২৫তম বিসিএস প্রিলি
76. ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত?
- ক. চীন
- খ. ইন্দোনেশিয়া
- গ. যুগোস্লাভিয়া
- ঘ. মালয়েশিয়া
77. ‘কার্টাগোনা’ প্রটোকল হচ্ছে-
- ক. জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি
- খ. ইরাক পুনর্গঠন
- গ. যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈব চুক্তি
- ঘ. শিশু অধিকার চুক্তি
78. এ বছরে তামাক নিষিদ্ধ নিয়ন্ত্রণ আন্তর্জাতিক জেনেভা সম্মেলনে সভাপতি কোন দেশের নাগরিক?
- ক. বাংলাদেশ
- খ. ভারত
- গ. পাকিস্তান
- ঘ. সুইজারল্যান্ড
79. প্রেসার কুকারে পানির স্ফুটনাংক -
- ক. কম হয়
- খ. বেশি হয়
- গ. ঠিক থাকে
- ঘ. কোনটিই নয়
80. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
- ক. ০ সেন্টিগ্রেড
- খ. ১০ সেন্টিগ্রেড
- গ. ৪ সেন্টিগ্রেড
- ঘ. ১০০ সেন্টিগ্রেড
81. CNG - এর অর্থ-
- ক. কার্বনমুক্ত নতুন পরিবেশবান্ধব তেল
- খ. নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
- গ. সীসামুক্ত পেট্রোল
- ঘ. কমপ্রেশ করা প্রাকৃতিক গ্যাস
82. নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কী বলে?
- ক. নেফ্রন
- খ. নিউরন
- গ. থাইমাস
- ঘ. মাস্ট সেল
83. কোন মাধম্যে শব্দের গতি সবচেয়ে বেশি?
- ক. শূন্যতায়
- খ. লোহা
- গ. পানি
- ঘ. বাতাস
84. সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
- ক. ৩৮০০
- খ. ৪১০০
- গ. ৫৫৭৫
- ঘ. ৬৯০০
- ক. অক্সেজেন পরিবহন করা
- খ. রোগ প্রতিরোধ করা
- গ. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
- ঘ. উল্লিখিত সব কয়টিই
86. The synonym for 'Obdurate' -
- ক. Deceitful
- খ. Stubborn
- গ. Sly
- ঘ. Swindler
87. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. শওকত ওসমান
- খ. জহির রায়হান
- গ. শহীদুল্লাহ কায়সার
- ঘ. রশীদ করিম
88. He advised me --- smoking.
- ক. giving up
- খ. to give up
- গ. in giving up
- ঘ. from giving up
There are no comments yet.