প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 ৩য় ধাপ
51. আন্দামান ও নিকোবর দ্বীপ পুঞ্জের রাজধানী কোনটি?
- ক. পোর্ট ব্লেয়ার
- খ. সিকিম
- গ. পুদুচেরি
- ঘ. দাদরা
52. রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে?
- ক. রমিউলাস অগাস্টাস
- খ. জুপিটার
- গ. রাজা রোমিউলাস
- ঘ. অগাস্টাস সিজার
53. 'মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পরিচালক কে?
- ক. শেখ নিয়ামত আলী
- খ. খান আতাউর রহমান
- গ. জহির রায়হান
- ঘ. আব্দুল জব্বার খান
54. ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়?
- ক. সেক্সপিয়ার ও ভলতেয়ার
- খ. রুশো ও ভলতেয়ার
- গ. প্লেটো ও এরিস্টটল
- ঘ. সেক্সপিয়ার ও ইলিয়ট
56. একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি. মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?
- ক. 20 মিটার
- খ. ৫ মিটার
- গ. ১০ মিটার
- ঘ. 15 মিটার
57. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
- ক. ৪ বছর
- খ. ৮ বছর
- গ. ৫ বছর
- ঘ. ৩ বছর
59. বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-
- ক. ৭০০-১৪০০ খ্রিঃ
- খ. ৬৫০-১২০০ খ্রিঃ
- গ. ৪০০-৮০০ খ্রিঃ
- ঘ. ৫০০-১০০০ খ্রিঃ
60. Identify the correct spelling:
- ক. Equilibrium
- খ. Equalbrium
- গ. Equilebrium
- ঘ. Equalibrium
62. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না?
- ক. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
- খ. বিচার ব্যবস্থা
- গ. শাসনতান্ত্রিক কাঠামো
- ঘ. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
63. ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?
- ক. ৪৫০ টাকা
- খ. ৬৫০ টাকা
- গ. ৫০০ টাকা
- ঘ. ৬০০ টাকা
66. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড বাক্যের পর বসে-
- ক. কোলন
- খ. কমা
- গ. দাড়ি
- ঘ. সেমিকোলন
69. একটি গাড়ির চাকা যদি মিনিটে ৯০ বার ঘোরে, ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
- ক. ৩৬০০∘
- খ. ৫৪০∘
- গ. ১৮০∘
- ঘ. ২৭০∘
70. বাংলোদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে?
- ক. 42
- খ. 39
- গ. 40
- ঘ. ৪ঃ১
71. ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
- ক. ৩৬.৮৭
- খ. ৩৭.৮৭
- গ. ৩৬.৭৮
- ঘ. ৩৭.৭৮
73. কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?
- ক. লর্ড মাউন্ট ব্যাটেন
- খ. ওয়ারেন হেস্টিংস
- গ. লর্ড বেন্টিংক
- ঘ. লর্ড কর্ণওয়ালিস
74. দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?
- ক. ৩৩
- খ. ২৮
- গ. ২২
- ঘ. 42
75. Which sentence is correct?
- ক. One of my friend been sick
- খ. One of my friends is sick
- গ. One of my friend is sick
- ঘ. One of my friends are sick