২৮তম বিসিএস প্রিলি
26. যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসনসংখ্যা কতটি?
- ক. ৯৯
- খ. ১০০
- গ. ১০১
- ঘ. ১০২
- ক. সংবাদ সংস্থা
- খ. পরিবেশ সংস্থা
- গ. গোয়েন্দা সংস্থা
- ঘ. মানবাধিকার সংস্থা
- ক. ফ্লোরিডা
- খ. হিউস্টন
- গ. কেপ কেনেডি
- ঘ. টেক্সাস
29. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
- ক. ৩০০ বছর
- খ. ৩৩৫ বছর
- গ. ৩৪২ বছর
- ঘ. ৫০০ বছর
30. বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
- ক. বিল ক্লিনটন
- খ. জিমি কার্টার
- গ. নিক্সন
- ঘ. রিগ্যান
31. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
- ক. নিকোলাস সার্কোজি
- খ. জ্যাক শিরাক
- গ. ফ্রসিয়ে মিতেরা
- ঘ. জেনারেল দ্য গল
32. হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?
- ক. হিমালয়
- খ. কুনলুন পর্বত
- গ. ব্লাক ফরেস্ট
- ঘ. আলপস
33. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
- ক. সনোরা লাইন
- খ. ম্যাকনামারা লাইন
- গ. ডুরাল্ড লাইন
- ঘ. হিন্ডারবার্গ লাইন
34. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
- ক. বেলজিয়াম
- খ. ফ্রান্স
- গ. জার্মানি
- ঘ. ফিনল্যান্ড
35. বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?
- ক. পোল্যান্ড
- খ. লিথুয়ানিয়া
- গ. কাজাকস্তান
- ঘ. স্লোভাকিয়া
36. রেফ্রিজারেটরে কমপ্রেশারের কাজ কী?
- ক. ফ্রেয়নকে ঘনীভূত করা
- খ. ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
- গ. ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
- ঘ. ফ্রেয়নকে ঠান্ডা করা
37. এক গ্রাম পানির তাপমাত্রা ২০o হতে ৩০o সেলসিয়াস বৃদ্ধির জন্যে কত তাপের প্রয়োজন?
- ক. ১ ক্যালরি
- খ. ২ ক্যালরি
- গ. ৩ ক্যালরি
- ঘ. ৪ ক্যালরি
38. কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
- ক. ১ সেকেন্ড
- খ. ০.১ সেকেন্ড
- গ. ০.০১ সেকেন্ড
- ঘ. ০.০০১ সেকেন্ড
39. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
- ক. স্থায়ী চুম্বক
- খ. অস্থায়ী চুম্বক
- গ. সংকর চুম্বক
- ঘ. প্রাকৃতিক চুম্বক
40. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
- ক. কমপ্যাক, ১৯৮৫
- খ. এপসন, ১৯৮১
- গ. আইবিএম, ১৯৮৩
- ঘ. অ্যাপল, ১৯৭৭
41. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
- ক. ওয়াট আওয়ারে
- খ. ওয়াটে
- গ. ভোল্টে
- ঘ. কিলোওয়াট ঘণ্টায়
42. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
- ক. সোডিয়াম
- খ. পটাশিয়াম
- গ. ম্যাগনেশিয়াম
- ঘ. কোনটিই নয়
43. চা পাতায় কোন ভিটামিন থাকে>
- ক. ভিটামিন-ই
- খ. ভিটামিন-কে
- গ. ভিটামিন-বি কমপ্লেক্স
- ঘ. ভিটামিন-এ
44. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
- ক. নাইট্রোজেনর
- খ. ফসফরাসের
- গ. ইউরিয়ার
- ঘ. পটাশিয়ামের
45. মানুষের স্পাইসাল কর্ডের দৈর্ঘ্য কত?
- ক. ১৫ ইঞ্চি (প্রায়)
- খ. ১৭ ইঞ্চি (প্রায়)
- গ. ১৮ ইঞ্চি (প্রায়)
- ঘ. ২০ ইঞ্চি (প্রায়)
- ক. কোষের অস্বাভাবিক মৃত্যু
- খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি
- গ. কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
- ঘ. উপরের সবগুলি
47. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
- ক. অগ্ন্যাশয় হতে
- খ. প্যানক্রিয়াস হতে
- গ. লিভার হতে
- ঘ. পিটুইটারী গ্লান্ড হতে
- ক. ৪টি
- খ. ৫ টি
- গ. ৬টি
- ঘ. ৮ টি
49. জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
- ক. আলট্রা-ভায়োলেট রশ্মি
- খ. বিটা রশ্মি
- গ. আলফা রশ্মি
- ঘ. গামা রশ্মি
50. জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী?
- ক. প্রাকৃতিক পরিবেশ
- খ. সামাজিক পরিবেশ পরিবেশ
- গ. বায়বীয় পরিবেশ
- ঘ. সাংস্কৃতিক পরিবেশ