তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার

26. একটি IPV6 address এর দৈর্ঘ্য কত?

  • ক. 32 bits
  • খ. 128 bits
  • গ. 64 bits
  • ঘ. 256 bits

30. ACL ( Access Control List) এর দুটি প্রধান ধরণ হল-

  • ক. Standard and Extended
  • খ. Standard and Specialized
  • গ. Standard and Specialized
  • ঘ. Extended and EEE

32. C কী ধরনের প্রোগ্রামিং ভাষা-

  • ক. Law Level language
  • খ. Mid Level Language
  • গ. High Level language
  • ঘ. None of these

34. BIOS কি?

  • ক. Hardware
  • খ. Firmware
  • গ. Software
  • ঘ. Combination of hardware and software

39. নিচের কোনটি Antivirus নয়-

  • ক. Norton
  • খ. MCAfee
  • গ. Dr. SolomanToolkiy
  • ঘ. Security

40. Microprocessor এর কোন অংশে ALU থাকে

  • ক. Fetch unit
  • খ. Control unit
  • গ. Processing unit
  • ঘ. Flags unit

41. Comparative শব্দটির পরিভাষা হলো-

  • ক. সাম্যবাদ
  • খ. খেসারত
  • গ. তুলনামূলক
  • ঘ. প্রতিযোগিতা

42. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

  • ক. সৈয়দ নজরুল ইসলাম
  • খ. তাজউদ্দিন আহমেদ
  • গ. শেখ মুজিবুর রহমান
  • ঘ. এম মনসুর আলী

44. পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে প্রথম উত্থাপন করেছিলেন?

  • ক. শেরে বাংলা এ.কে ফজলুল হক
  • খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • গ. শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত
  • ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

45. সার্ক ( SAARC) গঠিত হয়েছে-

  • ক. ১৯৮৫ সনে
  • খ. ১৯৮৬ সনে
  • গ. ১৯৮৭ সনে
  • ঘ. ১৯৮৪ সনে

46. কোন ঘটনার জন্য ১৭৫৭ সাল ঐতিহাসিকভাবে বিখ্যাত?

  • ক. সিপাহী বিপ্লব
  • খ. পলাশীর যুদ্ধ
  • গ. পানিপথের যুদ্ধ
  • ঘ. জালিয়ান ওয়ালাবাগ হত্যাকান্ড

47. UNESCO - এর সদর দপ্তর -

  • ক. হেগ
  • খ. স্টকহোম
  • গ. প্যারিস
  • ঘ. ভিয়েনা

48. ‘পায়রা সমুদ্র’ কোন জেলায় অবস্থিত?

  • ক. ভোলা
  • খ. বরিশাল
  • গ. পটুখালী
  • ঘ. খুলনা


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics