লাভ ক্ষতি

একটি বই ১২০ টাকায় কিনে, ১০০ টাকায় বিক্রি করে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

  • ক. ১৬.৩৩ টাকা লাভ হবে
  • খ. ১৬.৬৭ টাকা লাভ হবে
  • গ. ১৭.৩৩ টাকা ক্ষতি হবে
  • ঘ. ১৬.৬৭ টাকা ক্ষতি হবে

উত্তরঃ ১৬.৬৭ টাকা ক্ষতি হবে

বিস্তারিত

ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা কত লাভ / ক্ষতি হবে?

  • ক. ২৫% লাভ
  • খ. ২৫% ক্ষতি
  • গ. ৭৫% লাভ
  • ঘ. ৭৫% ক্ষতি

উত্তরঃ ২৫% লাভ

বিস্তারিত

একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

  • ক. ২০০ টাকা
  • খ. ২১০ টাকা
  • গ. ১৬২ টাকা
  • ঘ. ১৯৮ টাকা

উত্তরঃ ২০০ টাকা

বিস্তারিত

৫০০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হলো, ক্রয়মূল্য কত?

  • ক. ৬২৫ টাকা
  • খ. ৫২৫ টাকা
  • গ. ৪০০ টাকা
  • ঘ. ৩৭৫ টাকা

উত্তরঃ ৪০০ টাকা

বিস্তারিত

৪% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে ক্রয়মূল্য কত?

  • ক. ৪০০ টাকা
  • খ. ৪২০ টাকা
  • গ. ৪৪০ টাকা
  • ঘ. ৪৫০ টাকা

উত্তরঃ ৪৫০ টাকা

বিস্তারিত

টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

  • ক. ২৫% লাভ হবে
  • খ. ২৫% ক্ষতি হবে
  • গ. ৩০% লাভ হবে
  • ঘ. লাভ বা ক্ষতি কিছুই হবে না

উত্তরঃ লাভ বা ক্ষতি কিছুই হবে না

বিস্তারিত

বিক্রয় ২০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৫,০০০ টাকা। বিক্রীত পণ্যের মূল্য ৫,০০০ টাকা হলে লাভ কত?

  • ক. ৫০০০ টাকা
  • খ. ৮০০০ টাকা
  • গ. ১০০০০ টাকা
  • ঘ. ১৫০০০ টাকা

উত্তরঃ ১০০০০ টাকা

বিস্তারিত

নগদ ক্রয় ৫,০০০ টাকা, সমাপনী জাবেদায় এর ডেবিট টিকে কি বলে?

  • ক. নগদান হিসাব
  • খ. আয় বিবরণী
  • গ. ক্রয় হিসাব
  • ঘ. পাওনাদার হিসাব

উত্তরঃ ক্রয় হিসাব

বিস্তারিত

৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

  • ক. ৩৫১/২ % লাভten
  • খ. ৩৩১/৩ % লাভ
  • গ. ৩০% লাভ
  • ঘ. ৩৩১/২ % লাভ

উত্তরঃ ৩৩১/৩ % লাভ

বিস্তারিত

What is the difference between the interests earned on Tk. 10000 for five years on yearly compounding basis and simple interest basis?

  • ক. Tk. 1770
  • খ. Tk. 1760
  • গ. Tk. 1750
  • ঘ. Tk. 1700

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

A discount series 10%, 15% and 20% is equal to a single discound of :

  • ক. 38.8%
  • খ. 61.2%
  • গ. 76.5%
  • ঘ. 23.5%

উত্তরঃ 38.8%

বিস্তারিত

১৯০ টাকায় একট দ্রব্য বিক্রয় করাতে ৫% ক্ষতি হলে, দ্রব্যটির ক্রয় মূল্য কত?

  • ক. ১৯৫ টাকা
  • খ. ২০০ টাকা
  • গ. ২০৫ টাকা
  • ঘ. ২১০ টাকা

উত্তরঃ ২০০ টাকা

বিস্তারিত

এম এস ওয়ার্ডে কাজ করার সময় Crlt + Home বাটন চাপলে কারসরটি কোথায় যাবে?

  • ক. নতুন ডকুমেন্ট ওপেন হবে
  • খ. কারসর সেন্টেল এর শুরুতে যাবে
  • গ. কারসর ডকুমেন্টের শুরুতে যাবে
  • ঘ. কারসর ডকুমেন্টের শেষে যাবে

উত্তরঃ কারসর ডকুমেন্টের শুরুতে যাবে

বিস্তারিত

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার?

  • ক. ৬১৫০ মিটার
  • খ. ৬২৫০ মিটার
  • গ. ৬৫৫০ মিটার
  • ঘ. ৬০০০ মিটার

উত্তরঃ ৬১৫০ মিটার

বিস্তারিত

একটি দ্রব্য ৫৭ টাকায় বিক্রয় করাতে ৫% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

  • ক. ৬০ টাকা
  • খ. ৬২ টাকা
  • গ. ৫৪ টাকা
  • ঘ. ৫২ টাকা

উত্তরঃ ৬০ টাকা

বিস্তারিত

  • avatar
    MD RABIUL ISLAM - 2 years ago
    দয়া করে প্রতিটি অংকের ব্যাখ্যাসহ সমাধান দিলে আমরা অনেক বেশি উপকৃত হতাম

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects