কারক ও বিভক্তি
251. অন্ধজনে দেহ আলো- এখানে 'অন্ধজনে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে সপ্তমী
 - খ. কর্তৃকারকে শূন্য
 - গ. সম্প্রদানে সপ্তমী
 - ঘ. করণে দ্বিতীয়
 
উত্তরঃ সম্প্রদানে সপ্তমী
252. ‘দশে মিলে করি কাজ’ বাক্যে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে ৭মী
 - খ. সম্প্রদান কারকে ৭মী
 - গ. কর্তৃকারকে ২য়া
 - ঘ. কর্তৃকারকে ৪র্থী
 
উত্তরঃ কর্তৃকারকে ৭মী
253. 'এ সাবানে কাপড় কাচা চলবে না'- এখানে 'সাবানে' কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় সপ্তমী
 - খ. করণে প্রথমা
 - গ. করণে সপ্তমী
 - ঘ. কর্মে সপ্তমী
 
উত্তরঃ করণে সপ্তমী
254. 'কর্তায় শূন্য' কারকের উদাহরণ?
- ক. আমি ঢাকা যাব
 - খ. এমন মেয়ে আর দেখিনি
 - গ. গাড়ী স্টেশন ছেড়েছে
 - ঘ. মাঠে ঘাটে চড়ে গরু
 
উত্তরঃ মাঠে ঘাটে চড়ে গরু
255. "শাক দিয়ে মাছ ঢাকা যায় না" এখানে 'শাক' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৩য়া
 - খ. কর্মে ৩য়া
 - গ. করণে ৩য়া
 - ঘ. কর্তায় ৩য়া
 
উত্তরঃ করণে ৩য়া
256. 'পুলিশে খবর দাও' এখানে "পুলিশে" কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
- ক. কর্মে শূন্য
 - খ. কর্তায় ৭মী
 - গ. কর্তায় ২য়া
 - ঘ. কর্তায় শূন্য
 
উত্তরঃ কর্মে শূন্য
257. 'কথায় কথা বাড়ে' এখানে "কথায়" কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
 - খ. করণে ৭মী
 - গ. কর্মে ৭মী
 - ঘ. কর্তায় ৭মী
 
উত্তরঃ করণে ৭মী
258. 'সব ঝিনুকে মুক্তা মেলে না' এখানে "ঝিনুকে" কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ২য়া
 - খ. কর্মে ২য়া
 - গ. করণে ২য়া
 - ঘ. অপাদানে ২য়া
 
উত্তরঃ অপাদানে ২য়া
259. 'লাঠি দ্বারা সাপ মার' এখানে "লাঠি দ্বারা" কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে ৭মী
 - খ. কর্মে ৩য়া
 - গ. কর্তায় ৩য়া
 - ঘ. করণে ৩য়া
 
উত্তরঃ করণে ৩য়া
260. "নিঃস্বে" দয়া কর। কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ১মা
 - খ. অপাদানে ৭মী
 - গ. সম্প্রদানে ১মা
 - ঘ. সম্প্রদানে ৭মী
 
উত্তরঃ সম্প্রদানে ৭মী
261. কর্তায় শূন্য কারকের উদাহরণ?
- ক. তিনি 'বাড়ি' গেলেন
 - খ. ছেলেরা 'লাঠি' খেলে
 - গ. সে 'রুটি' খায়
 - ঘ. 'নদী' বয়ে যায়
 
উত্তরঃ 'নদী' বয়ে যায়
262. কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. 'পথের' দেখা পেলাম
 - খ. 'আমার' খাওয়া হবে না
 - গ. 'তার' দেখা পেয়েছি
 - ঘ. 'গরিবের' সেবা কর
 
উত্তরঃ 'আমার' খাওয়া হবে না
263. সম্প্রদান কারকে ১মা বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. দীনে দান কর
 - খ. গরিবের সেবা কর
 - গ. নিঃস্বে দয়া কর
 - ঘ. ভিক্ষা দাও দয়ারে 'ভিক্ষুক'
 
উত্তরঃ ভিক্ষা দাও দয়ারে 'ভিক্ষুক'
264. 'পাপ হতে' পূণ্য পৃথক - কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে ৫মী
 - খ. করণে ১মা
 - গ. অপাদানে ৫মী
 - ঘ. অপাদানে ১মা
 
উত্তরঃ অপাদানে ৫মী
265. ধৈর্য্য ধর 'বাধ' বুক - কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৭মী
 - খ. কর্তায় ৭মী
 - গ. কর্মে শূন্য
 - ঘ. কর্তায় শূন্য
 
উত্তরঃ কর্মে শূন্য
266. 'জল' পড়ে পাতা নড়ে - কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে শূন্য
 - খ. কর্তায় শূন্য
 - গ. করণে শূন্য
 - ঘ. কর্মে শূন্য
 
উত্তরঃ কর্তায় শূন্য
267. 'জেলে' মাছ ধরে। কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৫মী
 - খ. কর্তায় ৫মী
 - গ. কর্মে শূন্য
 - ঘ. কর্তায় শূন্য
 
উত্তরঃ কর্তায় শূন্য
268. 'দুয়ারে' বাঁধা হাতি। এখানে "দুয়ারে" কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
- ক. অধিকরণে ৩য়া
 - খ. অধিকরণে ৭মী
 - গ. অধিকরণে ৫মী
 - ঘ. অধিকরণে শূন্য
 
উত্তরঃ অধিকরণে শূন্য
269. চিহ্নিত কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
- ক. "মুষলধারে" বৃষ্টি পড়ছে
 - খ. গাড়ি "স্টেশন" ছেড়েছে
 - গ. "ডাক্তার" ডাক
 - ঘ. ঘোড়াকে "চাবুক" মার
 
উত্তরঃ ঘোড়াকে "চাবুক" মার
270. 'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
 - খ. কর্মে শূন্য
 - গ. করণে শূন্য
 - ঘ. কর্মে ৭মী
 
উত্তরঃ কর্মে শূন্য
272. 'আমরা স্বাধীন "বাংলাদেশের" নাগরিক' কোন ভিভক্তি?
- ক. করণে ৭মী
 - খ. অধিকরণে ৬ষ্ঠি
 - গ. করণে শূন্য
 - ঘ. কর্মে ৬ষ্ঠি
 
উত্তরঃ অধিকরণে ৬ষ্ঠি
273. "সূর্যোদয়ে" অন্ধকার দূরীভূত হয়? কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
 - খ. অধিকরণে তৃতীয়া
 - গ. অপাদানে তৃতীয়া
 - ঘ. কর্তায় সপ্তমী
 
উত্তরঃ অধিকরণে ৭মী
274. অন্ধজনে দয়া কর- "অন্ধজনে" কোন কারকে কোন বিভক্তি?
- ক. সম্প্রদানে সপ্তমী
 - খ. কর্মে শূন্য
 - গ. কর্তায় সপ্তমী
 - ঘ. কর্মে সপ্তমী
 
উত্তরঃ সম্প্রদানে সপ্তমী
275. 'নতুন ধান্যে হবে নবান্ন'- এই বাক্যে 'ধান্যে' পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে?
- ক. অধিকরণে ৭মী
 - খ. করণে ৭মী
 - গ. কর্মে ৭মী
 - ঘ. কর্তৃকারকে ৭মী
 
উত্তরঃ করণে ৭মী