কারক ও বিভক্তি

76. ‘জিজ্ঞাসিব জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে ৭মী বিভক্তি
  • খ. অপাদান কারকে ৫মী বিভক্তি
  • গ. সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি
  • ঘ. কর্তৃকারকে ৭মী বিভক্তি

উত্তরঃ কর্মকারকে ৭মী বিভক্তি

বিস্তারিত

77. ‘রাজায় রাজায় লড়াই হয়।’ রাজায় রাজায় পদটি কোন কারকে কোন বিভক্তি হয়?

  • ক. কর্তৃকারকে ৭মী বিভক্তি
  • খ. কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি
  • গ. কর্মকারকে ৭মী বিভক্তি
  • ঘ. সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি

উত্তরঃ কর্তৃকারকে ৭মী বিভক্তি

বিস্তারিত

78. ‘গ্রামখানি ঐ অদূরে।’ -অর্থানুসারে এই বাক্যটি কোন ধরনের?

  • ক. নিষেধাত্মক
  • খ. বিস্ময়বোধক
  • গ. প্রশ্নসূচক
  • ঘ. নির্দেশক

উত্তরঃ নির্দেশক

বিস্তারিত

79. ‘অন্ধজনে দেহ আলো, মৃতজনে প্রাণ।’ -অন্ধজনে, মৃতজনে পদে কোন কারকে বিভক্তি হয়েছে?

  • ক. করণ কারকে তৃতীয়া বিভক্তি
  • খ. কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
  • গ. কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি
  • ঘ. সম্প্রদান কারকে ৭মী বিভক্তি

উত্তরঃ সম্প্রদান কারকে ৭মী বিভক্তি

বিস্তারিত

80. কোনটি নিমিত্তার্থে চতুর্থী?

  • ক. বেলা যে পড়ে এল, জলকে চল
  • খ. খেলা শেষ হল
  • গ. বড়র পীরিতি বারির বাঁধ
  • ঘ. সেদিন চলে গেছে

উত্তরঃ বেলা যে পড়ে এল, জলকে চল

বিস্তারিত

81. কোনটি সম্প্রদানে সপ্তমীর উদাহরণ?

  • ক. অন্ধজনে দেহ আলো
  • খ. তিলে তৈল হয়
  • গ. করিম ভাল ছেলে
  • ঘ. আমি জানি না

উত্তরঃ অন্ধজনে দেহ আলো

বিস্তারিত

82. দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাকে বলে-

  • ক. ব্যাতিহার কর্তা
  • খ. প্রযোজক ক্রিয়া
  • গ. প্রযোজক কর্তা
  • ঘ. মুখ্য কর্তা

উত্তরঃ ব্যাতিহার কর্তা

বিস্তারিত

83. ‘নৌকায় নদী পার হলাম।’ -‘নৌকায় কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণ কারকে ৭মী
  • খ. সম্প্রদান কারকে ৭মী বিভক্তি
  • গ. অপাদান কারকে ৭মী বিভক্তি
  • ঘ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি

উত্তরঃ করণ কারকে ৭মী

বিস্তারিত

84. ‘পাপে বিরত হও।’ -‘পাপে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অধিকরণ কারকে ৭মী
  • খ. অপাদানে কারকে ৫মী
  • গ. করণ কারকে ৫মী
  • ঘ. অপাদান কারকে ৭মী

উত্তরঃ অপাদান কারকে ৭মী

বিস্তারিত

85. অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি হয়?

  • ক. কে বিভক্তি
  • খ. রে বিভক্তি
  • গ. প্রথমা বিভক্তি
  • ঘ. শূন্য বিভক্তি

উত্তরঃ শূন্য বিভক্তি

বিস্তারিত

86. ‘দশের সেবা কর’ -‘দশের’ কোন কারক?

  • ক. অপাদান কারক
  • খ. সম্প্রদান কারক
  • গ. কর্মকারক
  • ঘ. কর্তৃকারক

উত্তরঃ সম্প্রদান কারক

বিস্তারিত

87. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’ -‘বাঘে মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?

  • ক. মুখ্য কর্তা
  • খ. প্রযোজক কর্তা
  • গ. ব্যতিহার কর্তা
  • ঘ. ভাববাচ্যের কর্তা

উত্তরঃ ব্যতিহার কর্তা

বিস্তারিত

88. ‘চোরে পুলিশে লড়াই হয়েছে’ -‘চোরে-পুলিশে’ কোন কর্তা?

  • ক. উক্ত কর্তা
  • খ. অনুক্ত কর্তা
  • গ. সমধাতুজ কর্তা
  • ঘ. ব্যতিহার কর্তা

উত্তরঃ ব্যতিহার কর্তা

বিস্তারিত

89. ‘আমি কাল বাড়ি যাব।’ ‘আমি’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে ১মা
  • খ. কর্মকারকে ২য়া
  • গ. সম্প্রদান কারকে ৪র্থী
  • ঘ. কর্মকারকে শূন্য

উত্তরঃ কর্তৃকারকে ১মা

বিস্তারিত

90. ক্রিয়া পদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে?

  • ক. সমাস
  • খ. ধাতু
  • গ. কারক
  • ঘ. সন্ধি

উত্তরঃ কারক

বিস্তারিত

91. ‘রাখাল গরুকে ঘাস খাওয়ায়’ -‘রাখাল’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি
  • খ. কর্মকারকে ২য়া বিভক্তি
  • গ. কর্তৃকারকে শূন্য বিভক্তি
  • ঘ. কর্তৃকারকে ৭মী বিভক্তি

উত্তরঃ কর্তৃকারকে শূন্য বিভক্তি

বিস্তারিত

92. ‘বনে ফুল ফোটে’ -‘বনে কোন কারক?

  • ক. অপাদান কারক
  • খ. অধিকরণ কারক
  • গ. সম্প্রদান কারকে
  • ঘ. কর্তৃকারক

উত্তরঃ অধিকরণ কারক

বিস্তারিত

93. কালাধিকরণের উদাহরণ কোনটি?

  • ক. সূর্যোদয়ে পদ্ম ফোটে
  • খ. সারারাত বৃষ্টি হয়েছে
  • গ. গাছ থেকে ফল পড়ে
  • ঘ. সে আমায় চেনে না

উত্তরঃ সারারাত বৃষ্টি হয়েছে

বিস্তারিত

94. কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

  • ক. তিনি ঢাকায় গেছেন
  • খ. বাবা বাড়ি নেই
  • গ. সকালে সূর্য উঠে
  • ঘ. ভোরে মোরগ ডাকে

উত্তরঃ বাবা বাড়ি নেই

বিস্তারিত

95. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু’ -‘সুখের লাগিয়া’ এর কারক ও বিভক্তি কোনটি?

  • ক. কর্মে ৬ষ্ঠী
  • খ. করণে ৬ষ্ঠী
  • গ. নিমিত্তার্থে ৬ষ্ঠী
  • ঘ. অপাদানে ৬ষ্ঠী

উত্তরঃ নিমিত্তার্থে ৬ষ্ঠী

বিস্তারিত

96. নিমিত্তার্থে ‘কে’ বিভক্তি যুক্ত হলে সেখানে কোন বিভক্তি হয়?

  • ক. ২য়া বিভক্তি
  • খ. ৩য়া বিভক্তি
  • গ. ৪র্থী বিভক্তি
  • ঘ. ৫মী বিভক্তি

উত্তরঃ ৪র্থী বিভক্তি

বিস্তারিত

97. ‘দীন দেখিয়া দান করিও’ -‘দীন’ কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ?

  • ক. অপাদান কারক
  • খ. সম্প্রদান কারক
  • গ. অধিকরণ কারক
  • ঘ. কর্তৃকারক

উত্তরঃ সম্প্রদান কারক

বিস্তারিত

98. ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল।’ -‘গাঁয়ে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে সপ্তমী
  • খ. করণে দ্বিতীয়া
  • গ. কর্মে সপ্তমী
  • ঘ. অধিকরণে তৃতীয়া

উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী

বিস্তারিত

99. ‘রাজার রাজ্যে প্রজার জমি।’ -এটি হল-

  • ক. অধিকরণে সপ্তমী
  • খ. অধিকার সম্বন্ধ
  • গ. কর্মে সপ্তমী
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অধিকার সম্বন্ধ

বিস্তারিত

100. ‘ছাগলে কি না খায়।’- ‘ছাগলে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় শূন্য
  • খ. কর্তায় সপ্তমী
  • গ. কর্তায় প্রথমা
  • ঘ. কর্মে সপ্তমী

উত্তরঃ কর্তায় সপ্তমী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects