২৫তম বিসিএস প্রিলি
1. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
- ক. সুকুমার সেন
- খ. দীনেশচন্দ্র সেন
- গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- ঘ. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
2. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. প্রমথ চৌধুরী
3. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়?
- ক. বিদ্রোহী
- খ. আনন্দময়ীর আগমনে
- গ. প্রলয়োল্লাস
- ঘ. রক্তাম্বরধারিনী মা
4. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
- ক. সমাপ্তি
- খ. দেনা-পাওনা
- গ. পোস্টমাস্টার
- ঘ. মধ্যবর্তিনী
5. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. শওকত ওসমান
- খ. জহির রায়হান
- গ. শহীদুল্লা কায়সার
- ঘ. রশীদ করিম
7. কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
- ক. ভাষার ইতিবৃত্ত
- খ. আধুনিক ভাষাতত্ত্ব
- গ. মনীষা মঞ্জুষা
- ঘ. আঞ্চলিক ভাষার অভিধান
8. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
- ঘ. মোহিতলাল মজুমদার
9. জসীমউদদীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
- ক. তত্ত্ববোধিনী পত্রিকা
- খ. ধুমকেতু
- গ. কল্লোল
- ঘ. কালি ও কলম
10. ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ - রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
- ক. বলাকা
- খ. সোনার তরী
- গ. চিত্রা
- ঘ. পুনশ্চ
11. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হল-
- ক. অন্ত্যমিল আছে
- খ. অন্ত্যমিল নেই
- গ. চরণের প্রথমে মিল থাকে
- ঘ. বিশ মাত্রার পর্ব থাকে
12. ‘ক্ষীয়মাণ’ শব্দটির বিপরীতার্থক শব্দ কী?
- ক. বৃহৎ
- খ. বধির্ষ্ণু
- গ. বর্ধমান
- ঘ. বৃদ্ধিপ্রাপ্ত
13. ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে-
- ক. নিষাদ
- খ. নশ্বর
- গ. নষ্টমান
- ঘ. বিনশ্বর
14. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে-
- ক. দ্বন্দ্ব সমাস
- খ. রূপক কর্মধারয় সমাস
- গ. বহুব্রীহি সমাস
- ঘ. দ্বিগু সমাস
- ক. তাহার জীবন সংশয়পূর্ণ
- খ. তাহার জীবন সংশয়ময়
- গ. তাহার জীবন সংশয়াপন্ন
- ঘ. তাহার জীবন সংশয়ভরা
16. ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হল-
- ক. চাঁদমুখের ন্যায়
- খ. চাঁদের মত মুখ
- গ. চাঁদ মুখ যার
- ঘ. চাঁদরূপ মুখ
17. ‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’ -এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
- ক. কর্ম কারকে শূণ্য
- খ. সম্প্রদানে সপ্তমী
- গ. অধিকরণে শূণ্য
- ঘ. কর্তৃ কারকে শূণ্য
18. ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. অনুজ্ঞামূলক
- ক. দন্দ্ব
- খ. দ্বন্দ
- গ. দ্বন্দ্ব
- ঘ. দন্ব
21. Many student will now be starting to - about their exams result
- ক. worry
- খ. reflect
- গ. inquire
- ঘ. comment
22. She told me his name after he-
- ক. left
- খ. had left
- গ. has left
- ঘ. has been leaving
23. Climate is a - of the environment.
- ক. state
- খ. situation
- গ. rank
- ঘ. size
24. I finally killed the fly - a rolled up newspaper.
- ক. by
- খ. with
- গ. through
- ঘ. from
25. We must look pleased or else he'll he-
- ক. dissatisfied
- খ. cross
- গ. happy
- ঘ. delighted