কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

426. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-

  • ক. ইন্টারকম
  • খ. ইন্টারনেট
  • গ. ই-মেইল
  • ঘ. ইন্টারসীড

উত্তরঃ ইন্টারনেট

বিস্তারিত

427. ইন্টারনেট কবে চালু হয়?

  • ক. ১৯৮১ সালে
  • খ. ১৯৭০ সালে
  • গ. ১৯৬০ সালে
  • ঘ. ১৯৬৯ সালে

উত্তরঃ ১৯৬৯ সালে

বিস্তারিত

428. বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম-

  • ক. ভয়েস ওভার আইপি
  • খ. ইন্টারনেট টেলিফোন
  • গ. মডেম
  • ঘ. পোস্ট অফিস প্রটোকল

উত্তরঃ ভয়েস ওভার আইপি

বিস্তারিত

429. কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-

  • ক. প্রিন্টার
  • খ. মাউস
  • গ. মডেম
  • ঘ. পটার

উত্তরঃ মডেম

বিস্তারিত

430. ‘মডেম’ এর মধ্যে থাকে-

  • ক. একটি মডুলেটর
  • খ. একটি এনকোডার
  • গ. একটি কোডেক
  • ঘ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

উত্তরঃ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

বিস্তারিত

431. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়

  • ক. টেলিমেডিসিন
  • খ. ইলেকট্রোমেডিসিন
  • গ. জায়মাপ্লাজম
  • ঘ. ই-ট্রিটমেন্ট

উত্তরঃ টেলিমেডিসিন

বিস্তারিত

432. URL-হলো-

  • ক. Web-এর বিভিন্ন Documents ও অন্যান্য Resources এর ঠিকানা
  • খ. কতগুলো Network- এর বিভিন্ন Resources-এর ঠিকানা
  • গ. শুধুমাত্র একটি LAN-এর বিভিন্ন Resources-এর ঠিকানা
  • ঘ. একটি Network- এর Domain

উত্তরঃ Web-এর বিভিন্ন Documents ও অন্যান্য Resources এর ঠিকানা

বিস্তারিত

433. WWW দিয়ে বোঝানো হয়-

  • ক. World Wide Wonder
  • খ. World Wide Web
  • গ. Who What When
  • ঘ. World Woman's Welfare

উত্তরঃ World Wide Web

বিস্তারিত

434. HTML--

  • ক. Hyper text Markup Language
  • খ. Hyper Test Message LInk
  • গ. High Text Message LInk
  • ঘ. High Test Markup Language

উত্তরঃ Hyper text Markup Language

বিস্তারিত

435. OMR এর পূর্ণরূপ হল

  • ক. Optical Marker Reader
  • খ. Optical Memory Reader
  • গ. Optical Modem Reader
  • ঘ. Read Only Memory

উত্তরঃ Optical Marker Reader

বিস্তারিত

437. সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়--

  • ক. হোস্ট
  • খ. ওয়ার্কস্টেশন
  • গ. সার্ভার
  • ঘ. পিসি

উত্তরঃ ওয়ার্কস্টেশন

বিস্তারিত

438. Bluetooth কিসের উদাহরণ?

  • ক. Local Area Network (LAN)
  • খ. Personal Area Network (PAN)
  • গ. Virtual Private Network
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ Personal Area Network (PAN)

বিস্তারিত

440. নিচের কোনটি ইউটিলিটি সফ্টওয়ার?

  • ক. উইন্ডোজ
  • খ. ওরাকল
  • গ. এন্টি ভাইরাস
  • ঘ. মাইক্রোসফ্ট ওয়ার্ড

উত্তরঃ এন্টি ভাইরাস

বিস্তারিত

441. ১ মেগাবাইট = কত কিলোবাইট?

  • ক. ১০০০
  • খ. ৫১২
  • গ. ১০২৬
  • ঘ. ১০২৪

উত্তরঃ ১০২৪

বিস্তারিত

442. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 1 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম -

  • ক. AND গেইট
  • খ. OR গেইট
  • গ. NAND গেইট
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ NAND গেইট

বিস্তারিত

443. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?

  • ক. Wifi
  • খ. Bluetooth
  • গ. Wimax
  • ঘ. Cellular network

উত্তরঃ Bluetooth

বিস্তারিত

444. নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?

  • ক. ১১১
  • খ. ১০১
  • গ. ০১১
  • ঘ. ০০১

উত্তরঃ ০১১

বিস্তারিত

445. Apache এক ধরনের -

  • ক. Database Management System (DBMS)
  • খ. Web Server
  • গ. Web Browser
  • ঘ. Protocol

উত্তরঃ Web Server

বিস্তারিত

446. ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?

  • ক. অবকাঠামোগত
  • খ. প্লাটফর্মভিত্তিক
  • গ. সফটওয়্যার
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

447. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?

  • ক. বাস টপোলজি
  • খ. রিং টপোলজি
  • গ. স্টার টপোলজি
  • ঘ. ট্রি টপোলজি

উত্তরঃ স্টার টপোলজি

বিস্তারিত

448. একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে -

  • ক. compiler
  • খ. loader
  • গ. operating system
  • ঘ. bootsrap

উত্তরঃ operating system

বিস্তারিত

450. API মানে -

  • ক. Advanced Processing Information
  • খ. Application Processing Information
  • গ. Application Programming Interface
  • ঘ. Application Processing Interface

উত্তরঃ Application Programming Interface

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects