শতকরাসুদকষা ও লাভ ক্ষতি
শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে, কত টাকা ৭ বছরে সুদে-আসলে ১০৬৫ টাকা হবে?
- ৮৫০ টাকা
- ৯৫০ টাকা
- ৬৫০ টাকা
- ৭৫০ টাকা
সঠিক উত্তরঃ ৭৫০ টাকা
- ৩২০০ টাকা
- ৩০০০ টাকা
- ২৮০০ টাকা
- ২২০০ টাকা
সঠিক উত্তরঃ ৩২০০ টাকা
৮৮৮৮ টাকা বার্ষিক ১০% সুদে কত বছরে সুদ-আসলে ১৭৭৭৬ টাকা হবে?
- ১৫ বছরে
- ১২ বছরে
- ১৮ বছরে
- ১০ বছরে
সঠিক উত্তরঃ ১০ বছরে
- ৪৫০ টাকা
- ৩৫০ টাকা
- ৩৭৫ টাকা
- ৩২০ টাকা
সঠিক উত্তরঃ ৩২০ টাকা
বার্ষিক শতকরা ৭.৫০ টাকা হার সুদে কত টাকা ৩ বছরে সুদে-আসলে ১২২৫ টাকা হবে?
- ৮৫০ টাকা
- ৯৫০ টাকা
- ১০০০ টাকা
- ১১২৫ টাকা
সঠিক উত্তরঃ ১০০০ টাকা
শতকরা ৬ টাকা হার সুদে কত বছরে ৫০০ টাকা সুদে-আসলে ৮০০ টাকা হবে?
- ১০ বছরে
- ৫০ বছরে
- ১৫/৪ বছরে
- ৩/৪ বছরে
সঠিক উত্তরঃ ১০ বছরে
- আসল * সময়/১০০
- ১০০ * সুদ/সময় * আসল
- ১০০ * সুদাসল/ সময় * হার
- সুদের হার * আসল * সময়/১০০
সঠিক উত্তরঃ সুদের হার * আসল * সময়/১০০
- ৩৫০ টাকা
- ৩৭৫ টাকা
- ৩৮০ টাকা
- ৩৯৬ টাকা
সঠিক উত্তরঃ ৩৯৬ টাকা
- ৩৫০টি
- ৩২৫টি
- ২৮০টি
- ৩০০টি
সঠিক উত্তরঃ ৩০০টি
একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
- ক্ষতি ১৫%
- লাভ ১৫%
- ক্ষতি ১০%
- লাভ ১০%
সঠিক উত্তরঃ লাভ ১০%
টাকায় ১২টি লেবু বিক্রয় করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে?
- ৬টি
- ১৫টি
- ৮টি
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ ৮টি
- ৪০০ টাকা
- ৩৫০ টাকা
- ৪২০ টাকা
- ৩৬০ টাকা
সঠিক উত্তরঃ ৪০০ টাকা
কোন বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
- ৬০ টাকা
- ৭০ টাকা
- ৫৫ টাকা
- ৪৫ টাকা
সঠিক উত্তরঃ ৭০ টাকা
- ৩৫ টাকা
- ৩০ টাকা
- ৪২ টাকা
- ৪০ টাকা
সঠিক উত্তরঃ ৩৫ টাকা
- ১০২ টাকা
- ১০৫ টাকা
- ৯৮ টাকা
- ১০৮ টাকা
সঠিক উত্তরঃ ১০২ টাকা
- শতকরা ১ ভাগ ক্ষতি
- শতকরা ২ ভাগ ক্ষতি
- শতকরা ২ ভাগ লাভ
- শতকরা ১ ভাগ লাভ
সঠিক উত্তরঃ শতকরা ১ ভাগ ক্ষতি
১২টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?
- ২৫%
- ২৭.৫%
- ২২.৫%
- ৪০%
সঠিক উত্তরঃ ২৫%
৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
- ১১ টাকা
- ৮ টাকা
- ১৪ টাকা
- ১২ টাকা
সঠিক উত্তরঃ ১১ টাকা
১৫টি ছাগলের মূল্যে ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
- ১০টি
- ৮টি
- ৪টি
- ৬টি
সঠিক উত্তরঃ ৪টি
১০ টাকায় ১২টি দরে জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
- ২৫% লাভ
- ২৫% ক্ষতি
- ৫০% ক্ষতি
- ৫০% লাভ
সঠিক উত্তরঃ ৫০% লাভ
ক কিলো লবণ যদি খ কিলো পানির সাথে মেশানো হয় তাহলে এই দ্রবণে শতকরা কতটুকু লবণ আছে?
- ১০০ক/(ক + খ)
- ক/(ক + খ)
- ১০০ক/খ
- ১০০খ/(ক + খ)
সঠিক উত্তরঃ ১০০ক/(ক + খ)
বাতাসে অক্সিজেনের পরিমাণ ২১% হলে ৮৪০ লিটার অক্সিজেন পেতে হলে কত লিটার বাতাসের প্রয়োজন?
- ৪২০০ লিটার
- ৪০০০ লিটার
- ৩৬০০ লিটার
- ৩৯০০ লিটার
সঠিক উত্তরঃ ৩৬০০ লিটার
- ১৮ টি
- ২২ টি
- ২৪ টি
- ২৬ টি
সঠিক উত্তরঃ ২৪ টি
জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারকে শতকরায় প্রকাশ করতে হলে--
- ১০০ দিয়ে ভাগ করতে হয়
- ১০০ দিয়ে গুণ করতে হয়
- ১০ দিয়ে ভাগ করতে হয়
- ১০ দিয়ে গুণ করতে হয়
সঠিক উত্তরঃ ১০ দিয়ে ভাগ করতে হয়
একটি বইয়ের নির্ধারিত বিক্রয় মূল্য ৮০ টাকা। বইটি ৬০ টাকায় বিক্রয় করা হলে, শতকরা বাট্টার পরিমাণ কত?
- ২৫%
- ৩০%
- ২০%
- ১৭.৫%
সঠিক উত্তরঃ ২৫%
- ১৭২ টাকা
- ২৫০ টাকা
- ২০০ টাকা
- ২২৫ টাকা
সঠিক উত্তরঃ ১৭২ টাকা
- ৪২৫.০০ টাকা
- ৪১৫.০০ টাকা
- ৪০০.০০ টাকা
- ৪৫০.০০ টাকা
সঠিক উত্তরঃ ৪০০.০০ টাকা
- ১৪০০০
- ১০০০০
- ৮০০০
- ১২০০০
সঠিক উত্তরঃ ১০০০০
- ১৫০
- ১৬০
- ১৭৫
- ১৮০
সঠিক উত্তরঃ ১৮০
- ৮৬৪০০ টাকা
- ৮৫০০০ টাকা
- ১০০০০০ টাকা
- ৮০০০০ টাকা
সঠিক উত্তরঃ ৮৬৪০০ টাকা
- ২০৫০ জন
- ২০০০ জন
- ২১০০ জন
- ২১৫০ জন
সঠিক উত্তরঃ ২১০০ জন
আখের নমুনায় ১২.৫% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?
- ৬০০ কেজি
- ৪০০ কেজি
- ২৫০ কেজি
- ৫০০ কেজি
সঠিক উত্তরঃ ৪০০ কেজি
আজাদ সাহেবের মাসিক বেতন ১৫০০০ টাকা। এক বছর পর তার বেতন ৭% বৃদ্ধি পেল। বর্তমানে আজাদ সাহেবের বেতন কত?
- ১৭০০০ টাকা
- ১৬০০০ টাকা
- ১৬০৫০ টাকা
- ১৬০৭৫ টাকা
সঠিক উত্তরঃ ১৬০৫০ টাকা
- ১২৫ টাকা
- ১০০ টাকা
- ৯৫ টাকা
- ৯০ টাকা
সঠিক উত্তরঃ ৯০ টাকা
- ৯ টাকা
- ৮ টাকা
- ৭ টাকা
- ৬ টাকা
সঠিক উত্তরঃ ৯ টাকা
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
- ১০০০০ টাকা
- ৯৫০০ টাকা
- ৮৫০০ টাকা
- ৮০০০ টাকা
সঠিক উত্তরঃ ৮৫০০ টাকা
- ৮২ জন
- ৭৭ জন
- ৭৫ জন
- ৭৯ জন
সঠিক উত্তরঃ ৭৯ জন
- ৩৩০০
- ৩০০০
- ২৭৫০
- ৩২০০
সঠিক উত্তরঃ ৩০০০
শতকরা বার্ষিক ২৫/৪ টাকা হার সুদে ১৮০০ টাকার ৩ বছর ৪ মাসের সুদ কত?
- ৪০৫ টাকা
- ৩৮৫ টাকা
- ৩৭৫ টাকা
- ৩৫০ টাকা
সঠিক উত্তরঃ ৩৭৫ টাকা
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে আসলে ৫০০০০ টাকা হলে মূলধন কত?
- ৩৫০০০ টাকা
- ৩০০০০ টাকা
- ২৫০০০ টাকা
- ২০০০০ টাকা
সঠিক উত্তরঃ ২৫০০০ টাকা
কোন আসল টাকার ৩ বছরের সুদ আসলের ৩/৮ অংশ হলে সুদের হার কত?
- ৫১/২%
- ১০০/৩%
- ২৫/২%
- ৬৭/২%
সঠিক উত্তরঃ ২৫/২%
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৪০০ টাকার সুদ কত বছরে ১০০ টাকা হবে?
- ১০ বছরে
- ৮ বছরে
- ৬ বছরে
- ৫ বছরে
সঠিক উত্তরঃ ৫ বছরে
শতকরা বার্ষিক ২৫/৪ টাকা হার সুদে কত বছরে ২০০ টাকা সুদে আসলে ২৫০ টাকা হবে?
- ১০ বছর
- ৮ বছর
- ৬ বছর
- ৪ বছর
সঠিক উত্তরঃ ৪ বছর
শতকরা বার্ষিক ৩ টাকা হার সুদে ৫০০ টাকায় ৫ বছরের সুদে মূলে কত হবে?
- ৬৭৫ টাকা
- ৬২০ টাকা
- ৫৭৫ টাকা
- ৫২৫ টাকা
সঠিক উত্তরঃ ৫৭৫ টাকা
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
- ২৫ বছর
- ১৮ বছর
- ১৫ বছর
- ২০ বছর
সঠিক উত্তরঃ ২০ বছর
শতকরা বার্ষিক ২ টাকা হার সুদে কত টাকার ১০ বছরের সুদ ২০০ টাকা?
- ৮০০ টাকা
- ১২০০ টাকা
- ২০০০ টাকা
- ১০০০ টাকা
সঠিক উত্তরঃ ১০০০ টাকা
কোন মূলধন ৩ বছরের জন্য বিনিয়োগ করা হলো। সুদের হার ৫ টাকা হলে, সুদ আসলের কত অংশ?
- ১/৩ অংশ
- ১/৪ অংশ
- ১/৫ অংশ
- ৩/২০ অংশ
সঠিক উত্তরঃ ৩/২০ অংশ
কোন আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা ও ৫ বছরে সুদাসলে ৫০০ টাকা হয়। আসল কত?
- ৪৫০ টাকা
- ৪০০ টাকা
- ৪৩০ টাকা
- ৫০০ টাকা
সঠিক উত্তরঃ ৪০০ টাকা
বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছরে আসলের তিনগুণ হবে?
- ১০ বছর
- ২০ বছর
- ১৫ বছর
- ১২ বছর
সঠিক উত্তরঃ ২০ বছর
এক ব্যাক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?
- ৮%
- ৮.২৫%
- ৮.৫০%
- ৮.৭৫%
সঠিক উত্তরঃ ৮.৫০%
- ৭৫/২%
- ৭৩/২%
- ১০০/৩%
- ৩০%
সঠিক উত্তরঃ ১০০/৩%
একটি দ্রব্য ১৭৫ টাকায় ক্রয় করে ১৮৯ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?
- ক্ষতি ১২%
- লাভ ১৬%
- ক্ষতি ৮%
- লাভ ৮%
সঠিক উত্তরঃ লাভ ৮%
১০ টাকায় ১২টি হিসেবে পেয়ারা কিনে, ১২ টাকায় ১০টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
- ৪৪%
- ৪০%
- ৩৪%
- ৩০%
সঠিক উত্তরঃ ৪৪%
- ১১৯০ টাকা
- ১১৯০.৫০ টাকা
- ১১৯৫ টাকা
- ১১৯৫.৫০ টাকা
সঠিক উত্তরঃ ১১৯০ টাকা
- ০.০২৬ জন
- ০.২৬ জন
- ২.৬ জন
- ২৬ জন
সঠিক উত্তরঃ ২.৬ জন
বর্তমানে ৫ কেজি আলুর দাম আগের ৪ কেজি আলুর দামের সমান হলে আলুর দাম কমেছে--
- ২০%
- ২৫%
- ২১%
- ১৯%
সঠিক উত্তরঃ ২৫%
- ৪০০ জন
- ৩০০ জন
- ৫০০ জন
- ২০০ জন
সঠিক উত্তরঃ ৫০০ জন
- ১২০০
- ১৫০০
- ৮০০
- ১০০০
সঠিক উত্তরঃ ১০০০
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
- ২০%
- ১৬%
- ১১%
- ৯%
সঠিক উত্তরঃ ২০%