কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
576. Piconet কী?
- ক. Wifi Network
- খ. Wide area network
- গ. Bluetooth Newtork
- ঘ. 5G Network
উত্তরঃ Bluetooth Newtork
577. এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার করা হয়?
- ক. FTP
- খ. RPC
- গ. SNMP
- ঘ. SMTP
উত্তরঃ SMTP
578. যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি করা হয় তাকে ... বলে।
- ক. Program Virus
- খ. Worms
- গ. Torjon Horse
- ঘ. Boot virus
উত্তরঃ Worms
579. নিচের কোন প্রতিষ্ঠানটি 4G standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?
- ক. ISO
- খ. ITU
- গ. 3GPP
- ঘ. ETSI
উত্তরঃ ITU
580. নিচের কোনটি Open Source Software নয়?
- ক. Google Chrome
- খ. Microsoft Windows
- গ. Zoom
- ঘ. Adobe Photoshop
উত্তরঃ Google Chrome
581. নিচের কোনটি Structured Query Language নয়?
- ক. Java
- খ. MySQL
- গ. Oracle
- ঘ. উপরের সবগুলো
উত্তরঃ Java
582. ইন্টারনেটে যোগাযোগ ব্যবস্থায় Host name কে IP Address এ অনুবাদ করে -
- ক. FTP server
- খ. Firewall
- গ. DNS server
- ঘ. Gateway
উত্তরঃ DNS server
583. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারী গণ ব্যবহার করে না?
- ক. CaaS
- খ. IaaS
- গ. PaaS
- ঘ. SaaS
উত্তরঃ CaaS
584. একইসাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
- ক. মনিটর
- খ. টাচস্ক্রিন
- গ. কি বোর্ড
- ঘ. মাদার বোর্ড
উত্তরঃ টাচস্ক্রিন
585. 'Cozy bear' কী?
- ক. চুক্তি
- খ. হ্যাকার গ্রুপ
- গ. বিনোদন কেন্দ্র
- ঘ. তথ্য বিনিময় কেন্দ্র
উত্তরঃ হ্যাকার গ্রুপ
586. প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?
- ক. হার্ডডিস্ক
- খ. RAM
- গ. ক্লিপবোর্ড
- ঘ. ROM
উত্তরঃ RAM
587. বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়?
- ক. ROM
- খ. Secondary storage
- গ. RAM
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ RAM
588. Coaxinl Cable কি নামে পরিচিত?
- ক. Heliax
- খ. RF Cable
- গ. Bx Cable
- ঘ. Optical Cable
উত্তরঃ RF Cable
589. ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার প্রধান সুবিধা কোনটি ?
- ক. Regenerative Repeater এর মাধ্যমে দূরবর্তী স্থানে যোগাযোগ করা
- খ. কম শক্তি খরচ করা
- গ. খরচ কম
- ঘ. বেশী পাওয়ার দিয়ে ট্রান্সমিশন করা যায়
উত্তরঃ Regenerative Repeater এর মাধ্যমে দূরবর্তী স্থানে যোগাযোগ করা
590. নিচের কোনটির স্পীড সবচেয়ে বেশী ?
- ক. ক্যাশ মেমোরী
- খ. মেইন মেমোরী
- গ. ভার্চুয়াল মেমোরী
- ঘ. চৌম্বক মেমোরী
উত্তরঃ ক্যাশ মেমোরী
591. যে ডিভাইস এক ধরনের শক্তিকেঅন্য শক্তিতে রূপান্তর করতে পারে তাকেকি বলে?
- ক. ডায়োড
- খ. ক্লিপার
- গ. ট্রান্সডিউসার
- ঘ. ট্রান্সডিউসার
উত্তরঃ ট্রান্সডিউসার
592. নীচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
- ক. লিনাক্স
- খ. উইন্ডোজ
- গ. এম. এস. ওয়ার্ড
- ঘ. ডিস্ক অপারেটিং সিস্টেম
উত্তরঃ এম. এস. ওয়ার্ড
593. Computer থেকে Computer এ তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ---
- ক. Email
- খ. Intercom
- গ. Internet
- ঘ. e-commerce
উত্তরঃ Internet
594. কোনটি তার বিহীন দ্রুত গতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
- ক. C-MOS
- খ. Broadband
- গ. WI- MAX
- ঘ. e-commerce
উত্তরঃ WI- MAX
596. সামাজিক যোগাযোগের মাধ্যম 'ফেসবুক' এর প্রতিষ্ঠাতা হচ্ছেন -
- ক. বিল গেটস
- খ. টিম বার্নার্স লি
- গ. মার্ক জুকারবার্গ
- ঘ. এন্ডি গ্রোড
উত্তরঃ মার্ক জুকারবার্গ
597. কোনটি আউটপুট ডিভাইস?
- ক. মনিটর
- খ. কীবোর্ড
- গ. ইউপিএস
- ঘ. প্রিন্টার
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
598. Last- In First -Out (LIFO) data structure কোনটি?
- ক. Queue
- খ. Stack
- গ. File
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ Stack
599. কোন Algorithm - টি দ্রুত sorting করে?
- ক. Bubble sort
- খ. Selectedtion Sort
- গ. Quick sort
- ঘ. Insertion sort
উত্তরঃ Quick sort
600. নিচের কোন Operation-টি সবচেয়ে দ্রুত কাজ করে?
- ক. Multiplication
- খ. Bitwise OR
- গ. Addition
- ঘ. Division
উত্তরঃ Bitwise OR