তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার
51. মহান মুক্তিযুদ্ধকারের ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
- ক. ১ নম্বর সেক্টর
- খ. ২ নম্বর সেক্টর
- গ. ৪ নম্বর সেক্টর
- ঘ. ৫ নম্বর সেক্টর
52. বাংলাদেশের মানুষের খাদ্যে প্রানিজ আমিষের কত অংশ মাছ থেকে যোগান আসে?
- ক. ৫০%
- খ. ৬০%
- গ. ৭৫%
- ঘ. ৭২%
54. বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে-
- ক. সিলেট জেলায়
- খ. পঞ্চগড় জেলায়
- গ. মৌলভীবাজার জেলায়
- ঘ. কক্সবাজার জেলায়
55. বাংলাদেশে ই- পোর্ট কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে?
- ক. ৪০
- খ. ৩৫
- গ. ৩৮
- ঘ. ৪১
56. কোন স্থানটি বাংলাদেশের ঘোষিত ‘ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা নয়’-
- ক. হাকালুকি
- খ. সুন্দরবন
- গ. সোনাদিয়া দ্বীপ
- ঘ. চলনবিল
57. বাংলাদেশে ‘জাইকা’ কোন বিষয়ের উপর কাজ করছে?
- ক. সার্বিক উন্নয়ন
- খ. ধর্ম প্রচার
- গ. জনসংধ্যা
- ঘ. শিশু শিক্ষা
58. সুদানে বিক্ষোভকারী ও সেনাবাহিনীর মধ্যে কোন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
- ক. ক্ষমতা ভাগাভাগি
- খ. বিদ্রোহ দমন
- গ. নির্বাচন পদ্ধতি
- ঘ. সংবিধান প্রণয়ন
61. `একাত্তরের দিনগুলি' নামের বইয়ের লেখক-
- ক. মেজর রফিকুর ইসলাম
- খ. জাহানারা ইমাম
- গ. হুমায়ন আহমেদ
- ঘ. হাসান ইমাম
63. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাটকটির রচয়িতা কে?
- ক. মামুনুর রশীদ
- খ. সৈয়দ শামসুল হক
- গ. মমতাজউদ্দিন আহমদ
- ঘ. আব্দুল্লাহ আল মামুন
64. ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
- ক. দীনেশচন্দ্র সেন
- খ. প্রমথ চৌধুরী
- গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- ঘ. বিষ্ণু দে
66. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন/
- ক. ১৯১৪ সাল
- খ. ১৯১৫ সাল
- গ. ১৯১৩ সাল
- ঘ. ১৯১৬ সাল
67. ’বরফ গলা নদী’ ঔপন্যাসটি কার লেখা?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. আবুল ফজল
- গ. শওকত আলী
- ঘ. জহির রায়হান
68. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
- ক. কবর
- খ. চিঠি
- গ. রক্তাক্ত প্রান্তর
- ঘ. মুখরা রমণী বশীকরণ
69. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি?
- ক. চোখের বালি
- খ. আনোয়ারা
- গ. আগুনের পরশমনি
- ঘ. পথের পাঁচালি
71. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দশন কোনটি?
- ক. রামায়ণ
- খ. মহাভারত
- গ. শ্রীকৃষ্ণকীর্তন
- ঘ. চর্যাপদ
74. চন্ডীমঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দরায়ের উপাধি ছিল-
- ক. কবিরাজ
- খ. কবিগুরু
- গ. কবিকঙ্কন
- ঘ. কবিকণ্ঠ
75. ’দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- ক. দুল + না
- খ. দোল+না
- গ. দোল+ অনা
- ঘ. √দুল্+অনা