বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও প্রাচীন নাম
কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের 'সাগরকন্যা' বলা হয় ?
- কক্সবাজার
- সেন্টমাটিন
- পতেঙ্গা
- কুয়াকাটা
সঠিক উত্তরঃ কুয়াকাটা
- থিয়েটার এভিনিউ
- নাট্য সদন
- নাটক সরণী
- ব্রডওয়ে
সঠিক উত্তরঃ নাটক সরণী
ঢাকার গুলিস্থানে অবস্থিত 'জিরো পয়েন্ট' এর বর্তমান নাম কি?
- এলিফ্যান্ট পয়েন্ট
- দোয়েল চত্বর
- নূর হোসেন স্কোয়ার
- বিজয় উল্লাস
সঠিক উত্তরঃ নূর হোসেন স্কোয়ার
কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয় ?
- জাহাঙ্গীরনগর
- ইসলামাবাদ
- ইসলামপুর
- জালালাবাদ
সঠিক উত্তরঃ ইসলামপুর
- চন্দ্রদ্বীপ
- সুবর্ণগ্রাম
- সুধারাম
- বিক্রমপুর
সঠিক উত্তরঃ সুবর্ণগ্রাম
What is the previous name of the Sonargaon ?
- Chandradeep
- Suvarna Gram
- Shudharam
- Bikrampur
সঠিক উত্তরঃ Suvarna Gram
বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল -
- মহাস্থান
- কর্ণসুবর্ণ
- পুণ্ড্রনগর
- রামাবর্তী
সঠিক উত্তরঃ পুণ্ড্রনগর
প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল-
- হরিকেল
- সমতট
- বরেন্দ্র
- রাঢ়
সঠিক উত্তরঃ হরিকেল
রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত -
- পলল গঠিত সমভূমি
- বরেন্দ্রভূমি
- উত্তরবঙ্গ
- মহাস্থানগড়
সঠিক উত্তরঃ বরেন্দ্রভূমি
বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় ?
- উত্তর বঙ্গ
- পশ্চিমবঙ্গ
- উত্তর-পশ্চিমবঙ্গ
- দক্ষিণ-পূর্ববঙ্গ
সঠিক উত্তরঃ উত্তর-পশ্চিমবঙ্গ
- ময়নামতি ও লালমাই পাহাড়
- মধুপুর ও ভাওয়াল গড়
- সুন্দরবন
- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
সঠিক উত্তরঃ রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?
- সমতট
- পুণ্ড্রবর্ধন
- বঙ্গ
- রাঢ়
সঠিক উত্তরঃ বঙ্গ
- রংপুর অঞ্চল
- খুলনা অঞ্চল
- কুমিল্লা অঞ্চল
- সিলেট অঞ্চল
সঠিক উত্তরঃ কুমিল্লা অঞ্চল
প্রাচীনকালে 'সমতট' বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?
- বগুড়া ও দিনাজপুর অঞ্চল
- কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
- ঢাকা ও ময়মসিংহ অঞ্চল
- বৃহওম সিলেট অঞ্চল
সঠিক উত্তরঃ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল