বৃত্ত

বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যা কে--

  • ক. ২ : ৩ অনুপাতে বিভক্ত করে
  • খ. তীর্যকভাবে স্পর্শ করে
  • গ. সমদ্বিখণ্ডিত করে
  • ঘ. ১ : ৩ অনুপাতে বিভক্ত করে

উত্তরঃ সমদ্বিখণ্ডিত করে

বিস্তারিত

প্রতি মিনিটে ৬৬ মিটার বেগে ৩/২ মিনিটে একটি ঘোড়া কোন বৃত্তাকার মাঠ ঘুরে এল। ঐ মাঠের ব্যাস কত?

  • ক. ৫২.০৮ মিটার
  • খ. ৪৮.০৪ মিটার
  • গ. ৩১.৫১৩ মিটার
  • ঘ. ২৫.০২ মিটার

উত্তরঃ ৩১.৫১৩ মিটার

বিস্তারিত

একটি বৃত্তচাপ কেন্দ্রে ৩০° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস ১২৬ সে.মি. হলে চাপের দৈর্ঘ্য কত?

  • ক. ১৪২.০২ সে.মি.
  • খ. ৪৮.০৩ সে.মি.
  • গ. ৩২.৯৮৭ সে.মি.
  • ঘ. ১৬.৩২ সে.মি.

উত্তরঃ ৩২.৯৮৭ সে.মি.

বিস্তারিত

একটি বৃত্তের ব্যাস এবং পরিধির পার্থক্য ৬০ সে.মি. হলে, বৃত্তের ব্যাসার্ধ্য কত?

  • ক. ১৪ সে.মি.
  • খ. ৩৫.০৫ সে.মি.
  • গ. ২৮.০২ সে.মি.
  • ঘ. ১৪.০০৮ সে.মি.

উত্তরঃ ১৪.০০৮ সে.মি.

বিস্তারিত

একটি বৃত্তাকার মাঠের ব্যাস ১০০ মিটার, মাঠের সীমানা ঘেঁষে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

  • ক. ১৮০২.০৩ বর্গ মি.
  • খ. ১১০৮.০৪ বর্গ মি.
  • গ. ১২০২.০১ বর্গ মি.
  • ঘ. ১৬৪৯.৩৪ বর্গ মি.

উত্তরঃ ১৬৪৯.৩৪ বর্গ মি.

বিস্তারিত

একটি বৃত্তাকার পার্কের ব্যাস ২৬ মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে ২ মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল কত?

  • ক. ১৮২.৮২ বর্গমিটার
  • খ. ১৮০.৭৩ বর্গমিটার
  • গ. ১৭৫.৯৩ বর্গমিটার
  • ঘ. ১৭০.৭৫ বর্গমিটার

উত্তরঃ ১৭৫.৯৩ বর্গমিটার

বিস্তারিত

একটি বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে.মি. এবং বৃত্তকলা কেন্দ্রে ৭৫° কোণ উৎপন্ন করে। বৃত্তকলার ক্ষেত্রফল কত?

  • ক. ২২৫.০৪ বর্গ সে.মি.
  • খ. ২২০.০১ বর্গ সে.মি.
  • গ. ১২৮.২৮২ বর্গ সে.মি.
  • ঘ. ১১৫.২৮১ বর্গ সে.মি.

উত্তরঃ ১২৮.২৮২ বর্গ সে.মি.

বিস্তারিত

কোন বৃত্তের পরিধি ৪৪ মিটার হলে এর ব্যাস কত?

  • ক. ১৪ মিটার
  • খ. ১৬ মিটার
  • গ. ১৮ মিটার
  • ঘ. ২১ মিটার

উত্তরঃ ১৪ মিটার

বিস্তারিত

একটি বৃত্তের ব্যাসার্ধ ১০ সে.মি. হলে তার ক্ষেত্রফল কত হবে?

  • ক. ১০০০Π বর্গ সে.মি.
  • খ. ১০০Π বর্গ সে.মি.
  • গ. ৫Π বর্গ সে.মি.
  • ঘ. ১০Π বর্গ সে.মি.

উত্তরঃ ১০০Π বর্গ সে.মি.

বিস্তারিত

একটি গাড়ির চাকার পরিধি ৬.২৫ মিটার। ৪০ কিলোমিটার পথ গেলে চাকাটি কতবার ঘুরবে?

  • ক. ৩৮০০ বার
  • খ. ৭২০০ বার
  • গ. ৬৮০০ বার
  • ঘ. ৬৪০০ বার

উত্তরঃ ৬৪০০ বার

বিস্তারিত

বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের--

  • ক. অর্ধেক
  • খ. দ্বিগুণ
  • গ. তিনগুণ
  • ঘ. সমান

উত্তরঃ দ্বিগুণ

বিস্তারিত

বৃত্তকলার ক্ষেত্রফল কোনটি সঠিক?

  • ক. θ/360 Πr² বর্গ একক
  • খ. θ/90 Πr² বর্গ একক
  • গ. θ/210 Πr² বর্গ একক
  • ঘ. θ/180 Πr² বর্গ একক

উত্তরঃ θ/360 Πr² বর্গ একক

বিস্তারিত

বহিঃস্থ কোন বিন্দু হতে একটি বৃত্তে--

  • ক. দুইটি স্পর্শক আঁকা যায়
  • খ. একটি স্পর্শক আঁকা যায়
  • গ. চারটি স্পর্শক আঁকা যায়
  • ঘ. কোন স্পর্শক আঁকা যায় না

উত্তরঃ দুইটি স্পর্শক আঁকা যায়

বিস্তারিত

বৃত্তস্থ সামন্তরিক একটি--

  • ক. রম্বস
  • খ. আয়তক্ষেত্র
  • গ. ট্রাপিজিয়াম
  • ঘ. বর্গক্ষেত্র

উত্তরঃ আয়তক্ষেত্র

বিস্তারিত

বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর--

  • ক. লম্ব
  • খ. সমান্তরাল
  • গ. অসমান
  • ঘ. সমান

উত্তরঃ সমান

বিস্তারিত

একটি পাইপের পুরত্ব নির্নয় করুন যার বহির্ব্যাস ২.৫ ইঞ্চি এবং অন্তব্যাস ২.১ ইঞ্চি?

  • ক. ০.২ ইঞ্চি
  • খ. ০.৪ ইঞ্চি
  • গ. ২.৩ ইঞ্চি
  • ঘ. ০.৩ ইঞ্চি

উত্তরঃ ০.২ ইঞ্চি

বিস্তারিত

বৃত্তের ক্ষেত্রফল ১৮π হলে, বৃত্তের পরিসীমা কত?

  • ক. ৫√ ২π
  • খ. ৮π
  • গ. ৬√ ২π
  • ঘ. ৫√ ৩π

উত্তরঃ ৬√ ২π

বিস্তারিত

যে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস ২৮ মিটার, আসন্ন বর্গমিটারে তার ক্ষেত্রফল--

  • ক. ৩৩০ বর্গ মিটার
  • খ. ৩৩৬ বর্গ মিটার
  • গ. ৩৩২ বর্গ মিটার
  • ঘ. ৫১৬ বর্গ মিটার

উত্তরঃ ৫১৬ বর্গ মিটার

বিস্তারিত

একটি চাকা ১.৭৬ কিঃমিঃ পথ যেতে ৪০০ বার ঘোরে। চাকাটির ব্যাসার্ধ কত?

  • ক. ৬ মিটার
  • খ. ০.৭ মিটার
  • গ. ৮ মিটার
  • ঘ. ৭.৫ মিটার

উত্তরঃ ০.৭ মিটার

বিস্তারিত

যে বৃত্তের ব্যাস ১৪ মি. তার ক্ষেত্রফল আসন্ন কত বর্গমিটার--

  • ক. ১৫০ বর্গমিটার
  • খ. ১৫২ বর্গমিটার
  • গ. ১৫৪ বর্গমিটার
  • ঘ. ১৫৬ বর্গমিটার

উত্তরঃ ১৫৪ বর্গমিটার

বিস্তারিত

একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ গজ ১ ফুট ৫ ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?

  • ক. ২৯ গজ ৩ ইঞ্চি
  • খ. ২৮ গজ ৪ ইঞ্চি
  • গ. ৩০ গজ ৬ ইঞ্চি
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ২৮ গজ ৪ ইঞ্চি

বিস্তারিত

একটি বৃত্তাকার পার্কের ব্যাস ৬০ মিটার এবং π = ৩.১৪১৬ হলে পার্কটির পরিধির দৈর্ঘ্য কত মিটার?

  • ক. ১৯৮.৪৯৬ মি
  • খ. ১৮৯.৪৯৬ মি
  • গ. ১৮৮.৪৯৬ মি
  • ঘ. ১৮৭.৪৯৬ মি

উত্তরঃ ১৮৮.৪৯৬ মি

বিস্তারিত

Which is the largest?/কোনটি বৃহত্তম?

  • ক. A circle
  • খ. A square
  • গ. A triangle
  • ঘ. Not possible to say

উত্তরঃ Not possible to say

বিস্তারিত

কোন বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ঐ বিন্দুটি বৃত্তের--

  • ক. পরিধিতে অবস্থিত হবে
  • খ. কেন্দ্র ও পরিধির মধ্যস্থানে অবস্থিত হবে
  • গ. কেন্দ্রে অবস্থিত হবে
  • ঘ. ব্যাস ভিন্ন জ্যায়ে অবস্থিত হবে

উত্তরঃ কেন্দ্রে অবস্থিত হবে

বিস্তারিত

বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে?

  • ক. বৃত্তের কেন্দ্রে
  • খ. বৃত্তের উপরে
  • গ. বৃত্তের বাইরে
  • ঘ. কেন্দ্র ছাড়া বৃত্তের ভিতরে

উত্তরঃ বৃত্তের কেন্দ্রে

বিস্তারিত

π এর মান--

  • ক. ৩.১৪
  • খ. ৩
  • গ. ৩.৩৪
  • ঘ. ৩.২৮

উত্তরঃ ৩.১৪

বিস্তারিত

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত/

  • ক. ৩
  • খ. ৩.১৪
  • গ. ৪.১৫
  • ঘ. ৫.২১

উত্তরঃ ৩.১৪

বিস্তারিত

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

  • ক. ২৫/৯
  • খ. ২২/৭
  • গ. ৩
  • ঘ. প্রায় ৫

উত্তরঃ ২২/৭

বিস্তারিত

একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে?

  • ক. ব্যাস
  • খ. ব্যাসার্ধ
  • গ. চাপ
  • ঘ. জ্যা

উত্তরঃ জ্যা

বিস্তারিত

বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে?

  • ক. ব্যাস
  • খ. ব্যাসার্ধ
  • গ. বৃত্তচাপ
  • ঘ. পরিধি

উত্তরঃ ব্যাস

বিস্তারিত

নিচের কোনটি বৃত্তের সমীকরণ?

  • ক. ax2 + bx + c
  • খ. y2 = ax
  • গ. x2 + y2 = 16
  • ঘ. y2 = 2x + 7

উত্তরঃ x2 + y2 = 16

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects