শুদ্ধিকরণ

26. দেশের- দূর করতে হলে সকলের সম্মিলিত প্রতেষ্টা দরকার।

  • ক. দারিদ্য
  • খ. দারিদ্র
  • গ. দারিদ্র্যতা
  • ঘ. দরিদ্র

উত্তরঃ দারিদ্র

বিস্তারিত

27. নিম্নের কোন বানানটি শুদ্ধ?

  • ক. ব্রাহ্মণ
  • খ. মনকষ্ট
  • গ. দারিদ্র
  • ঘ. সমীচীন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

28. কোন বানানটি শুদ্ধ?

  • ক. প্রতিযোগিতা
  • খ. সহযোগীতা
  • গ. বৈশিষ্ট্যতা
  • ঘ. শ্রদ্ধাঞ্জলী

উত্তরঃ প্রতিযোগিতা

বিস্তারিত

29. কোন বানানটি শুদ্ধ?

  • ক. অধীণ
  • খ. অধীন
  • গ. অধিন
  • ঘ. অধিণ

উত্তরঃ অধীন

বিস্তারিত

30. নিম্নের কোন বানানটি সঠিক?

  • ক. ছোয়াচে
  • খ. ব্যধি
  • গ. বিশেষণ
  • ঘ. রোগগ্রস্ত

উত্তরঃ রোগগ্রস্ত

বিস্তারিত

31. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. তাহার জীবন সংশয়পূর্ণ
  • খ. তাহার জীবন সংশয়ময়
  • গ. তাহার জীবন সংশয়াপূর্ণ
  • ঘ. তাহার জীবন সংশয়ভরা

উত্তরঃ তাহার জীবন সংশয়ময়

বিস্তারিত

32. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. একটি গোপন কথা বলি
  • খ. একটি গোপনীয় কথা বলি
  • গ. এক গুপ্ত কথা বলি
  • ঘ. একটি গোপনীয়তার কথা বলি

উত্তরঃ একটি গোপনীয় কথা বলি

বিস্তারিত

33. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
  • খ. দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
  • গ. দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
  • ঘ. দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল

উত্তরঃ দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

বিস্তারিত

34. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. হাসান আমার ভ্রাতুষ্পুত্র
  • খ. সায়াহ্নে সবাই বাড়ি ফিরছে
  • গ. ঘটনাটি সবার জন্যই লজ্জাস্কর
  • ঘ. দারিদ্রতা কেউ চায় না

উত্তরঃ হাসান আমার ভ্রাতুষ্পুত্র

বিস্তারিত

35. নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?

  • ক. প্রধান প্রকৌশলী প্রথমে অনুমোদন দেন নাই পরবরর্তিতে দেন।
  • খ. জনগণের জন্য সরকার, সরকারের জন্য দরকার।
  • গ. ‘কী কথা তাহার সাথে, সাথে?
  • ঘ. ‘আমি যেয়ে দেখি সব শেষ’?

উত্তরঃ ‘আমি যেয়ে দেখি সব শেষ’?

বিস্তারিত

36. ‘জিম্মি’ শব্দের কোন প্রয়োগটি শুদ্ধ?

  • ক. দস্যুরা তাকে জিম্মি করে রেখেছে
  • খ. তুমি নিশ্চিন্তে আমার নিকট তোমার ছেলেকে জিম্মিরূপে রেখে যেতে পারো।
  • গ. ওরা তাকে জিম্মি করে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে।
  • ঘ. জিম্মি বালকটিকে ওরা হত্যা করেফেলতে পারে।

উত্তরঃ ওরা তাকে জিম্মি করে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করেছে।

বিস্তারিত

37. শুদ্ধ বাক্যটি দেখান-

  • ক. তুমি কি আজ যাবে?
  • খ. তুমি কি আজ যাবে?
  • গ. তুমি কী অদ্য যাবে?
  • ঘ. তুমি কী আজ যাইবে?

উত্তরঃ তুমি কি আজ যাবে?

বিস্তারিত

38. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. আপনি সপরিবারে আমন্ত্রিত
  • খ. আপনি স্বপরিবরে আমন্ত্রিত
  • গ. আপনি পরিবারবর্গসহ আমন্ত্রিত
  • ঘ. আপনি আপনার পরিবারসহ আমন্ত্রিত

উত্তরঃ আপনি সপরিবারে আমন্ত্রিত

বিস্তারিত

39. কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. আমার কথাই প্রমাণ হলো
  • খ. আমার কথাই প্রমাণিত হলো
  • গ. আমার কথা প্রমাণ হলো
  • ঘ. আমার কথাই প্রমাণীত হলো

উত্তরঃ আমার কথাই প্রমাণিত হলো

বিস্তারিত

40. কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. গণিত খুব কঠিন
  • খ. আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম
  • গ. এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
  • ঘ. নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল

উত্তরঃ নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল

বিস্তারিত

41. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?

  • ক. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার
  • খ. সাবধানপূর্বক চলবে
  • গ. সে আরোগ্য লাভ করেছে
  • ঘ. আমি সন্তোষ হলাম

উত্তরঃ সে আরোগ্য লাভ করেছে

বিস্তারিত

42. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. নিশিথিনী
  • খ. নিশীথীনি
  • গ. নিশিথীনী
  • ঘ. নিশীথিনী

উত্তরঃ নিশীথিনী

বিস্তারিত

43. শুদ্ধ বানানটি নির্দেশ কর।

  • ক. মুহুর্মুহু
  • খ. মূহুর্মুহু
  • গ. মুহর্মূহু
  • ঘ. মুর্হুমূহু

উত্তরঃ মুহুর্মুহু

বিস্তারিত

44. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুমুর্ষু
  • খ. মুমূর্ষু
  • গ. মূমুর্ষু
  • ঘ. মূমূর্যূ

উত্তরঃ মুমূর্ষু

বিস্তারিত

45. কোন বাননটি শুদ্ধ?

  • ক. শুশ্রুষা
  • খ. সুশ্রুষা
  • গ. শুশ্রূষা
  • ঘ. সুশ্রুসা

উত্তরঃ শুশ্রূষা

বিস্তারিত

46. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।

  • ক. আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি
  • খ. তিনি স্বস্ত্রীক এসেছেন
  • গ. তিনি সাক্ষ্য দেবেন না
  • ঘ. তার কথায় মাধুর্যতা নেই

উত্তরঃ তিনি সাক্ষ্য দেবেন না

বিস্তারিত

47. কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?

  • ক. পূবালী
  • খ. যুধ্যমান
  • গ. আকাঙ্ক্ষা
  • ঘ. আশিস

উত্তরঃ পূবালী

বিস্তারিত

48. কোনটি শুদ্ধ বানান?

  • ক. স্বতঃস্ফূর্ত
  • খ. স্বতঃস্ফুর্ত
  • গ. সত্বোঃস্ফূর্ত
  • ঘ. সত্বোঃস্ফূর্ত

উত্তরঃ স্বতঃস্ফূর্ত

বিস্তারিত

49. কোন বানানাটি শুদ্ধ?

  • ক. প্রত্যান্ত
  • খ. আদ্যাক্ষর
  • গ. মরুদ্যান
  • ঘ. সম্বর্ধনা

উত্তরঃ মরুদ্যান

বিস্তারিত

50. কোন বানানটি শুদ্ধ?

  • ক. গৃহস্থ
  • খ. গ্রীহস্ত
  • গ. গৃহস্ত
  • ঘ. গ্রীহস্থ

উত্তরঃ গৃহস্থ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects