শুদ্ধিকরণ

176. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. আজকের সন্ধ্যা বড় মনমুগ্ধকর
  • খ. আজকের সন্ধ্যা মনমুগ্ধকর
  • গ. আজকের সন্ধ্যা বড় মনঃমুগ্ধকর
  • ঘ. আজকের সন্ধ্যা বড় মনোমুগ্ধকর

উত্তরঃ আজকের সন্ধ্যা বড় মনোমুগ্ধকর

বিস্তারিত

177. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. কুলাটা নারীকে বর্জন কর
  • খ. কুলটা নারীকে বর্জন কর
  • গ. কূলাটা নারীকে বর্জন কর
  • ঘ. কূলটা নারীকে বর্জন কর

উত্তরঃ কুলটা নারীকে বর্জন কর

বিস্তারিত

178. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
  • খ. প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
  • গ. প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
  • ঘ. প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন

উত্তরঃ প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন

বিস্তারিত

179. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. এ কথা প্রমান হয়েছে
  • খ. এ কথা প্রমাণ হয়েছে
  • গ. এ কথা প্রমানিত হয়েছে
  • ঘ. এ কথা প্রমাণিত হয়েছে

উত্তরঃ এ কথা প্রমাণিত হয়েছে

বিস্তারিত

180. কোন বাক্যটি সঠিক?

  • ক. অধ্যয়নই ছাত্রদের তপস্যা
  • খ. অধ্যয়ন ছাত্রদের তপসা
  • গ. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
  • ঘ. অধ্যাপনা ছাত্রদের তপস্যা

উত্তরঃ অধ্যয়নই ছাত্রদের তপস্যা

বিস্তারিত

182. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. তাকে স্নেহাশীষ দিও
  • খ. তাকে স্নেহশীষ দিও
  • গ. তাকে স্নেহাশিস দিও
  • ঘ. তাকে স্নেহশিষ দিও

উত্তরঃ তাকে স্নেহাশিস দিও

বিস্তারিত

183. সঠিক বাক্যটি চিহ্নিত করুন।

  • ক. তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব
  • খ. রাসেল ও আমি, তুমি নৌবিহারে যাব
  • গ. তুমি, আমি ও রাসেল নৌবিহারে যাব
  • ঘ. রাসেল, তুমি ও আমি নৌবিহারে যাব

উত্তরঃ তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব

বিস্তারিত

184. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।

  • ক. আপনি সপরিবার আমন্ত্রিত
  • খ. আপনি সপরিবারে আমন্ত্রিত
  • গ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
  • ঘ. আপনি স্বপরিবার আমন্ত্রিত

উত্তরঃ আপনি সপরিবারে আমন্ত্রিত

বিস্তারিত

185. শুদ্ধ রূপটি দেখান-

  • ক. সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্টান
  • খ. সাহিত্যিক ও সংসকৃতিক অনুষআন
  • গ. সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠান
  • ঘ. সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

উত্তরঃ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্টান

বিস্তারিত

186. ‘সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি’ -কোন শ্রেণীর বাক্য?

  • ক. সরল বাক্য
  • খ. যৌগিক বাক্য
  • গ. জটিল বাক্য
  • ঘ. মিশ্র বাক্য

উত্তরঃ যৌগিক বাক্য

বিস্তারিত

187. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. জাপানে স্বাক্ষরতার হার শ-এর কাছাকাছি
  • খ. জাপানে সাক্ষরতার হার শ-এর কাছাকাছি
  • গ. জাপানে স্বাক্ষ্মরতার হার শ-এর কাছাকাছি
  • ঘ. জাপানে স্বাক্ষ্মরতার হার শ-এর কাছাকাছি

উত্তরঃ জাপানে সাক্ষরতার হার শ-এর কাছাকাছি

বিস্তারিত

188. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-

  • ক. বিরাট গুরু-ছাগলের হাট
  • খ. বিরাট গুরু ও বিরাট ছাগলের হাট
  • গ. গরু-ছাগলের বিরাট হাট
  • ঘ. বিরাট গবাদি পশুর হাট

উত্তরঃ গরু-ছাগলের বিরাট হাট

বিস্তারিত

189. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. ক্লিওপেট্টা পরমা সুন্দরী ছিলেন
  • খ. ক্লিওপেট্রা পরম সুন্দরী ছিলেন
  • গ. ক্লিওপেট্রা পরমা সুন্দরি ছিলেন
  • ঘ. ক্লিওপট্রা পরম সুন্দর ছিলেন

উত্তরঃ ক্লিওপেট্টা পরমা সুন্দরী ছিলেন

বিস্তারিত

190. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. ইতিপূর্বে সে তিনবার জেল খেটেছে
  • খ. ইতপূর্বে সে তিনবর জেল খেটেছে
  • গ. ইতঃপূবে সে তিনবার জেল খেটেছে
  • ঘ. ইতিপূর্বে সে তিনবার জেল খেটেছে

উত্তরঃ ইতঃপূবে সে তিনবার জেল খেটেছে

বিস্তারিত

191. শুদ্ধ কোনটি?

  • ক. তাহার সৌজন্যতায় আমি বইটি পেয়েছি
  • খ. তার সৌজন্যতায় আমি বইটি পেয়েছি
  • গ. তাহার সৌজন্যে আমি বইটি পেয়েছি
  • ঘ. তার সৌজন্যে আমি বইটি পেয়েছি

উত্তরঃ তার সৌজন্যে আমি বইটি পেয়েছি

বিস্তারিত

192. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. মুমুর্ষু রোগীর সেবা কর
  • খ. মুমূর্ষু রোগীর সেবা কর
  • গ. মুমূর্ষূ রোগীর সেবা কর
  • ঘ. মূমুর্ষূ রোগীর সেবা কর

উত্তরঃ মুমূর্ষু রোগীর সেবা কর

বিস্তারিত

193. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. চন্দ্র ও সূর্যগ্রহণ দুইটি বিস্ময়কর ঘটনা
  • খ. চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুইটি বিস্ময়কর ঘটনা
  • গ. চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা
  • ঘ. চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা

উত্তরঃ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুইটি বিস্ময়কর ঘটনা

বিস্তারিত

194. শুদ্ধ কোনটি?

  • ক. আমি সন্তোষ হলাম
  • খ. আমি সন্তোষ হইলাম
  • গ. আমি সন্তুষ্ট হলাম
  • ঘ. আমি সন্তূষ্ট হলাম

উত্তরঃ আমি সন্তুষ্ট হলাম

বিস্তারিত

195. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. সবিনয়পূর্বক নিবেদন
  • খ. বিনয়পূর্বক নিবেদন
  • গ. সবিনয় নিবেদন
  • ঘ. সবিনয়ের সঙ্গে নিবেদন

উত্তরঃ সবিনয় নিবেদন

বিস্তারিত

196. শুদ্ধ কোনটি?

  • ক. সে এমন রূপসী যেন অপ্সরা
  • খ. সে এমন রূপসী যেন অপ্সরী
  • গ. সে এমন রূপবতী যেন অপ্সরা
  • ঘ. সে এমন রূপবতী যেন অপ্সরী

উত্তরঃ সে এমন রূপবতী যেন অপ্সরা

বিস্তারিত

197. কোনটি শুদ্ধ?

  • ক. ইদানীকালে অনেক মহিলাই ববকাট করেন
  • খ. ইদানীং অনেক মহিলাই ববকাট করেন
  • গ. ইদার্নীং অনেক মহিলাই ববকাট করেন
  • ঘ. ঈদার্নিং অনেক মহিলাই ববকাট করেন

উত্তরঃ ইদানীং অনেক মহিলাই ববকাট করেন

বিস্তারিত

198. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ
  • খ. মাতৃবিয়োগে তিনি শোকানলে মগ্ন
  • গ. মাতা বিয়োগে তিনি সোকানলে দগ্ধ
  • ঘ. মাতৃবীয়োগে তিনি শোকানলে দগ্ধীভূত

উত্তরঃ মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ

বিস্তারিত

199. কোনটি শুদ্ধ?

  • ক. পুরাণ চাল ভাতে বাড়ে
  • খ. পুড়ান চাল ভাতে বাড়ে
  • গ. পুরান চাল ভাতে বাড়ে
  • ঘ. পুরান চাল ভাতেতে বাড়ে

উত্তরঃ পুরান চাল ভাতে বাড়ে

বিস্তারিত

200. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. বাংলা বানান আয়ত্ব করা কঠিন
  • খ. বাংলা বাণান আয়ত্ব করা কঠিন
  • গ. বাংলা বাণান আয়ত্ত করা কঠিন
  • ঘ. বাংলা বানান আয়ত্ত করা কঠিন

উত্তরঃ বাংলা বানান আয়ত্ত করা কঠিন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects