লসাগু ও গসাগু
1. দু'টি সংখ্যার ল.সা.গু. ৬০ এবং গ.সা.গু. ৩। একটি সংখ্যা ১৫ হলে অপরটি কত?
- ক. ১০
 - খ. ১২
 - গ. ১৪
 - ঘ. ১৬
 
উত্তরঃ ১২
2. সর্বমোট কতসংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
- ক. ২০০
 - খ. ২২০
 - গ. ৩০০
 - ঘ. ২১০
 
উত্তরঃ ২১০
3. কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৪ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- ক. ৮৯
 - খ. ১৪০
 - গ. ২৪৮
 - ঘ. ১৭০
 
উত্তরঃ ১৪০
4. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ৬১
 - খ. ৫৯
 - গ. ২১
 - ঘ. ৭৯
 
উত্তরঃ ৫৯
6. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?
- ক. ৯১
 - খ. ৯০
 - গ. ৮৮
 - ঘ. ১০০
 
উত্তরঃ ৯১
7. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে?
- ক. ২৬
 - খ. ১৮
 - গ. ১২
 - ঘ. ২২
 
উত্তরঃ ১২
8. দু'টি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে ৮ ও ৯৬ একটি সংখ্যা ২৪ হলে অপরটি কত?
- ক. ৯৬
 - খ. ১২৮
 - গ. ৬০
 - ঘ. ৩২
 
উত্তরঃ ৩২
9. ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ২৫, ৫০, ৭৫ ও ১২৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য?
- ক. ১০০৯৫০
 - খ. ১০০৫০০
 - গ. ১০০২৫০
 - ঘ. ১০০৭৫০
 
উত্তরঃ ১০০৫০০
13. দু'টি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু. ৫ হলে, সংখ্যা দু'টির ল.সা.গু. কত?
- ক. ১৪০
 - খ. ২৪০
 - গ. ২৮০
 - ঘ. ২১০
 
উত্তরঃ ২৮০
14. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ২৪ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
- ক. ২০
 - খ. ১৮
 - গ. ১৫
 - ঘ. ১২
 
উত্তরঃ ১২
- ক. ২৮০ কিলোমিটার
 - খ. ৪৮০ কিলোমিটার
 - গ. ২৪০ কিলোমিটার
 - ঘ. ১২০ কিলোমিটার
 
উত্তরঃ ১২০ কিলোমিটার
16. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৬, ১২, ১৫ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে?
- ক. ৫৬৪
 - খ. ২৮০
 - গ. ১২৪
 - ঘ. ১৬০
 
উত্তরঃ ১২৪
17. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু. ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু. কত?
- ক. ১৪৪
 - খ. ১৪২
 - গ. ১৪০
 - ঘ. ১২০
 
উত্তরঃ ১৪০
19. দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু. ১৮০ হলে, বড় সংখ্যাটি কত?
- ক. ৪০
 - খ. ৫০
 - গ. ৬০
 - ঘ. ৭০
 
উত্তরঃ ৬০
20. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে, ছোট সংখ্যাটি কত?
- ক. ১০
 - খ. ১৫
 - গ. ২০
 - ঘ. ২৪
 
উত্তরঃ ২০
- ক. ২৫ মিনিট
 - খ. ৫০ মিনিট
 - গ. ৪০ মিনিট
 - ঘ. ৩০ মিনিট
 
উত্তরঃ ৩০ মিনিট
22. দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে ১৫ ও ২২৫। একটি সংখ্যা ৪৫ হলে অপর সংখ্যাটি--
- ক. ২৫
 - খ. ৭৫
 - গ. ২২৫
 - ঘ. ৪৫
 
উত্তরঃ ৭৫
23. দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে ২২৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত?
- ক. ৯৬
 - খ. ৭২
 - গ. ৯২
 - ঘ. কোনটাই নয়
 
উত্তরঃ ৯৬
24. ৪, ১৬/৫, ৩২/৩৫ ভগ্নাংশ তিনটির গ.সা.গু. নিচের কোনটি?
- ক. ৪/৫
 - খ. ৪/৩৫
 - গ. ৩২/১৭৫
 - ঘ. ৩২/৫
 
উত্তরঃ ৪/৩৫
- ক. ৯২
 - খ. ৭৬
 - গ. ৮৫
 - ঘ. ৯৫
 
উত্তরঃ ৭৬