প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২য় পর্যায়
নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
- ক. গণভবন
- খ. বঙ্গভবন
- গ. উত্তরা গণভবন
- ঘ. উত্তরবঙ্গ সংসদ ভবন
উত্তরঃ উত্তরা গণভবন
- ক. ব্যাংক
- খ. ই-অফিস
- গ. কল সেন্টার
- ঘ. কাস্টমার কেয়ার
উত্তরঃ ই-অফিস
১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ২৯
- খ. ২৫
- গ. ২৭
- ঘ. ২৮
উত্তরঃ ২৮
‘মাথা খাও, পত্র দিতে ভুলো না’ -এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী?
- ক. আস্কারা পাওয়া
- খ. জ্ঞান দেয়া
- গ. অঙ্গ বিশেষ
- ঘ. দিব্যি দেয়া
উত্তরঃ দিব্যি দেয়া
ফলের দোকান থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?
- ক. ৯০
- খ. ৮০
- গ. ৮৫
- ঘ. ৯৫
উত্তরঃ ৯৫
A sentence is a group of words that expresses a complete -
- ক. predicate
- খ. fragment
- গ. thought
- ঘ. paragraph
উত্তরঃ thought
‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’ - এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
- ক. জন্মভূমির আশ্রয়
- খ. মায়ের কোল
- গ. জন্মভূমির প্রকৃতি
- ঘ. গাছের ছায়া
উত্তরঃ জন্মভূমির আশ্রয়
পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ঃ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
- ক. ৫
- খ. ৬
- গ. ৮
- ঘ. ৯
উত্তরঃ ৬
‘শোন একটি মুজিবের থেকে’ গানটির গীতিকার কে?
- ক. অংশুমান রায়
- খ. আপেল মাহমুদ
- গ. আলতাফ মাহমুদ
- ঘ. গৌরীপ্রসন্ন মজুমদার
উত্তরঃ গৌরীপ্রসন্ন মজুমদার
নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?
- ক. সমতল পথে হাঁটা
- খ. গা থেকে নিচে নামা
- গ. একটি দেয়ালকে ধাক্কা দেওয়া
- ঘ. সিঁড়ি দিয়ে উপরে ওঠা
উত্তরঃ সিঁড়ি দিয়ে উপরে ওঠা
What is the meaning of the word 'Vice versa'?
- ক. For example
- খ. Face to face
- গ. Namely
- ঘ. The terms being exchanged
উত্তরঃ The terms being exchanged
ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?
- ক. Finland
- খ. Deenmark
- গ. Poland
- ঘ. Sweden
উত্তরঃ Finland
হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন?
- ক. চীনের রাজদরবার
- খ. নেপালের রাজদরবার
- গ. ভারতের গ্রন্থাগার
- ঘ. শ্রীলংকার গ্রন্থাগার
উত্তরঃ নেপালের রাজদরবার
- ক. ২৫
- খ. ২৭
- গ. ২৮
- ঘ. ২৯
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
He was brought to the police station for -
- ক. questioning
- খ. confinement
- গ. punishment
- ঘ. judgement
উত্তরঃ questioning
To everyone's surprise he got ---- the examination.
- ক. over
- খ. passed
- গ. through
- ঘ. failed
উত্তরঃ through
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
- ক. ৬ কেজি
- খ. ৪ কেজি
- গ. ১০ কেজি
- ঘ. ৮ কেজি
উত্তরঃ ৮ কেজি
- ক. উদ্ভাবন ও বিজ্ঞান
- খ. ব্যবস্থাপনা ও উন্নয়ন
- গ. তথ্য যোগাযোগ ও প্রযুক্তি
- ঘ. পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন
উত্তরঃ পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন
- ক. Short Mail Service
- খ. Short Message Server
- গ. Short Meal Service
- ঘ. Short Message Service
উত্তরঃ Short Message Service
‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’, কে বলেছিলেন?
- ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. আনোয়ার পাশা
- ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ক. তিনি সস্ত্রীক শহরে থাকেন।
- খ. তিনি ও স্ত্রী শহরে থাকেন।
- গ. তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
- ঘ. তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
উত্তরঃ তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
- ক. ৯
- খ. ১০
- গ. ১২
- ঘ. ৮
উত্তরঃ ১২
’বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব?
- ক. ময়মনসিংহ
- খ. রংপুর
- গ. পার্বত্য চট্টগ্রাম
- ঘ. সিলেট
উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম
‘পাঠক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?
- ক. পঠ +অনক
- খ. পঠ + ণক
- গ. পাঠ্য + ণক
- ঘ. পাঠ + আক
উত্তরঃ পঠ + ণক
সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
- ক. সর্বনাম ও বিশেষ্য
- খ. ক্রিয়া ও সর্বনাম
- গ. ক্রিয়া ও অব্যয়
- ঘ. অবয় ও ক্রিয়া
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
- ক. intelligent person
- খ. a person's idea
- গ. autistic child
- ঘ. special child
উত্তরঃ a person's idea
২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
- ক. ১৩
- খ. ১৪
- গ. ১৫
- ঘ. ১৬
উত্তরঃ ১৫
- ক. ২৪০০
- খ. ১২০০
- গ. ৩০০০
- ঘ. ৩৬০০
উত্তরঃ ৩৬০০
- ক. Rotten objects
- খ. Decaying old age
- গ. A group of ten people
- ঘ. A period of ten years
উত্তরঃ Decaying old age
- ক. দুটি শব্দের মিলন
- খ. ভাষার ক্ষুদ্রতম অংশ
- গ. অর্থবোধক শব্দসমষ্টি
- ঘ. ভাষায় লিখিত রূপ
উত্তরঃ ভাষার ক্ষুদ্রতম অংশ
বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী’ বলেছেন -
- ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- খ. মাওলানা ভাসানী
- গ. তাজউদ্দিন আহমেদ
- ঘ. শেখ হাসিনা
উত্তরঃ শেখ হাসিনা
‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
- ক. তৎসম
- খ. অতৎসম
- গ. সংস্কৃত
- ঘ. তদ্ভব
উত্তরঃ অতৎসম
সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?
- ক. বিশেষ্যের বিশেষণ
- খ. ক্রিয়া বিশেষণ
- গ. বিশেষণের বিশেষণ
- ঘ. নাম বিশেষণ
উত্তরঃ বিশেষণের বিশেষণ
- ক. ২০১০
- খ. ২০১১
- গ. ২০০৯
- ঘ. ২০১২
উত্তরঃ ২০০৯
রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
- ক. বাউল
- খ. মুশিদি
- গ. ভাটিয়ালি
- ঘ. ভাওয়াইয়া
উত্তরঃ বাউল
I need to install an ---- fan in the kitchen.
- ক. adjust
- খ. exhaust
- গ. exsost
- ঘ. egzost
উত্তরঃ exhaust
সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে -
- ক. Birds twitter at dawn
- খ. Birds shout at down
- গ. Birds cry at dawn
- ঘ. Birds sing a dawn
উত্তরঃ Birds twitter at dawn
- ক. ৪৩
- খ. ৫৪
- গ. ৬০
- ঘ. ৪৪
উত্তরঃ ৪৪
কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?
- ক. ৩০ - ৪০
- খ. ২০ - ৩৫
- গ. ১০ - ২০
- ঘ. ২০ - ৩০
উত্তরঃ ৩০ - ৪০
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
- ক. ১৮
- খ. ৬
- গ. ১০
- ঘ. ১২
উত্তরঃ ১০
- ক. বিকেন্দ্রীকরণ
- খ. বিকেন্দ্রিকরণ
- গ. বীকেন্দ্রিকরণ
- ঘ. বীকেন্দ্রীকরণ
উত্তরঃ বিকেন্দ্রীকরণ
Man did not know that earth moves round the sun until it was -
- ক. discovered
- খ. experimented
- গ. invented
- ঘ. demonstrated
উত্তরঃ discovered
ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল---
- ক. বিশেষ ভাবে সাধু ও চলিত রীতির বিশ্লেষণ
- খ. শব্দতত্ত্ব ও বাক্যতত্ত্বের বিশ্লেষণ
- গ. কয়েকটি সূত্রের বিশ্লেষণ
- ঘ. বিশেষভাবে বিশ্লেষণ
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
- ক. ১২
- খ. ১১
- গ. ১০
- ঘ. ১৫
উত্তরঃ ১০
- ক. Curriculum Vital
- খ. Curriculum Value
- গ. Current Value
- ঘ. Curriculum Vitae
উত্তরঃ Curriculum Vitae
- ক. Manner of speech
- খ. Sentence building
- গ. Supplementary tax
- ঘ. context
উত্তরঃ Sentence building
'To read between the lines' means -
- ক. to read carefully
- খ. to read some lines only
- গ. to read carefully to find out any hidden meaning
- ঘ. to read quickly to save time
উত্তরঃ to read carefully to find out any hidden meaning
The minister told his officials to --- a press conference.
- ক. speak
- খ. announce
- গ. arrange
- ঘ. prepare
উত্তরঃ arrange
‘কিন্ডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?
- ক. জার্মানী
- খ. ইংরেজি
- গ. পর্তুগিজ
- ঘ. ওলন্দাজ
উত্তরঃ জার্মানী
- ক. Rahim lives
- খ. Rahim does live
- গ. lives Rahim
- ঘ. does Rahim live
উত্তরঃ Rahim lives
কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?
- ক. দেশের ভৌগোলিক অবস্থান
- খ. দেশের আয়তন
- গ. মাথাপিছু বিদ্যুৎশক্তির ব্যবহার
- ঘ. দেশের প্রাকৃতিক সম্পদ
উত্তরঃ দেশের প্রাকৃতিক সম্পদ
‘রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা’ - এখানে ‘রাশি রাশি’ -
- ক. অনুকার অব্যয়
- খ. সমষ্টিবাচক বিশেষ্য
- গ. নির্ধারক বিশেষণ
- ঘ. সাপেক্ষ সর্বনাম
উত্তরঃ নির্ধারক বিশেষণ
শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী কে?
- ক. রনিল বিক্রমাসিংহে
- খ. রঙ্গনাথন হেরাথ
- গ. মাইথ্রিপালা সিরিসেনা
- ঘ. মাহিন্দ্র রাজাপাকসে
উত্তরঃ রনিল বিক্রমাসিংহে
- ক. ১২০০
- খ. ১৬০০
- গ. ১৫০০
- ঘ. ১৪০০
উত্তরঃ ১৬০০
নীচের কোনটি ‘সুনীল’ অর্থনীতির সাথে সম্পর্কিত?
- ক. বনজ সম্পদ
- খ. খনিজ সম্পদ
- গ. মৎস্য সম্পদ
- ঘ. সমুদ্র সম্পদ
উত্তরঃ সমুদ্র সম্পদ
সম্প্রতি ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- ক. দুবাই
- খ. প্যারিস
- গ. নিউিইর্য়ক
- ঘ. ফ্লোরিডা
উত্তরঃ নিউিইর্য়ক
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু হবে -
- ক. ৩১২
- খ. ২৬০
- গ. ২৮০
- ঘ. ২৯২
উত্তরঃ ২৮০
- ক. ৮৮
- খ. ৮৬
- গ. ৯২
- ঘ. ৮৯
উত্তরঃ ৮৯
‘পৃথিবীতে কে কাহার?’- এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?
- ক. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
- খ. কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
- গ. অধিকরন কারকে সপ্তমী বিভক্তি
- ঘ. করণ কারকে তৃতীয়া বিভক্তি
উত্তরঃ অধিকরন কারকে সপ্তমী বিভক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক -
- ক. আবুল মনসুর আহমেদ
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. এ. কে. খোন্দকার
- ঘ. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ক. Ballistic Missile Initiative
- খ. Body Mass Index
- গ. Bill Measurment Index
- ঘ. Best Medicine of Integration
উত্তরঃ Body Mass Index
বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ -
- ক. ২০২০ - ২০২৫
- খ. ২০২১ - ২০২৫
- গ. ২০২৫ - ২০৩০
- ঘ. ২০২১ - ২০৪১
উত্তরঃ ২০২১ - ২০৪১