শুদ্ধিকরণ

251. শুদ্ধ বানান কোনটি?

  • ক. মুহুর্মুহু
  • খ. মূহুর্মুহু
  • গ. মর্হমূহু
  • ঘ. মুর্হুমূহু

উত্তরঃ মুহুর্মুহু

বিস্তারিত

252. কোন বানানটি শুদ্ধ?

  • ক. বিভিসীকা
  • খ. বিভীষিকা
  • গ. বীভিষিকা
  • ঘ. বীভিষীকা

উত্তরঃ বিভীষিকা

বিস্তারিত

253. বাংলা বানানের রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

  • ক. হাতি/হাতী
  • খ. নারি/নারী
  • গ. জাতি/জাতী
  • ঘ. দাদি/দাদী

উত্তরঃ হাতি/হাতী

বিস্তারিত

254. ভুল বানান কোনটি?

  • ক. সমিতি
  • খ. জ্যামিতি
  • গ. প্রকৃতি
  • ঘ. প্রতিতি

উত্তরঃ প্রতিতি

বিস্তারিত

255. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ব্যাতিত
  • খ. ব্যাতীত
  • গ. ব্যতীত
  • ঘ. বেতিত

উত্তরঃ ব্যতীত

বিস্তারিত

256. বিশুদ্ধ বানান কোনটি?

  • ক. নৈর্ঝত
  • খ. নৈঝিত
  • গ. নৈঝত
  • ঘ. নৈহৃত

উত্তরঃ নৈর্ঝত

বিস্তারিত

257. কোনটি শুদ্ধ বানান?

  • ক. বিপরীত
  • খ. বিপরিত
  • গ. বীপরিত
  • ঘ. বীপরীত

উত্তরঃ বিপরীত

বিস্তারিত

258. কোন শব্দটির বানান সঠিক?

  • ক. দোষণীয়
  • খ. দূষণীয়
  • গ. দূষণিয়
  • ঘ. দোষনীয়

উত্তরঃ দূষণীয়

বিস্তারিত

259. নির্ভুল বানান কোনটি?

  • ক. শ্রদ্ধাস্পদেষু
  • খ. শ্রদ্ধাষ্পদেষু
  • গ. শ্রদ্ধাষ্পদাষু
  • ঘ. শ্রদ্ধাস্পদাসু

উত্তরঃ শ্রদ্ধাস্পদেষু

বিস্তারিত

260. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অহংকার
  • খ. অহঙ্কার
  • গ. অহংকর
  • ঘ. ক ও খ দুটিই

উত্তরঃ অহঙ্কার

বিস্তারিত

261. কোন বানানটি শুদ্ধ?

  • ক. নিরিহ
  • খ. নীরিহ
  • গ. নিরীহ
  • ঘ. নীরীহ

উত্তরঃ নিরীহ

বিস্তারিত

262. নিচের কোনটি শুদ্ধ?

  • ক. লজ্জাস্কর
  • খ. লজ্জ্বাকর
  • গ. লজ্জাকর
  • ঘ. লজ্বাকর

উত্তরঃ লজ্জাকর

বিস্তারিত

263. কোনটি শুদ্ধ বানান?

  • ক. সান্তনা
  • খ. শান্তনা
  • গ. সান্ত্বনা
  • ঘ. শান্ত্বনা

উত্তরঃ সান্ত্বনা

বিস্তারিত

264. কোন বানানটি শুদ্ধ?

  • ক. আষাঢ়
  • খ. দরিদ্র
  • গ. শ্বশান
  • ঘ. বিশেষন

উত্তরঃ আষাঢ়

বিস্তারিত

265. নিচের কোন বাক্যটি সঠিক?

  • ক. আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি
  • খ. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি
  • গ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি
  • ঘ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখেয়াছি

উত্তরঃ আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি

বিস্তারিত

266. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. চাঞ্চলতা পরিহার কর
  • খ. চঞ্চলতা পরিহার কর
  • গ. চাঞ্চল্য পরিহার কর
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ চাঞ্চল্য পরিহার কর

বিস্তারিত

267. শুদ্ধ বাক্য নির্নয় করুন?

  • ক. তিনি সন্তুষ্ট হলেন
  • খ. তিনি সন্তুস্ট হলেন
  • গ. তিনি সন্তোষ্ট হলেন
  • ঘ. তিনি সন্তোষ হলেন

উত্তরঃ তিনি সন্তুষ্ট হলেন

বিস্তারিত

268. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তোমার মুখের উজ্জ্বল হাসি নেই কেন?
  • খ. তোমার মুখে উজ্জ্বলতা হাসি নেই কেন?
  • গ. তোমার মুখে উজ্জ্বল হাসি নেই কেন?
  • ঘ. তোমার মুখে উজ্জ্বল্যতা হাসি নেই কেন?

উত্তরঃ তোমার মুখে উজ্জ্বল হাসি নেই কেন?

বিস্তারিত

269. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. তার সৌজন্যতা ভুলতে পারব না
  • খ. তার সৌজন্য ভুলতে পারব না
  • গ. তার সৌজন্য ভূলতে পারব না
  • ঘ. তার সৌজন্য ভুলতে পারিব না

উত্তরঃ তার সৌজন্য ভুলতে পারব না

বিস্তারিত

270. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. অরন্য জনপদে একটি চমৎকার পুস্তক
  • খ. অরন্য জনপদে একটি চমৎকার বই
  • গ. অরণ্য জনপদে একটি চমৎকার পুস্তক
  • ঘ. অরণ্য জনপদে একটি চমৎকার বই

উত্তরঃ অরণ্য জনপদে একটি চমৎকার পুস্তক

বিস্তারিত

271. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. এ কাজে তাহার হস্ত পাকা
  • খ. এ কাজে তাহার পাকা হস্ত
  • গ. এ কাজে তাহার হাত পাকা
  • ঘ. এ কাজে তাহার পাকা হাত

উত্তরঃ এ কাজে তাহার হাত পাকা

বিস্তারিত

272. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. আদালত তাকে সশরীরে হাজির হইবার নির্দেশ দিয়েছেন
  • খ. আদালত তাকে সশরীরে হাজির হইবার নির্দেশনা দিয়েছেন
  • গ. আদালত তাকে হাজির হইবার নির্দেশ দিয়েছেন
  • ঘ. আদালত তাকে হাজির হইবার নির্দেশনা দিয়েছেন

উত্তরঃ আদালত তাকে হাজির হইবার নির্দেশ দিয়েছেন

বিস্তারিত

273. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. যাবতীয় লোকসমুহ সভায় উপস্থিত ছিল
  • খ. যাবতীয় লোক সভায় উপস্থিত ছিল
  • গ. যাবতীয় লোকজন সভায় উপস্থিত ছিল
  • ঘ. যাবতীয় লোকবল সভায় উপস্থিত ছিল

উত্তরঃ যাবতীয় লোক সভায় উপস্থিত ছিল

বিস্তারিত

274. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
  • খ. জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে
  • গ. জ্ঞানী অবশ্যই যশলাভ করে
  • ঘ. জ্ঞানি মানুষ অবশ্যই যশলাভ করে

উত্তরঃ জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করে

বিস্তারিত

275. কোনটি শুদ্ধ?

  • ক. সৌজন্নতা
  • খ. সৌজন্যতা
  • গ. সৌজন্ন্য
  • ঘ. সৌজন্য

উত্তরঃ সৌজন্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects