শুদ্ধিকরণ

201. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. আমার বড় দুরাবস্থা
  • খ. আমার বড় দুরাবস্থা
  • গ. আমার বড় দুরবস্থা
  • ঘ. আমার বড় দূরবস্থা

উত্তরঃ আমার বড় দুরবস্থা

বিস্তারিত

202. কোনটি শুদ্ধ?

  • ক. তিনি একজন কৃতি পুরুষ
  • খ. তিনি একজন কীর্তিমান পুরুষ
  • গ. তিনি একজন কৃত্তি পুরুষ
  • ঘ. তিনি একজন কিত্তিমান পুরুষ

উত্তরঃ তিনি একজন কীর্তিমান পুরুষ

বিস্তারিত

203. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. নিশ্চয়ই সংবাদ পেয়েছ
  • খ. নিশ্চয় সংবাদ পেয়েছ
  • গ. নিশ্চিত সংবাদ পেয়েছ
  • ঘ. নিশ্চিত শংবাদ পেয়েছ

উত্তরঃ নিশ্চিত সংবাদ পেয়েছ

বিস্তারিত

204. কোনটি শুদ্ধ?

  • ক. এ তার দুর্লভ সোভাগ্য
  • খ. এ তার দূর্লভ সৌভাগ্য
  • গ. এ তার দুর্লভনীয় সৌভাগ্য
  • ঘ. এ তার দুর্লভ সৌভাগ্য

উত্তরঃ এ তার দুর্লভ সৌভাগ্য

বিস্তারিত

205. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তিনি মৌন হয়ে রইলেন
  • খ. তিনি মৌনি হয়ে রইলেন
  • গ. তিনি মৌণ রইলেন
  • ঘ. তিনি নীরব রইলেন

উত্তরঃ তিনি নীরব রইলেন

বিস্তারিত

206. কোনটি শুদ্ধ?

  • ক. তিনি আমার চেয়ে অধিকতর জ্ঞানী
  • খ. তিনি আমার চেয়ে অধিক জ্ঞানী
  • গ. তিনি আমার চেয়ে অধীক জ্ঞানী
  • ঘ. তিনি আমার চেয়ে অধিক জ্ঞানি

উত্তরঃ তিনি আমার চেয়ে অধিক জ্ঞানী

বিস্তারিত

207. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তার এখন সংকটাপন্ন অবস্থা
  • খ. তার এখন সংকট অবস্থা
  • গ. তার এখন সংকটজনক অবস্থা
  • ঘ. তার এখন শংকটজনক অবস্থা

উত্তরঃ তার এখন সংকটাপন্ন অবস্থা

বিস্তারিত

208. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. লোকটা নির্দোষী
  • খ. মিনিকে দেখে মিলু অবাক হইল
  • গ. ভাইয়ের ভাইয়ে ঐক্যতা নাই
  • ঘ. বাংলাদেশ সমৃদ্ধ দেশ

উত্তরঃ বাংলাদেশ সমৃদ্ধ দেশ

বিস্তারিত

209. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
  • খ. তোমার সাথে গোপন পরামর্শ আছে
  • গ. মেয়েটির দারুন সবুদ্ধিমতী
  • ঘ. আজকাল বিদ্বান মহিলার অভাব নেই

উত্তরঃ বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে

বিস্তারিত

210. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. 'গীতাঞ্জালী' পড়েছ কি?
  • খ. এ কথা প্রমাণ হয়েছে
  • গ. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন
  • ঘ. আবশ্যক ব্যয়ে কাপর্ণ্য করা অনুচিত

উত্তরঃ 'গীতাঞ্জালী' পড়েছ কি?

বিস্তারিত

211. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সূর্য উদয় হয়েছে
  • খ. তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
  • গ. যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
  • ঘ. বিধি লঙ্ঘন হয়েছে

উত্তরঃ তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি

বিস্তারিত

212. শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।

  • ক. দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
  • খ. দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
  • গ. দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
  • ঘ. দারিদ্যতাই আমাদের প্রধান সমস্যা

উত্তরঃ দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

বিস্তারিত

213. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. কল্যাণীয়েসু
  • খ. কল্যাণীয়েশু
  • গ. কল্যাণীয়েষু
  • ঘ. কল্যানিয়েষু

উত্তরঃ কল্যাণীয়েষু

বিস্তারিত

214. নিচের কোন বানানটি সঠিক?

  • ক. দূর্বিষহ
  • খ. দুর্বিসহ
  • গ. দুর্বিষহ
  • ঘ. দুর্বিশহ

উত্তরঃ দুর্বিষহ

বিস্তারিত

215. কোন শব্দটি শুদ্ধ ?

  • ক. পুঙ্খানুপুঙ্খ
  • খ. পুংঙ্খানুপুঙ্খ
  • গ. পুঙ্খানুপুংঙ্খ
  • ঘ. পুঙ্খানূপুঙ্খ

উত্তরঃ পুঙ্খানুপুঙ্খ

বিস্তারিত

216. নিচের কোন বানানটি সঠিক?

  • ক. উচ্ছাস
  • খ. উচ্ছাষ
  • গ. উচ্ছ্বাস
  • ঘ. উচ্ছ্বাশ

উত্তরঃ উচ্ছ্বাস

বিস্তারিত

217. কোন বানানটি শুদ্ধ?

  • ক. চর্ব্যচূষ্য
  • খ. চর্ব্যচুষ্য
  • গ. চর্ব্যচাষ্য
  • ঘ. চর্ব্যচাস্য

উত্তরঃ চর্ব্যচূষ্য

বিস্তারিত

218. কোন শব্দটি সঠিক ?

  • ক. স্থয়ীত্ব
  • খ. স্থায়িত্ব
  • গ. স্থায়িত্ত
  • ঘ. স্থায়ীত্ব

উত্তরঃ স্থায়িত্ব

বিস্তারিত

219. নিচের কোন শব্দটি অশুদ্ধ ?

  • ক. সুকেশী
  • খ. সুকেশা
  • গ. সুকেশীনী
  • ঘ. সুকেশিনী

উত্তরঃ সুকেশীনী

বিস্তারিত

220. কোন শব্দটি সঠিক ?

  • ক. প্রমোদোদ্যান
  • খ. প্রমোদুদ্যান
  • গ. প্রমোদদ্যান
  • ঘ. প্রমোদ্যদান

উত্তরঃ প্রমোদোদ্যান

বিস্তারিত

221. কোন বানানটি শুদ্ধ ?

  • ক. সদ্যজাত
  • খ. সদ্যোজাত
  • গ. সদ্যাজাত
  • ঘ. সদ্যজ্যাত

উত্তরঃ সদ্যোজাত

বিস্তারিত

222. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. অঙ্কটি কষিতে ভুল কর না
  • খ. অঙ্কটি ভুল করো না
  • গ. অঙ্কটি ভূল করো না
  • ঘ. অঙ্কটি কষতে ভূল কর না

উত্তরঃ অঙ্কটি ভুল করো না

বিস্তারিত

223. নিচের কোন বাক্যটি সঠিক?

  • ক. আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি
  • খ. আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ দেখেছি
  • গ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি
  • ঘ. আমি এ ঘটনা স্বচক্ষে দেখিয়াছি

উত্তরঃ আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি

বিস্তারিত

224. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. তুমি, সে ও আমি কাল বইমেলায় যাব
  • খ. আমি, তুমি ও সে কাল বইমেলায় যাব
  • গ. সে, তুমি ও আমি কাল বইমেলায় যাব
  • ঘ. তুমি, আমি ও সে কাল বইমেলায় যাব

উত্তরঃ তুমি, সে ও আমি কাল বইমেলায় যাব

বিস্তারিত

225. সঠিক বাক্য কোনটি?

  • ক. কাঁদিয়া চক্ষু আরক্তিম হয়েছে
  • খ. কাদিয়া চক্ষু আরক্তিম হইয়াছে
  • গ. কেঁদে চক্ষু আরক্তিম হয়েছে
  • ঘ. কাঁদিয়া চক্ষু আরক্ত হইয়াছে

উত্তরঃ কাঁদিয়া চক্ষু আরক্ত হইয়াছে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects