প্রাথমিক আলোচনা ও সংখ্যা
- ৮ গুণ
- ৭ গুণ
- ৬ গুণ
- ৫ গুণ
সঠিক উত্তরঃ ৭ গুণ
- একটি মৌলিক সংখ্যা
- একটি পূর্ণ সংখ্যা
- একটি মূলদ সংখ্যা
- একটি অমূলদ সংখ্যা
সঠিক উত্তরঃ একটি অমূলদ সংখ্যা
একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, সংখ্যা দুইটি হবে--
- 50, 40
- 60, 50
- 60, 40
- 70, 60
সঠিক উত্তরঃ 60, 40
দুটি সংখ্যার যোগফল ৫৬ এবং ল.সা.গু ৯৬ হলে সংখ্যাদ্বয় কত?
- ২৪ ও ৩২
- ৪০ ও ১৬
- ২৭ ও ৩০
- ২৪ ও ৩২
সঠিক উত্তরঃ ২৪ ও ৩২
দুই অংঙ্কবিশিষ্ট দুটি সংখ্যার অংকদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাদ্বয়ের পার্থক্য হয় ৯ ।ছোট সংখ্যাটি কত?
- ১২
- ২১
- ১৩
- ১৪
সঠিক উত্তরঃ ১২
২৫৭৩৯ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
- ২.৫৭৩৯ কিলোগ্রাম
- ২৫.৭৩৯ কিলোগ্রাম
- ০.২৫৭৩৯ কিলোগ্রাম
- ০.০২৫৭৩৯ কিলোগ্রাম
সঠিক উত্তরঃ ০.০২৫৭৩৯ কিলোগ্রাম
এভারেস্ট শৃঙ্গের উচ্চতা ২৯১৪১ ফুট। মিটারে এর উচ্চতা কত?
- ১২৬০ মিটার
- ১০২৪ মিটার
- ৮৮৮২ মিটার
- ৮৮২২ মিটার
সঠিক উত্তরঃ ৮৮৮২ মিটার
১ কিউসেক পানি দ্বারা কোনটি বুঝায়?
- ৩০০০ গ্যালন/মিনিট
- ৩৬০০০ গ্যালন/ঘন্টা
- ৬৪৩৬০০ গ্যালন/দিন
- ৬৪০০০ গ্যালন/দিন
সঠিক উত্তরঃ ৩০০০ গ্যালন/মিনিট
একটি বোতলে ২০ লিটার পানি আছে। গ্যালনে উহা কত হবে?
- ৫ গ্যালন
- ৪ গ্যালন
- ২.২ গ্যালন
- ৪.৪ গ্যালন
সঠিক উত্তরঃ ৪.৪ গ্যালন
কোন সংখ্যার একক, দশক, শতক স্থানীয় অঙ্ক যথাক্রমে x, y, z হলে সংখ্যাটির রূপ হবে--
- 100xyz
- 100z + 10 x + y
- 100z + 10y + x
- 100x + 10y + z
সঠিক উত্তরঃ 100z + 10y + x
- অমূলদ সংখ্যা
- পূর্ণ সংখ্যা
- স্বাভাবিক সংখ্যা
- মূলদ সংখ্যা
সঠিক উত্তরঃ অমূলদ সংখ্যা
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল -
- ৩১৪৭
- ২২৮৭
- ২৯৮৭
- ২১৮৭
সঠিক উত্তরঃ ২১৮৭
যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে ২০ এবং ৯৬ হয়, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে?
- ১/৮
- ১/৬
- ৩/৪
- ৫/২৪
সঠিক উত্তরঃ ৫/২৪
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২,১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
- ৮৯
- ৭২
- ১৭০
- ১৪২
সঠিক উত্তরঃ ৭২
৪০ সংখ্যাটি ∝ হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করিলে কি হবে?
- ∝ + ১১ = ৪০
- ∝ + ৪০ = ১১
- ∝ = ৪০ + ১১
- ∝ = ৪০ + ১
সঠিক উত্তরঃ ∝ = ৪০ + ১১
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?
- ১৪৬
- ৯৯
- ১০৫
- ১০৭
সঠিক উত্তরঃ ১০৭
দু'টি ধনাত্নক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ এবং সংখ্যা দু'টির গুণফল ১১৭ হলে, সংখ্যা দু'টি নির্নয় কর?
- ১২,৬
- ১৩,৯
- ১৪,৮
- ১৫,৫
সঠিক উত্তরঃ ১৩,৯
দুটি সংখ্যার অন্তর ১২, বড়টির সঙ্গে ১ যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কি কি?
- ৩৫,২৩
- ২০,৮
- ৩০,১৮
- ২৫,১৩
সঠিক উত্তরঃ ২৫,১৩
- ৭,৩
- ৮,৪
- ৯,২
- ৯,৪
সঠিক উত্তরঃ ৭,৩
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক-চতুর্তাংশ ১৩। সংখ্যা দুটি কত?
- ৫২,৭০
- ২৬,৭৫
- ২৫,২৬
- ২৫,৭৭
সঠিক উত্তরঃ ২৫,৭৭
একটি সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশের যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান। সংখ্যাটি কত?
- ১
- -১
- ১ অথবা -১
- ২
সঠিক উত্তরঃ ১ অথবা -১
কোন সংখ্যার এক চতুর্থাংশ থেকে ৪ বিয়োগ করলে বিয়োগফল হয় ২০। সংখ্যাটি কত?
- ১২
- ২৪
- ৩৬
- ৪৮
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
- (s+12)/4
- (s-12)/4
- (s+6)/4
- (s-6)/4
সঠিক উত্তরঃ (s+12)/4
- 625
- 900
- 1600
- 1680
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
ছয়টি পর পর পূর্ণসংখ্যা দেয়া আছে । প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল কত?
- ৩৬
- ৩৩
- ৩২
- ৩০
সঠিক উত্তরঃ ৩৬
পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্নয় কর যাদের বর্গের পার্থক্য ৫৩ ?
- ২৫ এবং ২৬
- ২৬ এবং ২৭
- ২৭ এবং ২৮
- ২৮ এবং ২৯
সঠিক উত্তরঃ ২৬ এবং ২৭
দুইটি ক্রমিক সংখ্যা নির্নয় করুন যাহাদের বর্গের অন্তর ৪৭?
- ২১ এবং ২২
- ২২ এবং ২৩
- ২৩ এবং ২৪
- ২৪ এবং ২৫
সঠিক উত্তরঃ ২৩ এবং ২৪
- জোড় পূর্ণ সংখ্যা(an even integer)
- বেজোড় সংখ্যা(an odd number)
- মৌলিক সংখ্যা(a prime number)
- একটি পূর্ণ সংখ্যার বর্গ(the square of an integer)
সঠিক উত্তরঃ বেজোড় সংখ্যা(an odd number)
যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p--
- একটি স্বাভাবিক সংখ্যা
- একটি পূর্ণ সংখ্যা
- একটি মূলদ সংখ্যা
- একটি অমূলদ সংখ্যা
সঠিক উত্তরঃ একটি অমূলদ সংখ্যা
- একটি স্বাভাবিক সংখ্যা
- একটি পূর্ণ সংখ্যা
- একটি মূলদ সংখ্যা
- একটি অমূলদ সংখ্যা
সঠিক উত্তরঃ একটি অমূলদ সংখ্যা
- একটি স্বাভাবিক সংখ্যা
- একটি পূর্ণ সংখ্যা
- একটি মূলদ সংখ্যা
- একটি অমূলদ সংখ্যা
সঠিক উত্তরঃ একটি অমূলদ সংখ্যা
- একটি স্বাভাবিক সংখ্যা
- একটি পূর্ণ সংখ্যা
- একটি মূলদ সংখ্যা
- একটি অমূলদ সংখ্যা
সঠিক উত্তরঃ একটি অমূলদ সংখ্যা
যদি একটি জোড় পূর্ণসংখ্যা হয়, তবে নিম্নের কোনটি একটি বিজোড় পূর্ণসংখ্যা হবে?
- 7n-2
- 5(n-2)
- (16n+24)/8
- (6n+12)/3
সঠিক উত্তরঃ (16n+24)/8
Which of the following is divisible by 2 and 7?/নিচের কোনটি ২ এবং ৭ দ্বারা বিভাজ্য?
- 365
- 362
- 361
- None of these
সঠিক উত্তরঃ None of these
যদি তুমি ১ থেকে ১০০ পর্যন্ত গুণতে থাক, তবে এর মধ্যে কতটি ৫ পাবে?
- ১০
- ১১
- ১৮
- ১৯
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
- 100r+10p+q
- 100p+10q+r
- 100q+10r+p
- 100pq+r
সঠিক উত্তরঃ 100p+10q+r
- ১০৯৯৯
- ৮৯৯৯
- ১০০৯
- ১৯৯৯
সঠিক উত্তরঃ ৮৯৯৯
- ১০৯৯৯
- ৮৯৯৯
- ১০০০৯
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ কোনটিই নয়
- 888889
- 899999
- 988888
- 999888
সঠিক উত্তরঃ 899999
নিম্নের সবচেয়ে ছোট সংiখ্যা কোনটি?/Which of the following numbers is the smallest?
- ৫৬৮
- ০৩
- ১০৫
- ৪
সঠিক উত্তরঃ ০৩
Who gave first the idea of zero?/শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?
- গ্রিক
- আরব
- ভারতীয়
- চীন
সঠিক উত্তরঃ ভারতীয়
The Roman numerical M stands for what?/রোমান M প্রতীকের অর্থ কি?
- 50
- 100
- 1000
- None of these
সঠিক উত্তরঃ 1000
ক্যালকুলাসের আদি ধারণা কে দেন?/Who gave the primary idea of Calculas?
- নিউটন
- আর্কিমিডিস
- লাইবনিজ
- ফার্মা
সঠিক উত্তরঃ নিউটন