শুদ্ধিকরণ

151. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মণিষী
  • খ. মনীষী
  • গ. মনীসি
  • ঘ. মণিসী

উত্তরঃ মনীষী

বিস্তারিত

152. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুহুর্ত
  • খ. মুহর্ত
  • গ. মূহুর্ত
  • ঘ. মুহূর্ত

উত্তরঃ মুহূর্ত

বিস্তারিত

153. সঠিক বানান কোনটি?

  • ক. বিশ্রুতি
  • খ. বিশ্রুতী
  • গ. বিস্রুতি
  • ঘ. বিস্রুতী

উত্তরঃ বিশ্রুতি

বিস্তারিত

154. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মরিচীকা
  • খ. মরীচিকা
  • গ. মরিচিকা
  • ঘ. মরীচীকা

উত্তরঃ মরীচিকা

বিস্তারিত

155. সঠিক বানান কোনটি?

  • ক. ভিবাদী
  • খ. বিভাদী
  • গ. বিবাদী
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ বিবাদী

বিস্তারিত

156. সঠিক বানান কোনটি?

  • ক. ভীতু
  • খ. ভিতু
  • গ. ভিতূ
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ ভীতু

বিস্তারিত

157. কোন শব্দটি ভুল?

  • ক. মরূদ্যান
  • খ. কটূক্তি
  • গ. পরিপক্ক
  • ঘ. অঞ্জলি

উত্তরঃ পরিপক্ক

বিস্তারিত

158. শুদ্ধ বানান কোনটি?

  • ক. দুরন্ত
  • খ. দোর্গা
  • গ. দোর্গ
  • ঘ. দূর্বল

উত্তরঃ দুরন্ত

বিস্তারিত

159. কোনটি শুদ্ধ বানান?

  • ক. নিপিড়িত
  • খ. নীপিড়িত
  • গ. নিপীড়িত
  • ঘ. নিপীড়ীত

উত্তরঃ নিপীড়িত

বিস্তারিত

160. কোন বানানটি শুদ্ধ?

  • ক. জ্ঞানভূসিত
  • খ. জ্ঞাণভুষিত
  • গ. জ্ঞানভূষিত
  • ঘ. জ্ঞাণভুসিত

উত্তরঃ জ্ঞানভূষিত

বিস্তারিত

161. নিচের কোন বানানটি অশুদ্ধ?

  • ক. জবা কুসুম
  • খ. তিমির বিদারী
  • গ. সলীল সমাধী
  • ঘ. যৌবন সূর্য

উত্তরঃ সলীল সমাধী

বিস্তারিত

162. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. ক্ষুৎপীড়িত
  • খ. ক্ষুৎপিড়িত
  • গ. ক্ষুতপীড়ীত
  • ঘ. ক্ষুৎপিড়ীত

উত্তরঃ ক্ষুৎপীড়িত

বিস্তারিত

163. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ক্ষীনজীবী
  • খ. ক্ষিনজীবী
  • গ. ক্ষীণজীবী
  • ঘ. ক্ষীণজিবী

উত্তরঃ ক্ষীণজীবী

বিস্তারিত

164. কোনটি শুদ্ধ বানান?

  • ক. কৃষিজিবি
  • খ. কৃষিজীবী
  • গ. কৃষিজীবি
  • ঘ. কৃষিজিবী

উত্তরঃ কৃষিজীবী

বিস্তারিত

165. সঠিক বানান কোনটি?

  • ক. আবির্ভাব
  • খ. আবিরভাব
  • গ. আর্ভিভাব
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ আবির্ভাব

বিস্তারিত

166. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?

  • ক. দারিদ্র্যতা একটি ভয়াবহ সমস্যা
  • খ. দারিদ্র্যতা একটি সামাজিক ব্যধি
  • গ. দারিদ্র্য সমাজকে দুর্বল করে
  • ঘ. দারিদ্র্য মানুষকে মহান করে

উত্তরঃ দারিদ্র্য মানুষকে মহান করে

বিস্তারিত

167. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?

  • ক. পড়াশোনায় তার মনোযোগিতা নেই
  • খ. খেলাধুলায় তার মনোযোগিতা আছে
  • গ. গল্পের বই পাঠে তার বেশ মনোযোগিতা আছে
  • ঘ. মনোযোগ সহাকরে বই পড়া উচিত

উত্তরঃ মনোযোগ সহাকরে বই পড়া উচিত

বিস্তারিত

168. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?

  • ক. করিম আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছে
  • খ. আদালতে মিথ্যা সাক্ষী দেয়া অন্যায়
  • গ. মিথ্যা সাক্ষী দিলে বিচারকার্য বিঘ্নিত হয়
  • ঘ. মিথ্যা সাক্ষ্য দেয়া অপরাধের কাজও বটে

উত্তরঃ মিথ্যা সাক্ষ্য দেয়া অপরাধের কাজও বটে

বিস্তারিত

169. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?

  • ক. নিরপরাধ লোকেরা বোকা মানুষ
  • খ. নিরপরাধ লোকেরা থাকে দৃঢ় প্রত্যয়
  • গ. নিরপরাধী লোক কাহাকেও ভয় পায় না
  • ঘ. নিরপরাধ লোকেরা কাহারও ক্ষতি করে না

উত্তরঃ নিরপরাধ লোকেরা থাকে দৃঢ় প্রত্যয়

বিস্তারিত

170. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তার সাংস্কৃতি নেই
  • খ. তার সাংস্কৃত নেই
  • গ. তার সংস্কিৃত নাই
  • ঘ. তার সংস্কৃতি নেই

উত্তরঃ তার সংস্কৃতি নেই

বিস্তারিত

171. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ
  • খ. আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
  • গ. আবশ্যক ব্যায়ে কৃপণতা অনুচিত
  • ঘ. আবশ্যকীয় ব্যায়ে কৃপনতা অনুচিত

উত্তরঃ আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত

বিস্তারিত

172. নিচের কোন বাক্যটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য?

  • ক. বাহুল্য বর্জনে সুখ আসে
  • খ. নিরপরাধ লোকেরা থাকে দৃঢ় আত্মপ্রত্যয়
  • গ. সর্ববিষয়ে বাহুল্য বর্জন করবে
  • ঘ. বাহুল্য বর্জন করা বোকামি

উত্তরঃ সর্ববিষয়ে বাহুল্য বর্জন করবে

বিস্তারিত

173. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
  • খ. বিদ্ব্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
  • গ. বিদ্বান মূর্খ অপেক্ষা ভালো
  • ঘ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতম

উত্তরঃ বিদ্বান মূর্খ অপেক্ষা ভালো

বিস্তারিত

174. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
  • খ. দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
  • গ. দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা
  • ঘ. দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা

উত্তরঃ দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা

বিস্তারিত

175. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. এখানে সে ফিরে আসেনি
  • খ. তিনি মূর্চিত হয়ে পড়েছেন
  • গ. সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
  • ঘ. তুমি তার কথা বিশ্বাস করো না

উত্তরঃ সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects