আন্তর্জাতিক বিষয়াবলি
352. কোনটি ‘আইসি’-এর অঙ্গ সংস্থা নয়?
- ক. আন্তর্জাতিক ইসলামী আদালত
 - খ. সাধারণ সচিবালয়
 - গ. ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
 - ঘ. ইসলামী উন্নয়ন ব্যাংক
 
উত্তরঃ ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
353. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
- ক. ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
 - খ. ১৯৬৫ সালের ১০ সেপ্টেম্বর
 - গ. ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
 - ঘ. ১৯৬৭ সালের ৩০ জানুয়ারি
 
উত্তরঃ ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
354. কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
- ক. ১৯৬৫ সালে
 - খ. ১৯৬৬ সালে
 - গ. ১৯৬৭ সালে
 - ঘ. ১৯৬৮ সালে
 
উত্তরঃ ১৯৬৬ সালে
355. ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মিরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে -
- ক. জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
 - খ. সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
 - গ. পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
 - ঘ. সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
 
উত্তরঃ সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
356. পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে ‘গোল্ডেন ট্রায়েঙ্গেল’ বলা হয়?
- ক. মায়ানমার, থাইল্যান্ড ও চীন
 - খ. মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
 - গ. মায়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া
 - ঘ. ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
 
উত্তরঃ মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
358. কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
- ক. ধর্ম
 - খ. জাতি
 - গ. সংস্কৃতি
 - ঘ. ভাষা
 
উত্তরঃ সংস্কৃতি
359. বিশ্ববিখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
- ক. মাইকেল এঞ্জেলো
 - খ. লিওনার্দো দ্য ভিঞ্চি
 - গ. পাবলো পিকাসো
 - ঘ. ভ্যানগণ
 
উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি
360. উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯৩ সালে সর্ববৃহৎ বিক্রেতা -
- ক. আইবিএম
 - খ. জেনারেল
 - গ. রয়াল ডাচ/শেল
 - ঘ. ইক্সন
 
উত্তরঃ আইবিএম
361. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -
- ক. ইউরোপে
 - খ. উত্তর আমেরিকায়
 - গ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
 - ঘ. মধ্য এশিয়ায়
 
উত্তরঃ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
362. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
- ক. ভারতে
 - খ. পাকিস্তানে
 - গ. শ্রীলঙ্কায়
 - ঘ. বাংলাদেশে
 
উত্তরঃ পাকিস্তানে
363. ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
- ক. ফিলিপাইন
 - খ. জাপান
 - গ. চীন
 - ঘ. ভারত
 
উত্তরঃ ভারত
364. ১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক কোন দেশ?
- ক. চীন
 - খ. যুক্তরাষ্ট্র
 - গ. পাকিস্তান
 - ঘ. থাইল্যান্ড
 
উত্তরঃ থাইল্যান্ড
- ক. জুন ১৯৮৯- তিয়াআনমেন স্কয়ারে সংঘটিত ট্রাজেটি
 - খ. জেলখানার কয়েদিদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
 - গ. পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
 - ঘ. আলজেরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের তথ্য বিক্রি
 
উত্তরঃ জুন ১৯৮৯- তিয়াআনমেন স্কয়ারে সংঘটিত ট্রাজেটি
- ক. APEC
 - খ. OREC
 - গ. EABG
 - ঘ. BCO
 
উত্তরঃ APEC
- ক. প্রায় ৭৫ শতাংশ
 - খ. প্রায় ৮০ শতাংশ
 - গ. প্রায় ৮৫ শতাংশ
 - ঘ. প্রায় ৯০ শতাংশ
 
উত্তরঃ প্রায় ৮০ শতাংশ
- ক. এনডিওএল
 - খ. এলএনডি
 - গ. এনএলডি
 - ঘ. বিএসপিপি
 
উত্তরঃ এনএলডি
369. ‘ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. টোকিও
 - খ. প্যারিস
 - গ. নিউইয়র্ক
 - ঘ. ভিয়েনা
 
উত্তরঃ ভিয়েনা
370. ১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছে?
- ক. ২ অক্টোবর (সকালে)
 - খ. ২ অক্টোবর (মাঝ রাতে)
 - গ. ১ অক্টোবর (দুপুরে)
 - ঘ. ৩ অক্টোবর (মাঝ রাতে)
 
উত্তরঃ ৩ অক্টোবর (মাঝ রাতে)
371. "International Institute on Aging" কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
- ক. জেনেভা
 - খ. রোম
 - গ. প্যারিস
 - ঘ. ভ্যালেটা
 
উত্তরঃ ভ্যালেটা
372. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
- ক. ১৯৬৬ সাল থেকে
 - খ. ১৯৬৭ সাল থেকে
 - গ. ১৯৬৮ সাল থেকে
 - ঘ. ১৯৬৯ সাল থেকে
 
উত্তরঃ ১৯৬৬ সাল থেকে
- ক. নিউইয়র্ক
 - খ. প্যারিস
 - গ. জেনেভা
 - ঘ. ভিয়েনা
 
উত্তরঃ নিউইয়র্ক
374. কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
- ক. কুয়েত
 - খ. নাইজেরিয়া
 - গ. সৌদি আরব
 - ঘ. ভেনিজুয়েলা
 
উত্তরঃ ভেনিজুয়েলা
375. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. জাপানের নাগাসাকিতে
 - খ. অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
 - গ. রাশিয়ার আশখাবাদে
 - ঘ. কানাডার ভেঙ্কুবারে
 
উত্তরঃ রাশিয়ার আশখাবাদে