মানসিক দক্ষতা

51. মূল্যবোধের প্রতিফলন ঘটে -

  • ক. ব্যক্তির স্বতন্ত্র সত্তার স্বীকৃতিতে
  • খ. রাষ্ট্রীয় মূলনীতিতে
  • গ. সম্পদ বণ্টন প্রক্রিয়ায়
  • ঘ. ব্যক্তির আচরণে

উত্তরঃ ব্যক্তির আচরণে

বিস্তারিত

52. জেন্ডারের ধারণা প্রকাশ করে কোন বক্তব্যটি?

  • ক. শুধু নারী ও পুরুষের মাঝে জৈবিক পার্থক্যের ইঙ্গিত দেয়
  • খ. নারীর প্রতি বৈষম্য
  • গ. সামাজিকভাবে নারী ও পুরুষের জন্য সৃষ্ট ভূমিকা বা বৈশিষ্ট্য
  • ঘ. জেন্ডারের শব্দটি লিঙ্গ শব্দের প্রতিশব্দ

উত্তরঃ নারীর প্রতি বৈষম্য

বিস্তারিত

53. কোনটি উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে?

  • ক. শোনা ও বলা
  • খ. বলা ও পড়া
  • গ. লেখা ও বলা
  • ঘ. লেখা ও পড়া

উত্তরঃ লেখা ও পড়া

বিস্তারিত

54. সামাজিক দক্ষতা বিকাশে সহায়তা করে কোন ধরনের কার্যক্রম?

  • ক. জনসেবামূলক কার্যক্রম
  • খ. বিশেষ ক্লাস
  • গ. সামাজিক দক্ষতা বিষয়ক পরীক্ষা
  • ঘ. সহশিক্ষা ক্রমিক কার্যক্রম

উত্তরঃ সহশিক্ষা ক্রমিক কার্যক্রম

বিস্তারিত

55. গণতান্ত্রিক জীবনে কোনটি অধিক লক্ষণীয়?

  • ক. সহযোগিতা
  • খ. সমধর্মিতা
  • গ. সহনশীলতা
  • ঘ. সহমর্মিতা

উত্তরঃ সহনশীলতা

বিস্তারিত

58. (-3, 4) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?

  • ক. প্রথম
  • খ. দ্বিতীয়
  • গ. তৃতীয়
  • ঘ. চতুর্থ

উত্তরঃ দ্বিতীয়

বিস্তারিত

59. The number of letters in the English alphabet are -

  • ক. 22
  • খ. 24
  • গ. 27
  • ঘ. 26

উত্তরঃ 26

বিস্তারিত

60. অর্থ কোন ধরনের সম্পদ?

  • ক. খনিজ
  • খ. মানবীয়
  • গ. প্রাকৃতিক
  • ঘ. অমানবীয়

উত্তরঃ অমানবীয়

বিস্তারিত

61. একটি দেশে উৎপাদন বাড়লে কি হবে?

  • ক. দারিদ্র্য বেড়ে যাবে
  • খ. বেকারত্ব বাড়বে
  • গ. মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে
  • ঘ. কর্মসংস্থানের সুযোগ বাড়বে

উত্তরঃ কর্মসংস্থানের সুযোগ বাড়বে

বিস্তারিত

63. ৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

  • ক. ১৫ মিনিট
  • খ. ২০ মিনিট
  • গ. ২৫ মিনিট
  • ঘ. ৩০ মিনিট

উত্তরঃ ২৫ মিনিট

বিস্তারিত

64. স্ক্রু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক -

  • ক. একই দিকে
  • খ. উল্টো দিকে
  • গ. উলম্ব রেখায়
  • ঘ. সমান্তরাল

উত্তরঃ উলম্ব রেখায়

বিস্তারিত

65. ঘড়ি : কাঁটা :: থার্মোমিটার : ?

  • ক. ফারেনহাইট
  • খ. তাপমাত্রা
  • গ. চিকিৎসা
  • ঘ. পারদ

উত্তরঃ পারদ

বিস্তারিত

66. নিচের কোন অক্ষরগুলো পুর্নবিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?

  • ক. রা এ হো অ
  • খ. র বা ধী প নি
  • গ. দ্র তা রি দা
  • ঘ. সা ব ব অ ধ্যা

উত্তরঃ রা এ হো অ

বিস্তারিত

68. যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮ তম দিন কি বার হবে?

  • ক. রবিবার
  • খ. সোমবার
  • গ. মঙ্গলবার
  • ঘ. বুধবার

উত্তরঃ বুধবার

বিস্তারিত

69. A Daughter Tale' কী?

  • ক. চলচ্চিত্র
  • খ. নাটক
  • গ. গান
  • ঘ. গ্রন্থ

উত্তরঃ চলচ্চিত্র

বিস্তারিত

70. Pastime নয় কোনটি?

  • ক. Playing chess
  • খ. Painting
  • গ. Gardening doing
  • ঘ. Homework regularly

উত্তরঃ Homework regularly

বিস্তারিত

71. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ -। পরবর্তী সংখ্যাটি কত?

  • ক. ১০১
  • খ. ১০২
  • গ. ৭৫
  • ঘ. ৫৯

উত্তরঃ ১০১

বিস্তারিত

72. বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা -

  • ক. IQ>90
  • খ. IQ>100
  • গ. IQ>130
  • ঘ. IQ>150

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects