কারক ও বিভক্তি

176. তিনি চোখে দেখেন না -- চোখে কোন কারক ?

  • ক. অধিকরণ
  • খ. অপাদান
  • গ. করণ
  • ঘ. সম্প্রদান

উত্তরঃ করণ

বিস্তারিত

177. (বাঁশি) বাজে কোন ধরনের কর্তা ?

  • ক. কর্মবাচ্যের
  • খ. ভাববাচ্যের
  • গ. কর্ম -কর্তৃবাচ্যের
  • ঘ. উদ্দেশ্যের

উত্তরঃ কর্ম -কর্তৃবাচ্যের

বিস্তারিত

178. জিজ্ঞাসিব (জনে জনে) - কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. করণে ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. সম্প্রদানে ৭মী

উত্তরঃ কর্মে ৭মী

বিস্তারিত

179. বেলা যে পড়ে এল (জলকে) চল। কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্মে ২য়া
  • খ. সম্প্রদানে ৪র্থী
  • গ. নিমিত্তার্থে ৪র্থী
  • ঘ. করনে ৭মী

উত্তরঃ নিমিত্তার্থে ৪র্থী

বিস্তারিত

180. (সুখের চেয়ে) স্বস্তি ভালো -

  • ক. অপাদানে ৫মী
  • খ. কর্মে ৫মী
  • গ. করণে ৫মী
  • ঘ. অধিকরণে ৫মী

উত্তরঃ অপাদানে ৫মী

বিস্তারিত

181. উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে কোন ধরনের অধিকরণ বলে ?

  • ক. কালাধিকরণ
  • খ. অভিব্যাপক অধিকরণ
  • গ. বৈষয়িক অধিকরণ
  • ঘ. ঐকদেশিক অধিকরণ

উত্তরঃ অভিব্যাপক অধিকরণ

বিস্তারিত

182. যে বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পন্ন করে তাকে কোন কারক বলে ?

  • ক. কর্তৃকারক
  • খ. কর্মকারক
  • গ. করণকারক
  • ঘ. সম্প্রদান কারক

উত্তরঃ কর্তৃকারক

বিস্তারিত

183. মুষলধারে বৃষ্টি পড়ছে - 'বৃষ্টি' শব্দটি কোন কর্তা ?

  • ক. প্রযোজক কর্তা
  • খ. প্রযোজ্য কর্তা
  • গ. ব্যতিহার কর্তা
  • ঘ. মুখ্য কর্তা

উত্তরঃ মুখ্য কর্তা

বিস্তারিত

184. (শিক্ষক) ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন - 'শিক্ষক' শব্দটি কোন কর্তা ?

  • ক. মুখ্য কর্তা
  • খ. প্রযোজক কর্তা
  • গ. প্রযোজ্য কর্তা
  • ঘ. ব্যতিহার কর্তা

উত্তরঃ প্রযোজক কর্তা

বিস্তারিত

185. রাখাল গরুকে ঘাস খাওয়ায় - 'গরু' শব্দটি কোন কর্তা ?

  • ক. প্রযোজ্য কর্তা
  • খ. ব্যতিহার কর্তা
  • গ. মুখ্য কর্তা
  • ঘ. প্রযোজক কর্তা

উত্তরঃ প্রযোজ্য কর্তা

বিস্তারিত

186. বাঁশি বাজে - 'বাঁশি' কোন কর্তা ?

  • ক. প্রযোজক কর্তা
  • খ. কর্ম -কর্তৃবাচ্যের কর্তা
  • গ. ভাববাচ্যে কর্তা
  • ঘ. কর্মবাচ্যের কর্তা

উত্তরঃ কর্ম -কর্তৃবাচ্যের কর্তা

বিস্তারিত

187. আমার যাওয়া হবে না - 'আমার' কোন কর্তা ?

  • ক. মুখ্য কর্তা
  • খ. ব্যতিহার কর্তা
  • গ. ভাববাচ্যের কর্তা
  • ঘ. কর্মবাচ্যের কর্তা

উত্তরঃ ভাববাচ্যের কর্তা

বিস্তারিত

188. 'খুব এক ঘুম ঘুমিয়েছি' -এটি কোন কর্ম ?

  • ক. সকর্মক ক্রিয়ার কর্ম
  • খ. প্রযোজক ক্রিয়ার কর্ম
  • গ. উদ্দেশ্য কর্ম
  • ঘ. সমধাতুজ কর্ম

উত্তরঃ সমধাতুজ কর্ম

বিস্তারিত

189. ছেলেটিকে বিছানায় শোয়াও - 'ছেলেটিকে' কোন কর্ম ?

  • ক. উদ্দেশ্য কর্ম
  • খ. বিধেয় কর্ম
  • গ. সমধাতুজ কর্ম
  • ঘ. প্রযোজক ক্রিয়ার কর্ম

উত্তরঃ প্রযোজক ক্রিয়ার কর্ম

বিস্তারিত

190. 'করণ' শব্দটির অর্থ কি ?

  • ক. সহায়ক
  • খ. অবস্থা
  • গ. সময়
  • ঘ. সংখ্যা

উত্তরঃ সহায়ক

বিস্তারিত

191. ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলে ?

  • ক. করণকারক
  • খ. কর্মকারক
  • গ. অধিকরণ কারক
  • ঘ. অপাদান কারক

উত্তরঃ করণকারক

বিস্তারিত

192. 'সূর্যোদয়ে অন্ধকার দূরীভুত হয় ' এটি কোন ধরনের অধিকরণ কারক ?

  • ক. আধারাধিকরণ
  • খ. কালাধিকরণ
  • গ. ভাবাধিকরণ
  • ঘ. ঐকদেশিক

উত্তরঃ ভাবাধিকরণ

বিস্তারিত

193. নিচের কোনটি ঐকদেশিক অধিকরণের উদাহরণ ?

  • ক. আঁকাশে চাঁদ উঠেছে
  • খ. হামিদ অংকে কাঁচা
  • গ. তিলে তেল আছে
  • ঘ. নদীতে পানি নেই

উত্তরঃ আঁকাশে চাঁদ উঠেছে

বিস্তারিত

194. নিচের কোনটি অভিব্যাপক অধিকরণের উদাহরণ ?

  • ক. বনে বাঘ আছে
  • খ. পুকুরে মাছ আছে
  • গ. খিলি পান দিয়ে ঔষধ খাব
  • ঘ. নদীতে মাছ আছে

উত্তরঃ নদীতে মাছ আছে

বিস্তারিত

195. ধোপাকে কাপড় দাও। 'ধোপাকে' কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্তাকারকে চতুর্থী বিভক্তি
  • খ. কর্মকারকে চতুর্থী বিভক্তি
  • গ. সম্প্রদান কারকে দ্বিতীয়া বিভক্তি
  • ঘ. অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি

উত্তরঃ কর্মকারকে চতুর্থী বিভক্তি

বিস্তারিত

196. সর্বভূতে ধন দাও। 'সর্বভূতে' কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্তৃকারক, শূন্য বিভক্তি
  • খ. করণকারক, পঞ্চমী বিভক্তি
  • গ. কর্মকারক, দ্বিতীয়া বিভক্তি
  • ঘ. সম্প্রদান কারক, সপ্তমী বিভক্তি

উত্তরঃ সম্প্রদান কারক, সপ্তমী বিভক্তি

বিস্তারিত

197. মেঘ থেকে বৃষ্টি হয়। 'মেঘ থেকে' কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্তৃকারক, দ্বিতীয়া বিভক্তি
  • খ. কর্মকারক, তৃতীয়া বিভক্তি
  • গ. অপাদান কারক, পঞ্চমী বিভক্তি
  • ঘ. অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি

উত্তরঃ অপাদান কারক, পঞ্চমী বিভক্তি

বিস্তারিত

198. 'তিলে তৈল' আছে। কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্মকারক, পঞ্চমী বিভক্তি
  • খ. করণকারক, তৃতীয়া বিভক্তি
  • গ. অপাদান কারক, ষষ্ঠী বিভক্তি
  • ঘ. অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি

উত্তরঃ অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি

বিস্তারিত

199. সারারাত বৃষ্টি হয়েছে। 'সারারাত' কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্তৃকারক, ষষ্ঠী বিভক্তি
  • খ. কর্মকারক, পঞ্চমী বিভক্তি
  • গ. অপাদান কারক, পঞ্চমী বিভক্তি
  • ঘ. অধিকরণ, শূন্য বিভক্তি

উত্তরঃ অধিকরণ, শূন্য বিভক্তি

বিস্তারিত

200. বাইরে থেকে দেখে মানুষ চেনা যায় না। 'বাইরে থেকে' কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্তৃকারক, দ্বিতীয়া বিভক্তি
  • খ. কর্মকারক, পঞ্চমী বিভক্তি
  • গ. করণ কারক, ষষ্ঠী বিভক্তি
  • ঘ. অপাদান কারক, পঞ্চমী বিভক্তি

উত্তরঃ কর্মকারক, পঞ্চমী বিভক্তি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects