আন্তর্জাতিক বিষয়াবলি
426. নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে :
- ক. নয়া উদারতাবাদ
 - খ. গঠনবাদ
 - গ. বাস্তববাদ
 - ঘ. নব্য মার্কসবাদ
 
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
427. ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
- ক. ১৯৩
 - খ. ১৬৮
 - গ. ১৯৯
 - ঘ. ১৯৬
 
উত্তরঃ ১৯৬
428. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়?
- ক. ১৯৬২ সনে
 - খ. ১৯৮৬ সনে
 - গ. ১৯৭৮ সনে
 - ঘ. ১৯৮২ সনে
 
উত্তরঃ ১৯৮২ সনে
429. গুয়াম এর গভর্নরের নাম হচ্ছে :
- ক. এ্যডি ক্যালভো
 - খ. ডোনাল্ড ডাক
 - গ. রন ব্লুম
 - ঘ. গ্লেন বেক
 
উত্তরঃ এ্যডি ক্যালভো
430. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেনঃ
- ক. কার্ল মার্কস
 - খ. ফ্রেডরিক এঙ্গেলস
 - গ. ভি. আই. লেনিন
 - ঘ. মাও সে তুং
 
উত্তরঃ ভি. আই. লেনিন
431. দুই বা ততোধিক প্রতিদ্বন্ধী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়?
- ক. স্থলবেষ্টিত রাষ্ট্র
 - খ. নিরপেক্ষ রাষ্ট্র
 - গ. বাফার রাষ্ট্র
 - ঘ. জিরো সাম রাষ্ট্র
 
উত্তরঃ বাফার রাষ্ট্র
- ক. ভলিবল
 - খ. টেবিল টেনিস
 - গ. বাস্কেট বল
 - ঘ. লন টেনিস
 
উত্তরঃ টেবিল টেনিস
434. কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
- ক. আই. এল. ও
 - খ. হু (WHO)
 - গ. ASEAN (আসিয়ান)
 - ঘ. উপরের সবকটি
 
উত্তরঃ ASEAN (আসিয়ান)
- ক. ঢাকা
 - খ. নয়াদিল্লী
 - গ. কলম্বো
 - ঘ. কাঠমুন্ডু
 
উত্তরঃ কাঠমুন্ডু
436. ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে?
- ক. UNO
 - খ. NAM
 - গ. GATT
 - ঘ. ASEAN
 
উত্তরঃ UNO
437. নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত।
- ক. প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
 - খ. পরিবেশ সংরক্ষণ
 - গ. মানবাধিকার সংরক্ষণ
 - ঘ. ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
 
উত্তরঃ মানবাধিকার সংরক্ষণ
438. " Imperialism, the Highest Stage of Capitalism" বইটি কার লেখা?
- ক. টমাস হবসন
 - খ. ভি. আই. লেনিন
 - গ. কার্ল মার্কস
 - ঘ. এন্টিনিও গ্রামসি
 
উত্তরঃ ভি. আই. লেনিন
440. ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
- ক. মন্ট্রিল প্রটোকল
 - খ. ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
 - গ. IPCC চুক্তি
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ মন্ট্রিল প্রটোকল
441. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?
- ক. সাভানা
 - খ. তুন্দ্রা
 - গ. প্রেইরি
 - ঘ. সাহেল
 
উত্তরঃ সাহেল
442. গোল্ডেন মিন (Golden Mean) হলো -
- ক. সমস্ত সম্ভাব্য কর্মের গড়
 - খ. দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
 - গ. ত্রিভুজের দুটি বাহন ভূ-কেন্দ্রিক সম্পর্ক
 - ঘ. একটি প্রাচীন দার্শনিক ধারার নাম
 
উত্তরঃ দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
443. শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভুত তার অর্থ
- ক. সব
 - খ. কিছুই না
 - গ. সর্বজনীন
 - ঘ. কিছু
 
উত্তরঃ কিছুই না
444. জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন?
- ক. জার্মানী
 - খ. ফ্রান্স
 - গ. মার্কিন যুক্তরাষ্ট্র
 - ঘ. যুক্তরাজ্য
 
উত্তরঃ যুক্তরাজ্য
445. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর -
- ক. পেট্রাপোল
 - খ. কৃষ্ণনগড়
 - গ. ডাউকি
 - ঘ. মোহাদিপুর
 
উত্তরঃ পেট্রাপোল
446. NILG -এর পূর্ণরূপ -
- ক. National Information Legal Guide
 - খ. National Institute of Local Government
 - গ. National Identity Licence Guide
 - ঘ. National Industrial League Group
 
উত্তরঃ National Institute of Local Government
447. ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
- ক. ভারত ও নেপাল
 - খ. পাকিস্তান ও চীন
 - গ. ভুটান ও ভারত
 - ঘ. বাংলাদেশ ও ভারত
 
উত্তরঃ ভারত ও নেপাল
448. সলোমন-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
- ক. ভারত মহাসাগর
 - খ. প্রশান্ত মহাসাগর
 - গ. আটলান্টিক মহাসাগর
 - ঘ. আর্কটিক মহাসাগর
 
উত্তরঃ প্রশান্ত মহাসাগর
449. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী?
- ক. তুর্কমেন
 - খ. উইঘর
 - গ. তাজিক
 - ঘ. কাজাখ
 
উত্তরঃ উইঘর
450. সম্প্রতি ভারত Google - কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
- ক. Google Earth
 - খ. Street View
 - গ. Road Image
 - ঘ. Google Map
 
উত্তরঃ Street View