সরল ও যৌগিক মুনাফা

6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মুলধন কত হবে?

  • ক. 10,500 টাকা
  • খ. 10,450 টাকা
  • গ. 10,650 টাকা
  • ঘ. 10,600 টাকা

উত্তরঃ 10,450 টাকা

বিস্তারিত

বার্ষিক ১২% মুনাফায় ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?

  • ক. ৪৮০০
  • খ. ৪৫০০
  • গ. ৪০০০
  • ঘ. ১৫০০

উত্তরঃ ৪৮০০

বিস্তারিত

বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

  • ক. ১০৮০০ টাকা
  • খ. ১৫০০০ টাকা
  • গ. ১০৮৫০ টাকা
  • ঘ. ১০৬৪৮ টাকা

উত্তরঃ ১০৬৪৮ টাকা

বিস্তারিত

বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

  • ক. ৯৪০ টাকা
  • খ. ৯৬০ টাকা
  • গ. ৯৬৮ টাকা
  • ঘ. ৯৮০ টাকা

উত্তরঃ ৯৬৮ টাকা

বিস্তারিত

ব্যাংকে কত টাকা রাখলে ৮ শতাংশ হারে মুনাফায় ২ বছরের চক্রবৃদ্ধি মুলধন ৫২০০ টাকা হবে?

  • ক. ৪৫৫৮.১৬ টাকা
  • খ. ৪০৪০.৭৫ টাকা
  • গ. ৪৪৫৮.১৬ টাকা
  • ঘ. ৫০৫০.৬০ টাকা

উত্তরঃ ৪৪৫৮.১৬ টাকা

বিস্তারিত

বার্ষিক শতকরা ১০ টাকা হার সরলসুদে ৪৫০০ টাকার ৩(তিন) বছরের সুদ কত?

  • ক. ১৫০০ টাকা
  • খ. ১৪৫০ টাকা
  • গ. ১৬২০ টাকা
  • ঘ. ১৩৫০ টাকা

উত্তরঃ ১৩৫০ টাকা

বিস্তারিত

৬৬৬৬ টাকা বার্ষিক ১০% সুদে কয় বছরে সুদে আসলে ১৩৩৩২ টাকা হবে?

  • ক. ৮ বছর
  • খ. ১৫ বছর
  • গ. ১০ বছর
  • ঘ. ২০ বছর

উত্তরঃ ১০ বছর

বিস্তারিত

চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?

  • ক. P(1 + r)n - p
  • খ. P(1 + r)n - pnl
  • গ. P(1 + r)n * p
  • ঘ. P(1 + r)n + p

উত্তরঃ P(1 + r)n - p

বিস্তারিত

বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে -

  • ক. ১০৮৫০
  • খ. ১৫৫০০
  • গ. ১০৮০০
  • ঘ. ১০৬৮০

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

শতকরা 5 টাকা হার সুদের 120 টাকা 3 বছরে সুদ-আসলে কত হয়

  • ক. 138 টাকা
  • খ. 137.50 টাকা
  • গ. 148 টাকা
  • ঘ. 135 টাকা

উত্তরঃ 138 টাকা

বিস্তারিত

১০% চক্রবৃদ্ধি সুদে ১০০ টাকার ২ বৎসরের সুদ-আসলে কত টাকা হয়?

  • ক. ২০ টাকা
  • খ. ২১ টাকা
  • গ. ১২০ টাকা
  • ঘ. ১২১ টাকা

উত্তরঃ ১২১ টাকা

বিস্তারিত

কোন মূলধন ৪ বছরের সুদে মূলে ৬০০ টাকা এবং ৬ বছরে সুদে মূলে ৭০০ টাকা হলে, মূলধন কত?

  • ক. ৬৫০ টাকা
  • খ. ৪০০ টাকা
  • গ. ১০০ টাকা
  • ঘ. ১৩০০ টাকা

উত্তরঃ ৪০০ টাকা

বিস্তারিত

৬% হারে ৪০০ টাকার মুনাফা কত বছরে ১২০ টাকা ?

  • ক. ৫ বছর
  • খ. ৪ বছর
  • গ. ৩ বছর
  • ঘ. ২ বছর

উত্তরঃ ৫ বছর

বিস্তারিত

বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?

  • ক. ৮ বছর
  • খ. ১২ ১/২ বছর
  • গ. ১০ বছর
  • ঘ. ১৪ বছর

উত্তরঃ ১২ ১/২ বছর

বিস্তারিত

শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত?

  • ক. ২৪ টাকা
  • খ. ৩৬ টাকা
  • গ. ৪৮ টাকা
  • ঘ. ৬০ টাকা

উত্তরঃ ৩৬ টাকা

বিস্তারিত

বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে-আসলে ১০৩৬ টাকা হবে?

  • ক. ৫৫০ টাকা
  • খ. ৬৫০ টাকা
  • গ. ৬০০ টাকা
  • ঘ. ৭০০ টাকা

উত্তরঃ ৭০০ টাকা

বিস্তারিত

১০% হার মুনাফায় কত টাকার ৪ বৎসরের সুদ ১৪০ টাকা?

  • ক. ৩০০ টাকা
  • খ. ৪০০ টাকা
  • গ. ৩৫০ টাকা
  • ঘ. ৪৫০ টাকা

উত্তরঃ ৩৫০ টাকা

বিস্তারিত

৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?

  • ক. ১২০০ টাকা
  • খ. ১০০০ টাকা
  • গ. ১৫০০ টাকা
  • ঘ. ২০০০ টাকা

উত্তরঃ ২০০০ টাকা

বিস্তারিত

বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?

  • ক. ৮ বছরে
  • খ. ১০ বছরে
  • গ. ১২ ১/২ বছরে
  • ঘ. ১৬ বছরে

উত্তরঃ ১২ ১/২ বছরে

বিস্তারিত

বার্ষিক ৪.৫ টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?

  • ক. ৭২৫ টাকা
  • খ. ৭০০ টাকা
  • গ. ৭০২ টাকা
  • ঘ. ৭২৬ টাকা

উত্তরঃ ৭০০ টাকা

বিস্তারিত

বার্ষিক শতকরা ৫ টাকা হারে ৫০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত হবে?

  • ক. ২৫ টাকা
  • খ. ৫০ টাকা
  • গ. ৭৫ টাকা
  • ঘ. ১০০ টাকা

উত্তরঃ ৭৫ টাকা

বিস্তারিত

কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসলের পরিমাণ কত?

  • ক. ৪৫০০ টাকা
  • খ. ৪৮০০ টাকা
  • গ. ৫১০০ টাকা
  • ঘ. ৫৪০০ টাকা

উত্তরঃ ৪৮০০ টাকা

বিস্তারিত

What is the effective rate of interest of a lump sum that is compounded quarterly at 12% annually?

  • ক. 10.25%
  • খ. 10.32%
  • গ. 10.36%
  • ঘ. 10.38%

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

বার্ষিক ৮% হার সুদে কত বছরে ৩৫০ টাকার সুদ ১৪০ টাকা হবে?

  • ক. ৪ বছর
  • খ. ৪ ১/২ বছর
  • গ. ৫ বছর
  • ঘ. ৫ ১/২ বছর

উত্তরঃ ৫ বছর

বিস্তারিত

বার্ষিক ৪.৫ টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?

  • ক. ৭২৫ টাকা
  • খ. ৭০০ টাকা
  • গ. ৭০২ টাকা
  • ঘ. ৭২৬ টাকা

উত্তরঃ ৭০০ টাকা

বিস্তারিত

বার্ষিক শতকরা 6 টাকা হারে সরল সুদে 5200 টাকার 2 বৎসরের সুদ কত?

  • ক. 450 টাকা
  • খ. 524 টাকা
  • গ. 600 টাকা
  • ঘ. 624 টাকা

উত্তরঃ 624 টাকা

বিস্তারিত

বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত?

  • ক. ২০০ টাকা
  • খ. ১৫০ টাকা
  • গ. ১৭৫ টাকা
  • ঘ. ২৫০ টাকা

উত্তরঃ ১৫০ টাকা

বিস্তারিত

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

  • ক. তাজউদ্দীন আহমদ
  • খ. সৈয়দ নজরুল ইসলাম
  • গ. কমরেড মনি সিংহ
  • ঘ. মাওলানা ভাসানী

উত্তরঃ মাওলানা ভাসানী

বিস্তারিত

৬% হারে ৯ মাসে ১০,০০০/- টাকার সুদ কত হবে?

  • ক. ৫০০ টাকা
  • খ. ৬০০ টাকা
  • গ. ৪৫০ টাকা
  • ঘ. ৬৫০ টাকা

উত্তরঃ ৪৫০ টাকা

বিস্তারিত

৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?

  • ক. ৩ বছরে
  • খ. ৪ বছরে
  • গ. ৫ বছরে
  • ঘ. ৬ বছরে

উত্তরঃ ৪ বছরে

বিস্তারিত

শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৭২০ টাকার ২ বছর ৪ মাসের সুদ কত হবে?

  • ক. ৮৩ টাকা
  • খ. ৮৪ টাকা
  • গ. ৮২ টাকা
  • ঘ. ৯০ টাকা

উত্তরঃ ৮৪ টাকা

বিস্তারিত

জলিল মিয়া পাঁচ সপ্তাহে ৩৮০ টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে এ টাকার ২.৬ গুণ সঞ্চয় করবেন?

  • ক. ১০ সপ্তাহে
  • খ. ১১ সপ্তাহে
  • গ. ১২ সপ্তাহে
  • ঘ. ১৩ সপ্তাহে

উত্তরঃ ১৩ সপ্তাহে

বিস্তারিত

শতকরা ২০ টাকা মুনাফায় ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

  • ক. ৭৫০ টাকা
  • খ. ৭৪০ টাকা
  • গ. ৭২০ টাকা
  • ঘ. ৭০০ টাকা

উত্তরঃ ৭২০ টাকা

বিস্তারিত

বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪ ৩/৪% হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত?

  • ক. ১৬০০ টাকা
  • খ. ১৬০০০ টাকা
  • গ. ১৬০০০০ টাকা
  • ঘ. ১৬০০০০০ টাকা

উত্তরঃ ১৬০০০ টাকা

বিস্তারিত

১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?

  • ক. ২০০ টাকা
  • খ. ৩০০ টাকা
  • গ. ৪০০ টাকা
  • ঘ. ১০০ টাকা

উত্তরঃ ২০০ টাকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects