চতুর্ভুজ

একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ সেমি হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

  • ক. ২৫√৫ বর্গ সেমি
  • খ. ৫০ বর্গ সেমি
  • গ. ৩০ বর্গ সেমি
  • ঘ. ৫০√২ বর্গ সেমি

উত্তরঃ ৫০ বর্গ সেমি

বিস্তারিত

ট্রাপিজিয়ামের অন্তস্থ কোণগুলির সমষ্টি--

  • ক. ৯০°
  • খ. ৭২০°
  • গ. ৬৩০°
  • ঘ. ৩৬০°

উত্তরঃ ৩৬০°

বিস্তারিত

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম এবং প্রস্থ ৩ মিটার অধিক হলে ক্ষেত্রফল ৯ বর্গমিটার কম হয়। আবার দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৬৭ বর্গমিটার বেশি হয়। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্নয় করুন।

  • ক. দৈর্ঘ্য ২৩ মিটার, প্রস্থ ৮ মিটার
  • খ. দৈর্ঘ্য ২০ মিটার, প্রস্থ ১০ মিটার
  • গ. দৈর্ঘ্য ১৭ মিটার, প্রস্থ ৯ মিটার
  • ঘ. দৈর্ঘ্য ২৫ মিটার, প্রস্থ ১০ মিটার

উত্তরঃ দৈর্ঘ্য ১৭ মিটার, প্রস্থ ৯ মিটার

বিস্তারিত

একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ মিটার ও ৪.২ মিটার হলে তার ক্ষেত্রফল কত?

  • ক. ৭.৫ বর্গ মি
  • খ. ১২.৫ বর্গ মি
  • গ. ১৫ বর্গ মি
  • ঘ. ১০.৫ বর্গ মি

উত্তরঃ ১০.৫ বর্গ মি

বিস্তারিত

চতুর্ভুজের বিপরীত বাহু ও কোণগুলো সমান হলে ঐ চতুর্ভুজকে কি বলে?

  • ক. সুষম চতুর্ভুজ
  • খ. বর্গক্ষেত্র
  • গ. আয়তক্ষেত্র
  • ঘ. সামন্তরিক

উত্তরঃ আয়তক্ষেত্র

বিস্তারিত

বর্গের এক বাহুর দৈর্ঘ্য √৩ সেমি হলে, বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত?

  • ক. ২√৩ সেমি
  • খ. √৬ সেমি
  • গ. ৪√৩ সেমি
  • ঘ. ২√২ সেমি

উত্তরঃ √৬ সেমি

বিস্তারিত

একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?

  • ক. ৬০°
  • খ. ১২০°
  • গ. ১৮০°
  • ঘ. ২৭০°

উত্তরঃ ১২০°

বিস্তারিত

একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কিরূপ ক্ষেত্র পাওয়া যাবে?

  • ক. সামন্তরিক
  • খ. ট্রাপিজিয়াম
  • গ. আয়তক্ষেত্র
  • ঘ. বর্গক্ষেত্র

উত্তরঃ সামন্তরিক

বিস্তারিত

একটি রম্বসের কর্ণদ্বয় ৪০ সেমি এবং ৬০ সেমি। এর ক্ষেত্রফল কত বর্গ সেমি।

  • ক. ২৪০০ বর্গ সেমি
  • খ. ১২০০ বর্গ সেমি
  • গ. ১৪৪ বর্গ সেমি
  • ঘ. ৩৬০০ বর্গ সেমি

উত্তরঃ ১২০০ বর্গ সেমি

বিস্তারিত

রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি?

  • ক. ১/২ × ভূমি × উচ্চতা
  • খ. ভূমি × উচ্চতা
  • গ. ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
  • ঘ. দৈর্ঘ্য × প্রস্থ

উত্তরঃ ১/২ × কর্ণদ্বয়ের গুণফল

বিস্তারিত

কোন সামন্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামন্তরিকটি--

  • ক. রম্বস
  • খ. আয়তক্ষেত্র
  • গ. সামন্তরিক
  • ঘ. বর্গক্ষেত্র

উত্তরঃ আয়তক্ষেত্র

বিস্তারিত

চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্ধু পর্যায়ক্রমে যোগ করলে উৎপন্ন হয়--

  • ক. একটি বর্গক্ষেত্র
  • খ. একটি রম্বস
  • গ. একটি আয়তক্ষেত্র
  • ঘ. একটি সামন্তরিক

উত্তরঃ একটি সামন্তরিক

বিস্তারিত

চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার অর্ধ অপেক্ষা--

  • ক. বৃহত্তর বা সমান
  • খ. বৃহত্তর
  • গ. ক্ষুদ্রতর
  • ঘ. ক্ষুদ্রতর বা সমান

উত্তরঃ বৃহত্তর

বিস্তারিত

সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে--

  • ক. সমদ্বিখণ্ডিত করে
  • খ. সমকোণে দ্বিখণ্ডিত করে
  • গ. লম্বাদ্বিখণ্ডিত করে
  • ঘ. দ্বিখণ্ডিত করে

উত্তরঃ সমকোণে দ্বিখণ্ডিত করে

বিস্তারিত

চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে, তার অপর বাহু দুটিও--

  • ক. অসমান ও অসমান্তরাল
  • খ. সমান ও অসমান্তরাল
  • গ. সমান ও সমান্তরাল
  • ঘ. অসমান ও সমান্তরাল

উত্তরঃ সমান ও সমান্তরাল

বিস্তারিত

সামন্তরিক ABCD -এর অভ্যন্তরে P যে কোন একটি বিন্দু। তাহলে নিচের কোনটি সঠিক?

  • ক. ΔPAB + ΔPCD = 1/2
  • খ. ΔPAB + ∠PCD = 2 (সামন্তরিক ABCD)
  • গ. ΔPAB + ΔPCD = 1/2 (সামন্তরিক ABCD)
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ΔPAB + ΔPCD = 1/2 (সামন্তরিক ABCD)

বিস্তারিত

একটি বর্গাকৃতি বাগানের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

  • ক. ১৩২ বর্গ মি.
  • খ. ১২১ বর্গ মি.
  • গ. ১২০ বর্গ মি.
  • ঘ. ৮৮ বর্গ মি.

উত্তরঃ ১২১ বর্গ মি.

বিস্তারিত

১৫ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রশস্ত একটি বাগানের চারিদিকে ১ মিটার চওড়া একটি হাঁটাপথ আছে। পথটির ক্ষেত্রফল--

  • ক. ৫৪ বর্গমিটার
  • খ. ৬০ বর্গমিটার
  • গ. ৪২ বর্গমিটার
  • ঘ. ৪৬ বর্গমিটার

উত্তরঃ ৫৪ বর্গমিটার

বিস্তারিত

সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাণ--

  • ক. ১৪০°
  • খ. ১২৮°
  • গ. ১০৮°
  • ঘ. ১০০°

উত্তরঃ ১০৮°

বিস্তারিত

একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?

  • ক. ৯ মিটার
  • খ. ১২ মিটার
  • গ. ৩ মিটার
  • ঘ. ৬ মিটার

উত্তরঃ ৬ মিটার

বিস্তারিত

সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামান্তরিকটি হবে---

  • ক. আয়তক্ষেত্র
  • খ. রম্বস
  • গ. বর্গ
  • ঘ. ট্রাপিজিয়াম

উত্তরঃ আয়তক্ষেত্র

বিস্তারিত

কোন চতুর্ভুজটির কেবলমাত্র দু'টি বাহু সমান্তরাল?

  • ক. বর্গক্ষেত্র
  • খ. আয়তক্ষেত্র
  • গ. রম্বস
  • ঘ. ট্রাপিজিয়াম

উত্তরঃ ট্রাপিজিয়াম

বিস্তারিত

কোন ক্ষেত্রটি সামন্তরিক ক্ষেত্র নয়?

  • ক. আয়তক্ষেত্র
  • খ. ট্রাপিজিয়াম
  • গ. রম্বস
  • ঘ. বর্গক্ষেত্র

উত্তরঃ ট্রাপিজিয়াম

বিস্তারিত

একটি রম্বস ক্ষেত্রের কর্ণ যথাক্রমে ৫ সেমি ও ৪.৫ সেমি। উহার ক্ষেত্রফল কত বর্গ সেমি?

  • ক. ২.২৫ বর্গ সেমি
  • খ. ২২.৫০ বর্গ সেমি
  • গ. ১২.৫০ বর্গ সেমি
  • ঘ. ১১.২৫ বর্গ সেমি

উত্তরঃ ১১.২৫ বর্গ সেমি

বিস্তারিত

ABCD রম্বস এর ∠A = 60° হলে ∠D = কত?

  • ক. 60°
  • খ. 90°
  • গ. 120°
  • ঘ. 180°

উত্তরঃ 120°

বিস্তারিত

একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৬ ফুট হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

  • ক. ৯ বর্গফুট
  • খ. ১২ বর্গফুট
  • গ. ১৮ বর্গফুট
  • ঘ. ৩৬ বর্গফুট

উত্তরঃ ১৮ বর্গফুট

বিস্তারিত

আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তাকে কি বলে?

  • ক. বর্গক্ষেত্র
  • খ. রম্বস
  • গ. সামন্তরিক
  • ঘ. ট্রাপিজিয়াম

উত্তরঃ বর্গক্ষেত্র

বিস্তারিত

একটি আয়তক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য ৪ মিটার এবং এর কর্ণের দৈর্ঘ্য ৫ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল--

  • ক. ১২ বর্গমিটার
  • খ. ১৫ বর্গমিটার
  • গ. ২০ বর্গমিটার
  • ঘ. ৪√৫ বর্গমিটার

উত্তরঃ ১২ বর্গমিটার

বিস্তারিত

একটি আয়তক্ষেত্রেরপরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা ৪ মিটার বেশি। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থ নির্নয় করুন?

  • ক. দৈর্ঘ্য ৮ মিটার ও প্রস্থ ৬ মিটার
  • খ. দৈর্ঘ্য ১২ মিটার ও প্রস্থ ৪ মিটার
  • গ. দৈর্ঘ্য ১৬ মিটার ও প্রস্থ ৩ মিটার
  • ঘ. দৈর্ঘ্য ২৪ মিটার ও প্রস্থ ২ মিটার

উত্তরঃ দৈর্ঘ্য ৮ মিটার ও প্রস্থ ৬ মিটার

বিস্তারিত

একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৩৬ মিটার এবং ক্ষেত্রফল ৮০ বর্গমিটার হলে, তার দৈর্ঘ্য ও প্রস্থ কত মিটার?

  • ক. ১৬ ও ৫ মিটার
  • খ. ১০ ও ৮ মিটার
  • গ. ১২ ও ৮ মিটার
  • ঘ. ২০ ও ৪ মিটার

উত্তরঃ ১০ ও ৮ মিটার

বিস্তারিত

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম এবং প্রস্থ ৩ মিটার অধিক হলে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার দৈর্ঘ্য ৫ মিটার অধিক ও প্রস্থ ২ মিটার কম হলেও এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এর দৈর্ঘ্য ও প্রস্থ--

  • ক. দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১৫ মিটার
  • খ. দৈর্ঘ্য ২২ মিটার ও প্রস্থ ১৪ মিটার
  • গ. দৈর্ঘ্য ২৪ মিটার ও প্রস্থ ১৩ মিটার
  • ঘ. দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ১২ মিটার

উত্তরঃ দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ১২ মিটার

বিস্তারিত

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ২০% কমালে ক্ষেত্রফল--

  • ক. ২০% কমবে
  • খ. ৪% কমবে
  • গ. ২৫% কমবে
  • ঘ. পরিবর্তন হবে না

উত্তরঃ ৪% কমবে

বিস্তারিত

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের--

  • ক. দ্বিগুণ হবে
  • খ. চারগুণ হবে
  • গ. ছয়গুণ হবে
  • ঘ. আটগুণ হবে

উত্তরঃ চারগুণ হবে

বিস্তারিত

একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৩০ মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা ১৪০ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্নয় করুন?

  • ক. ৫০ মিটার ও ২০ মিটার
  • খ. ৫৫ মিটার ও ২৫ মিটার
  • গ. ৬০ মিটার ও ৩০ মিটার
  • ঘ. ৪৫ মিটার ও ১৫ মিটার

উত্তরঃ ৫০ মিটার ও ২০ মিটার

বিস্তারিত

কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্নয়ের সূত্র?

  • ক. ১/২( ভূমি × উচ্চতা)
  • খ. দৈর্ঘ্য × প্রস্থ
  • গ. ২ ( দৈর্ঘ্য × প্রস্থ )
  • ঘ. ভূমি × উচ্চতা

উত্তরঃ ভূমি × উচ্চতা

বিস্তারিত

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাকে বলে?

  • ক. সামন্তরিক
  • খ. রম্বস
  • গ. ট্রাপিজিয়াম
  • ঘ. আয়তচতুর্ভুজ

উত্তরঃ সামন্তরিক

বিস্তারিত

১০ গজ × ৫ গজ = কত?

  • ক. ৫০ গজ
  • খ. ৫০ বর্গগজ
  • গ. ২৫ বর্গগজ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ৫০ বর্গগজ

বিস্তারিত

একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৮ মিটার, প্রস্থ ৬ মিটার। চতুর্ভুজটির পরিসীমা কত?

  • ক. ১৪ মিটার
  • খ. ৪৮ মিটার
  • গ. ২২ মিটার
  • ঘ. ২৮ মিটার

উত্তরঃ ২৮ মিটার

বিস্তারিত

একটি রেখার উপর অঙ্কিত বর্গ ঐ রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?

  • ক. দ্বিগুণ
  • খ. তিনগুণ
  • গ. চারগুণ
  • ঘ. পাঁচগুণ

উত্তরঃ চারগুণ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects