২৫তম বিসিএস প্রিলি
51. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
- ক. ৫৭ বছর
- খ. ৬০ বছর
- গ. ৬২ বছর
- ঘ. ৬৫ বছর
52. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
- ক. টঙ্গী
- খ. কোনাবাড়ী
- গ. যশোর
- ঘ. গাজীপুর
53. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
- ক. রাজশাহী
- খ. পাবনা
- গ. বগুড়া
- ঘ. সিরাজগঞ্জ
54. সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?
- ক. অর্থ
- খ. ডাক ও টেলিযোগাযোগ
- গ. বিজ্ঞান ও প্রযুক্তি
- ঘ. পররাষ্ট্র
55. ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?
- ক. থাইল্যান্ড
- খ. মিয়ানমার
- গ. ভিয়েতনাম
- ঘ. ভুটান
56. মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?
- ক. ১ লা জুলাই, ১৯৯১
- খ. ১লা জুলাই, ১৯৯৩
- গ. ১লা জুলাই, ১৯৯৫
- ঘ. ১লা জুলাই, ১৯৯৬
57. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
- ক. জাইকা
- খ. ইউএনডিপি
- গ. বিশ্ব ব্যাংক
- ঘ. আইএমএফ
58. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
- ক. ২০০০
- খ. ২০০১
- গ. ১৯৯৯
- ঘ. ১৯৯৮
59. জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. দিল্লি
- খ. কায়রো
- গ. বেলগ্রেড
- ঘ. জাকার্তা
60. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
- ক. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
- খ. আটলান্টিক ও ভূমধ্যসাগর
- গ. ভারত ও প্রশান্ত মহাসাগর
- ঘ. প্রশান্ত ও ভূমধ্যসাগর
- ক. ইন্দিরা গান্ধী
- খ. বেগম খালেদা জিয়া
- গ. আং সান সুচী
- ঘ. মার্গারেট থ্যাচার
- ক. জেলখানা
- খ. জিদান
- গ. বেকেনবাওয়ার
- ঘ. একজন বৈজ্ঞানিক
63. বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
- ক. পেলে
- খ. জিদান
- গ. বেকেনবাওয়ার
- ঘ. ম্যারাডোনা
64. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. প্যারিস
- গ. রোম
- ঘ. জেনেভা
65. রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা লাভ করেন?
- ক. ইয়াসির আরাফাত
- খ. কফি আনান
- গ. ওসামা বিন লাদেন
- ঘ. অ্যারিয়েল শ্যারন
66. ‘ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. সালমান রুশদী
- খ. কুলদীপ নায়ার
- গ. হ্যান্স ব্লিক্স
- ঘ. হিলারি ক্লিনটন
67. এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
- ক. চারজন
- খ. পাঁচজন
- গ. ছয়জন
- ঘ. সাতজন
68. নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
- ক. মিঃ কইরালা
- খ. মিঃ থাপা
- গ. মিঃ রানা
- ঘ. মিঃ দেউবা
69. ইরাকে কখন মার্কিন বৃটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
- ক. ২০০৩ সালের ১৮ মার্চ
- খ. ২০০৩ সালের ২০ মার্চ
- গ. ২০০৩ সালের ২২ মার্চ
- ঘ. ২০০৩ সালের ২৪ মার্চ
70. বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
- ক. গিনি
- খ. ঘানা
- গ. সেনেগাল
- ঘ. মরক্কো
71. বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
- ক. লাইবেরিয়া
- খ. হংকং
- গ. পূর্ব তিমুর
- ঘ. তাইওয়ান
72. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
- ক. সংযুক্ত আরব আমিরাত
- খ. মিসর
- গ. লেবানন
- ঘ. ইয়েমেন
73. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
- ক. ব্রাজিল
- খ. আর্জেন্টিনা
- গ. পেরু
- ঘ. পানামা
74. ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
- ক. প্যারিস
- খ. লিঁও
- গ. ভার্সাই
- ঘ. মাসাই
75. মধ্যপ্রাচ্যে কখন তেল-অস্ত্র ব্যবহার করা হয়েছিল?
- ক. ১৯৭৩ সালে
- খ. ১৯৮১ সালে
- গ. ১৯৯১ সালে
- ঘ. ২০০৩ সালে