রেখা কোণ ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য

একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গসে.মি. । ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য কত?

  • ক. ১০.৭৫ সে.মি.
  • খ. ১২ সে.মি.
  • গ. ১৩.৪৫ সে.মি.
  • ঘ. ১১.৬৫ সে.মি.

উত্তরঃ ১০.৭৫ সে.মি.

বিস্তারিত

৭০° কোণের সম্পূরক কোণ কোনটি?

  • ক. ২০°
  • খ. ১১০°
  • গ. ২২০°
  • ঘ. ২৯০

উত্তরঃ ১১০°

বিস্তারিত

একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2 : 3 : 4. কোণগুলোর মান হচ্ছে-

  • ক. 80°, 120°, 160°
  • খ. 40°, 60°, 80°
  • গ. 30°, 45°, 15°
  • ঘ. 30°, 50°, 90°

উত্তরঃ 40°, 60°, 80°

বিস্তারিত

তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

  • ক. ৩, ৪ এবং ৫
  • খ. ২, ৫ এবং ৮
  • গ. ৫, ৪ এবং ৯
  • ঘ. সকল ক্ষেত্রে

উত্তরঃ ৩, ৪ এবং ৫

বিস্তারিত

∆ABC এর ∠A=x, ∠B=2x এবং ∠C=3x হলে ত্রিভুজটি কী ত্রিভুজ?

  • ক. সুক্ষ্মকোণী ত্রিভুজ
  • খ. স্থুলকোণী ত্রিভুজ
  • গ. সমকোণী ত্রিভুজ
  • ঘ. সমদ্বিবাহু ত্রিভুজ

উত্তরঃ সমকোণী ত্রিভুজ

বিস্তারিত

রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে -

  • ক. শুধু সমদ্বিখন্ডিত করে
  • খ. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে
  • গ. সমকোণে সমদ্বিখন্ডিত করে
  • ঘ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে

উত্তরঃ সমকোণে সমদ্বিখন্ডিত করে

বিস্তারিত

রেখার বৈশিষ্ট্য কোনটি?

  • ক. কেবল দৈর্ঘ্য আছে
  • খ. দৈর্ঘ্য ও প্রস্থ আছে
  • গ. দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু আছে
  • ঘ. ক ও গ উভয়ই

উত্তরঃ কেবল দৈর্ঘ্য আছে

বিস্তারিত

৬০ এর পূরক কোণ কোনটি?

  • ক. ১২০
  • খ. ৩০০
  • গ. ৩০
  • ঘ. ২১০

উত্তরঃ ৩০

বিস্তারিত

দুই সমকোণ সমান কত ডিগ্রী?

  • ক. ৯০
  • খ. ১৮০
  • গ. ৩৬০
  • ঘ. ২৪০

উত্তরঃ ১৮০

বিস্তারিত

ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি?

  • ক. ভূমি * উচ্চতা
  • খ. ১/২ * ভূমি * উচ্চতা
  • গ. ১/২ * ভূমি * ১ বাহুর দৈর্ঘ্য
  • ঘ. ১/২ * ১/২ ভূমি * উচ্চতা

উত্তরঃ ১/২ * ভূমি * উচ্চতা

বিস্তারিত

সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রি হলে অপরটি কত?

  • ক. ১২০ ডিগ্রি
  • খ. ৩০ ডিগ্রি
  • গ. ৫০ ডিগ্রি
  • ঘ. ৬০ ডিগ্রি

উত্তরঃ ৬০ ডিগ্রি

বিস্তারিত

কোনটি সরল কোণ?

  • ক. ১২০
  • খ. ১৮০
  • গ. ০
  • ঘ. ৯০

উত্তরঃ ১৮০

বিস্তারিত

একটি কোণের পরিমাণ ১৮১ ডিগ্রি হলে একে কী কোণ বলে?

  • ক. সমকোণ
  • খ. প্রবৃদ্ধ কোণ
  • গ. সূক্ষ্মকোণ
  • ঘ. স্থুলকোণ

উত্তরঃ প্রবৃদ্ধ কোণ

বিস্তারিত

যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় তাকে কী বলে?

  • ক. বর্গক্ষেত্র
  • খ. আয়তক্ষেত্র
  • গ. সামন্তরিক
  • ঘ. রম্বস

উত্তরঃ রম্বস

বিস্তারিত

সামন্তরিকের ক্ষেত্রফল কোনটি?

  • ক. দৈর্ঘ্য * প্রস্থ
  • খ. ভূমি * উচ্চতা
  • গ. ভূমি * উচ্চতা
  • ঘ. ১/২ * ভূমি * উচ্চতা

উত্তরঃ ভূমি * উচ্চতা

বিস্তারিত

৫৫ কোণের পূরক কোণ কত?

  • ক. ৩৫
  • খ. ১৩৫
  • গ. ১২৫
  • ঘ. ৪৫

উত্তরঃ ৩৫

বিস্তারিত

একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি.। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত?

  • ক. ১৫.২ সে.মি.
  • খ. ১০.৫ সে.মি.
  • গ. ১০.৭ সে.মি.
  • ঘ. ১৭.১ সে.মি.

উত্তরঃ ১০.৭ সে.মি.

বিস্তারিত

0 কোণের পূরক কোণ কোনটি?

  • ক. ০
  • খ. ৯০
  • গ. ৪৫
  • ঘ. ১৮০

উত্তরঃ ৯০

বিস্তারিত

ABC সমকোণী ত্রিভুজের তিনটি বাহু a, b, c হলে, নিচের কোনিট সত্য?

  • ক. a + b = c
  • খ. a2 + b2 = c2
  • গ. (a+b)2 = c2
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ a2 + b2 = c2

বিস্তারিত

যে কোণের ডিগ্রী এর পরিমাণ ৯০ হলে তাকে কী বলে?

  • ক. সমকোণ
  • খ. স্থুলকোণ
  • গ. সরলকোণ
  • ঘ. সূক্ষ্মকোণ

উত্তরঃ সমকোণ

বিস্তারিত

একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ ৪২ সে.মি. , ৩৪ সে.মি. এবং ২০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

  • ক. ২৫৬ বর্গ সে.মি.
  • খ. ৩২৮ বর্গ সে.মি.
  • গ. ৩৩৬ বর্গ সে.মি.
  • ঘ. ৫৭৬ বর্গ সে.মি.

উত্তরঃ ৩৩৬ বর্গ সে.মি.

বিস্তারিত

৩০ মিটার উচ্চতা ও ২০ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?

  • ক. ৪০০ বর্গ মিটার
  • খ. ৩০০ বর্গ মিটার
  • গ. ৬০০ বর্গ মিটার
  • ঘ. ১৫০ বর্গ মিটার

উত্তরঃ ৩০০ বর্গ মিটার

বিস্তারিত

৯০ কোণের পূরক কোণের মান কত?

  • ক. ০
  • খ. ৯০
  • গ. ১৮০
  • ঘ. ৩৬০

উত্তরঃ

বিস্তারিত

সমকোণী ত্রিভুজের একটি কোণ ৬০ হলে অপর কোণটি কত?

  • ক. ৩০
  • খ. ১২০
  • গ. ৬০
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ৩০

বিস্তারিত

ত্রিভুজের তিন কোণর সমষ্টি = ?

  • ক. ৯০
  • খ. ১৮০
  • গ. ২৭০
  • ঘ. ৩৬০

উত্তরঃ ১৮০

বিস্তারিত

চতুর্ভুজের চার কোণর সমষ্টি কত?

  • ক. দুই সমকোণ
  • খ. তিন সমকোণ
  • গ. তিন সমকোণের বেশি কিন্তু চার সমকোনের কম
  • ঘ. চার সমকোণ

উত্তরঃ চার সমকোণ

বিস্তারিত

ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

  • ক. ভূমি * উচ্চতা
  • খ. (ভূমি ( উচ্চতা)/২
  • গ. (ভূমি * উচ্চতা)/৩
  • ঘ. দৈর্ঘ্য * প্রস্থ

উত্তরঃ (ভূমি ( উচ্চতা)/২

বিস্তারিত

ঘড়িতে এখন ৮টা বজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যেকার কোণটি হবে -

  • ক. ১৫০ ডিগ্রি
  • খ. ১৬০ ডিগ্রি
  • গ. ৯০ ডিগ্রি
  • ঘ. ১২০ ডিগ্রি

উত্তরঃ ১২০ ডিগ্রি

বিস্তারিত

If the sum to two adjacent angles is equal to two right angles, then the two angles are -

  • ক. adjacent angles
  • খ. straight angles
  • গ. supplementary angles
  • ঘ. condemmatory angles

উত্তরঃ supplementary angles

বিস্তারিত

দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর -

  • ক. সম্পূরক কোণ
  • খ. বিপ্রতীপ কোণ
  • গ. সন্নিহিত কোণ
  • ঘ. পূরক কোণ

উত্তরঃ সম্পূরক কোণ

বিস্তারিত

দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে -

  • ক. সম্পূরক কোণ
  • খ. বিপ্রতীক কোণ
  • গ. স্থুলকোণ
  • ঘ. প্রাবৃদ্ধকোণ

উত্তরঃ প্রাবৃদ্ধকোণ

বিস্তারিত

জ্যা শব্দের অর্থ -

  • ক. ভূমি
  • খ. সম্পূরক
  • গ. কোণ
  • ঘ. সরলরেখা

উত্তরঃ ভূমি

বিস্তারিত

দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?

  • ক. সমদ্বিখণ্ডিত কোণ
  • খ. পূরক কোণ
  • গ. সম্পূরক কোণ
  • ঘ. সমকোণ

উত্তরঃ সম্পূরক কোণ

বিস্তারিত

আয়ত এর বাহুগুলো পরস্পর সমান হলে কী হয়?

  • ক. রম্বস
  • খ. সামান্তরিক
  • গ. বর্গ
  • ঘ. আয়ত

উত্তরঃ বর্গ

বিস্তারিত

17 সে.মি., 15 সে.মি. 8 সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে-

  • ক. সমবাহু
  • খ. সমদ্বিবাহু
  • গ. সমকোণী
  • ঘ. স্থুলকোণী

উত্তরঃ সমকোণী

বিস্তারিত

দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?

  • ক. ৪
  • খ. ২
  • গ. ৮
  • ঘ. ১৬

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?

  • ক. ৬২ ডিগ্রি
  • খ. ১১৮ ডিগ্রি
  • গ. ৩৩২ ডিগ্রি
  • ঘ. ১৫২ ডিগ্রি

উত্তরঃ ১৫২ ডিগ্রি

বিস্তারিত

কোন ত্রিভুজের তিন কোণের দ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে -

  • ক. পরিকেন্দ্র
  • খ. ভরকেন্দ্র
  • গ. অন্তঃকেন্দ্র
  • ঘ. লম্ববিন্দু

উত্তরঃ অন্তঃকেন্দ্র

বিস্তারিত

বৃত্তস্থ সামান্তরিক একটি -

  • ক. বর্গক্ষেত্র
  • খ. ট্রাপিজিয়াম
  • গ. রম্বস
  • ঘ. আয়তক্ষেত্র

উত্তরঃ আয়তক্ষেত্র

বিস্তারিত

সামাস্তরিতের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে -

  • ক. আয়তক্ষেত্র
  • খ. বর্গক্ষেত্র
  • গ. রম্বস
  • ঘ. ট্রাপিজিয়াম

উত্তরঃ আয়তক্ষেত্র

বিস্তারিত

ABCD সামন্তরিকের AB = 12 সেমি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সেমি. সামন্তরিকটির ক্ষেত্রফল -

  • ক. 18 বর্গ সে.মি.
  • খ. 36 বর্গ সে.মি.
  • গ. 72 বর্গ সে.মি.
  • ঘ. 144 বর্গ সে.মি.

উত্তরঃ 72 বর্গ সে.মি.

বিস্তারিত

একটি রম্বসের কর্ণদ্বয় 5 সেমি ও 6 সেমি হলে, এর ক্ষেত্রফল কত?

  • ক. 30 বর্গ সেমি
  • খ. 25 বর্গ সেমি
  • গ. 20 বর্গ সেমি
  • ঘ. 15 বর্গ সেমি

উত্তরঃ 15 বর্গ সেমি

বিস্তারিত

১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?

  • ক. ২৪০ ডিগ্রি
  • খ. ৮০ ডিগ্রি
  • গ. ১০০ ডিগ্রি
  • ঘ. ৬০ ডিগ্রি

উত্তরঃ ৬০ ডিগ্রি

বিস্তারিত

দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?

  • ক. সরল কোণ
  • খ. পূরক কোণ
  • গ. সম্পূরক কোণ
  • ঘ. সন্নিহিত কোণ

উত্তরঃ সম্পূরক কোণ

বিস্তারিত

একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪ ফুট, বর্গের ক্ষেত্রফল কত?

  • ক. ৪ বর্গফুট
  • খ. ৮ বর্গফুট
  • গ. ১২ বর্গফুট
  • ঘ. ১৬ বর্গফুট

উত্তরঃ ৮ বর্গফুট

বিস্তারিত

ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্য বিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর -

  • ক. দ্বিগুণ
  • খ. সমান
  • গ. অর্ধেক
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ অর্ধেক

বিস্তারিত

সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পর্যায়ক্রমে যোগ করলে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় তা -

  • ক. স্থুলকোণী ত্রিভুজ
  • খ. সূক্ষ্মকোণী ত্রিভুজ
  • গ. সমকোণী ত্রিভুজ
  • ঘ. সমদ্বিবাহু ত্রিভুজ

উত্তরঃ সূক্ষ্মকোণী ত্রিভুজ

বিস্তারিত

১টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৬ বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত?

  • ক. ৭ মিটার
  • খ. ৭.৫ মিটার
  • গ. ৭.৭৫ মিটার
  • ঘ. ৮ মিটার

উত্তরঃ ৭.৭৫ মিটার

বিস্তারিত

চতুর্ভুজের চার বাহু সমান হলে তাকে বলা হয় -

  • ক. বৃত্ত
  • খ. রম্বস
  • গ. বর্গ
  • ঘ. সামন্তরিক

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল ও অপর দুটি বাহু অসমান্তরাল তাকে কী বলে?

  • ক. ট্রাপিজিয়াম
  • খ. বর্গক্ষেত্র
  • গ. আয়তক্ষেত্র
  • ঘ. সামান্তরিক

উত্তরঃ ট্রাপিজিয়াম

বিস্তারিত

পাঁচ বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?

  • ক. ৪টি
  • খ. ৩টি
  • গ. ৬টি
  • ঘ. ৫টি

উত্তরঃ ৫টি

বিস্তারিত

একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?

  • ক. ৪২ বর্গমিটার
  • খ. ৩৬ বর্গমিটার
  • গ. ৪৮ বর্গমিটার
  • ঘ. ৫০ বর্গমিটার

উত্তরঃ ৪৮ বর্গমিটার

বিস্তারিত

একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরলে ১.৫ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরে?

  • ক. ১৮০
  • খ. ২৭০
  • গ. ৩৬০
  • ঘ. ৫৪০

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তাকে বলে -

  • ক. আয়তক্ষেত্র
  • খ. বর্গক্ষেত্র
  • গ. রম্বস
  • ঘ. সামন্তরিক

উত্তরঃ রম্বস

বিস্তারিত

বাংলা ভাষার উৎপত্তি হয়েছে -

  • ক. সপ্তম শতাব্দীতে
  • খ. অষ্টম শতাব্দীতে
  • গ. নবম শতাব্দীতে
  • ঘ. দশম শতাব্দীতে

উত্তরঃ সপ্তম শতাব্দীতে

বিস্তারিত

ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি -

  • ক. সমকোণী
  • খ. স্থুলকোণী
  • গ. সমবাহু
  • ঘ. সূক্ষ্মকোণী

উত্তরঃ সমকোণী

বিস্তারিত

একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?

  • ক. সরলে কোণ
  • খ. সম্পূরক কোণ
  • গ. সূক্ষ্মকোণ
  • ঘ. সন্নিহিত কোণ

উত্তরঃ সূক্ষ্মকোণ

বিস্তারিত

ত্রিভুজের তিন কোণের সমষ্টি = কত?

  • ক. এক সমকোণ
  • খ. দুই সমকোণ
  • গ. তিন সমকোণ
  • ঘ. চার সমকোণ

উত্তরঃ দুই সমকোণ

বিস্তারিত

একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে?

  • ক. ১৯০ ডিগ্রি.
  • খ. ২৭০ ডিগ্রি.
  • গ. ৩৬০ ডিগ্রি.
  • ঘ. ৫৪০ ডিগ্রি.

উত্তরঃ ৫৪০ ডিগ্রি.

বিস্তারিত

১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?

  • ক. ২৬ মার্চ ১৯৭২
  • খ. ১০ এপ্রিল, ১৯৭১
  • গ. ১৭ এপ্রিল, ১৯৭১
  • ঘ. ২৯ এপ্রিল, ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১

বিস্তারিত

একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মিটার ও ৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

  • ক. ১৫ বর্গমিটার
  • খ. ২০ বর্গমিটার
  • গ. ২৪ বর্গমিটার
  • ঘ. ৩০ বর্গমিটার

উত্তরঃ ২৪ বর্গমিটার

বিস্তারিত

ত্রিভুজের যোগফল নির্ণয়ের সূত্র কোনটি?

  • ক. ১/২ (ভূমি + উচ্চতা)
  • খ. ১/২ (ভূমি * উচ্চতা)
  • গ. ১/২ (ভূমি - উচ্চতা)
  • ঘ. কোনোটি নয়

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে?

  • ক. ১৮০ ডিগ্রি
  • খ. ২৭০ ডিগ্রি
  • গ. ৩৬০ ডিগ্রি
  • ঘ. ৫৪০ ডিগ্রি

উত্তরঃ ৫৪০ ডিগ্রি

বিস্তারিত

একটি ত্রিভুজের ভূমি ১২ ইঞ্চি এবং উচ্চতা ৮ ইঞ্চি হলে এর ক্ষেত্রফল কত?

  • ক. ৪০ বর্গ ইঞ্চি
  • খ. ৪৮ বর্গ ইঞ্চি
  • গ. ৪৮ ইঞ্চি
  • ঘ. ৪০ ইঞ্চি

উত্তরঃ ৪৮ ইঞ্চি

বিস্তারিত

একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ইঞ্চি হলে এর পরিসীমা কত?

  • ক. ৭ ইঞ্চি
  • খ. ১৪ বর্গ ইঞ্চি
  • গ. ৭ বর্গ ইঞ্চি
  • ঘ. ১৪ ইঞ্চি

উত্তরঃ ১৪ ইঞ্চি

বিস্তারিত

একটি কোণের পরিমাণ ১৮২ হলে একে কী কোণ বলে ?

  • ক. সূক্ষ্মকোণ
  • খ. স্থুলকোণ
  • গ. প্রবৃদ্ধ কোণ
  • ঘ. সমকোণ

উত্তরঃ প্রবৃদ্ধ কোণ

বিস্তারিত

সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক সূত্র হচ্ছে -

  • ক. ১/২ * ভূমি * উচ্চতা
  • খ. ভূমি * ‍উচ্চতা
  • গ. দৈর্ঘ্য * প্রস্থ
  • ঘ. ২ (দৈর্ঘ্য * উচ্চতা)

উত্তরঃ ভূমি * ‍উচ্চতা

বিস্তারিত

একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬টি হলে অন্তঃকোণসমূহের সমষ্টি হবে -

  • ক. ৭ সমকোণ
  • খ. ৬ সমকোণ
  • গ. ৮ সমকোণ
  • ঘ. ৯ সমকোণ

উত্তরঃ ৮ সমকোণ

বিস্তারিত

এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে - বলা হয়।

  • ক. সূক্ষ্মকোণ
  • খ. সমকোণ
  • গ. স্থুলকোণ
  • ঘ. প্রবৃদ্ধকোণ

উত্তরঃ স্থুলকোণ

বিস্তারিত

কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

  • ক. ১/২ (ভূমি * উচ্চতা)
  • খ. দৈর্ঘ্য + প্রস্থ
  • গ. ভূমি * উচ্চতা
  • ঘ. ২ (দৈর্ঘ্য + প্রস্থ)

উত্তরঃ ভূমি * উচ্চতা

বিস্তারিত

45 কে রেডিয়ানে প্রকাশ করুন।

  • ক. 0.19
  • খ. 3.14
  • গ. 0.78
  • ঘ. 2.14

উত্তরঃ 0.78

বিস্তারিত

কোনো ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে কী বলে?

  • ক. ভরকেন্দ্র
  • খ. লম্বকেন্দ্র
  • গ. পরিকেন্দ্র
  • ঘ. অন্তঃকেন্দ্র

উত্তরঃ ভরকেন্দ্র

বিস্তারিত

একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?

  • ক. ১৬ বর্গমিটার
  • খ. ৩২ বর্গমিটার
  • গ. ৬৪ বর্গমিটার
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে এর ক্ষেত্রফল কত?

  • ক. 12 বর্গসেমি
  • খ. 18 বর্গসেমি
  • গ. 24 বর্গসেমি
  • ঘ. 36 বর্গসেমি

উত্তরঃ 18 বর্গসেমি

বিস্তারিত

দুইটি কোণের যোগফল এক সমকোণের সমান হলে, একটি কোণ অপরটির -।

  • ক. পূরক
  • খ. সম্পূরক
  • গ. সন্নিহিত
  • ঘ. বিপ্রতীক

উত্তরঃ পূরক

বিস্তারিত

কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি -

  • ক. বর্গ
  • খ. রম্বস
  • গ. ট্রাপিজিয়াম
  • ঘ. আয়তক্ষেত্র

উত্তরঃ আয়তক্ষেত্র

বিস্তারিত

নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?

  • ক. বর্গ
  • খ. আয়ত
  • গ. ট্রাপিজিয়াম
  • ঘ. রম্বস

উত্তরঃ রম্বস

বিস্তারিত

কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অংকিত বৃত্তটির কেন্দ্রকে বলে -

  • ক. অন্তঃকেন্দ্র
  • খ. পরিকেন্দ্র
  • গ. লম্বকেন্দ্র
  • ঘ. ভরকেন্দ্র

উত্তরঃ পরিকেন্দ্র

বিস্তারিত

২৮ কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?

  • ক. ৬০
  • খ. ৪০
  • গ. ৭৬
  • ঘ. ৩১

উত্তরঃ ৭৬

বিস্তারিত

আয়ত্রক্ষেত্রের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুসমূহের যোগে যে চতুর্ভুজ হয়, তা একটি -

  • ক. রম্বস
  • খ. বর্গক্ষেত্র
  • গ. সামান্তরিক
  • ঘ. আয়ত্রক্ষেত্র

উত্তরঃ রম্বস

বিস্তারিত

একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমাণ কত?

  • ক. ৫ কাঠা
  • খ. ৭ কাঠা
  • গ. ১০ কাঠা
  • ঘ. ২০ কাঠা

উত্তরঃ ১০ কাঠা

বিস্তারিত

সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে -

  • ক. আয়তক্ষেত্র
  • খ. রম্বস
  • গ. ট্রাপিজিয়াম
  • ঘ. বর্গক্ষেত্র

উত্তরঃ আয়তক্ষেত্র

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects