সরল ও যৌগিক মুনাফা
৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?
- ক. ১০
- খ. ১২.৫০
- গ. ১৫
- ঘ. ২৫
উত্তরঃ ১২.৫০
6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মুলধন কত হবে?
- ক. 10,500 টাকা
- খ. 10,450 টাকা
- গ. 10,650 টাকা
- ঘ. 10,600 টাকা
উত্তরঃ 10,450 টাকা
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
- ক. ৫%
- খ. ১৫%
- গ. ২০%
- ঘ. ১০%
উত্তরঃ ১০%
ক্রয়মূল্য C টাকা এবং বিক্রয়মূল্য P টাকা হলে মুনাফা নিচের কোনটি?
- ক. C - P
- খ. P - C
- গ. C * P
- ঘ. P/C
উত্তরঃ P - C
- ক. ১২২০০
- খ. ১১২০০
- গ. ১০২০০
- ঘ. ১৩২০০
উত্তরঃ ১১২০০
বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
- ক. ১০৮০০ টাকা
- খ. ১৫০০০ টাকা
- গ. ১০৮৫০ টাকা
- ঘ. ১০৬৪৮ টাকা
উত্তরঃ ১০৬৪৮ টাকা
বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
- ক. ৯৪০ টাকা
- খ. ৯৬০ টাকা
- গ. ৯৬৮ টাকা
- ঘ. ৯৮০ টাকা
উত্তরঃ ৯৬৮ টাকা
ব্যাংকে কত টাকা রাখলে ৮ শতাংশ হারে মুনাফায় ২ বছরের চক্রবৃদ্ধি মুলধন ৫২০০ টাকা হবে?
- ক. ৪৫৫৮.১৬ টাকা
- খ. ৪০৪০.৭৫ টাকা
- গ. ৪৪৫৮.১৬ টাকা
- ঘ. ৫০৫০.৬০ টাকা
উত্তরঃ ৪৪৫৮.১৬ টাকা
বার্ষিক শতকরা কত হার সুদে ২০০০ টাকা ৩ বছরের সুদে-আসলে ২৩০০ টাকা হয়?
- ক. ১৫%
- খ. ১০%
- গ. ৭.৫%
- ঘ. ৫%
উত্তরঃ ৫%
কোন মূলধন ৫% সরল সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০০০০ টাকা হয়। মূলধন কত টাকা?
- ক. ২০০০০
- খ. ২২০০০
- গ. ১৬০০০
- ঘ. ২৫০০০
উত্তরঃ ২৫০০০
বার্ষিক শতকরা ১০ টাকা হার সরলসুদে ৪৫০০ টাকার ৩(তিন) বছরের সুদ কত?
- ক. ১৫০০ টাকা
- খ. ১৪৫০ টাকা
- গ. ১৬২০ টাকা
- ঘ. ১৩৫০ টাকা
উত্তরঃ ১৩৫০ টাকা
৬৬৬৬ টাকা বার্ষিক ১০% সুদে কয় বছরে সুদে আসলে ১৩৩৩২ টাকা হবে?
- ক. ৮ বছর
- খ. ১৫ বছর
- গ. ১০ বছর
- ঘ. ২০ বছর
উত্তরঃ ১০ বছর
চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?
- ক. P(1 + r)n - p
- খ. P(1 + r)n - pnl
- গ. P(1 + r)n * p
- ঘ. P(1 + r)n + p
উত্তরঃ P(1 + r)n - p
- ক. ৯%
- খ. ৯.২%
- গ. ৮%
- ঘ. ৮.২%
উত্তরঃ ৯.২%
শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?
- ক. ০.১৪
- খ. ০.১
- গ. ০.১৫
- ঘ. ০.১৩
উত্তরঃ ০.১৪
বার্ষিক ১৫% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ১৬৮০ টাকা মুনাফা দেয়া হলো। আসল কত ছিল?
- ক. ১২২০০
- খ. ১১২০০
- গ. ১০২০০
- ঘ. ১৩২০০
উত্তরঃ ১১২০০
বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে -
- ক. ১০৮৫০
- খ. ১৫৫০০
- গ. ১০৮০০
- ঘ. ১০৬৮০
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদে-মূলে তিনগুণ হবে?
- ক. ১০%
- খ. ১৫%
- গ. ১২%
- ঘ. ২০%
উত্তরঃ ২০%
বার্ষিক শতকরা ১০ টাকা হারে সুদে-আসলে কোনো মূলধন কত বছর পর আসলের দ্বিগুন হবে?
- ক. ৩৫
- খ. ২০
- গ. ১০
- ঘ. ৩০
উত্তরঃ ১০
কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?
- ক. 10%
- খ. 12.5%
- গ. 15%
- ঘ. 12%
উত্তরঃ 12.5%
- ক. 9%
- খ. 9.2%
- গ. 8%
- ঘ. 8.2%
উত্তরঃ 9.2%
শতকরা 5 টাকা হার সুদের 120 টাকা 3 বছরে সুদ-আসলে কত হয়
- ক. 138 টাকা
- খ. 137.50 টাকা
- গ. 148 টাকা
- ঘ. 135 টাকা
উত্তরঃ 138 টাকা
৪০০ টাকায় ৮ মাসের সুদ এবং ৮০০ টাকার ৪ মাসের সুদ একত্রে ২৪ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
- ক. ৩%
- খ. ৬%
- গ. ৫%
- ঘ.
উত্তরঃ
বিস্তারিত
১০% চক্রবৃদ্ধি সুদে ১০০ টাকার ২ বৎসরের সুদ-আসলে কত টাকা হয়?
- ক. ২০ টাকা
- খ. ২১ টাকা
- গ. ১২০ টাকা
- ঘ. ১২১ টাকা
উত্তরঃ ১২১ টাকা
কোন মূলধন ৪ বছরের সুদে মূলে ৬০০ টাকা এবং ৬ বছরে সুদে মূলে ৭০০ টাকা হলে, মূলধন কত?
- ক. ৬৫০ টাকা
- খ. ৪০০ টাকা
- গ. ১০০ টাকা
- ঘ. ১৩০০ টাকা
উত্তরঃ ৪০০ টাকা
আপনি পোস্ট অফিসে ১০% চক্রবৃদ্ধি সুদে ১৫০০০ টাকা জমা রাখলে ৩ বছর পরে কত টাকা সুদ পাবেন?
- ক. ৪৫০০
- খ. ৪৯৬৫
- গ. ৪০০০
- ঘ. ১৯৫০০
উত্তরঃ ৪৯৬৫
সরল সুদের হার কত হলে যেকোনো মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
- ক. ১২.৫%
- খ. ২০%
- গ. ১৫%
- ঘ. ২৫%
উত্তরঃ ২৫%
শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা হবে?
- ক. ৭
- খ. ৬.৫০
- গ. ৬
- ঘ. ৮
উত্তরঃ ৭
বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?
- ক. ৮ বছর
- খ. ১২ ১/২ বছর
- গ. ১০ বছর
- ঘ. ১৪ বছর
উত্তরঃ ১২ ১/২ বছর
একই হার মুনাফায় কোনো আসল ৭ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে তিনগুণ হবে?
- ক. ১১
- খ. ১২
- গ. ১৪
- ঘ. ২১
উত্তরঃ ১৪
শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?
- ক. ২৪ টাকা
- খ. ৩৬ টাকা
- গ. ৪৮ টাকা
- ঘ. ৬০ টাকা
উত্তরঃ ৩৬ টাকা
৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মুলধন কত?
- ক. ৬২৫ টাকা
- খ. ৪২৫ টাকা
- গ. ৩২৫ টাকা
- ঘ. ৫২৫ টাকা
উত্তরঃ ৬২৫ টাকা
বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে-আসলে ১০৩৬ টাকা হবে?
- ক. ৫৫০ টাকা
- খ. ৬৫০ টাকা
- গ. ৬০০ টাকা
- ঘ. ৭০০ টাকা
উত্তরঃ ৭০০ টাকা
১০% হার মুনাফায় কত টাকার ৪ বৎসরের সুদ ১৪০ টাকা?
- ক. ৩০০ টাকা
- খ. ৪০০ টাকা
- গ. ৩৫০ টাকা
- ঘ. ৪৫০ টাকা
উত্তরঃ ৩৫০ টাকা
জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন -
- ক. ৩১০০ টাকা
- খ. ৩২০০ টাকা
- গ. ৩২৫০ টাকা
- ঘ. ৩৩০০ টাকা
উত্তরঃ ৩৩০০ টাকা
৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?
- ক. ১২০০ টাকা
- খ. ১০০০ টাকা
- গ. ১৫০০ টাকা
- ঘ. ২০০০ টাকা
উত্তরঃ ২০০০ টাকা
বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?
- ক. ৮ বছরে
- খ. ১০ বছরে
- গ. ১২ ১/২ বছরে
- ঘ. ১৬ বছরে
উত্তরঃ ১২ ১/২ বছরে
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫০ টাকা হবে?
- ক. ৫ বছর
- খ. ৭ বছর
- গ. ৮ বছর
- ঘ. ১০ বছর
উত্তরঃ ১০ বছর
২% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা অপেক্ষা ৩% হার মুনাফায় ঐ টাকার তিন বছরের মুনাফা কত বেশি হবে?
- ক. ১ টাকা
- খ. ২ টাকা
- গ. ৩ টাকা
- ঘ. ৪ টাকা
উত্তরঃ ৩ টাকা
বার্ষিক ৪.৫ টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
- ক. ৭২৫ টাকা
- খ. ৭০০ টাকা
- গ. ৭০২ টাকা
- ঘ. ৭২৬ টাকা
উত্তরঃ ৭০০ টাকা
শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে সবৃদ্ধিমূল 1248 টাকা হবে?
- ক. 670
- খ. 780
- গ. 550
- ঘ. 380
উত্তরঃ 780
বার্ষিক শতকরা ৫ টাকা হারে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে?
- ক. ২৫ টাকা
- খ. ৫০ টাকা
- গ. ৭৫ টাকা
- ঘ. ১০০ টাকা
উত্তরঃ ৭৫ টাকা
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসলের পরিমাণ কত?
- ক. ৪৫০০ টাকা
- খ. ৪৮০০ টাকা
- গ. ৫১০০ টাকা
- ঘ. ৫৪০০ টাকা
উত্তরঃ ৪৮০০ টাকা
৭% হার সরল সুদে ৩০০০ টাকা কত বছরের জন্য বিনিয়োগ করলে মোট ৪২০ টাকা মুনাফা পাওয়া যাবে?
- ক. ৫
- খ. ৪
- গ. ৩
- ঘ. ২
উত্তরঃ ২
যদি বিক্রয়মূল্য দ্বিগুণ করা হয় তাহলে মুনাফা তিনগুণ হয়ে যায়। মুনাফার শতকরা হার কত?
- ক. ৫%
- খ. ৬৬.৫%
- গ. ৮০%
- ঘ. ১০০%
উত্তরঃ ১০০%
- ক. ৩৫০০
- খ. ১৬০০
- গ. ২৫০০
- ঘ. ৪০০০
উত্তরঃ ৪০০০
What is the effective rate of interest of a lump sum that is compounded quarterly at 12% annually?
- ক. 10.25%
- খ. 10.32%
- গ. 10.36%
- ঘ. 10.38%
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
বার্ষিক শতকরা কত হার সুদে কোনো আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
- ক. ৩০%
- খ. ২০%
- গ. ২৫%
- ঘ. ৩৫%
উত্তরঃ ২০%
বার্ষিক ৮% হার সুদে কত বছরে ৩৫০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
- ক. ৪ বছর
- খ. ৪ ১/২ বছর
- গ. ৫ বছর
- ঘ. ৫ ১/২ বছর
উত্তরঃ ৫ বছর
বার্ষিক ৪.৫ টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
- ক. ৭২৫ টাকা
- খ. ৭০০ টাকা
- গ. ৭০২ টাকা
- ঘ. ৭২৬ টাকা
উত্তরঃ ৭০০ টাকা
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৪ অংশ হলে মুনাফার হার কত?
- ক. ১০%
- খ. ১২.৫%
- গ. ১৫%
- ঘ. ১২%
উত্তরঃ ১২.৫%
বার্ষিক শতকরা 6 টাকা হারে সরল সুদে 5200 টাকার 2 বৎসরের সুদ কত?
- ক. 450 টাকা
- খ. 524 টাকা
- গ. 600 টাকা
- ঘ. 624 টাকা
উত্তরঃ 624 টাকা
বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?
- ক. ২০০ টাকা
- খ. ১৫০ টাকা
- গ. ১৭৫ টাকা
- ঘ. ২৫০ টাকা
উত্তরঃ ১৫০ টাকা
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
- ক. তাজউদ্দীন আহমদ
- খ. সৈয়দ নজরুল ইসলাম
- গ. কমরেড মনি সিংহ
- ঘ. মাওলানা ভাসানী
উত্তরঃ মাওলানা ভাসানী
৬% হারে ৯ মাসে ১০,০০০/- টাকার সুদ কত হবে?
- ক. ৫০০ টাকা
- খ. ৬০০ টাকা
- গ. ৪৫০ টাকা
- ঘ. ৬৫০ টাকা
উত্তরঃ ৪৫০ টাকা
- ক. ৩০০০০
- খ. ২৫০০০
- গ. ৩৫০০০
- ঘ. ২২০০০
উত্তরঃ ২৫০০০
বার্ষিক শতকরা 10% হারে 100 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
- ক. 11 টাকা
- খ. 11.5 টাকা
- গ. 12 টাকা
- ঘ. 10 টাকা
উত্তরঃ 10 টাকা
৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
- ক. ৩ বছরে
- খ. ৪ বছরে
- গ. ৫ বছরে
- ঘ. ৬ বছরে
উত্তরঃ ৪ বছরে
বার্ষিক ৬% সরল সুদে ৫ বছর পর কোন টাকার সুদ ৯০০ টাকা হলে, আসল কত টাকা হবে?
- ক. ২৯০০
- খ. ৩০০০
- গ. ৩১০০
- ঘ. ৩২০০
উত্তরঃ ৩০০০
- ক. ৪%
- খ. ৬%
- গ. ৫%
- ঘ. ৫.৫%
উত্তরঃ ৬%
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৭২০ টাকার ২ বছর ৪ মাসের সুদ কত হবে?
- ক. ৮৩ টাকা
- খ. ৮৪ টাকা
- গ. ৮২ টাকা
- ঘ. ৯০ টাকা
উত্তরঃ ৮৪ টাকা
- ক. ১২২৫
- খ. ১২৪০
- গ. ১২৪০
- ঘ. ১২৪৫
উত্তরঃ ১২৪০
- ক. ১২২৫
- খ. ১২৩০
- গ. ১২৪০
- ঘ. ১২৪৫
উত্তরঃ ১২৩০
বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
- ক. ৩ বছর
- খ. ৪ বছর
- গ. ৫ বছর
- ঘ. ৬ বছর
উত্তরঃ ৪ বছর
বার্ষিক ৮% সুদে ১২০০ টাকার ৫ বছরের যে সুদ হয়, বার্ষিক ৬% সুদে কত টাকার ১০ বছরের তত সুদ হবে?
- ক. ৬০০ টাকা
- খ. ৮০০ টাকা
- গ. ১০০০ টাকা
- ঘ. ১৪০০ টাকা
উত্তরঃ ৮০০ টাকা
জলিল মিয়া পাঁচ সপ্তাহে ৩৮০ টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে এ টাকার ২.৬ গুণ সঞ্চয় করবেন?
- ক. ১০ সপ্তাহে
- খ. ১১ সপ্তাহে
- গ. ১২ সপ্তাহে
- ঘ. ১৩ সপ্তাহে
উত্তরঃ ১৩ সপ্তাহে
- ক. ৪৮ বছরে
- খ. ৩৬ বছরে
- গ. ৩০ বছরে
- ঘ. ২৪ বছরে
উত্তরঃ ৩৬ বছরে
শতকরা বার্ষিক 7 টাকা হার সরলসুদে 650 টাকার সুদ কত বছরে 273 টাকা হবে?
- ক. 1 বছর
- খ. 2 বছর
- গ. 3 বছর
- ঘ. 6 বছর
উত্তরঃ 6 বছর
কোন ব্যাংকে টাকা জমা রাখলে তা ৫ বছর পর দ্বিগুণ হয়ে যায়। সরল সুুদের হার কত?
- ক. ১৮%
- খ. ২০%
- গ. ১৬.২৫%
- ঘ. ১২.৫%
উত্তরঃ ২০%
- ক. ২%
- খ. ৫%
- গ. ৬%
- ঘ. ৮%
উত্তরঃ ৫%
- ক. ১৮৫০০ টাকা
- খ. ১৮৭৫০ টাকা
- গ. ১৯০০০ টাকা
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
শতকরা ২০ টাকা মুনাফায় ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
- ক. ৭৫০ টাকা
- খ. ৭৪০ টাকা
- গ. ৭২০ টাকা
- ঘ. ৭০০ টাকা
উত্তরঃ ৭২০ টাকা
সুলেমান সাহেব ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। বছরের সুদের হার কত?
- ক. ৮%
- খ. ৮.২৫%
- গ. ৮.৫%
- ঘ. ৮.৬%
উত্তরঃ ৮.৫%
7% হার সুদে 1000 টাকায় ও বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে?
- ক. 225.04
- খ. 325.05
- গ. 125.04
- ঘ. 115.03
উত্তরঃ 225.04
4% হার সুদে কোনো টাকার ২ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?
- ক. 725 টাকা
- খ. 650 টাকা
- গ. 750 টাকা
- ঘ. 625 টাকা
উত্তরঃ 625 টাকা
রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করল। এক বছর পর কত টাকা সুদ পাবেন?
- ক. ২০৫ টাকা
- খ. ২৫০ টাকা
- গ. ২২৫ টাকা
- ঘ. ২৯০ টাকা
উত্তরঃ ২৫০ টাকা
বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪ ৩/৪% হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত?
- ক. ১৬০০ টাকা
- খ. ১৬০০০ টাকা
- গ. ১৬০০০০ টাকা
- ঘ. ১৬০০০০০ টাকা
উত্তরঃ ১৬০০০ টাকা
বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৫০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬৬৫৫ টাকা হবে?
- ক. ১ বছর
- খ. ২ বছর
- গ. ২ ১/২ বছর
- ঘ. ৩ বছর
উত্তরঃ ৩ বছর
১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?
- ক. ২০০ টাকা
- খ. ৩০০ টাকা
- গ. ৪০০ টাকা
- ঘ. ১০০ টাকা
উত্তরঃ ২০০ টাকা
শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে?
- ক. 5 বছর
- খ. 6 বছর
- গ. 3 বছর
- ঘ. 2 বছর
উত্তরঃ 6 বছর