সন্ধি

51. যে সন্ধিগুলো কোনো নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলে?

  • ক. নিপাতনে সন্ধি
  • খ. ব্যাসবাক্য
  • গ. বিসর্গসন্ধি
  • ঘ. স্বরসন্ধি

উত্তরঃ নিপাতনে সন্ধি

বিস্তারিত

52. ‘পুষ্পারতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ -

  • ক. পুষ্প + রতি
  • খ. পুষ্পা + আরতি
  • গ. পুষ্পা + রতি
  • ঘ. পুষ্প + আরতি

উত্তরঃ পুষ্প + আরতি

বিস্তারিত

53. ‘অদ্রীশ’ শব্দের সন্ধিবিচ্ছেদ হবে কোনটি?

  • ক. অদ্রি + ঈশ
  • খ. অদ্রী + ইশ
  • গ. অদ্রি + ইশ
  • ঘ. অদ্রী + ঈশ

উত্তরঃ অদ্রি + ঈশ

বিস্তারিত

54. ‘রবীন্দ্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. রবী + ঈন্দ্র
  • খ. রবী + ইন্দ্র
  • গ. রবি + ইন্দ্র
  • ঘ. বি + ঈন্দ্র

উত্তরঃ রবি + ইন্দ্র

বিস্তারিত

55. পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. পদ + ধতি
  • খ. পৎ + ধতি
  • গ. পথ + ধতি
  • ঘ. পদ্ + হতি

উত্তরঃ পদ্ + হতি

বিস্তারিত

56. ‘ব্যাকরণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?

  • ক. বি + আ + কৃ + অণ
  • খ. বি + আ + কৃ + অন
  • গ. বি + অ + কৃ + অণ
  • ঘ. বি + আ + ক + অণ

উত্তরঃ বি + আ + কৃ + অন

বিস্তারিত

57. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?

  • ক. সন্ধি
  • খ. সমাস
  • গ. কারক
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ সন্ধি

বিস্তারিত

58. রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. রবী + ইন্দ্র
  • খ. রবি + ইন্দ্র
  • গ. রবি + ঈন্দ্র
  • ঘ. রবী + ঈন্দ্র

উত্তরঃ রবি + ইন্দ্র

বিস্তারিত

59. হরমুজ প্রণালী সংযুক্ত করেছে -

  • ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
  • খ. ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে
  • গ. জিব্রাল্টার ও লোহিত সাগরকে
  • ঘ. ভূমধ্যসাগর ও আরব সাগরকে

উত্তরঃ ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে

বিস্তারিত

60. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল -

  • ক. মন + ঈষা
  • খ. মন + ইসা
  • গ. মনস + ঈসা
  • ঘ. মনস + ইসা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

61. ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. বনঃ + পতি
  • খ. বন + পতি
  • গ. বনস + পতি
  • ঘ. বন + স্পতি

উত্তরঃ বন + পতি

বিস্তারিত

62. ‘রবীন্দ্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. রবী + ঈন্দ্র
  • খ. রবী + ইন্দ্র
  • গ. রবি + ইন্দ্র
  • ঘ. রবি + ঈন্দ্র

উত্তরঃ রবি + ইন্দ্র

বিস্তারিত

63. ‘মনোযোগ’ শব্দটি কোন সন্ধিতে গঠিত?

  • ক. নিপাতনে সিদ্ধ
  • খ. ব্যঞ্জন সন্ধি
  • গ. বিসর্গ সন্ধি
  • ঘ. স্বরসন্ধি

উত্তরঃ বিসর্গ সন্ধি

বিস্তারিত

64. ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?

  • ক. দুঃ + অবস্থা
  • খ. দূর + বস্থা
  • গ. দুর + বস্থা
  • ঘ. দুর + অবস্থা

উত্তরঃ দুঃ + অবস্থা

বিস্তারিত

65. “সর্বাঙ্গীণ ” শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় -

  • ক. সর্বঙ্গ + ঈন
  • খ. সর্ব + অঙ্গীন
  • গ. সর্ব + ঙ্গীন
  • ঘ. সর্বাঙ্গ + ঈন

উত্তরঃ সর্বাঙ্গ + ঈন

বিস্তারিত

66. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. মন + ঈষা
  • খ. মনঃ + ইষা
  • গ. মনস + ঈষা
  • ঘ. মনো + ঈষা

উত্তরঃ মনস + ঈষা

বিস্তারিত

67. ‘উজ্জ্বল’ শব্দের সঠিক সন্ধি বিশ্লেষণ কোনটি?

  • ক. উজ + উল
  • খ. উৎ + জ্বল
  • গ. উজ্জ + জল
  • ঘ. উজ্জ্ব + জল

উত্তরঃ উৎ + জ্বল

বিস্তারিত

68. ‘মনীসা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো -

  • ক. মন + ঈষা
  • খ. মন + ইসা
  • গ. মনস + ঈসা
  • ঘ. মনস + ইসা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

69. নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. নৈ + বিক
  • খ. নো + ইক
  • গ. নে + ইক
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ কোনোটি নয়

বিস্তারিত

70. দুই বর্ণের পরস্পর মিলনকে কি বলে?

  • ক. সন্ধি
  • খ. কারক
  • গ. সমাস
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ সন্ধি

বিস্তারিত

71. সন্ধি বিচ্ছেদ করুন- পুরস্কার

  • ক. পুর + কার
  • খ. পুর + শকার
  • গ. পুরঃ + কার
  • ঘ. পুরস + কার

উত্তরঃ পুরঃ + কার

বিস্তারিত

72. ‘তৃষ্ণার্ত’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. তৃষ্ণা + আর্ত
  • খ. তৃষ্ণা + ঋত
  • গ. উভয়ই
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ তৃষ্ণা + ঋত

বিস্তারিত

73. ‘বিচ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • ক. বিচ + ছেদ
  • খ. বি + ছেদ
  • গ. বিচঃ + ছেদ
  • ঘ. বিঃ + ছেদ

উত্তরঃ বি + ছেদ

বিস্তারিত

74. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলাচিত হয়?

  • ক. ভাষাতত্ত্ব
  • খ. ধ্বনিতত্ত্ব
  • গ. রূপতত্ত্ব
  • ঘ. বাক্যতত্ত্ব

উত্তরঃ ধ্বনিতত্ত্ব

বিস্তারিত

75. ‘মহৌষধি’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. মহ + ওষধি
  • খ. মহা + ওষধি
  • গ. মহ + ঔষধি
  • ঘ. মহা + ঔষধি

উত্তরঃ মহা + ওষধি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects