বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ পরীক্ষা

51. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি ?

  • ক. তেঁতুলিয়া
  • খ. পঞ্চগড়
  • গ. টেকনাফ
  • ঘ. বাংলাবান্ধা

52. কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস ?

  • ক. ভারত
  • খ. সুইডেন
  • গ. ইউ.এস.এ
  • ঘ. দক্ষিণ আফ্রিকা

53. কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না ?

  • ক. কুয়েতে
  • খ. বাহরাইন
  • গ. সৌদি আরব
  • ঘ. ইরাক

54. ই - কমার্স কি

  • ক. নতুন বাজারজাতকরণ পদ্ধতি
  • খ. পরিবহন ব্যবস্থা
  • গ. প্রেষণাদানের নতুন পদ্ধতি
  • ঘ. বাণিজ্যিক ব্যাংকিং

55. কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয় ?

  • ক. মিনিট
  • খ. ন‍্যানো সেকেন্ড
  • গ. সেকেন্ড
  • ঘ. ঘন্টা

56. কারবালা (বর্তমানে) কোন দেশে অবস্থিত ?

  • ক. জর্দান
  • খ. সিরিয়া
  • গ. বাহরাইন
  • ঘ. ইরাক

58. সবচেয়ে বড় ঘাস কোনটি ?

  • ক. শিমগাছ
  • খ. লাউগাছ
  • গ. বটগাছ
  • ঘ. বাঁশ

59. পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে ?

  • ক. রবার্ট হুক
  • খ. টমাস এডিসন
  • গ. আলেকজান্ডার ফ্লেমিং
  • ঘ. জেমস্ ওয়াট

60. মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে কী বলে ?

  • ক. আলফা রশ্মি
  • খ. বিটা রশ্মি
  • গ. কসমিক রশ্মি
  • ঘ. গামা রশ্মি

61. চীনের দুঃখ নামে পরিচিত কোনটি ?

  • ক. মেকং নদী
  • খ. হোয়াংহো নদী
  • গ. মেনাম নদী
  • ঘ. ইয়াংসিকিয়াং নদী

62. স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে ?

  • ক. ম‍্যাগনেসিয়াম , সালফার
  • খ. কপার , অ‍্যালুমিনিয়াম
  • গ. আয়রন ,জিংক
  • ঘ. কার্বনেট , ম‍্যাঙ্গানিজ

63. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে ?

  • ক. নাইট্রোজেনের
  • খ. ফসফরাসের
  • গ. অক্সিজেনের
  • ঘ. পটাশিয়ামের

64. হেপাটাইটিস 'বি' ভাইরাস শরীরের কোথায় আক্রমণ করে ?

  • ক. ফুসফুস
  • খ. হৃদপিন্ড
  • গ. যকৃত
  • ঘ. অগ্ন্যাশয়

65. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয় ?

  • ক. 0 ডিগ্রি
  • খ. ৪ ডিগ্রি
  • গ. ১০ ডিগ্রি
  • ঘ. ১০০ ডিগ্রি

68. 120 ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ?

  • ক. 30 ডিগ্রী
  • খ. ৬০ ডিগ্রী
  • গ. 40 ডিগ্রী
  • ঘ. 0 ডিগ্রী

69. বহিঃস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে____

  • ক. দুইটি স্পর্শক আঁকা যায়
  • খ. একটি স্পর্শক আঁকা যায়
  • গ. চারটি স্পর্শক আঁকা যায়
  • ঘ. কোনো স্পর্শক আঁকা যায় না

70. ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ?

  • ক. ৬ টি
  • খ. ৪ টি
  • গ. ৫ টি
  • ঘ. 2 টি

71. কোনো ঘনকের ধার 10 সে.মি. হলে, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত ?

  • ক. 75 বর্গ সে.মি.
  • খ. 100 বর্গ সে.মি.
  • গ. 300 বর্গ সে.মি.
  • ঘ. 600 বর্গ সে.মি.


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics