কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

626. LAN কার্ডের অপর নাম কি?

  • ক. Network Interface Card
  • খ. Internet Card
  • গ. Modem
  • ঘ. Net Connector

উত্তরঃ Network Interface Card

বিস্তারিত

627. DOT MATRIX is a kind of :

  • ক. Software
  • খ. Printer
  • গ. Scanner
  • ঘ. Operating System

উত্তরঃ Printer

বিস্তারিত

628. LED  এর পুর্নরুপ কি?

  • ক. Light Electrical diode
  • খ. Light emitting diode
  • গ. Light energy diode
  • ঘ. Light emission diode

উত্তরঃ Light emitting diode

বিস্তারিত

629. কম্পিউটার কে হ্যাকিং হতে রক্ষা করে কে?

  • ক. ব্যাকআপ
  • খ. ডি ড্রাইভ
  • গ. ফায়ারওয়াল
  • ঘ. কম্পাইলার

উত্তরঃ ফায়ারওয়াল

বিস্তারিত

630. কোনটি অনলাইন ভিডিও মিটিং প্লাটফরম নয়?

  • ক. ওয়েবম্যাক্স
  • খ. জুম
  • গ. হোয়াটস অ্যাপ
  • ঘ. গুগলমিট

উত্তরঃ ওয়েবম্যাক্স

বিস্তারিত

631. ই-মেইলের ক্ষেত্রে সিসি (CC) এর অর্থ কি?

  • ক. close circuit
  • খ. carbon copy
  • গ. close contact
  • ঘ. close copy

উত্তরঃ carbon copy

বিস্তারিত

633. কম্পিউটারের Heart বলা হয় কোনটিকে?

  • ক. Memory
  • খ. Monitor
  • গ. CPU
  • ঘ. Disc

উত্তরঃ CPU

বিস্তারিত

635. ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী?

  • ক. সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকতে না দেওয়া।
  • খ. সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকার অনুমতি দেওয়া।
  • গ. আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
  • ঘ. সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করা।

উত্তরঃ আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।

বিস্তারিত

637. নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?

  • ক. On-demand self service
  • খ. Broad network access
  • গ. Limited customization
  • ঘ. Physical ownership of servers

উত্তরঃ Physical ownership of servers

বিস্তারিত

640. চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার এর কাজ কোনটি?

  • ক. তথ্য সংরক্ষণ
  • খ. ইমেজ বিশ্লেষণ
  • গ. রোগী পর্যবেক্ষণ
  • ঘ. উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো

বিস্তারিত

642. GPU-এর পূর্ণরূপ কী?

  • ক. Graph Processing Unit
  • খ. Graphic Processing Unit
  • গ. Graphics Processing Unit
  • ঘ. Geographical Processing Unit

উত্তরঃ Graphics Processing Unit

বিস্তারিত

644. DBMS-এর পূর্ণরূপ কী?

  • ক. Data Backup Management System
  • খ. Database Management Service
  • গ. Database Management System
  • ঘ. Data of Binary Management System

উত্তরঃ Database Management System

বিস্তারিত

646. এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়?

  • ক. RAM
  • খ. হার্ডডিস্ক ড্রাইভ
  • গ. ফ্লাশ মেমোরি
  • ঘ. অপটিকাল ডিস্ক ড্রাইভ

উত্তরঃ ফ্লাশ মেমোরি

বিস্তারিত

647. নিচের কোনটি Spyware এর উদাহরণ?

  • ক. Key loggers
  • খ. Avast
  • গ. Norton
  • ঘ. Kasparasky

উত্তরঃ Key loggers

বিস্তারিত

648. IPv4-এ নিচের কোনটি Google DNS Server এর IP Address?

  • ক. 8.8.7.6
  • খ. 8.7.8.6
  • গ. 8.8.8.6
  • ঘ. 8.8.8.8

উত্তরঃ 8.8.8.8

বিস্তারিত

649. HPLC এর পূর্ণরূপ কী?

  • ক. High pressure liquid chromatography
  • খ. High power liquid chromatography
  • গ. High plant liquid chromatography
  • ঘ. High performance liquid chromatography

উত্তরঃ High performance liquid chromatography

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects