১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা

51. মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর ---

  • ক. থায়ামিন
  • খ. টায়ালিন
  • গ. মেলানিন
  • ঘ. নিয়াসিন

53. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

  • ক. ভিটামিন 'এ'
  • খ. ভিটামিন 'বি'
  • গ. ভিটামিন 'সি'
  • ঘ. ভিটামিন 'ডি'

54. শুদ্ধ বানান কোনটি?

  • ক. অপরাহ্ন
  • খ. অপরাহ্ণ
  • গ. অপরাণ্য
  • ঘ. অপরান্য

55. 'উগ্র' এর বিপরীত শব্দ----

  • ক. অনুগ্র
  • খ. সৌম্য
  • গ. ধীর
  • ঘ. স্থির

56. বাংলা উপসর্গ সংখ্যা কত?

  • ক. বিশটি
  • খ. একুশটি
  • গ. বাইশটি
  • ঘ. তেইশটি

57. কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?

  • ক. ঢাকা + ই
  • খ. মিশ্‌ + উক
  • গ. চোর + আ
  • ঘ. সোনা + আলি

58. 'ঋজু' শব্দের বিপরীত ---

  • ক. সোজা
  • খ. বাঁকা
  • গ. কঠিন
  • ঘ. তরল

59. 'দ্যুলোক' শব্দের অর্থ ---

  • ক. আকাশ
  • খ. বাতাস
  • গ. পৃথিবী
  • ঘ. পাতাল

60. কারক নির্ণয় করুন --'লোভে' পাপ 'পাপে' মৃত্যু।

  • ক. কর্মকারক
  • খ. সম্প্রদান কারক
  • গ. অপাদান কারক
  • ঘ. অধিকরণ কারক

61. সমাস নির্ণয় করুন -- বেআইনি

  • ক. অব্যয়ীভাব
  • খ. নঞ তৎপুরুষ
  • গ. উপপদ তৎপুরুষ
  • ঘ. নিত্য সমাস

62. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?

  • ক. দাঁড়ি
  • খ. কমা
  • গ. কোলন
  • ঘ. ড্যাস

63. 'গাড়ি স্টেশন ছাড়লো' --কোন কারক?

  • ক. অধিকরণ কারক
  • খ. করণ কারক
  • গ. অপাদান কারক
  • ঘ. কর্মকারক

64. 'একাদশে বৃহস্পতি' অর্থ ----

  • ক. সুসময়
  • খ. দুঃসময়
  • গ. অলীক বস্তু
  • ঘ. শেষ রক্ষা

66. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?

  • ক. ধূমকেতু
  • খ. সবুজপত্র
  • গ. ভারতী
  • ঘ. সওগাত

67. বাংলা গদ্যের জনক কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

68. 'ঘরের শত্রু বিভীষণ' বাগধারাটির অর্থ ---

  • ক. বদ্ধুভাবাপন্ন
  • খ. শত্রু
  • গ. রাবণের ভাই
  • ঘ. যে গৃহ বিবাদ করে

69. 'টীকা ভাষ্য' অর্থ ---

  • ক. ব্যাখ্যা বিশ্লেষণ
  • খ. সারকথা
  • গ. উৎস খোঁজা
  • ঘ. নির্ঘণ্ট

71. ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ---

  • ক. বাংলা
  • খ. সংস্কৃত
  • গ. আরবি
  • ঘ. ফারসি

72. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব ---

  • ক. সংস্কৃত থেকে
  • খ. গৌড়ীয় প্রাকৃত থেকে
  • গ. মাগধী প্রাকৃত থেকে
  • ঘ. মৈথিলী থেকে

73. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?

  • ক. গাম্ভীর্য
  • খ. প্রমিত উচ্চারণ
  • গ. তৎসম শব্দের বহুল ব্যবহার
  • ঘ. ব্যাকরণ অনুসরণ করে চলে

74. 'হাতি' শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. কুরঙ্গ
  • খ. ভুজঙ্গ
  • গ. করী
  • ঘ. কেশরী

75. কোন শব্দযুগল সমার্থক নয়?

  • ক. অটবি, বিটপী
  • খ. হেম, সুবর্ণ
  • গ. তটিনী, ঝর্ণা
  • ঘ. ধরা, মেদিনী


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics