প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 ৩য় ধাপ

51. আন্দামান ও নিকোবর দ্বীপ পুঞ্জের রাজধানী কোনটি?

  • ক. পোর্ট ব্লেয়ার
  • খ. সিকিম
  • গ. পুদুচেরি
  • ঘ. দাদরা

52. রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে?

  • ক. রমিউলাস অগাস্টাস
  • খ. জুপিটার
  • গ. রাজা রোমিউলাস
  • ঘ. অগাস্টাস সিজার

53. 'মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পরিচালক কে?

  • ক. শেখ নিয়ামত আলী
  • খ. খান আতাউর রহমান
  • গ. জহির রায়হান
  • ঘ. আব্দুল জব্বার খান

54. ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়?

  • ক. সেক্সপিয়ার ও ভলতেয়ার
  • খ. রুশো ও ভলতেয়ার
  • গ. প্লেটো ও এরিস্টটল
  • ঘ. সেক্সপিয়ার ও ইলিয়ট

55. ১৬ কোটির ১% কত?

  • ক. ২০ হাজার
  • খ. ১ কোটি ৬০ লক্ষ
  • গ. ১৬ লক্ষ
  • ঘ. ১৬ হাজার

59. বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-

  • ক. ৭০০-১৪০০ খ্রিঃ
  • খ. ৬৫০-১২০০ খ্রিঃ
  • গ. ৪০০-৮০০ খ্রিঃ
  • ঘ. ৫০০-১০০০ খ্রিঃ

60. Identify the correct spelling:

  • ক. Equilibrium
  • খ. Equalbrium
  • গ. Equilebrium
  • ঘ. Equalibrium

61. a-3=0.2 হলে a12 এর মান কত?

  • ক. ৫২৫
  • খ. ১২৫
  • গ. ৬২৫
  • ঘ. ৫২৬

62. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিলো না?

  • ক. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
  • খ. বিচার ব্যবস্থা
  • গ. শাসনতান্ত্রিক কাঠামো
  • ঘ. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা

63. ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?

  • ক. ৪৫০ টাকা
  • খ. ৬৫০ টাকা
  • গ. ৫০০ টাকা
  • ঘ. ৬০০ টাকা

64. তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে?

  • ক. সৌদি আরব
  • খ. তুরস্ক
  • গ. আফগানিস্তান
  • ঘ. শ্রীলঙ্কা

67. The synonym of 'Outset' is-

  • ক. beginning
  • খ. fall
  • গ. Lost
  • ঘ. Outside

73. কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়?

  • ক. লর্ড মাউন্ট ব্যাটেন
  • খ. ওয়ারেন হেস্টিংস
  • গ. লর্ড বেন্টিংক
  • ঘ. লর্ড কর্ণওয়ালিস

75. Which sentence is correct?

  • ক. One of my friend been sick
  • খ. One of my friends is sick
  • গ. One of my friend is sick
  • ঘ. One of my friends are sick


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics