কারক ও বিভক্তি
1. ‘বুলবুলিতে ধান খেয়েছে’- এই বাক্যের ‘বুলবুলিতে’ কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে
- ক. করণকারকে সপ্তমী
 - খ. অধিকরণে সপ্তমী
 - গ. কর্তৃকারকে সপ্তমী
 - ঘ. অপাদানে সপ্তমী
 
উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী
2. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
- ক. অন্ধজনে বন্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
 - খ. ঘরে ভরেছে অন্ধজনে
 - গ. হাত বাড়িয়ে কর্মে টান অন্ধজনে
 - ঘ. অন্ধজনে দেহ আলো
 
উত্তরঃ অন্ধজনে বন্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
3. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
- ক. কর্তৃকারক
 - খ. সম্প্রদান কারক
 - গ. কারণ কারক
 - ঘ. কর্মকারক
 
উত্তরঃ কর্মকারক
4. “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ
- ক. কর্মকারকে শুণ্য
 - খ. সম্প্রদানে সপ্তমী
 - গ. অধিকরণে শুণ্য
 - ঘ. কর্তৃকারকে শুণ্য
 
উত্তরঃ কর্মকারকে শুণ্য
5. ‘জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’ -এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি-
- ক. কর্তৃকরকে ৭মী বিভক্তি
 - খ. কর্তৃকারকের ১মা বিভক্তি
 - গ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি
 - ঘ. কর্মকারকে ১মা বিভক্তি
 
উত্তরঃ কর্তৃকারকের ১মা বিভক্তি
6. ‘করিমকে রহিম গতকাল মেরেছে’-- বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি?
- ক. রহিম
 - খ. করিমকে
 - গ. গতকাল
 - ঘ. মেরেছে
 
উত্তরঃ করিমকে
7. নিচের কোন বাক্যটিতে কর্ম কারকে ১মা বিভক্তি আছে?
- ক. বাবাকে ভয় নাই
 - খ. বাঁশি বাজে
 - গ. ফলে বৃক্ষের পরিচয়
 - ঘ. পাপে বিরত হও
 
উত্তরঃ বাঁশি বাজে
8. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে
- ক. করণ কারক
 - খ. কর্মকারক
 - গ. কর্তৃকারক
 - ঘ. অপাদান কারক
 
উত্তরঃ করণ কারক
10. নিম্নরেখ কোন শব্দটিতে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
- ক. ঘোড়াকে (চাবুক) মার
 - খ. (ডাক্তার) ডাক
 - গ. (গাড়ি) স্টেশন ছেড়েছে
 - ঘ. (মুষলধারে) বৃষ্টি পড়ছে
 
উত্তরঃ ঘোড়াকে (চাবুক) মার
11. ‘আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়’ বাক্যে ‘ছলনে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
 - খ. অধিকরণে সপ্তমী
 - গ. অপাদানে সপ্তমী
 - ঘ. কর্মে সপ্তমী
 
উত্তরঃ করণে সপ্তমী
12. “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” বাক্যে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কারণে সপ্তমী
 - খ. কর্তায় সপ্তমী
 - গ. অপাদানে সপ্তমী
 - ঘ. অধিকরণে সপ্তমী
 
উত্তরঃ অপাদানে সপ্তমী
13. অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ-
- ক. বাড়ি থেকে নদী দেখা যায়
 - খ. তিনি ঢাকা থেকে এসেছেন
 - গ. সোমবার থেকে পরীক্ষা শুরু
 - ঘ. জমি থেকে ফসল পাই
 
উত্তরঃ বাড়ি থেকে নদী দেখা যায়
14. ‘আলোয় আঁধার কাটে’- এই বাক্যে ‘আলোয়’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় সপ্তমী
 - খ. করণে সপ্তমী
 - গ. অপাদানে সপ্তমী
 - ঘ. অধিকরণে সপ্তমী
 
উত্তরঃ অধিকরণে সপ্তমী
15. ‘আলোয় আঁধার দূর হয়’- এই বাক্যের ‘আলো’য় পদটি কোন কারকের উদাহরণ?
- ক. কর্তায় সপ্তমী
 - খ. করণে সপ্তমী
 - গ. অপাদানে সপ্তমী
 - ঘ. অধিকরণে সপ্তমী
 
উত্তরঃ অধিকরণে সপ্তমী
16. ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
- ক. কর্তৃকারকে সপ্তমী
 - খ. কর্মকারকে সপ্তমী
 - গ. অপাদান কারকে তৃতীয়া
 - ঘ. অধিকরণে কারকে সপ্তমী
 
উত্তরঃ অধিকরণে কারকে সপ্তমী
17. অধিকরণ কাকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
- ক. ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
 - খ. কাজের পরিচয় ফলে বোঝা যায়
 - গ. ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই
 - ঘ. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
 
উত্তরঃ আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
18. ‘পুকুরে মাছ আছে’ বাক্যে ‘পুকুরে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে সপ্তমী
 - খ. কর্তায় সপ্তমী
 - গ. অপাদানে সপ্তমী
 - ঘ. অধিকরণে সপ্তমী
 
উত্তরঃ অধিকরণে সপ্তমী
19. ‘ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে’- ঘরেতে কোন কারক?
- ক. করণে ৭মী
 - খ. কর্মে ৭মী
 - গ. অধিকরণে ৭মী
 - ঘ. অপাদানে ৭মী
 
উত্তরঃ অধিকরণে ৭মী
20. ‘আয়ু যেন পদ্মা পাতায় নীড়।’ এই বাক্যে ‘পদ্মা পাতায়’-
- ক. কর্মকারক
 - খ. করণ কারক
 - গ. অপাদান কারক
 - ঘ. অধিকরণ কারক
 
উত্তরঃ অধিকরণ কারক
21. ‘কাননে কুসুমকলি সকলি ফুটিল’-এ বাক্যে ‘কাননে’ কোন কারক ও বিভক্তি?
- ক. কর্মে সপ্তমী
 - খ. অপাদানে সপ্তমী
 - গ. অধিকরণে সপ্তমী
 - ঘ. করণে শুণ্য
 
উত্তরঃ অধিকরণে সপ্তমী
22. ‘কান্নায় শোক কমে।’ - এ বাক্যে ‘কান্নায়’ কোন কারক?
- ক. অধিকরণ কারক
 - খ. অপাদান কারক
 - গ. সম্প্রদান কারক
 - ঘ. করণ কারক
 
উত্তরঃ অধিকরণ কারক
23. ‘ধর্মে তোমার মতি হোক।’ বাক্যে নিম্নের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে সপ্তমী
 - খ. কর্মে সপ্তমী
 - গ. করণে সপ্তমী
 - ঘ. অধিকরণে সপ্তমী
 
উত্তরঃ অধিকরণে সপ্তমী
24. ‘মাঠে ধান ফলেছে।’ বাক্যে ‘মাঠে’ কোন কারক?
- ক. স্থানধিকরণ
 - খ. কালাধিকরণ
 - গ. বিষয়াধিকরণ
 - ঘ. ভাবাধিকরণ
 
উত্তরঃ স্থানধিকরণ
25. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
- ক. ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
 - খ. কাজের পরিচয় ফলে বোঝা যায়
 - গ. ফুলের গন্ধে ঘুম আসে না এলা জেগে বই
 - ঘ. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
 
উত্তরঃ আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস