলাদেশি নিচের কোন স্থানটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন?

  • ক. মহেশখালী
  • খ. ঝিলংযা
  • গ. ডুলাহাজরা
  • ঘ. নারিকেল বীশি

উত্তরঃ ঝিলংযা

বিস্তারিত

467. কোনটি গণনা পদ্ধতি নয়?

  • ক. ডেসিমেল
  • খ. হেক্সাডেসিমেল
  • গ. বিসিডি
  • ঘ. অক্টাল

উত্তরঃ বিসিডি

বিস্তারিত

469. লজিক গেট NOT এ আছে -

  • ক. Output 1 if any input is 1
  • খ. output 1 if any inputs are 1
  • গ. output 0 if any input is 1
  • ঘ. one input and one output

উত্তরঃ one input and one output

বিস্তারিত

470. কম্পিউটারের জনক কে?

  • ক. চার্লস ব্যাবেজ
  • খ. প্যাস্কেল
  • গ. জন ভন নিউম্যান
  • ঘ. লিবনিতস

উত্তরঃ চার্লস ব্যাবেজ

বিস্তারিত

471. রং্ধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে?

  • ক. প্রিজমের
  • খ. লেন্সের
  • গ. দর্পণের
  • ঘ. কাচের

উত্তরঃ প্রিজমের

বিস্তারিত

473. Fire Fox Os কে সংক্ষেপে কি বলা হয়?

  • ক. B2G
  • খ. G2G
  • গ. C3A
  • ঘ. F4F

উত্তরঃ B2G

বিস্তারিত

474. IPV6 এড্রেস কত বিটের?

  • ক. ১৬
  • খ. ৩২
  • গ. ৬৪
  • ঘ. ১২৮

উত্তরঃ ১২৮

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects