কারক ও বিভক্তি

126. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে বলে -

  • ক. সমাস
  • খ. ধাতু
  • গ. কারক
  • ঘ. বচন

উত্তরঃ কারক

বিস্তারিত

127. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কি ধরনের পার্থক্য দেখা যায় ?

  • ক. উচ্চারণগত
  • খ. অর্থগত
  • গ. অবস্থানগত
  • ঘ. আকৃতিগত

উত্তরঃ আকৃতিগত

বিস্তারিত

129. পুকুরে মাছ আছে ---- পুকুরে কোন অধিকরণ ?

  • ক. বৈষয়িক
  • খ. ভাবাধিকরণ
  • গ. অভিব্যাপক
  • ঘ. ঐকদেশিক

উত্তরঃ ঐকদেশিক

বিস্তারিত

130. আমার গানের মালা আমি করব (কারে) দান। নিম্ন রেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি ?

  • ক. করণে ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. কর্তায় ৭মী
  • ঘ. অপাদানে ৭মী

উত্তরঃ কর্মে ৭মী

বিস্তারিত

131. নীল আকাশের নিচে আমি (রাস্তা) চলেছি একা। চিহ্নিত শব্দটির কারক ও বিভক্তি কোনটি ?

  • ক. কর্মে শূন্য
  • খ. করণে শূন্য
  • গ. অপাদানে শূন্য
  • ঘ. সম্প্রদানে শূন্য

উত্তরঃ করণে শূন্য

বিস্তারিত

132. কোনটি কর্তায় ৭মী বিভক্তির উদাহরণ ?

  • ক. এ (জীবনে) যদি দীপ জ্বালাতে নাহি পারি
  • খ. (পাগলে) কিনা বলে, ছাগলে কিনা খায়
  • গ. (আকাশে) হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ
  • ঘ. এ (জীবনে) হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি

উত্তরঃ (পাগলে) কিনা বলে, ছাগলে কিনা খায়

বিস্তারিত

133. বাঘে -মহিষে এক ঘাটে জল খায় - (বাঘ-মহিষে) কর্তকারকের প্রকারভেদ কোন কর্তার উদাহরণ ?

  • ক. মুখ্য কর্তা
  • খ. প্রযোজ্য কর্তা
  • গ. ব্যতিহার কর্তা
  • ঘ. ভাববাচ্যের কর্তা

উত্তরঃ ব্যতিহার কর্তা

বিস্তারিত

134. সম্বদ্ধপদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে ?

  • ক. য় বা ত
  • খ. এ বা এতে
  • গ. র বা এর
  • ঘ. থেকে বা চেয়ে

উত্তরঃ র বা এর

বিস্তারিত

135. রুপার থালা সোনার বাটি - এগুলো কোন সম্বন্ধ পদের উদাহরণ ?

  • ক. ই - কারান্ত
  • খ. ঊ -কারান্ত
  • গ. ও -কারান্ত
  • ঘ. ঐ- কারান্ত

উত্তরঃ ও -কারান্ত

বিস্তারিত

136. কোনটি সম্প্রদান কারকে ৭মী বিভক্তির উদাহরণ ?

  • ক. লোকটি কানে শুনে না
  • খ. দুধে দধি হয়
  • গ. দীনে দয়া কর
  • ঘ. ধোপাকে কাপড় দাও

উত্তরঃ দীনে দয়া কর

বিস্তারিত

137. আমার যাওয়া হয়নি --- বাক্যের আমার কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্মে ষষ্ঠী
  • খ. কর্তায় ষষ্ঠী
  • গ. অপাদানে ষষ্ঠী
  • ঘ. করণে ষষ্ঠী

উত্তরঃ কর্তায় ষষ্ঠী

বিস্তারিত

138. যাকে সম্বোধন করে কিছু বলা হয়, তাকে কি বলে ?

  • ক. ক্রিয়ার সাথে সম্পর্ক আছে
  • খ. নাম পদের সাথে সম্পর্ক আছে
  • গ. ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকায়
  • ঘ. নাম পদের সাথে সম্পর্ক না থাকায়

উত্তরঃ ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকায়

বিস্তারিত

140. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে বলে -

  • ক. কর্তাকারক
  • খ. করণকারক
  • গ. কর্মকারক
  • ঘ. অপাদান কারক

উত্তরঃ কর্মকারক

বিস্তারিত

141. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে বলে -

  • ক. কর্তাকারক
  • খ. করণকারক
  • গ. অপাদান কারক
  • ঘ. কর্মকারক

উত্তরঃ করণকারক

বিস্তারিত

142. কোনো কিছু স্বত্ব ত্যাগ করে দান করাকে বুঝায় -

  • ক. করণকারক
  • খ. সম্প্রদান কারক
  • গ. কর্মকারক
  • ঘ. অপাদান কারক

উত্তরঃ সম্প্রদান কারক

বিস্তারিত

143. যাতে কোনো কিছু চলিত, ভীত, উৎপন্ন, রক্ষিত ইত্যাদি হয়, তাকে বলে -

  • ক. কর্তাকারক
  • খ. করণকারক
  • গ. অপাদান কারক
  • ঘ. কর্মকারক

উত্তরঃ অপাদান কারক

বিস্তারিত

144. কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

145. বিভক্তি কত প্রকার ?

  • ক. ২ প্রকার
  • খ. ৩ প্রকার
  • গ. ৪ প্রকার
  • ঘ. ৫ প্রকার

উত্তরঃ ২ প্রকার

বিস্তারিত

146. শব্দ বিভক্তি কত প্রকার ?

  • ক. ৪ প্রকার
  • খ. ৫ প্রকার
  • গ. ৭ প্রকার
  • ঘ. ৬ প্রকার

উত্তরঃ ৭ প্রকার

বিস্তারিত

147. অপ্রানীবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি যুক্ত হয় ?

  • ক. প্রথমা
  • খ. দ্বিতীয়া
  • গ. শূন্য
  • ঘ. ষষ্ঠী

উত্তরঃ শূন্য

বিস্তারিত

148. বাক্যে কারকের অবস্থানের নিয়ম কি ?

  • ক. ক্রিয়ার আগে
  • খ. বাক্যের শেষে
  • গ. বাক্যের মাঝে
  • ঘ. ধরাবাঁধা নিয়ম নেই

উত্তরঃ ধরাবাঁধা নিয়ম নেই

বিস্তারিত

149. ক্রিয়া সম্পাদনের বিচিত্র্য অনুসারে কর্তা কয় প্রকার ?

  • ক. ৩ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ৫ প্রকার
  • ঘ. ৬ প্রকার

উত্তরঃ ৪ প্রকার

বিস্তারিত

150. বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় প্রকার ?

  • ক. ৩ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ৫ প্রকার
  • ঘ. ৬ প্রকার

উত্তরঃ ৩ প্রকার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects