কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

351. মু্ক্ত সফটওয়্যার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে?

  • ক. রিচার্ড ম্যাথিউ স্টলম্যান
  • খ. জি এস ক্যালবি
  • গ. বিল গেইট
  • ঘ. টিম বার্নাস লি

উত্তরঃ রিচার্ড ম্যাথিউ স্টলম্যান

বিস্তারিত

352. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

  • ক. প্রতিসরণ
  • খ. বিচ্ছুরণ
  • গ. অপবর্তন
  • ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন

উত্তরঃ অভ্যন্তরীণ প্রতিফলন

বিস্তারিত

353. নিচের কোনটি ইনপুট ডিভাইস?

  • ক. OMR
  • খ. COM
  • গ. Plotter
  • ঘ. Monitor

উত্তরঃ OMR

বিস্তারিত

354. TCP দিয়ে কোনটি বুঝানো হয়?

  • ক. প্রোটোকল
  • খ. প্রোগ্রাম
  • গ. প্রোগ্রামিং
  • ঘ. ফ্লোচার্ট

উত্তরঃ প্রোটোকল

বিস্তারিত

356. কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?

  • ক. Input
  • খ. Output
  • গ. উভয়ই
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ Input

বিস্তারিত

357. স্ক্যানার কি ধরনের ডিভাইস?

  • ক. ইনপুট
  • খ. মেমোরি
  • গ. আউটপুট
  • ঘ. প্রসেসিং

উত্তরঃ ইনপুট

বিস্তারিত

358. OMR এর পূর্ণরূপ কী?

  • ক. Optimal mark Reader
  • খ. Optical Mark Reader
  • গ. Optical Mark Recognition
  • ঘ. Optical Magnetic Recognition

উত্তরঃ Optical Mark Reader

বিস্তারিত

359. RAM কী ?

  • ক. অস্থায়ী মেমোরি
  • খ. স্থায়ী মেমোরি
  • গ. সহায়ক মেমোরি
  • ঘ. হার্ডডিস্ক

উত্তরঃ অস্থায়ী মেমোরি

বিস্তারিত

360. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কী বলা হয়?

  • ক. ই-শপিং
  • খ. ই-কমার্স
  • গ. এম বিজনেস
  • ঘ. মোবাইল বিজনেস

উত্তরঃ ই-কমার্স

বিস্তারিত

361. বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়?

  • ক. একটি
  • খ. দুইটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুইটি

বিস্তারিত

362. ইন্টারনেট চালুর বছর---

  • ক. ১৯৫৯
  • খ. ১৯৬৫
  • গ. ১৯৬৯
  • ঘ. ১৯৮১

উত্তরঃ ১৯৬৯

বিস্তারিত

363. কোন মৌলিক পদার্থ?

  • ক. লোহা
  • খ. ব্রোঞ্জ
  • গ. পানি
  • ঘ. ইস্পাত

উত্তরঃ লোহা

বিস্তারিত

364. কম্পিউটার ভাইরাস কি?

  • ক. একট ক্ষতিকারক জীবাণু
  • খ. একটি ক্ষতিকারক সার্কিট
  • গ. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
  • ঘ. একটি ক্ষতিকারক প্রোগ্রাম

উত্তরঃ একটি ক্ষতিকারক প্রোগ্রাম

বিস্তারিত

365. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

  • ক. ওয়াইম্যাক্স
  • খ. সি-মস
  • গ. ব্রডব্যান্ড
  • ঘ. ব্লু-ট্রুথ

উত্তরঃ ওয়াইম্যাক্স

বিস্তারিত

366. কম্পিউটার-টু-কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-

  • ক. ই-মেইল
  • খ. ইন্টারকম
  • গ. ইন্টারনেট
  • ঘ. টেলিকমিউনিকেশন

উত্তরঃ ইন্টারনেট

বিস্তারিত

367. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?

  • ক. RAM
  • খ. ROM
  • গ. হার্ডওয়্যার
  • ঘ. সফটওয়্যার

উত্তরঃ ROM

বিস্তারিত

368. কম্পিউটার কে আবিষ্কার করেন?

  • ক. উইলিয়াম অটরেড
  • খ. ব্লেইসি প্যাসকেল
  • গ. হাওয়ার্ড এইকিন
  • ঘ. আবাকাস

উত্তরঃ হাওয়ার্ড এইকিন

বিস্তারিত

369. প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-

  • ক. ট্রানজিস্টার
  • খ. আইসি
  • গ. মাইক্রোপ্রসেসর
  • ঘ. বায়ুশূন্য ভাল্ব

উত্তরঃ বায়ুশূন্য ভাল্ব

বিস্তারিত

370. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব-

  • ক. বৃহৎ সহায়ক স্মৃতি
  • খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
  • গ. প্যারেলেল প্রসেসিং
  • ঘ. বহনযোগ্যতা

উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা

বিস্তারিত

371. এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়-

  • ক. সুপার কম্পিউটার
  • খ. হাইব্রিড কম্পিউটার
  • গ. মাইক্রো কম্পিউটার
  • ঘ. মিনি কম্পিউটার

উত্তরঃ হাইব্রিড কম্পিউটার

বিস্তারিত

372. Supercomputer Mainframe এর চেয়ে

  • ক. কম শক্তিশালী
  • খ. বেশি শক্তিশালী
  • গ. সমান শক্তিসম্পন্ন
  • ঘ. কোনটিই সত্য নয়

উত্তরঃ বেশি শক্তিশালী

বিস্তারিত

373. আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-

  • ক. বৃহৎ স্মৃতির আধার
  • খ. দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
  • গ. ভ্রমশূন্য ফলাফল
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

374. কম্পিউটারে কোনটি নেই?

  • ক. স্মৃতি
  • খ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
  • গ. বুদ্ধি বিবেচনা
  • ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা

উত্তরঃ বুদ্ধি বিবেচনা

বিস্তারিত

375. নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক

  • ক. পুনরাবৃত্তিমুলক কাজ
  • খ. গাণিতিক কাজ
  • গ. হিসাবরক্ষণ কাজ
  • ঘ. প্রতিবেদন প্রণয়ন

উত্তরঃ পুনরাবৃত্তিমুলক কাজ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects