কারক ও বিভক্তি

51. ‘শুক্রবার স্কুল বন্ধ’ -বাক্যে স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় শূন্য
  • খ. কর্মে শূন্য
  • গ. অপাদানে শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

উত্তরঃ কর্মে শূন্য

বিস্তারিত

52. ‘আষাঢ়ে বৃষ্টি নামে’ -বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. অধিকরণে ৭মী

উত্তরঃ অধিকরণে ৭মী

বিস্তারিত

53. 'প্রভাতে উদল রবি লোহিত বরণ’ -বাক্যে প্রভাতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অধিকরণে ৭মী
  • খ. অপাদানে ৭মী
  • গ. করণে ৩য়া
  • ঘ. কর্তায় ৭মী

উত্তরঃ অধিকরণে ৭মী

বিস্তারিত

54. ‘আজকে নগদ কালকে ধার’ -বাক্যে আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ২য়া
  • খ. অধিকরণে ২য়া
  • গ. কর্মে শূন্য
  • ঘ. করণে ২য়া

উত্তরঃ অধিকরণে ২য়া

বিস্তারিত

55. কি সাহসে ওখানে গেলে? -বাক্যে সাহসে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. করণে ৭মী
  • ঘ. অপাদানে ৭মী

উত্তরঃ অপাদানে ৭মী

বিস্তারিত

56. ‘অহঙ্কার পতনের মূল’ -বাক্যে অহঙ্কার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে শূন্য
  • খ. করণে শূন্য
  • গ. অপাদানে শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

উত্তরঃ করণে শূন্য

বিস্তারিত

57. ‘আমাদের একটি গল্প বলুন’ বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে ষষ্ঠী
  • খ. কর্মে ২য়া
  • গ. অপাদানে ৫মী
  • ঘ. সম্প্রদানে ষষ্ঠী

উত্তরঃ কর্মে ষষ্ঠী

বিস্তারিত

58. ‘বাড়ি ঘুরে এস’ বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে ২য়া
  • খ. করণে ৩য়া
  • গ. অপাদানে ১মা
  • ঘ. অধিকরণে ১মা

উত্তরঃ অধিকরণে ১মা

বিস্তারিত

59. ‘চোখ দিয়ে জল পড়ে।’ বাক্যে চোখ দিয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে ২য়া
  • খ. করণে ২য়া
  • গ. অপাদানে ৩য়া
  • ঘ. অধিকরণে ৩য়া

উত্তরঃ অপাদানে ৩য়া

বিস্তারিত

60. ‘আমাকে যেতে হবে’ বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় ২য়া
  • খ. কর্মে ২য়া
  • গ. অপাদানে ২য়া
  • ঘ. অধিকরণে ২য়া

উত্তরঃ কর্তায় ২য়া

বিস্তারিত

61. ‘সূর্যোদয়ে নলিনী, চন্দ্রোদয়ে কুমুদিনী প্রস্ফুটিত হয়।’ ‘সূর্যোদয়ে’ ও ‘কুদুমনিী’ হল-

  • ক. কালাধিকরণ
  • খ. ভাবাধিকরণ
  • গ. আধারাধিকরণ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ভাবাধিকরণ

বিস্তারিত

62. ‘ক্লাস থেকে ট্রেন দেখি’ -‘ক্লাস থেকে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে ৫মী
  • খ. অধিকরণ কারকে ৫মী
  • গ. অপাদান কারকে ৫মী
  • ঘ. অধিকরণ কারকে ৭মী

উত্তরঃ অধিকরণ কারকে ৫মী

বিস্তারিত

63. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?

  • ক. ‘যে’ বা ‘তে’
  • খ. ‘এ’ বা ‘এতে’
  • গ. ‘র’ বা ‘এর’
  • ঘ. ‘থেকে’ বা ‘চেয়ে’

উত্তরঃ ‘র’ বা ‘এর’

বিস্তারিত

64. ‘ট্রেন ঢাকা ছাড়ল’ -এখানে ‘ঢাকা' কোন কারক ও কোন বিভক্তি?

  • ক. অপাদান কারকে শূন্য বিভক্তি
  • খ. অধিকরণ কারকে শূন্য বিভক্তি
  • গ. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
  • ঘ. কর্মকারকে শূন্য বিভক্তি

উত্তরঃ অপাদান কারকে শূন্য বিভক্তি

বিস্তারিত

65. ‘নদীতে মাছ ধরা সহজ নয়।’ -এখানে ‘নদীতে’ পদটি কোন কারক ও কোন বিভক্তি?

  • ক. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
  • খ. সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি
  • গ. কর্মকারকে সপ্তমী বিভক্তি
  • ঘ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি

উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

বিস্তারিত

66. ‘বক্তার মুখে যে খৈ ফুটলো’ -এ বাক্যে ‘মুখে’ কোন কারক ও কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে সপ্তমী বিভক্তি
  • খ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
  • গ. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
  • ঘ. করণ কারকে সপ্তমী বিভক্তি

উত্তরঃ অপাদান কারকে সপ্তমী বিভক্তি

বিস্তারিত

67. ‘আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা’ -এ বাক্যে ‘আমারে’ শব্দটির কারক ও বিভক্তি কি?

  • ক. কর্মকারকে দ্বিতীয়া
  • খ. কর্তৃকারকে সপ্তমী
  • গ. অধিকরণ কারকে সপ্তমী
  • ঘ. সম্প্রদান কারকে সপ্তমী

উত্তরঃ কর্মকারকে দ্বিতীয়া

বিস্তারিত

68. ‘দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে।’ -এ বাক্যে ‘দেবতার’ শব্দটি কোন কারক ও কোন বিভক্তি?

  • ক. সম্বন্ধে ৬ষ্ঠী বিভক্তি
  • খ. কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি
  • গ. অধিকরণে ৭মী বিভক্তি
  • ঘ. অপাদানে ৬ষ্ঠী বিভক্তি

উত্তরঃ সম্বন্ধে ৬ষ্ঠী বিভক্তি

বিস্তারিত

69. ‘শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়।’ -এ বাক্যে ‘শ্রদ্ধাবান’ কোন কারক ও কোন বিভক্তি?

  • ক. কর্মে শূন্য
  • খ. কর্তায় শূন্য
  • গ. অধিকরণে শূন্য
  • ঘ. করণে শূন্য

উত্তরঃ কর্তায় শূন্য

বিস্তারিত

70. ‘জগতে কীর্তিমান হও সাধনায়।’ -এখানে ‘সাধনায়’ শব্দটি কোন কারক ও কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে দ্বিতীয়া
  • খ. কর্তকারকে সপ্তমী
  • গ. অধিকরণ কারকে সপ্তমী
  • ঘ. করণকারকে সপ্তমী

উত্তরঃ করণকারকে সপ্তমী

বিস্তারিত

71. ‘বাবাকে বড় ভয় পাই।’ -‘বাবাকে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে দ্বিতীয়া
  • খ. অধিকরণে সপ্তমী
  • গ. কর্তৃকারকে শূন্য
  • ঘ. করনে তৃতীয়া

উত্তরঃ অপাদানে দ্বিতীয়া

বিস্তারিত

72. কারক (কৃ+ণক) শব্দটির অর্থ কি?

  • ক. যা পদকে সম্পাদন করে
  • খ. যা সমাসকে সম্পাদন করে
  • গ. যা ক্রিয়া সম্পাদন করে
  • ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে

উত্তরঃ যা ক্রিয়া সম্পাদন করে

বিস্তারিত

73. ‘আমরা কুষ্টিয়া যাব।’ -এ বাক্যে ‘কুষ্টিয়া’ কোন কারক?

  • ক. কর্তাকারক
  • খ. কর্মকারক
  • গ. করণকারক
  • ঘ. অধিকরণ কারক

উত্তরঃ অধিকরণ কারক

বিস্তারিত

74. ‘গুরুজনে কর নতি’ -‘গুরুজনে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. সম্প্রদানে প্রথমা
  • খ. সম্প্রদানে সপ্তমী
  • গ. কর্মে সপ্তমী
  • ঘ. কর্তায় প্রথমা

উত্তরঃ সম্প্রদানে সপ্তমী

বিস্তারিত

75. ‘হালিমা ফুল তুলছে’ -এ বাক্যে ‘ফুল’ কোন কারক?

  • ক. কর্মকারক
  • খ. অপাদান কারক
  • গ. অধিকরণ কারক
  • ঘ. সম্প্রদান কারক

উত্তরঃ কর্মকারক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects