কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

301. Congestion Control কোন layer এ করা হয়?

  • ক. Physical
  • খ. Data link
  • গ. Network
  • ঘ. Transport

উত্তরঃ Transport

বিস্তারিত

302. কোনটি দিয়ে database Table এ uniqueness নিশ্চিত করা হয়?

  • ক. Primary key
  • খ. Foreign key
  • গ. Entity
  • ঘ. Relation

উত্তরঃ Primary key

বিস্তারিত

303. Object oriented programming এর বৈশিষ্ট্য কোনটি?

  • ক. Polymorphism
  • খ. Friend function
  • গ. Structure
  • ঘ. Loop

উত্তরঃ Polymorphism

বিস্তারিত

304. নিচের কোনটি ইমেইল প্রটোকল ?

  • ক. SMTP
  • খ. IOT
  • গ. USB
  • ঘ. OTB

উত্তরঃ SMTP

বিস্তারিত

307. START : MOV AX, BX একটি assembly language instruction। এখানে MOV হলো -

  • ক. লেবেল
  • খ. সোর্স
  • গ. Opcode
  • ঘ. ডেসটিনেশন

উত্তরঃ Opcode

বিস্তারিত

308. কোনটি Cloud computing এর সাথে সম্পৃক্ত নয়?

  • ক. Fog computing
  • খ. Paas
  • গ. Key board
  • ঘ. Saas

উত্তরঃ Fog computing

বিস্তারিত

310. কোনটি UDP protocol ব্যবহার করে?

  • ক. HTTP
  • খ. DNS
  • গ. SMTP
  • ঘ. FTP

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

311. নিচের কোনটি সবচেয়ে দ্রুত data transfer করতে পারে?

  • ক. RAM
  • খ. Hard disk
  • গ. CD ROM
  • ঘ. Cache Memory

উত্তরঃ Cache Memory

বিস্তারিত

312. Array data structure এ কোন ধরনের data রাখা যায়?

  • ক. ভিন্ন ধরনের কতগুলো ডাটা
  • খ. শুধু pointer ধরনের ডাটা
  • গ. Class এর ডাটা
  • ঘ. একই ধরনের অনেকগুলো ডাটা

উত্তরঃ একই ধরনের অনেকগুলো ডাটা

বিস্তারিত

314. 10101111 ও 00110011 এর Bitwise OR এর ফলাফল কত?

  • ক. 1011 1111
  • খ. 00100011
  • গ. 01010101
  • ঘ. 1111 1111

উত্তরঃ 1011 1111

বিস্তারিত

318. C programming এ কোনটি Invalid variable name?

  • ক. Average
  • খ. No#of-students
  • গ. Xzy
  • ঘ. y23z

উত্তরঃ No#of-students

বিস্তারিত

319. উল্লিখিত কোনটি database এর Aggregate function?

  • ক. where
  • খ. sum
  • গ. select
  • ঘ. from

উত্তরঃ sum

বিস্তারিত

321. বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল?

  • ক. IIBM 360
  • খ. IIBM 1024
  • গ. IIBM 1620
  • ঘ. IIBM 2048

উত্তরঃ IIBM 1620

বিস্তারিত

322. Bluetooth কোন প্রযুক্তি ব্যবহার করে?

  • ক. ম্যাগনেটিক
  • খ. রেডিও তরঙ্গ
  • গ. অপটিক্যাল
  • ঘ. লেজার

উত্তরঃ রেডিও তরঙ্গ

বিস্তারিত

323. সি (C) হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত -

  • ক. অপারেটিং সিস্টেম
  • খ. প্যাকেজ প্রোগ্রাম
  • গ. উচ্চতর প্রোগ্রমিং ভাষা
  • ঘ. নিম্নতর প্রোগ্রমিং ভাষা

উত্তরঃ উচ্চতর প্রোগ্রমিং ভাষা

বিস্তারিত

324. কম্পিউটারে ব্যবহৃত ভাইরাস কী?

  • ক. এক ধরনের জীবাণু
  • খ. এক ধরনের প্রোগ্রাম
  • গ. এক ধরনের রোগ
  • ঘ. হার্ডওয়্যার

উত্তরঃ এক ধরনের প্রোগ্রাম

বিস্তারিত

325. কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি উপযোগী?

  • ক. পেইন্ট
  • খ. এমএস ওয়ার্ড
  • গ. এমএস এক্সেল
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ এমএস এক্সেল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects