সমীকরণের প্রয়োগ

[{1 - (1 - 1/p)}-1 ÷ (1 - 1/p)-1] = কত?

  • ক. 1
  • খ. - 1
  • গ. 1/p
  • ঘ. p - 1

উত্তরঃ p - 1

বিস্তারিত

(2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x,y) -এর মান কোনটি?

  • ক. (4, 5)
  • খ. (5, 5)
  • গ. (6, 4)
  • ঘ. (6, 5)

উত্তরঃ (5, 5)

বিস্তারিত

তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে?

  • ক. কর্ণফুলী
  • খ. ব্রহ্মপুত্র
  • গ. মেঘনা
  • ঘ. পদ্মা

উত্তরঃ ব্রহ্মপুত্র

বিস্তারিত

আজমল ও শফিকের বয়স একত্রে ৩৫ বছর। আজমলের বয়স শফিকের বয়স অপেক্ষা ৫ বছর বেশি হলে, প্রত্যেকের বয়স কত?

  • ক. শফিকের ২২ বছর এবং আজমলের ১২ বছর
  • খ. শফিকের ২৫ বছর এবং আজমলের ১০ বছর
  • গ. শফিকের ২০ বছর এবং আজমলের ১৫ বছর
  • ঘ. শফিকের ১৫ বছর এবং আজমলের ২০ বছর

উত্তরঃ শফিকের ১৫ বছর এবং আজমলের ২০ বছর

বিস্তারিত

পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ৩০ বছর বেশি। ১০ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাদের বয়স কত?

  • ক. পিতার বয়স ৫৫ এবং পুত্রের বয়স ২০ বছর
  • খ. পিতার বয়স ৬০ এবং পুত্রের বয়স ২৫ বছর
  • গ. পিতার বয়স ৫০ এবং পুত্রের বয়স ২০ বছর
  • ঘ. পিতার বয়স ৪০ এবং পুত্রের বয়স ২০ বছর

উত্তরঃ পিতার বয়স ৫০ এবং পুত্রের বয়স ২০ বছর

বিস্তারিত

(ab + 2a + 3b)/2ab = কত?

  • ক. 3/2ab
  • খ. 3/2a
  • গ. 1/2ab
  • ঘ. 1/2 + 1/b + 3/2a

উত্তরঃ 1/2 + 1/b + 3/2a

বিস্তারিত

{a - b + b (a - b)}/(a - b) = কত?

  • ক. a/(a + b)
  • খ. 1 + b
  • গ. 1/(a + b)
  • ঘ. (a - b)/(a + b)

উত্তরঃ 1 + b

বিস্তারিত

x + 1/y = কত?

  • ক. xy/(x + y)
  • খ. (xy + 1)/y
  • গ. 1/y
  • ঘ. x/y

উত্তরঃ (xy + 1)/y

বিস্তারিত

x/(a - b) - x/(a + b) = কত?

  • ক. 0
  • খ. x/(a - b)
  • গ. x/(a + b)
  • ঘ. 2bx/(a² - b²)

উত্তরঃ 2bx/(a² - b²)

বিস্তারিত

a - b + (b - a) = কত?

  • ক. 0
  • খ. 2b
  • গ. 2a
  • ঘ. a + b

উত্তরঃ 0

বিস্তারিত

c/b + a/b এর সরলকৃত রাশি কোনটি?

  • ক. ca/(b + a)
  • খ. (c + a)/b
  • গ. ac/b
  • ঘ. b/(c + a)

উত্তরঃ (c + a)/b

বিস্তারিত

a/c + b/c এর সরলকৃত রাশি কোনটি?

  • ক. c/(a + b)
  • খ. ab/(a + b)
  • গ. a/b + c
  • ঘ. (a + b)/c

উত্তরঃ (a + b)/c

বিস্তারিত

a/(a + b) + b/(a - b) = কত?

  • ক. a² + b²
  • খ. (a² + b²)/(a² - b²)
  • গ. (a - b)/(a + b)
  • ঘ. a² - b²

উত্তরঃ (a² + b²)/(a² - b²)

বিস্তারিত

(b + c)/a - 2c/a = কত?

  • ক. (b² - c²)/a²
  • খ. (b + c)/a
  • গ. (b - c)/a
  • ঘ. (a - b)/a

উত্তরঃ (b - c)/a

বিস্তারিত

(a + b)/(a - b) - (b + 2a)/(b - a) = কত?

  • ক. (a² - b²)/(a + b)
  • খ. (a - b)/(a + b)
  • গ. (a + b)/(a - b)
  • ঘ. (3a + 2b)/(a - b)

উত্তরঃ (3a + 2b)/(a - b)

বিস্তারিত

(b - c)/b + (b + c)/b = কত?

  • ক. 2bc/b
  • খ. 2b/c
  • গ. - 2c/b
  • ঘ. 2c/b

উত্তরঃ - 2c/b

বিস্তারিত

x + 2y = 3, 4x - y = 3 সমীকরণে x এবং y এর মান কত?

  • ক. x = 1 এবং y = 5
  • খ. x = 4 এবং y = 5
  • গ. x = 2 এবং y = 3
  • ঘ. x = 1 এবং y = 1

উত্তরঃ x = 1 এবং y = 1

বিস্তারিত

2x + y = 8 এবং 3x - 2y = 5 সমীকরণে (x, y) এর মান কত?

  • ক. (6,8)
  • খ. (4, 6)
  • গ. (4, 2)
  • ঘ. (3, 2)

উত্তরঃ (3, 2)

বিস্তারিত

(3x + 1)/5 = (2x - 7)/3 এর সঠিক সমাধান কোনটি?

  • ক. x = 55
  • খ. x = 45
  • গ. x = 38
  • ঘ. x = 28

উত্তরঃ x = 38

বিস্তারিত

5(2x - 1) = 4(2x + 1) + 7 এর সঠিক সমাধান কোনটি?

  • ক. x = 32
  • খ. x = 16
  • গ. x = 8
  • ঘ. x = 4

উত্তরঃ x = 8

বিস্তারিত

(x + 1) (x + 2) = (x + 4) (x - 2) এর সঠিক সমাধান কোনটি?

  • ক. x = - 5
  • খ. x = 5
  • গ. x = 10
  • ঘ. x = - 10

উত্তরঃ x = - 10

বিস্তারিত

x/2 - x/3 = x/5 - 1/6 এর সঠিক সমাধান কোনটি?

  • ক. x = 15
  • খ. x = 2
  • গ. x = 10
  • ঘ. x = 5

উত্তরঃ x = 5

বিস্তারিত

x/5 + 4 = 3x/10 + 6 এর সঠিক সমাধান কোনটি?

  • ক. x = 15
  • খ. x = 10
  • গ. x = - 20
  • ঘ. x = 20

উত্তরঃ x = - 20

বিস্তারিত

15x - 9 = 11x - 25 হলে x এর মান কত?

  • ক. x = 2
  • খ. x = 9
  • গ. x = - 4
  • ঘ. x = 4

উত্তরঃ x = - 4

বিস্তারিত

সমাধান করুনঃ x/3 - 2/y = 1, x/6 + 4/y = 3

  • ক. (2, 3)
  • খ. (3, 2)
  • গ. (6, 2)
  • ঘ. (2, 6)

উত্তরঃ (6, 2)

বিস্তারিত

সমাধান করুনঃ x - y = 2a ax + by = a2 + b2

  • ক. x = 2a, y = 0
  • খ. x = a, y = b
  • গ. x = a - b, y = a + b
  • ঘ. x = a + b, y = b - a

উত্তরঃ x = a + b, y = b - a

বিস্তারিত

সমাধান করুনঃ ax - cy = 0 ay - cx = a2 - c2

  • ক. x = a, y = c
  • খ. x = c, y = a
  • গ. x = - c, y = a
  • ঘ. x = c, y = - a

উত্তরঃ x = c, y = a

বিস্তারিত

বনভোজনে যাওয়ার জন্য ২৪০০ টাকা বাস ভাড়া করা হল এবং প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক করা হল। ১০ জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া ৮ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেককে কত করে ভাড়া দিতে হল?

  • ক. ৩০ জন যাত্রী ছিল এবং প্রত্যেকে ৮০ টাকা
  • খ. ৪০ জন যাত্রী ছিল এবং প্রত্যেকে ৬০ টাকা
  • গ. ৫০ জন যাত্রী ছিল এবং প্রত্যেকে ৪৮ টাকা
  • ঘ. ৬০ জন যাত্রী ছিল এবং প্রত্যেকে ৪০ টাকা

উত্তরঃ ৫০ জন যাত্রী ছিল এবং প্রত্যেকে ৪৮ টাকা

বিস্তারিত

একটি দান বাক্সে পঞ্চাশ পয়সার ও পঁচিশ পয়সার মূদ্রায় মোট ১০০ টি মুদ্রা পাওয়া গেল। যদি বাক্সে ৪৫ টাকা জমা থাকে তাহলে কোন প্রকারের মুদ্রা কতটি হবে?

  • ক. পঞ্চাশ পয়সার মুদ্রা ৮০ টি, পঁচিশ পয়সার মুদ্রা ২০ টি
  • খ. পঞ্চাশ পয়সার মুদ্রা ৭০ টি, পঁচিশ পয়সার মুদ্রা ৩০ টি
  • গ. পঞ্চাশ পয়সার মুদ্রা ৭৫ টি, পঁচিশ পয়সার মুদ্রা ২৫ টি
  • ঘ. পঞ্চাশ পয়সার মুদ্রা ৭৭ টি, পঁচিশ পয়সার মুদ্রা ২৩ টি

উত্তরঃ পঞ্চাশ পয়সার মুদ্রা ৮০ টি, পঁচিশ পয়সার মুদ্রা ২০ টি

বিস্তারিত

মাতা ও কন্যার ওজন ২৫০ পাউন্ড, মাতার ওজন কন্যার ওজনের দেড় গুণ। কন্যার ওজন কত?

  • ক. ৮০ পাউন্ড
  • খ. ৯০ পাউন্ড
  • গ. ১০০ পাউন্ড
  • ঘ. ১১০ পাউন্ড

উত্তরঃ ১০০ পাউন্ড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects