শতকরা সুদকষা ও লাভ ক্ষতি

181. আলী প্রতি ডজন ২.৫০ টাকা দরে ১৪৪০ ডজন কলম কিনে প্রতিটি ২৫ পয়সা দরে বিক্রি করল। তার সর্বমোট কত লাভ হল?

  • ক. টাকা ৬০.০০
  • খ. টাকা ৭২.০০
  • গ. টাকা ৮৭৪.০০
  • ঘ. টাকা ৭২০.০০

উত্তরঃ টাকা ৭২০.০০

বিস্তারিত

183. শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কতো হবে?

  • ক. ২৪ টাকা
  • খ. ৪৮ টাকা
  • গ. ৬০ টাকা
  • ঘ. ৩৬ টাকা

উত্তরঃ ৩৬ টাকা

বিস্তারিত

184. x টাকার x% হার সরল মুনাফায় ৪ বছরের মুনাফা x টাকা হলে x = কত?

  • ক. ৫০ টাকা
  • খ. ২৫ টাকা
  • গ. ২৫.৫০ টাকা
  • ঘ. ৭৫ টাকা

উত্তরঃ ২৫ টাকা

বিস্তারিত

185. শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত হবে ?

  • ক. ২৪ টাকা
  • খ. ২৬ টাকা
  • গ. ৩৬ টাকা
  • ঘ. ৪৮ টাকা

উত্তরঃ ৩৬ টাকা

বিস্তারিত

187. একটি কলম ২৭০ টাকায় বিক্রি করাতে ১০% ক্ষতি হয় ,কলমটির ক্রয় মূল্য কত ?

  • ক. ২৫০ টাকা
  • খ. ৩০০ টাকা
  • গ. ৩১৫ টাকা
  • ঘ. ৩২৫ টাকা

উত্তরঃ ৩০০ টাকা

বিস্তারিত

188. এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

  • ক. ২২ টাকা
  • খ. ২০ টাকা
  • গ. ২১ টাকা
  • ঘ. ১৮ টাকা

উত্তরঃ ২২ টাকা

বিস্তারিত

191. নিচের কোনটি ৪৮ : ৬০ এর শতকরায় প্রকাশ?

  • ক. ৮০%
  • খ. ৭৫%
  • গ. ৬০%
  • ঘ. ৪৮%

উত্তরঃ ৮০%

বিস্তারিত

194. ৫ টাকায় ৮টি করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ডজন কলার দাম কত?

  • ক. ১৫ টাকা
  • খ. ১০ টাকা
  • গ. ১২ টাকা
  • ঘ. ১৬ টাকা

উত্তরঃ ১০ টাকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects