ত্রিভুজ
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেঃ মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক. ৫০ বর্গ সেঃ মিঃ
- খ. ২৫ বর্গ সেঃ মিঃ
- গ. ১০০ বর্গ সেঃ মিঃ
- ঘ. ৫ বর্গ সেঃ মিঃ
উত্তরঃ ২৫ বর্গ সেঃ মিঃ
- ক. 25°
- খ. 30°
- গ. 40°
- ঘ. 50°
উত্তরঃ 30°
- ক. ৩২
- খ. ৩৫
- গ. ৪৫
- ঘ. ৬০
উত্তরঃ ৩২
একটি ত্রিভুজের ভূমি ১২ সেমি, উচ্চতা ৪ সেমি। তার ক্ষেত্রফল কত বর্গ সেমি?
- ক. ৩৬
- খ. ২৪
- গ. ১৬
- ঘ. ৮
উত্তরঃ ২৪
- ক. √{s(s - a)(s - b)(s + c)}
- খ. √{s(s - a)(s - b)(s - c)}
- গ. √{s(s - a)(s + b)(s - c)}
- ঘ. √{s(s + a)(s + b)(s + c)}
উত্তরঃ √{s(s - a)(s - b)(s - c)}
ত্রিভুজের মধ্যমাত্রয়ের সমষ্টি ত্রিভুজের--
- ক. পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতম
- খ. পরিসীমার অর্ধ অপেক্ষা ক্ষুদ্রতম
- গ. পরিসীমার সমান
- ঘ. পরিসীমা অপেক্ষা বৃহত্তর
উত্তরঃ পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতম
ΔABC এ BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। ∠A = 45°, ∠ACD = 120°, ∠B = কত?
- ক. 75°
- খ. 65°
- গ. 80°
- ঘ. 85°
উত্তরঃ 75°
- ক. 6 সেমি
- খ. 6.5 সেমি
- গ. 6.3 সেমি
- ঘ. 7.5 সেমি
উত্তরঃ 6.3 সেমি
ΔABC এ ∠A = 60°, ∠B এর সমদ্বিখণ্ডক রেখা O বিন্দুতে মিলিত হয়েছে। ∠BOC = কত?
- ক. 125°
- খ. 120°
- গ. 105°
- ঘ. 110°
উত্তরঃ 120°
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ২ সেমি এবং এক বাহুর দৈর্ঘ্য ৩ সেমি হলে, উহার ক্ষেত্রফল কত?
- ক. √৮ বর্গ সেমি
- খ. ১০ বর্গ সেমি
- গ. ২√৩ বর্গ সেমি
- ঘ. √১৩ বর্গ সেমি
উত্তরঃ √৮ বর্গ সেমি
- ক. ২৫√৬
- খ. ৩০√২
- গ. ২৫√২
- ঘ. ২৭√৫
উত্তরঃ ২৫√২
- ক. ০.০১ বর্গ মিটার
- খ. ০.০৪ বর্গ মিটার
- গ. ০.০৩ বর্গ মিটার
- ঘ. ০.০৬ বর্গ মিটার
উত্তরঃ ০.০৩ বর্গ মিটার
- ক. ১৩ কিলোমিটার
- খ. ১১ কিলোমিটার
- গ. ১৬ কিলোমিটার
- ঘ. ২০ কিলোমিটার
উত্তরঃ ১৩ কিলোমিটার
কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ সেমি এবং পরিসীমা ৩০ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্নয় করুন।
- ক. ৩০ বর্গ সেমি
- খ. ৩৬ বর্গ সেমি
- গ. ১৮ বর্গ সেমি
- ঘ. ২৫ বর্গ সেমি
উত্তরঃ ৩০ বর্গ সেমি
- ক. ১৮√২
- খ. ৩০√২
- গ. ৫০
- ঘ. ২৫√৫
উত্তরঃ ৫০
- ক. ১৫
- খ. ৫
- গ. ২০
- ঘ. ২৫
উত্তরঃ ৫
- ক. ২৪ বর্গ মি.
- খ. ১২ বর্গ মি.
- গ. ১৮ বর্গ মি.
- ঘ. ১০ বর্গ মি.
উত্তরঃ ১২ বর্গ মি.
কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
- ক. লম্ব
- খ. লম্বদ্বিখণ্ডক
- গ. সমদ্বিখণ্ডক
- ঘ. মধ্যমা
উত্তরঃ মধ্যমা
সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় তা হলো--
- ক. সূক্ষ্ণকোণী ত্রিভুজ
- খ. সমকোণী ত্রিভুজ
- গ. সমদ্বিবাহু ত্রিভুজ
- ঘ. সমবাহু ত্রিভুজ
উত্তরঃ সমবাহু ত্রিভুজ
একটি ত্রিভুজে ভূমির পরিমাণ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার। ক্ষেত্রফল = কত?
- ক. ২৪ বর্গ মি.
- খ. ৩৬ বর্গ মি.
- গ. ৬ বর্গ মি.
- ঘ. ১২ বর্গ মি.
উত্তরঃ ৬ বর্গ মি.
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?
- ক. ৫৫°
- খ. ৪৫°
- গ. ৪০°
- ঘ. ৬০°
উত্তরঃ ৪০°
ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৭২° এবং ৫২° হলে অপর কোণটির পরিমাণ--
- ক. ৭৫°
- খ. ৬৫°
- গ. ৫৬°
- ঘ. ৮৬°
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
- ক. ৩, ৫, ৮
- খ. ৩, ৪, ৫
- গ. ৩, ৫, ৬
- ঘ. ৩, ৬, ৯
উত্তরঃ ৩, ৪, ৫
- ক. ২.৫ সেমি
- খ. ৪৯ বর্গ সেমি
- গ. (২ + √৩) বর্গ সেমি
- ঘ. ২৫ বর্গ সেমি
উত্তরঃ ২৫ বর্গ সেমি
BP ও CQ, ΔABC -এর দুটি মধ্যমা, BC = ১২ সেমি হলে QP এর মান কত?
- ক. ২৪ সেমি
- খ. ৮ সেমি
- গ. ৬ সেমি
- ঘ. ১২ সেমি
উত্তরঃ ৬ সেমি
ΔABC এ AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D, E। যদি BC = ১২ সেমি হয়, তবে DE = কত?
- ক. ৩ সেমি
- খ. ৬ সেমি
- গ. ১৪ সেমি
- ঘ. ২৪ সেমি
উত্তরঃ ৬ সেমি
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ৯ সেমি হলে, এর ক্ষেত্রফল কত?
- ক. ৯√৩
- খ. ৯√৩/৪
- গ. ৩√৩/৪
- ঘ. ২√৩/৪
উত্তরঃ ৯√৩/৪
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ণকোণদ্বয়ের পার্থক্য ৬° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
- ক. ৩৮°
- খ. ৪১°
- গ. ৪২°
- ঘ. ৩৯°
উত্তরঃ ৪২°
ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল। ∠ACD = 160°; ∠ABC = 7∠BAC হলে ∠BAC -এর মান কত?
- ক. 20°
- খ. 40°
- গ. 60°
- ঘ. 70°
উত্তরঃ 20°
- ক. ৯ সেমি
- খ. ১৩ সেমি
- গ. ১২ সেমি
- ঘ. ১০ সেমি
উত্তরঃ ১৩ সেমি
একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?
- ক. 120°
- খ. 60°
- গ. 240°
- ঘ. 100°
উত্তরঃ 240°
কোন ত্রিভুজের দুইটি কোণ ১০° ও ৮০° হলে ত্রিভুজটি হবে--
- ক. স্থূলকোণী
- খ. সমকোণী
- গ. সূক্ষ্ণকোণী
- ঘ. সমবাহু ত্রিভুজ
উত্তরঃ সমকোণী
ABC ত্রিভুজের ∠B = ১ সমকোণ এবং D অতিভুজ AC -এর মধ্যবিন্দু। তাহলে নিচের কোন তথ্যটি সঠিক?
- ক. BD = AC
- খ. BD = 1/2 AC
- গ. BC = AC
- ঘ. ∠BOC = 90° - ∠A
উত্তরঃ BD = 1/2 AC
- ক. ∠BOC = 90° + ∠A
- খ. ∠BOC = 90° - 1/2 ∠A
- গ. ∠BOC = 90° - ∠A
- ঘ. ∠BOC = 45° + 1/2 ∠A
উত্তরঃ ∠BOC = 90° - 1/2 ∠A
ΔABC এর ∠B ও ∠C এর সমদ্বিখণ্ডকদ্বয় Oবিন্দুতে মিলিত হয়। তাহলে নিচের কোনটি সঠিক?
- ক. ∠ABC = 90° + 1/2 ∠A
- খ. ∠BOC = 90° + 1/2 ∠A
- গ. ∠BOC = 1/2∠A
- ঘ. ∠BOC = 45° + 1/2 ∠A
উত্তরঃ ∠BOC = 90° + 1/2 ∠A
ΔABC -এ AB = AC এবং BA -কে D পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন BA = AD হয়। তবে ∠BCD = কত?
- ক. ৪ সমকোণ
- খ. ৩ সমকোণ
- গ. ২ সমকোণ
- ঘ. ১ সমকোণ
উত্তরঃ ১ সমকোণ
ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D হয়। তবে প্রমাণ করা যায় যে--
- ক. AB + AC > 2AD
- খ. AB + AC > 2BC
- গ. AB + AC > 2CD
- ঘ. AB + AC < 2AD
উত্তরঃ AB + AC > 2AD
ΔABC এর অভ্যন্তরে D একটি বিন্দু। তবে--
- ক. AB + AC > BD + DC
- খ. AB - AC > BD + DC
- গ. AB - AC > BD + DC
- ঘ. AB + AC > BD + DC
উত্তরঃ AB + AC > BD + DC
প্রমাণ করা যায় যে, সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর--
- ক. যে কোন দুটি সমান
- খ. সমান
- গ. অসমান
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সমান
প্রমাণ করা যায় যে, সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, তাও--
- ক. স্থূলকোণী ত্রিভুজ
- খ. সমকোণী ত্রিভুজ
- গ. সমবাহু ত্রিভুজ
- ঘ. সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তরঃ সমবাহু ত্রিভুজ
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?
- ক. চার সমকোণ
- খ. তিন সমকোণ
- গ. দুই সমকোণ
- ঘ. এক সমকোণ
উত্তরঃ দুই সমকোণ
প্রমাণ করা যায় যে, ত্রিভুজের যে কোন দু বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা--
- ক. বৃহত্তর বা সমান
- খ. বৃহত্তর
- গ. ক্ষুদ্রতর
- ঘ. ক্ষুদ্রতর বা সমান
উত্তরঃ বৃহত্তর
- ক. সর্বসম
- খ. অসদৃশ
- গ. সদৃশ
- ঘ. সমকোণী
উত্তরঃ সর্বসম
- ক. সমান্তরাল
- খ. অসদৃশ
- গ. সর্বসম
- ঘ. সদৃশ
উত্তরঃ সদৃশ
- ক. AB || EF
- খ. BC || AC
- গ. EF || AC
- ঘ. EF || BC
উত্তরঃ EF || BC
- ক. সমকোণী
- খ. সমদ্বিবাহু
- গ. সমবাহু
- ঘ. একান্তর
উত্তরঃ সমদ্বিবাহু
কোন ত্রিভুজের দুটি বহিঃস্থ কোণ সমান হলে, প্রমাণ করা যায় যে, ঐ ত্রিভুজটি--
- ক. স্থূলকোণী ত্রিভুজ
- খ. সমদ্বিবাহু ত্রিভুজ
- গ. সমকোণী ত্রিভুজ
- ঘ. সমবাহু ত্রিভুজ
উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ
যদি কোন ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহুদ্বয়ও পরস্পর--
- ক. সমকোণী
- খ. স্থূলকোণী
- গ. সমান
- ঘ. অসমান
উত্তরঃ সমান
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটিকে বর্ধিত করলে উৎপন্ন কোণ দুটি হবে--
- ক. সমকোণী
- খ. সমান
- গ. একান্তর
- ঘ. অসমান
উত্তরঃ সমান
যদি কোন ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুটি পরস্পর--
- ক. সমকোণী
- খ. একান্তর
- গ. অসমান
- ঘ. সমান
উত্তরঃ সমান
- ক. অনুরূপ
- খ. সর্বসম
- গ. সমান
- ঘ. উপরের সবগুলো
উত্তরঃ উপরের সবগুলো
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার এবং ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু ---- হতে পারে না?
- ক. ১০ সেন্টিমিটার
- খ. ১৩ সেন্টিমিটার
- গ. ৭ সেন্টিমিটার
- ঘ. ১১ সেন্টিমিটার
উত্তরঃ ১৩ সেন্টিমিটার
ABC সমবাহু ত্রিভুজে BC বাহুর উপর অঙ্কিত মধ্যমা AD হলে ∠BAD-এর মান কত?
- ক. ৪০°
- খ. ৬০°
- গ. ৩০°
- ঘ. ৪৫°
উত্তরঃ ৩০°
কোনো ত্রিভুজের একটি কোন অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি ---
- ক. সমবাহু
- খ. সমকোণী
- গ. সূক্ষকোণী
- ঘ. স্থুলকোণী
উত্তরঃ সমকোণী
- ক. ৪৮.০২ মিটার
- খ. ৫৬ মিটার
- গ. ৫২.০৫ মিটার
- ঘ. ৫১.৯৬ মিটার
উত্তরঃ ৫১.৯৬ মিটার
- ক. ২৫ মিটার
- খ. ২৭ মিটার
- গ. ৪৮.০২ মিটার
- ঘ. ৪৫.০৩৩ মিটার
উত্তরঃ ৪৫.০৩৩ মিটার
১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৪৫° কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত?
- ক. ২৪.৫ মিটার
- খ. ১৮.২৫ মিটার
- গ. ১৩.২৮ মিটার
- ঘ. ১২.৭২৮ মিটার
উত্তরঃ ১২.৭২৮ মিটার
- ক. ৪৯.৯৬২ মিটার
- খ. ৪৮.৯৬২ মিটার
- গ. ৫০.৯৬২ মিটার
- ঘ. ৫১.৯৬২ মিটার
উত্তরঃ ৫১.৯৬২ মিটার
সূর্যের উন্নীত কোণ ৬০° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য ২৪০ মিটার। মিনারটির উচ্চতা কত?
- ক. ৪১২.৩২৫ মিটার
- খ. ৪১৩.২৫৭ মিটার
- গ. ৪১৪.৫৭৩ মিটার
- ঘ. ৪১৫.৬৯২ মিটার
উত্তরঃ ৪১৫.৬৯২ মিটার
- ক. ১২√৩
- খ. ২২√৩
- গ. ১০√৩
- ঘ. ২০√৩
উত্তরঃ ২০√৩
- ক. ২১ মিটার
- খ. ২০ মিটার
- গ. ১৯ মিটার
- ঘ. ১৮ মিটার
উত্তরঃ ১৯ মিটার
যে কোণের পরিমাণ ৯০° অপেক্ষা কম তাকে বলে--
- ক. সরল কোণ
- খ. স্থূলকোণ
- গ. সূক্ষ্ণকোণ
- ঘ. সমকোণ
উত্তরঃ সূক্ষ্ণকোণ
ΔABC এ BC বাহুকে Dপর্যন্ত বাড়ানো হল। ∠A = ৫০°, ∠B = ৮০° হলে ∠ACD = কত?
- ক. ৫০°
- খ. ১১০°
- গ. ১৫০°
- ঘ. ১৩০°
উত্তরঃ ১৩০°
একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫০ মিটার ও ১২০ মিটার। অতিভুজের দৈর্ঘ্য = ?
- ক. ১৩০ মিটার
- খ. ১২০ মিটার
- গ. ১১০ মিটার
- ঘ. ১০০ মিটার
উত্তরঃ ১৩০ মিটার
ΔABC এর ∠B = ৯০, BC = ৫ সে.মি., AC = ১৩ সে.মি.। ΔABC -এর অপর বাহু AB-এর দৈর্ঘ্য কত?
- ক. ৩ সে.মি.
- খ. ৪ সে.মি.
- গ. ১২ সে.মি.
- ঘ. ১১ সে.মি.
উত্তরঃ ১২ সে.মি.
একটি ত্রিভুজের ভূমি ১২ সে.মি. এবং উচ্চতা ১০ সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল হবে--
- ক. ১২০ বর্গ সে.মি.
- খ. ৬০ বর্গ সে.মি.
- গ. ২৪০ বর্গ সে.মি.
- ঘ. ১২০ ঘনমিটার
উত্তরঃ ৬০ বর্গ সে.মি.
ΔABC -এর ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে ৪০° ও ৪৫°। অপর কোণটির পরিমাণ কত?
- ক. ৪০°
- খ. ৪৫°
- গ. ৯৫°
- ঘ. ১২০°
উত্তরঃ ৯৫°
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৬ সে.মি. এবং লম্ব ৮ সে.মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
- ক. ১২ সে.মি.
- খ. ১০ সে.মি
- গ. ৯ সে.মি.
- ঘ. ৮ সে.মি.
উত্তরঃ ১০ সে.মি
একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল ১০০° এবং উক্ত দুটি কোণের বিয়োগফল ৪০°। তৃতীয় কোণের মান হচ্ছে--
- ক. ৮০°
- খ. ৭০°
- গ. ৬০°
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ৮০°
একটি ত্রিভুজের ভূমির পরিমাণ ৬ মিটার এবং উচ্চতা ৩ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?
- ক. ১২ বর্গমিটার
- খ. ৬ বর্গমিটার
- গ. ১৮ বর্গমিটার
- ঘ. ৯ বর্গমিটার
উত্তরঃ ৯ বর্গমিটার
ত্রিভুজ ABC এর BE = EF = CF, এর AEC ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?
- ক. 72
- খ. 60
- গ. 48
- ঘ. 64
উত্তরঃ 72
- ক. 24 বর্গসেঃমিঃ
- খ. 12 বর্গসেঃমিঃ
- গ. 8 বর্গসেঃমিঃ
- ঘ. 6 বর্গসেঃমিঃ
উত্তরঃ 6 বর্গসেঃমিঃ
- ক. ৬০ বর্গমিটার
- খ. ৬৫ বর্গমিটার
- গ. ৪৫ বর্গমিটার
- ঘ. ৩০ বর্গমিটার
উত্তরঃ ৩০ বর্গমিটার
- ক. ১৬ মিটার
- খ. ১৭.৫ মিটার
- গ. ১৭ মিটার
- ঘ. ১৮.৫ মিটার
উত্তরঃ ১৭ মিটার
- ক. ১০০ বর্গ সে. মি.
- খ. ০.০১ বর্গ মিটার
- গ. ২০০ বর্গ সে. মি.
- ঘ. ০.০২ বর্গ মিটার
উত্তরঃ ০.০১ বর্গ মিটার
- ক. ৩০ একক
- খ. ২৪ একক
- গ. ২০ একক
- ঘ. ১৫ একক
উত্তরঃ ২৪ একক
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গসেমি?
- ক. ৩৬
- খ. ৪৮
- গ. ৫৬
- ঘ. ৭২
উত্তরঃ ৩৬
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহু প্রতিটি ১০ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক. ৩৬ বর্গমিটার
- খ. ৪২ বর্গমিটার
- গ. ৫০ বর্গমিটার
- ঘ. ৪৮ বর্গমিটার
উত্তরঃ ৪৮ বর্গমিটার
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেঃ মিঃ। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
- ক. ১৫.২ সেঃ মিঃ
- খ. ১০.৫ সেঃ মিঃ
- গ. ১০.৭ সেঃ মিঃ
- ঘ. ১৭.১ সেঃ মিঃ
উত্তরঃ ১০.৭ সেঃ মিঃ
একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৪ সেঃ মিঃ হলে, উহার ক্ষেত্রফল হবে কত?
- ক. √৩ বর্গ সেঃ মিঃ
- খ. ২√৩ বর্গ সেঃ মিঃ
- গ. ৪√৩ বর্গ সেঃ মিঃ
- ঘ. ১/২ √৩ বর্গ সেঃ মিঃ
উত্তরঃ ৪√৩ বর্গ সেঃ মিঃ
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল কত হবে?
- ক. √3/4 a2
- খ. √3/2 a2
- গ. 3/2 a2
- ঘ. 1/2 a2
উত্তরঃ √3/4 a2
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক. ৬০ বর্গমিটার
- খ. ৮৪ বর্গমিটার
- গ. ৯০ বর্গমিটার
- ঘ. ১০৮ বর্গমিটার
উত্তরঃ ৮৪ বর্গমিটার
- ক. ৬০০ টাকা
- খ. ৬৫০ টাকা
- গ. ৭০০ টাকা
- ঘ. ৭৫০ টাকা
উত্তরঃ ৭৫০ টাকা
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাপ ৮০ মিটার এবং উচ্চতার পরিমাপ ৪৫ মিটার। জমির ক্ষেত্রফল কত?
- ক. ১৮০০ বর্গমিটার
- খ. ৯০০ বর্গমিটার
- গ. ৩৬০০ বর্গমিটার
- ঘ. ২৪০০ বর্গমিটার
উত্তরঃ ১৮০০ বর্গমিটার
- ক. ১০ গজ
- খ. ১২ গজ
- গ. ১৪ গজ
- ঘ. ১৬ গজ
উত্তরঃ ১২ গজ
- ক. ১০ গজ
- খ. ১২ গজ
- গ. ১৪ গজ
- ঘ. ৭ গজ
উত্তরঃ ১৪ গজ
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কে কি বলা হয়?
- ক. মধ্যমা
- খ. কর্ণ
- গ. অতিভুজ
- ঘ. উচ্চতা
উত্তরঃ উচ্চতা
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিম্নোক্তভাবে নির্নয় করা হয়--
- ক. ভূমি × উচ্চতা
- খ. ভূমি × অতিভুজ
- গ. ১/২ × ভূমি × উচ্চতা
- ঘ. ভূমি × উচ্চতা × অতিভুজ
উত্তরঃ ১/২ × ভূমি × উচ্চতা
- ক. ১/২( ভূমি × উচ্চতা)
- খ. ১/২( ভূমি ÷ উচ্চতা)
- গ. ১/২( ভূমি + উচ্চতা)
- ঘ. ১/২( ভূমি − উচ্চতা)
উত্তরঃ ১/২( ভূমি × উচ্চতা)
- ক. ১০ সেমি
- খ. ৫.৫ সেমি
- গ. ৬ সেমি
- ঘ. ৮ সেমি
উত্তরঃ ৮ সেমি
⊿ABC এর ∠B এবং ∠C এর অন্তর্দ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে, ∠BOC = কত?
- ক. 90° - 1/2 ∠A
- খ. 90° + 1/2 ∠B
- গ. 90° + 1/2 ∠C
- ঘ. 90° + 1/2 ∠A
উত্তরঃ 90° + 1/2 ∠A
⊿ABC এ AD, ∠A এর সমদ্বিখন্ডক এবং ∠ADB সূক্ষ্ণকোণ হলে---
- ক. AD < AC
- খ. AB > AC
- গ. AB < AC
- ঘ. BD > CD
উত্তরঃ AD < AC
কোন সরলরেখা x অক্ষ এবং y অক্ষ কে ছেদ করার ফলে যে ত্রিভুজ গঠিত হবে তার নাম-
- ক. সমকোণী ত্রিভুজ
- খ. সমবাহু ত্রিভুজ
- গ. সমদ্বিবাহু ত্রিভুজ
- ঘ. বিষমবাহু ত্রিভুজ
উত্তরঃ সমকোণী ত্রিভুজ
- ক. ৪ মি
- খ. ৩ মি
- গ. ৬ মি
- ঘ. ৫ মি
উত্তরঃ ৫ মি
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ ফুট এবং লম্ব ৬ ফুট হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
- ক. ৯ ফুট
- খ. ১০ ফুট
- গ. ১১ ফুট
- ঘ. ১২ ফুট
উত্তরঃ ১০ ফুট
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?
- ক. ৬ : ৪ : ৩
- খ. ৬ : ৫ : ৩
- গ. ১২ : ৮ : ৩
- ঘ. ১৩ : ১২ : ৫
উত্তরঃ ১৩ : ১২ : ৫
ত্রিভুজ ABC- এ, ABC কোণ = ৯০°, AB = ৪ সেমি এবং BC = ৩ সেমি। AC বাহুর দৈর্ঘ্য কত?
- ক. ৫ সেমি
- খ. ৩.৫ সেমি
- গ. ২ সেমি
- ঘ. ৪.৫ সেমি
উত্তরঃ ৫ সেমি
- ক. 5, 12, 13
- খ. 3, 4, 5
- গ. 8, 15, 17
- ঘ. 12, 15, 18
উত্তরঃ 12, 15, 18
চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য নিম্নরূপ। কোনটি সমকোণী ত্রিভুজ?
- ক. ৪, ৮, ৯
- খ. ৫, ১২, ১৩
- গ. ৬, ১২, ১৩
- ঘ. ৭, ১২, ১৪
উত্তরঃ ৫, ১২, ১৩
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেঃ মিঃ হলে, এর অতিভুজের মান কত?
- ক. ৪ সেঃ মিঃ
- খ. ৫ সেঃ মিঃ
- গ. ৭ সেঃ মিঃ
- ঘ. ৮ সেঃ মিঃ
উত্তরঃ ৫ সেঃ মিঃ
ABC সমকোণী ত্রিভুজের ∠B = ৯০° হলে-
- ক. AB2 + AC2 = BC2
- খ. AB2 + BC2 = CA2
- গ. BC2 + CA2 = AB2
- ঘ. উপরের কোনটাই সত্য নয়
উত্তরঃ AB2 + BC2 = CA2
- ক. সমকোণী
- খ. সূক্ষ্ণকোণী
- গ. সমবাহু
- ঘ. স্থূলকোণী
উত্তরঃ সমকোণী
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের পরিমাণ---
- ক. 60°, 60°, 60°
- খ. 40°, 90°, 40°
- গ. 50°, 90°, 40°
- ঘ. 45°, 90°, 45°
উত্তরঃ 45°, 90°, 45°
- ক. 80°
- খ. 50°
- গ. 60°
- ঘ. 70°
উত্তরঃ 60°
একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণটির মাপ ২০° হলে তৃতীয় কোণটির মাপ--
- ক. ৪০°
- খ. ৫০°
- গ. ৬০°
- ঘ. ৭০°
উত্তরঃ ৭০°
কোন ত্রিভুজের দুটি কোণ ১০° ও ৮০°। ত্রিভুজটি--
- ক. সমকোণী
- খ. স্থূলকোণী
- গ. সূক্ষ্ণকোণী
- ঘ. বলা সম্ভব নয়
উত্তরঃ সমকোণী
ত্রিভুজের একটি কোণ উহার অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি---
- ক. সমকোণী
- খ. স্থূলকোণী
- গ. সমবাহু
- ঘ. সূক্ষ্ণকোণী
উত্তরঃ সমকোণী
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি-
- ক. সরলকোণ
- খ. সূক্ষ্ণকোণ
- গ. পূরক কোণ
- ঘ. স্থূল কোণ
উত্তরঃ সূক্ষ্ণকোণ
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ--
- ক. সরলকোণ
- খ. পূরক কোণ
- গ. সূক্ষ্ণকোণ
- ঘ. সন্নিহিত কোণ
উত্তরঃ সূক্ষ্ণকোণ
ABC ত্রিভুজের B কোণটি C কোণের সমান, D হচ্ছে BC বাহুর মধ্য একটি বিন্দু। নিচের কোন বক্তব্যটি সঠিক?
- ক. AB > BC
- খ. AB < BC
- গ. BD > CD
- ঘ. AC > AD
উত্তরঃ AC > AD
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে--
- ক. সূক্ষ্ণকোণ
- খ. স্থুলকোণ
- গ. সরলকোণ
- ঘ. সমকোণ
উত্তরঃ স্থুলকোণ
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৫০° হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে--
- ক. ৫৫°
- খ. ৭৫°
- গ. ৬০°
- ঘ. ৬৫°
উত্তরঃ ৬৫°
- ক. ২৫°
- খ. ৩০°
- গ. ৬০°
- ঘ. ৫০°
উত্তরঃ ৩০°
ত্রিভুজ ABC- তে AB = CA হলে নিচের কোনটি সত্য?
- ক. ∠ACB > ∠ABC
- খ. ∠ABC > ∠BAC
- গ. ∠ABC > ∠ACB
- ঘ. ∠ABC > ∠ACB
উত্তরঃ ∠ABC > ∠ACB
ত্রিভুজের যে কোন দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি?
- ক. সমবাহু ত্রিভুজ
- খ. সমদ্বিবাহু ত্রিভুজ
- গ. বিষমবাহু ত্রিভুজ
- ঘ. সমকোণী ত্রিভুজ
উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ
যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, তা---
- ক. সমদ্বিবাহু ত্রিভুজ
- খ. সমবাহু ত্রিভুজ
- গ. বিষমবাহু ত্রিভুজ
- ঘ. বিপরীত বাহু ত্রিভুজ
উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
- ক. ১৮০°
- খ. ২৭০°
- গ. ৩৬০°
- ঘ. ৫৪০°
উত্তরঃ ৩৬০°
কোন একটি ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখন্ডক গুলোর ছেদবিন্দুর নাম কি?
- ক. ভরকেন্দ্র
- খ. অন্তঃকেন্দ্র
- গ. লম্ববিন্দু
- ঘ. পরিকেন্দ্র
উত্তরঃ পরিকেন্দ্র
কোন ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদবিন্দুকে কি বলে?
- ক. ভরকেন্দ্র
- খ. পরিকেন্দ্র
- গ. বহিঃকেন্দ্র
- ঘ. অন্তঃকেন্দ্র
উত্তরঃ অন্তঃকেন্দ্র
কোন ত্রিভুজের তিন বাহুর সমদ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুর নাম কি?
- ক. বহিঃকেন্দ্র
- খ. অন্তঃকেন্দ্র
- গ. ভরকেন্দ্র
- ঘ. পরিকেন্দ্র
উত্তরঃ ভরকেন্দ্র
- ক. আকার ও আকৃতি সমান
- খ. আকার ও পরিমাণ সমান
- গ. আকার ও আকৃতি সমান নয়
- ঘ. আকার ও আকৃতি ও পরিমাণ সমান
উত্তরঃ আকার ও আকৃতি সমান
দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদান গুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
- ক. দুইটি বাহু ও এক কোণ
- খ. তিনটি বাহু
- গ. এক বাহু এবং দুই কোণ
- ঘ. তিন কোণ
উত্তরঃ তিন কোণ
তিন কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় সেগুলোকে কি ত্রিভুজ বলে?
- ক. সমান ত্রিভুজ
- খ. সর্বসম ত্রিভুজ
- গ. সদৃশ ত্রিভুজ
- ঘ. সমানুপাতিক ত্রিভুজ
উত্তরঃ সদৃশ ত্রিভুজ
⊿ABC- এর BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হল। ∠A = 60° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত?
- ক. 90°
- খ. 150°
- গ. 160°
- ঘ. 170°
উত্তরঃ 150°
ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হল। ∠ACD = 105° হলে ∠BAC + ∠ABC =কত?
- ক. 90°
- খ. 75°
- গ. 180°
- ঘ. 105°
উত্তরঃ 105°
ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর---
- ক. সমান
- খ. বড় হবে
- গ. দ্বিগুণ
- ঘ. অর্ধেক
উত্তরঃ অর্ধেক
যদি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫" এবং ৬" হয়, তবে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য----- হতে পারে না?
- ক. ১২"
- খ. ১০"
- গ. ৩"
- ঘ. ৪"
উত্তরঃ ১২"
তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হল। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
- ক. ২, ৫ ও ৮
- খ. ৫, ৪ ও ৯
- গ. ৩, ৪ ও ৫
- ঘ. সকল ক্ষেত্রে
উত্তরঃ ৩, ৪ ও ৫
একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুইবাহুর যোগফল--
- ক. তৃতীয় বাহুর সমান
- খ. তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর
- গ. তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২০মি, ২১মি এবং ২৯ মি হলে এর ক্ষেত্রফল কত?
- ক. ২০০ বর্গমিটার
- খ. ২১০ বর্গমিটার
- গ. ২৯০ বর্গমিটার
- ঘ. ৩০০ বর্গমিটার
উত্তরঃ ২১০ বর্গমিটার
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
- ক. ৬ : ৫ : ৪
- খ. ৩ : ৪ : ৫
- গ. ১২ : ৮ : ৪
- ঘ. ৬ : ৪ : ৩
উত্তরঃ ৩ : ৪ : ৫
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়?
- ক. একটির তিনবাহু অপরটির তিনবাহুর সমান
- খ. একটির তিনকোণ অপরটির তিনকোণের সমান
- গ. একটির দুই কোণ ও একবাহু অপরটির দুইকোণ ও অনুরূপ বাহুর সমান
- ঘ. একটির দুইবাহু ও অন্তর্ভূক্ত কোণ অপরটির দুইবাহু ও অন্তর্ভূক্ত কোণের সমান
উত্তরঃ একটির তিনকোণ অপরটির তিনকোণের সমান
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬, ৭ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক. ১৬ বর্গমিটার
- খ. ১৫ বর্গমিটার
- গ. ১৭ বর্গমিটার
- ঘ. ১৪ বর্গমিটার
উত্তরঃ ১৫ বর্গমিটার
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
- ক. ৬৪√৩
- খ. ১৯২
- গ. ৬৪
- ঘ. ৩২√৩
উত্তরঃ ৬৪√৩