বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস
মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করেন
- ১০ই এপ্রিল ১৯৭১
- ১৪ই এপ্রিল ১৯৭১
- ১৭ই এপ্রিল ১৯৭১
- ১লা এপ্রিল ১৯৭১
সঠিক উত্তরঃ ১৭ই এপ্রিল ১৯৭১
মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল?
- ১নং সেক্টর
- ৬নং সেক্টর
- ৮নং সেক্টর
- ৯নং সেক্টর
সঠিক উত্তরঃ ৯নং সেক্টর
বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয় কোথায়?
- ঢাকা জেলে
- কুমিল্লা জেলে
- চট্টগ্রাম সেনানিবাসে
- ঢাকা সেনানিবাসে
সঠিক উত্তরঃ ঢাকা জেলে
মুক্তিযুদ্ধের উপর ভিত্তিকরে রচিত কবিতা 'সেপ্টেম্বর অন যশোর রোড' -এর রচয়িতা কে?
- ওয়াল্ট হোয়াটম্যান
- খলিল জিবরান
- অ্যালেন গিন্সবার্গ
- রবার্ট ফ্রস্ট
সঠিক উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ
নিচের কোন বিদেশী বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ প্রণোদনামূলক সাহিত্য রচনা করেছেন?
- কার্পেন্তিয়ার
- জন লেলন
- অ্যালেন গিন্সবার্গ
- চিনুয়া আচেবি
সঠিক উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ
'Bangladesh: A Legacy of Blood' -এর লেখক--
- অ্যান্থনি মাস্কারেনহাস
- মার্ক টেইলর
- মার্ক টোয়াইন
- এদের কেউই না
সঠিক উত্তরঃ অ্যান্থনি মাস্কারেনহাস
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা' এর পরিচালক কে?
- চাষী নজরুল ইসলাম
- হুমায়ূন আহমেদ
- শহীদুল ইসলাম
- নাসিরউদ্দিন ইউসুফ
সঠিক উত্তরঃ নাসিরউদ্দিন ইউসুফ
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'লিবারেশন ফাইটার্স'- এর পরিচালক কে?
- ব্রায়ান টাগ
- আলমগীর কবির
- তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
- জহির রায়হান
সঠিক উত্তরঃ আলমগীর কবির
- ১৫ ডিসেম্বর ১৯৭২
- ১৫ ডিসেম্বর ১৯৭৩
- ১৬ ডিসেম্বর ১৯৭২
- ১৬ ডিসেম্বর ১৯৭৩
সঠিক উত্তরঃ ১৫ ডিসেম্বর ১৯৭৩
দেশের একমাত্র আদিবাসী বীরবিক্রমের নাম কি?
- ইউ কে চিং
- মং প্রু
- অংশু মারমা
- আশুতোষ চাকমা
সঠিক উত্তরঃ ইউ কে চিং
শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান একজন--
- বীরপ্রতীক
- বীরবিক্রম
- বীরউত্তম
- বীরশ্রেষ্ঠ
সঠিক উত্তরঃ বীরশ্রেষ্ঠ
সর্বকনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা--
- শহীদুল ইসলাম লালু
- মতিউর রহমান
- নূর মোহাম্মদ শেখ
- হামিদুর রহমান
সঠিক উত্তরঃ শহীদুল ইসলাম লালু
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা বেগমকে কি খেতাব দেয়া হয়?
- বীরপ্রতীক
- বীরবিক্রম
- বীরউত্তম
- বীরশ্রেষ্ঠ
সঠিক উত্তরঃ বীরপ্রতীক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ-এর পদবি কি ছিল?
- সিপাহী
- ল্যান্স নায়েক
- লেফটেন্যান্ট
- ক্যাপ্টেন
সঠিক উত্তরঃ ল্যান্স নায়েক
বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা 'মুক্তিবেটি' নামে পরিচিত?
- নীলিমা ইব্রাহিম
- তারামন বিবি
- সিতারা বেগম
- কাঁকন বিবি
সঠিক উত্তরঃ কাঁকন বিবি
'মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের সাতজন --- শূণ্য স্থানে কোন শব্দটি বসবে?
- বীরপ্রতীক
- বীরবিক্রম
- বীরউত্তম
- বীরশ্রেষ্ঠ
সঠিক উত্তরঃ বীরশ্রেষ্ঠ
ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়--
- ২৯ এপ্রিল ১৯৭১
- ৭ ডিসেম্বর ১৯৭১
- ৬ ডিসেম্বর ১৯৭১
- ৪ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৭১
ভুটান কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
- ১৩ জানুয়ারি ১৯৭২
- ১২ জানুয়ারি ১৯৭২
- ৬ ডিসেম্বর ১৯৭১
- ৭ ডিসেম্বর ১৯৭১
সঠিক উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৭১
১৯৭১ সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
- এম হোসেন আলী
- মোঃ মহিউদ্দিন খান
- এস কে নবী
- কে এম শাহাবুদ্দিন
সঠিক উত্তরঃ এম হোসেন আলী
বাংলাদেশকে কোন অ-আরব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়?
- ব্রুনাই
- আফগানিস্তান
- সেনেগাল
- ইরান
সঠিক উত্তরঃ সেনেগাল
উপসাগরীয় দেশগুলোর মধ্যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
- আবুধাবী
- কুয়েত
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
সঠিক উত্তরঃ কুয়েত
মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
- রেসকোর্স ময়দানে
- শিশু পার্কে
- রমনা পার্কে
- সোহরাওয়ার্দী উদ্যানে
সঠিক উত্তরঃ রেসকোর্স ময়দানে
১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মূলে যে প্রেরণা ছিল তা কোনটি?
- সর্বভারতীয় জাতীয়তাবাদ
- পাকিস্তানি জাতীয়তাবাদ
- বাঙালি জাতীয়তাবাদ
- বাংলাদেশি জাতীয়তাবাদ
সঠিক উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদ
- স্বাধীনবাংলা বেতারের গানে
- বিশেষ ধরনের মোবাইল ফোনে
- ল্যান্ডফোনে
- তার বার্তায়
সঠিক উত্তরঃ স্বাধীনবাংলা বেতারের গানে
সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু অংশ নিয়ে মুক্তিযুদ্ধের যে সেক্টরটি গঠিত হয়--
- ২নং
- ৩নং
- ৪নং
- ৫নং
সঠিক উত্তরঃ ৪নং
মুক্তিযুদ্ধে ২নং সেক্টরের এলাকা--
- সিলেট জেলার পূর্বাঞ্চল ও পূর্ব উত্তর দিকে সিলেট ডাউকি রোড পর্যন্ত
- হবিগঞ্জ, কিশোরগঞ্জ জেলা এবং ভৈরব-আখাউড়া রেললাইনের পূর্বদিকের কুমিল্লা জেলার বাকি অংশ
- নোয়াখালী, কুমিল্লা জেলার আখাউড়া, ভৈরব রেল লাইন ও ফরিদপুর জেলার অংশবিশেষ
- চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী
সঠিক উত্তরঃ নোয়াখালী, কুমিল্লা জেলার আখাউড়া, ভৈরব রেল লাইন ও ফরিদপুর জেলার অংশবিশেষ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চীফ অব স্টাফের দায়িত্ব পালন করে?
- গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
- জেনারেল ওসমানী
- লে. কর্নেল এম এ রব
- এদের কেউই না
সঠিক উত্তরঃ লে. কর্নেল এম এ রব
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়?
- ৫৫টি
- ৬৫টি
- ৬৪টি
- ৬০টি
সঠিক উত্তরঃ ৬৪টি
১৯৭১ সালে অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে কে ছিলেন?
- তাজউদ্দীন আহমেদ
- জেনারেল জিয়াউর রহমান
- এ এইচ এম কামারুজ্জামান
- ড. কামাল হোসেন
সঠিক উত্তরঃ এ এইচ এম কামারুজ্জামান
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
- তাজউদ্দীন আহমেদ
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
- সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়--
- নাটোর, রাজশাহী
- মুজিবনগর, মেহেরপুর
- শ্রীমঙ্গল, মৌলভীবাজার
- কালুরঘাট, চট্টগ্রাম
সঠিক উত্তরঃ কালুরঘাট, চট্টগ্রাম
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?
- বেনাপোল
- করিমগঞ্জ
- মুজিবনগর
- ৮নং থিয়েটার রোড, কোলকাতা
সঠিক উত্তরঃ ৮নং থিয়েটার রোড, কোলকাতা
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় কত সালে?
- ১০ জানুয়ারি ১৯৭২
- ১১ এপ্রিল ১৯৭১
- ২৬ মার্চ ১৯৭১
- ১৭ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
- ওয়াশিংটন
- টোকিও
- কলকাতা
- লন্ডন
সঠিক উত্তরঃ কলকাতা
কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
- তৎকালীন ছাত্রনেতা আবদুল কুদ্দুস মাখন
- তৎকালীন ছাত্রনেতা ডকসু ভিপি আ স ম আবদুর রব
- তৎকালীন ছাত্রনেতা নূরে আলম
- জনাব শাহজাহান সিরাজ
সঠিক উত্তরঃ তৎকালীন ছাত্রনেতা ডকসু ভিপি আ স ম আবদুর রব
মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘঠিত হয়?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- রাজারবাগ পুলিশ লাইনে
- গাজীপুরে
- টাঙ্গাইলে
সঠিক উত্তরঃ গাজীপুরে
মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান 'শহীদ সাগর' কোথায় অবস্থিত?
- নাটোর
- খুলনা
- নোয়াখালী
- বরগুনা
সঠিক উত্তরঃ নাটোর
বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান?
- তাজউদ্দীন আহমেদ
- আধ্যাপক ইউসুফ আলী
- সৈয়দ নজরুল ইসলাম
- এম হোসেন আলী
সঠিক উত্তরঃ আধ্যাপক ইউসুফ আলী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিচের কত তারিখে পূর্ব বাংলার নতুন নামকরণ 'বাংলাদেশ' করেন?
- ২৬ মার্চ ১৯৭১
- ১৩ মার্চ ১৯৭০
- ৫ ডিসেম্বর ১৯৬৯
- ১০ ডিসেম্বর ১৯৬৯
সঠিক উত্তরঃ ৫ ডিসেম্বর ১৯৬৯
১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
- অনেক সূর্যের আশা
- আরেক ফাল্গুন
- চিলেকোঠার সেপাই
- অগ্নিসাক্ষী
সঠিক উত্তরঃ চিলেকোঠার সেপাই
ঊনসত্তরের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক?
- জাহাঙ্গীরনগর
- চট্টগ্রাম
- ঢাকা
- রাজশাহী
সঠিক উত্তরঃ রাজশাহী
পূর্ব পাকিস্থানে গণঅভ্যুত্থান কত সালে হয়?
- ১৯৭১ সালে
- ১৯৬৯ সালে
- ১৯৫২ সালে
- ১৯৪৮ সালে
সঠিক উত্তরঃ ১৯৬৯ সালে
- ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
- ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
- ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি
- ১৯৬৯ সালের ২০ ফেব্রুয়ারি
সঠিক উত্তরঃ ১৯৬৯ সালের ২০ ফেব্রুয়ারি
ছয় দফা কোন তারিখে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে গৃহীত হয়?
- ২৩ মার্চ ১৯৬৯
- ২১ মার্চ ১৯৫৪
- ১৮ মার্চ ১৯৬৬
- ২৩ মার্চ ১৯৬৬
সঠিক উত্তরঃ ১৮ মার্চ ১৯৬৬
- বাংলাদেশ পরিচালনার ছয়টি মৌলিক নীতি
- পাকিস্তান শাসনামলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ছয়টি দাবি
- পাকিস্তান পরিচালনার ছয়টি মৌলিক নীতি
- মুক্তিযুদ্ধ পরিচালনার ছয়টি কৌশল
সঠিক উত্তরঃ পাকিস্তান শাসনামলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ছয়টি দাবি
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন--
- জেনারেল ইয়াহিয়া খান
- মালিক ফিরোজ খান নূন
- ইস্কান্দার মীর্জা
- জেনারেল আইয়ুব খান
সঠিক উত্তরঃ ইস্কান্দার মীর্জা
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারে শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
- আইন মন্ত্রণালয়ের
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের
- অর্থ মন্ত্রণালয়ের
- কৃষি মন্ত্রণালয়ের
সঠিক উত্তরঃ কৃষি মন্ত্রণালয়ের
গণতন্ত্রের মানসপুত্র বলে পরিচিত--
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- জহরলাল নেহেরু
- মহাত্মা গান্ধী
সঠিক উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী
পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
- ১৯৫৭ সালে
- ১৯৫৬ সালে
- ১৯৫৪ সালে
- ১৯৫২ সালে
সঠিক উত্তরঃ ১৯৫৪ সালে
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়?
- ২৬ দফা
- ২১ দফা
- ১৬ দফা
- ১০ দফা
সঠিক উত্তরঃ ২১ দফা
পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?
- ১৯৫৬ সালে
- ১৯৫৫ সালে
- ১৯৫৪ সালে
- ১৯৫৩ সালে
সঠিক উত্তরঃ ১৯৫৩ সালে
ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র--
- রফিক উদ্দিন
- আবদুস সালাম
- আবুল বরকত
- সকলেই
সঠিক উত্তরঃ আবুল বরকত
বাংলা ভাষা-আন্দোলনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন সংগঠন?
- তমদ্দুন মজলিস
- রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ
- মাতৃভাষা সংগ্রাম পরিষদ
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ তমদ্দুন মজলিস
'অমর একুশে' শীর্ষক কবিতার কবির নাম কী?
- আব্দুল গাফ্ফার চৌধুরী
- হাসান হাফিজুর রহমান
- শামসুর রাহমান
- আবু জাফর শামসুদ্দীন
সঠিক উত্তরঃ হাসান হাফিজুর রহমান
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্বোধন হয় কখন?
- ২১ ফেব্রুয়ারি ২০০০
- ১৫ মার্চ ২০০১
- ১৫ মার্চ ২০০০
- ১৫ মার্চ ১৯৯৯
সঠিক উত্তরঃ ১৫ মার্চ ২০০১
- ১৯৫২ সালে
- ১৯৫১ সালে
- ১৯৫০ সালে
- ১৯৪৮ সালে
সঠিক উত্তরঃ ১৯৪৮ সালে
- উন্নত জাতের ভুট্টা
- উন্নত জাতের আম
- উন্নত জাতের গম
- উন্নত জাতের চাল
সঠিক উত্তরঃ উন্নত জাতের ভুট্টা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- জেনারেল এম.এ.জি ওসমানী
- কর্নেল শফিউল্লাহ
- মেজর জিয়াউর রহমান
সঠিক উত্তরঃ জেনারেল এম.এ.জি ওসমানী
'পাকিস্তান' শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন?
- চৌধুরী রহমত আলী
- লিয়াকত আলী খান
- মোহাম্মদ আলী জিন্নাহ
- আল্লামা ইকবাল
সঠিক উত্তরঃ চৌধুরী রহমত আলী
পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন--
- মালিক ফিরোজ খান নুন
- নূরুল আমিন
- ফ্রেডারিক বোর্ন
- খাজা নাজিমুদ্দীন
সঠিক উত্তরঃ খাজা নাজিমুদ্দীন
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের নাম কি?
- আইয়ুব খান
- ইস্কান্দার মির্জা
- লিয়াকত আলী খান
- এম এ জিন্নাহ
সঠিক উত্তরঃ ইস্কান্দার মির্জা
১৯৯৭ সালে সিলেটে যে মহিলা মুক্তিযোদ্ধার সন্ধান পাওয়া যায় তার নাম কি?
- কনক বিবি
- কাঁকন বিবি
- সেতারা বেগম
- তারামন বিবি
সঠিক উত্তরঃ কাঁকন বিবি
সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়--
- ১৬ আগস্ট, ১৯৭৬
- ১৫ আগস্ট, ১৯৭৫
- ১৬ আগস্ট, ১৯৭৪
- ১৬ আগস্ট, ১৯৭৩
সঠিক উত্তরঃ ১৫ আগস্ট, ১৯৭৫
পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়--
- ১ মে, ১৯৭৮
- ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
- ২ আগস্ট, ১৯৭৪
- ১ মার্চ, ১৯৭৩
সঠিক উত্তরঃ ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন--
- শাহ আব্দুল হামিদ
- খন্দকার মুশতাক আহমেদ
- তাজউদ্দীন আহমেদ
- ক্যাপ্টেন মনসুর আলী
সঠিক উত্তরঃ খন্দকার মুশতাক আহমেদ
কত নম্বর সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
- ১১ নম্বর
- ১০ নম্বর
- ৭ নম্বর
- ৩ নম্বর
সঠিক উত্তরঃ ১০ নম্বর
নিম্নের কোন মুক্তিযোদ্ধার জন্মস্থান ভোলা জেলায়?
- মোস্তফা কামাল
- নূর মোহাম্মদ
- মহিউদ্দিন জাহাঙ্গীর
- হামিদুর রহমান
সঠিক উত্তরঃ মোস্তফা কামাল
"এ দেশের মানুষ চাই না, মাটি চাই"- কার উক্তি?
- মুনায়েম খান
- টিক্কা খান
- ইয়াহিয়া খান
- আইয়ুব খান
সঠিক উত্তরঃ ইয়াহিয়া খান
মুক্তিযোদ্ধা নৌসেনাদের 'অপারেশন জ্যাকপট' সংঘটিত হয়--
- ৬ ডিসেম্বর, ১৯৭১
- ২১ নভেম্বর, ১৯৭১
- ১৫ আগস্ট, ১৯৭১
- ১৭ জুন, ১৯৭১
সঠিক উত্তরঃ ১৫ আগস্ট, ১৯৭১
চাঁপাইনবাবগঞ্জে কোন বীরশ্রেষ্ঠ পাক বাহিনীর হাতে শহীদ হন?
- হামিদুর রহমান
- মহিউদ্দিন জাহাঙ্গীর
- মুন্সী আবদুর রব
- মোস্তফা কামাল
সঠিক উত্তরঃ মহিউদ্দিন জাহাঙ্গীর
কত নম্বর সেক্টরের অধীনে অবস্থান করে তারামন বিবি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন?
- ১১ নম্বর
- ৯ নম্বর
- ৭ নম্বর
- ৫ নম্বর
সঠিক উত্তরঃ ১১ নম্বর
মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরে কর্মরত সেক্টর কমান্ডার ছিলেন--
- মেজর সি আর দত্ত
- মেজর সফিউল্লাহ
- মেজর জিয়াউর রহমান
- মেজর খালেদ মোশাররফ
সঠিক উত্তরঃ মেজর সি আর দত্ত
প্রবাসী সরকারের সচিবালয়ের মুখ্য সচিব ছিলেন--
- আবদুর রউফ
- আসাদুজ্জামান
- তওফিক ইসলাম
- রুহুল কুদ্দুস
সঠিক উত্তরঃ রুহুল কুদ্দুস
জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব হচ্ছে--
- বীরবিক্রম
- বীরপ্রতীক
- বীরউত্তম
- বীরশ্রেষ্ঠ
সঠিক উত্তরঃ বীরউত্তম
বাংলাদেশে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন--
- এম.এ.জি.ওসমানি
- সি.আর.দত্ত
- জিয়াউর রহমান
- খালেদ মোশাররফ
সঠিক উত্তরঃ এম.এ.জি.ওসমানি
- সৈয়দ নজরুল ইসলাম
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- তাজউদ্দীন আহমেদ
- মাওলানা ভাসানী
সঠিক উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'বিজয় ৭১' কোথায় অবস্থিত?
- ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- খুলনা বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তরঃ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'- কবিতাটির রচয়িতা কে?
- সাইদ হায়দার
- বদরুল আলম
- হারুনুর রশীদ
- মাহবুবুল আলম চৌধুরী
সঠিক উত্তরঃ মাহবুবুল আলম চৌধুরী
- পশতু
- পাঞ্জাবি
- হিন্দি
- উর্দু
সঠিক উত্তরঃ পাঞ্জাবি
পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত কোন দলের প্রতিনিধি ছিলেন?
- মুসলিম লীগ
- গণতন্ত্রী পার্টি
- আওয়ামী লীগ
- কংগ্রেস
সঠিক উত্তরঃ কংগ্রেস
- ২৭ অক্টোবর, ১৯৫৭ সালে
- ২৭ অক্টোবর, ১৯৫৮ সালে
- ২৭ ডিসেম্বর, ১৯৫৮ সালে
- ২৭ অক্টোবর, ১৯৫৫ সালে
সঠিক উত্তরঃ ২৭ অক্টোবর, ১৯৫৮ সালে
চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়--
- ২৮ মার্চ, ১৯৭১
- ২৭ মার্চ, ১৯৭১
- ২৬ মার্চ, ১৯৭১
- ২৫ মার্চ, ১৯৭১
সঠিক উত্তরঃ ২৬ মার্চ, ১৯৭১
শাসনন্ত্র অনুযায়ী পাকিস্তানের নামকরণ কি হয়েছিল?
- মুসলিম স্টেট পাকিস্তান
- ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান
- পিপলস রিপাবলিক অব পাকিস্তান
- রিপাবলিক অব পাকিস্তান
সঠিক উত্তরঃ ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান
পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়--
- ১৯৪৮ সালে
- ১৯৪৭ সালে
- ১৯৫০ সালে
- ১৯৫২ সালে
সঠিক উত্তরঃ ১৯৪৮ সালে
করাচিতে বিরোধী দলের সম্মেলন অনুষ্ঠিত হয়?
- ১৯৬৭ সালে
- ১৯৬৬ সালে
- ১৯৬৮ সালে
- ১৯৬২ সালে
সঠিক উত্তরঃ ১৯৬৬ সালে
কোন তারিখে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করা হয়?
- ৭ ডিসেম্বর, ১৯৫৮
- ৭ অক্টোবর, ১৯৫৮
- ৭ মে, ১৯৫৭
- ৫ মার্চ, ১৯৫৪
সঠিক উত্তরঃ ৭ অক্টোবর, ১৯৫৮
'আগরতলা ষড়যন্ত্র' মামলার প্রধান আসামি ছিলেন কে?
- আতাউর রহমান খান
- এ কে ফজলুল হক
- শেখ মুজিবুর রহমান
- তাজউদ্দিন আহমেদ
সঠিক উত্তরঃ শেখ মুজিবুর রহমান
ঢাকায় মুজিব-ইয়াহিয়া খানের মধ্যে বৈঠক শুরু হয়--
- ৭ মার্চ, ১৯৭০
- ১৬ মার্চ, ১৯৬৯
- ১৬ মার্চ, ১৯৭১
- ১৪ মার্চ, ১৯৭০
সঠিক উত্তরঃ ১৬ মার্চ, ১৯৭১
- ২৯০টি
- ১৬৯টি
- ২৮৮টি
- ১৬৭টি
সঠিক উত্তরঃ ২৮৮টি
১৯৬৯ সালে বাংলার গভর্নর কে ছিলেন?
- গোলাম আযম
- মোনায়েম খান
- খাজা নাজিম উদ্দিন
- টিক্কা খান
সঠিক উত্তরঃ মোনায়েম খান
এ কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে?
- ১৯৫৭ সালে
- ১৯৫৬ সালে
- ১৯৫৫ সালে
- ১৯৫৪ সালে
সঠিক উত্তরঃ ১৯৫৬ সালে
কোথায় শেখ মুজিবুর রহমান ছয়দফা কর্মসূচি ঘোষণা করেন?
- সিন্ধুতে
- পাঞ্জাবে
- লাহোরে
- বেলুচিস্তানে
সঠিক উত্তরঃ লাহোরে
- ১৯৪৬ সালে
- ১৯৪৪ সালে
- ১৯৪২ সালে
- ১৯৪০ সালে
সঠিক উত্তরঃ ১৯৪৬ সালে
- মোহাম্মদ সুলতান
- আলতাফ মাহমুদ
- মশাররফ হোসেন
- হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তরঃ মশাররফ হোসেন
শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ১৯৬৬ সালের--
- ৮ মার্চ
- ৭ মার্চ
- ৩ মার্চ
- ১ মার্চ
সঠিক উত্তরঃ ১ মার্চ
ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বিরতি হয় 'সিমলা চুক্তি'র' মাধ্যমে। সিমলা ভারতের কোন প্রদেশের রাজধানী?
- পাঞ্জাব
- হিমাচল
- কাশ্মীর
- অরুণাচল
সঠিক উত্তরঃ হিমাচল
মোহাম্মদ আলী জিন্নাহ প্রবর্তিত 'দ্বি-জাতিতত্ত্ব' কত সালে ঘোষণা করা হয়?
- ১৯৪০ সালে
- ১৯৪৩ সালে
- ১৯৩৯ সালে
- ১৯৪৮ সালে
সঠিক উত্তরঃ ১৯৩৯ সালে
কত তারিখে আইয়ুব খান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে দেন?
- ২৮ জুলাই, ১৯৬২
- ২৫ মার্চ, ১৯৬৯
- ২৫ মার্চ, ১৯৭০
- ২৫ মার্চ, ১৯৭১
সঠিক উত্তরঃ ২৫ মার্চ, ১৯৬৯
১৯৪৭ সালের কত তারিখে 'র্যাডক্লিফ রোয়েদাদ' মোতাবেক ভারতবর্ষ বিভক্ত হয়?
- ১৭ আগস্ট
- ১৬ আগস্ট
- ১৫ আগস্ট
- ১৪ আগস্ট
সঠিক উত্তরঃ ১৭ আগস্ট
পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল পদ গ্রহণ করেন?
- মোহাম্মদ আলী জিন্নাহ
- একে ফজলুল হক
- সোহরাওয়ার্দী
- খাজা নাজিমুদ্দীন
সঠিক উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ
কোন আইনের অধীনে ১৪ আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে?
- ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট
- ত্রাইসরয় অ্যাক্ট
- ক্রীপস অ্যাক্ট
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট
কত তারিখে 'সর্বদলীয় ছাত্রসংগ্রাম' পরিষদ গঠিত হয়?
- ২৭ ফেব্রুয়ারি, ১৯৫২
- ১৮ মার্চ, ১৯৭০
- ৬ জানুয়ারি, ১৯৬৯
- ২৫ মার্চ, ১৯৭১
সঠিক উত্তরঃ ৬ জানুয়ারি, ১৯৬৯
কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বাতিল হয়?
- ১৯৫২ সালে
- ১৯৫০ সালে
- ১৯৫৪ সালে
- ১৯৪৮ সালে
সঠিক উত্তরঃ ১৯৫০ সালে
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ৩০৯টির মধ্যে কতটি আসন লাভ করে?
- ১৮৪
- ২২৩
- ২২১
- ১৯৫
সঠিক উত্তরঃ ২২৩
সর্বপ্রথম রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়--
- শহীদ শফিউর রহমানের পিতার উদ্যোগে
- অ্যা স ম আব্দুর রবের উদ্যোগে
- ছাত্র-ছাত্রীদের উদ্যোগে
- তমুদ্দিন মজলিসের উদ্যোগে
সঠিক উত্তরঃ তমুদ্দিন মজলিসের উদ্যোগে
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কে?
- খাজা নাজিমউদ্দীন
- মোহাম্মদ আলী
- লিয়াকত আলী খান
- নুরুল আমিন
সঠিক উত্তরঃ খাজা নাজিমউদ্দীন
পাকিস্তান কত তারিখে স্বাধীন হয়?
- ১৭ আগস্ট, ১৯৪৭
- ১৫ আগস্ট, ১৯৪৭
- ১৪ আগস্ট, ১৯৪৭
- ২০ আগস্ট, ১৯৪৭
সঠিক উত্তরঃ ১৪ আগস্ট, ১৯৪৭
ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারত স্বাধীনতা আইন পাস হয়?
- ১৮ জুন, ১৯৪৭
- ১৫ জুন, ১৯৪৭
- ১৬ অক্টোবর, ১৯৪৬
- ১৮ জুলাই, ১৯৪৭
সঠিক উত্তরঃ ১৮ জুলাই, ১৯৪৭
লর্ড মাউন্ট ব্যাটেন ভারত বিভাগ নীতি ঘোষণা করেন--
- ১৮ জুলাই, ১৯৪৭
- ৩ জুন, ১৯৪৭
- ২৩ মার্চ, ১৮৪৭
- ৩ জুন, ১৯৪৬
সঠিক উত্তরঃ ৩ জুন, ১৯৪৭
১৯৪০ সালের কত তারিখে লাহোর প্রস্তাব গৃহীত হয়?
- ১৮ জুলাই
- ৫-৬ জানুয়ারি
- ২৩ জুলাই
- ২৩ মার্চ
সঠিক উত্তরঃ ২৩ মার্চ
- ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
- ১৩ ফেব্রুয়ারি, ১৯৬৬
- ৬ ফেব্রুয়ারি, ১৯৬৬
- ১০ ফেব্রুয়ারি, ১৯৬৭
সঠিক উত্তরঃ ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে 'বাংলাদেশ স্ট্রীট' ?
- আইভরি কোস্ট
- সিয়েরালিওন
- লাইবেরিয়া
- বেনিন
সঠিক উত্তরঃ আইভরি কোস্ট
- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত মাদক নির্মুল অভিযান
- সুনামি সৃষ্ট ক্ষতিতে বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীলংকা ও মালদ্বীপে সাহায্য অভিযান
- ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচী
- বাংলাদেশ কোস্টগার্ড পরিচালিত অভিযান
সঠিক উত্তরঃ ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচী
অপারেশন ক্লিনহার্ট কত তারিখে শুরু হয়েছিল ?
- ১০ জুন, ২০০২
- ১৫ জুলাই, ২০০২
- ১৬ অক্টোবর, ২০০২
- ১ নভেম্বর, ২০০২
সঠিক উত্তরঃ ১৬ অক্টোবর, ২০০২
অপারেশন ক্লিন হার্ট যে বিষয়ের সাথে সম্পৃক্ত -
- হার্ট সার্জারি
- পরিবেশ
- সন্ত্রাস
- দুর্নীতি
সঠিক উত্তরঃ সন্ত্রাস
সেনাবাহিনী দ্বারা পরিচালিত সন্ত্রাস দমন অভিযান কি নামে পরিচিত ?
- অপারেশন সার্চ লাইট
- অপারেশন ক্লিনহার্ট
- অপারেশন কিলিংহার্ট
- অপারেশন ক্লিন পলিটিক্স
সঠিক উত্তরঃ অপারেশন ক্লিনহার্ট
সিডর আক্রান্ত এলাকায় আমেরিকার রিলিফ কার্যক্রমের নাম কি ?
- অপারেশন সি এঞ্জেল
- অপারেশন সি এঞ্জেল-২
- অপারেশন ইমারজেন্সি
- অপারেশন রিলিফ অব বাংলাদেশ
সঠিক উত্তরঃ অপারেশন সি এঞ্জেল-২
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম -
- অপারেশন ক্লোজ ডোর
- অপারেশন সার্চ লাইট
- অপারেশন ক্লিন হার্ট
- অপারেশন ব্লু স্টার
সঠিক উত্তরঃ অপারেশন সার্চ লাইট
- আয়ারল্যান্ডের স্বাধীনতাকামীদের একটি গুপ্ত সংগঠন
- নাৎসী বাহিনীর গোপন তৎপরতার নাম
- ভারতীয় কমান্ডোদের অভিযানের নাম
- বাংলাদেশের নৌ-কমান্ডোদের অভিযানের নাম
সঠিক উত্তরঃ বাংলাদেশের নৌ-কমান্ডোদের অভিযানের নাম
১৯৭১ সালে অনুষ্ঠিত 'কনসার্ট ফর বাংলাদেশ' -এর প্রধান শিল্পী -
- রুনা লায়লা
- বাপ্পী লাহিড়ী
- মার্ক এন্থনি
- জর্জ হ্যারিসন
সঠিক উত্তরঃ জর্জ হ্যারিসন
১৯৭১ সালে বাংলাদেশের জন্য কনসার্ট-খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য ?
- বিটলস
- বি-গিস
- পিঙ্ক ফ্লয়েড
- ডিপ পারপল
সঠিক উত্তরঃ বিটলস
১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহবানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন ?
- Anthony Mascarenhas
- Peter Shore
- DP Dhar
- Ravi Shankar
সঠিক উত্তরঃ Ravi Shankar
- Michael Jackson
- Elvis Prisley
- John Lenon
- George Harrison
সঠিক উত্তরঃ George Harrison
জেনারেল নিয়াজী কোথায় আত্নসমর্পণ করেন ?
- লালবাগে
- পল্টন ময়দানে
- ওসমানী উদ্যানে
- সোহরাওয়ার্দী উদ্যানে
সঠিক উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে
১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর পাকিস্তানী বাহিনী ঢাকার কোথায় আত্নসমর্পণ করেন?
- রমনা পার্কে
- পল্টন ময়দানে
- তৎকালীন রেসকোর্স ময়দানে
- ঢাকা ক্যান্টনমেন্টে
সঠিক উত্তরঃ তৎকালীন রেসকোর্স ময়দানে
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্নসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন ?
- কর্নেল এম এ জি ওসমানী
- জেনারেল জগজিৎ সিং অরোরা
- কাদের সিদ্দিকী
- গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার
সঠিক উত্তরঃ গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্নসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেন কে?
- জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
- এয়ার কমোডর এ.কে. খন্দকার
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
সঠিক উত্তরঃ এয়ার কমোডর এ.কে. খন্দকার
১৯৭১ সালে পাক-বাহিনীর আত্নসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব কে করেছিলেন ?
- কর্নেল এম এ জি ওসমানী
- জেনারেল জগজিৎ সিং অরোরা
- মেজর জলিল
- কাদের সিদ্দিকী
সঠিক উত্তরঃ জেনারেল জগজিৎ সিং অরোরা
১৬ ডিসেম্বর ১৯৭১ সালে কোন পাকিস্তানী জেনারেল ঢাকা রেসকোর্সে মিত্র বাহিনীর নিকট আত্নসমর্পণ করেন ?
- জেনারেল টিক্কা খান
- জেনারেল ইয়াহিয়া খান
- জেনারেল আবদুল হামিদ
- জেনারেল নিয়াজী
সঠিক উত্তরঃ জেনারেল নিয়াজী
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ-ভারত মিত্র বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্নসমর্পন করে কোন তারিখে ?
- ৬ ডিসেম্বর
- ২৬ মার্চ
- ১৬ ডিসেম্বর
- ১৪ ডিসেম্বর
সঠিক উত্তরঃ ১৬ ডিসেম্বর
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন,তার নাম কি?
- জি.সি. দেব
- শহীদুল্লাহ কায়সার
- জহির রায়হান
- শংকরাচার্য
সঠিক উত্তরঃ জি.সি. দেব
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি ছিলেন -
- অস্ট্রেলিয়ার নাগরিক
- ফ্রান্সের নাগরিক
- ব্রিটিশ নাগরিক
- ইতালির নাগরিক
সঠিক উত্তরঃ ইতালির নাগরিক
- নারী উদ্যেক্তা
- এনজিও নেত্রী
- লেখিকা
- রূপকথার চরিত্র
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
মুক্তিযুদ্ধে 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত নারী মুক্তযোদ্ধা কে ?
- বেগম সুফিয়া কামাল
- ডা. সেতারা বেগম
- আঞ্জুমান আরা
- ড. নীলিমা ইব্রাহিম
সঠিক উত্তরঃ ডা. সেতারা বেগম
মুক্তিযুদ্ধে 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত দুই জন মহিলা মুক্তিযোদ্ধা কে কে?
- বেগম সুফিয়া কামাল
- ডা. সেতারা বেগম ও তারামন বিবি
- আঞ্জুমান আরা ও কানিজ ফাতেমা
- সুলতান কবীর ও সালমা খান
সঠিক উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন বিবি
- গ্রামীণ ব্যাংকের একজন পরিচালক
- একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা
- জারিগান গায়িকা
- নাটকের একটি চরিত্র
সঠিক উত্তরঃ একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক -
- সাইমন ড্রিং
- উইলিয়াম ডালরিস্পল
- ডব্লিউ এস ওডারল্যান্ড
- আর্চার ব্লাড
সঠিক উত্তরঃ ডব্লিউ এস ওডারল্যান্ড
- ভারতের
- রাশিয়ার
- অস্ট্রেলিয়ার
- নেপালের
সঠিক উত্তরঃ অস্ট্রেলিয়ার
- জার্মানি
- হল্যান্ড
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
সঠিক উত্তরঃ হল্যান্ড
বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'বীরপ্রতীক' খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক ছিল ?
- ব্রিটিশ
- ফরাসি
- ডাচ
- ক্যানাডিয়ান
সঠিক উত্তরঃ ডাচ
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কি?
- অস্তিত্বে আমার দেশ
- ওরা এগার জন
- জন্মভূমি
- আলোর মিছিল
সঠিক উত্তরঃ অস্তিত্বে আমার দেশ
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয় ?
- ২৪ জুন,২০০৬
- ২৫ জুন,২০০৬
- ২৩ জুন,২০০৬
- ২৬ ডিসেম্বর,১৯৭২
সঠিক উত্তরঃ ২৪ জুন,২০০৬
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয় ?
- ভারত
- পাকিস্তান
- মিয়ানমার
- শ্রীলংকা
সঠিক উত্তরঃ পাকিস্তান
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি কোথায়?
- ঢাকা
- গাজীপুর
- ব্রাহ্মণবাড়িয়া
- কিশোরগঞ্জ
সঠিক উত্তরঃ ঢাকা
কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্থানের করাচীতে ছিল ?
- সিপাহী মোস্তফা কামাল
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
- সিপাহী হামিদুর রহমান
- ক্যপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
সঠিক উত্তরঃ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
- বনানী কবরস্থানে
- আজিমপুর কবরস্থানে
- মোহাম্মদপুর কবরস্থানে
- মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
সঠিক উত্তরঃ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে ?
- সিপাহী মোস্তফা কামাল
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
- সিপাহী হামিদুর রহমান
- ক্যপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
সঠিক উত্তরঃ সিপাহী হামিদুর রহমান
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত ?
- সোনা মসজিদ
- সোনারগাঁ
- আগারগাঁও
- কুসুম্বা
সঠিক উত্তরঃ সোনা মসজিদ
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এই জেলায় -
- নাটোর
- চাঁপাই নবাবগঞ্জ
- জয়পুরহাট
- নওগাঁ
সঠিক উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ
বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন-
- মোস্তফা কামাল
- রুহুল আমিন
- মুন্সী আব্দুর রউফ
- মতিউর রহমান
সঠিক উত্তরঃ মুন্সী আব্দুর রউফ
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
- সিলেট জেলায়
- ঢাকা জেলায়
- রংপুর জেলায়
- ভোলা জেলায়
সঠিক উত্তরঃ ভোলা জেলায়
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন ?
- রাজশাহী
- ফরিদপুর
- বগুড়া
- বরিশাল
সঠিক উত্তরঃ বরিশাল
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল?
- সিপাহী
- মেজর
- ল্যান্স নায়েক
- ক্যাপ্টেন
সঠিক উত্তরঃ ক্যাপ্টেন
- ফ্লাইট লেফটেন্যান্ট
- ক্যাপ্টেন
- ল্যান্স নায়েক
- স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
সঠিক উত্তরঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?
- সিপাহী
- ল্যান্স নায়েক
- লেফটেন্যান্ট
- ক্যাপ্টেন
সঠিক উত্তরঃ সিপাহী
- কামাল উদ্দীন
- মুন্সী আ. রহিম
- নূরুল ইসলাম
- মহিউদ্দীন জাহাঙ্গীর
সঠিক উত্তরঃ মহিউদ্দীন জাহাঙ্গীর
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীরপ্রতীক' উপাধি লাভ করে কতজন?
- ৭ জন
- ৬৮ জন
- ১৭৫ জন
- ৪২৬ জন
সঠিক উত্তরঃ ৪২৬ জন
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কত জন 'বীর বিক্রম' উপাধি লাভ করেছিল?
- ১০০ জন
- ১২৫ জন
- ১৫০ জন
- ১৭৫ জন
সঠিক উত্তরঃ ১৭৫ জন
বাংলাদেশের স্বাধীনতা যদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে 'বীর উত্তম' উপাধিতে ভূষিত করা হয়?
- ২৫৭ জন
- ১৬৩ জন
- ৪৪ জন
- ৬৮ জন
সঠিক উত্তরঃ ৬৮ জন
বাংলাদেশের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়?
- ৯ জন
- ৭ জন
- ৮ জন
- ১০ জন
সঠিক উত্তরঃ ৭ জন
বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় ?
- বীর বিক্রম
- বীর শ্রেষ্ঠ
- বীর উত্তম
- বীর প্রতীক
সঠিক উত্তরঃ বীর উত্তম
বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব -
- বীর শ্রেষ্ঠ
- বীর প্রতীক
- বীর উত্তম
- বীর বিক্রম
সঠিক উত্তরঃ বীর শ্রেষ্ঠ
বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবসহ অন্যান্য খেতাবগুলো -
- বীর উত্তম
- বীর বিক্রম
- বীর প্রতীক
- বর্ণিত সবকয়টি
সঠিক উত্তরঃ বর্ণিত সবকয়টি
- ৬৮ জন
- ১৭৫ জন
- ৪২৬ জন
- ৬৭৬ জন
সঠিক উত্তরঃ ৬৭৬ জন
বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন?
- আতাউল গণি ওসমানী
- কে.এম শফিউল্লাহ
- জিয়াউর রহমান
- খালেদ মোশারফ
সঠিক উত্তরঃ জিয়াউর রহমান
১৯৭১ সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা -
- মুক্তিবাহিনী
- পাকিস্থানী সেনা
- ভারতীয় সেনা
- ইন্দো-বাংলা যৌথবাহিনী
সঠিক উত্তরঃ মুক্তিবাহিনী
সেক্টর-৩ এর সেক্টর কমান্ডার ছিলেন -
- মেজর এন.আম.নুরুজ্জামান
- মেজর শওকত আলী
- মেজর কাজী নূরুজ্জামান
- মেজর এম এ জলিল
সঠিক উত্তরঃ মেজর কাজী নূরুজ্জামান
- Major C.R.Datta
- Major M.A Monjor
- Major Hafiz
- Wing Commander Basher
সঠিক উত্তরঃ Major Hafiz
মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ-কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল?
- ১১ নং সেক্টর
- ১ নং সেক্টর
- ১০ নং সেক্টর
- ৯ নং সেক্টর
সঠিক উত্তরঃ ১০ নং সেক্টর
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
- ২ নং সেক্টর
- ৮ নং সেক্টর
- ১০ নং সেক্টর
- ১১ নং সেক্টর
সঠিক উত্তরঃ ৮ নং সেক্টর
স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রথম কোথায় থেকে প্রচার শুরু করে ?
- কুষ্টিয়া
- মেহেরপুর
- বানাপোল
- কালুরঘাট
সঠিক উত্তরঃ কালুরঘাট
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
- তাজউদ্দীন আহমেদ
- সৈয়দ নজরুল ইসলাম
- কমরেড মনি সিংহ
- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
সঠিক উত্তরঃ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক কে ছিলেন ?
- জিয়াউর রহমান
- এ কে খন্দকার
- আব্দুর রব
- খালেদ মোশারফ
সঠিক উত্তরঃ এ কে খন্দকার
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি ওসমানীর বাড়ী কোন জেলায় ছিল?
- বরিশাল
- সিলেট
- চট্টগ্রাম
- দিনাজপুর
সঠিক উত্তরঃ সিলেট
- মেজর জিয়া (Major Zia )
- কর্নেল শফিউল্লাহ (Col.Shafiullah )
- নুরুদ্দিন খান (Nuruddin Khan)
- এমএজি ওসমানী (M A G Osmani)
সঠিক উত্তরঃ এমএজি ওসমানী (M A G Osmani)
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন -
- অধ্যাপক ইউসুফ আলী
- কামরুজ্জামান
- তাজউদ্দিন আহমেদ
- ক্যাপ্টেন মনসুর আলী
সঠিক উত্তরঃ ক্যাপ্টেন মনসুর আলী
- Tajuddin Ahmed
- Sheikh Mujibur Rahman
- Ziaur Rahman
- Tajuddin Chowdhury
সঠিক উত্তরঃ Tajuddin Ahmed
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
- তাজউদ্দীন আহমেদ
- মুশতাক আহমেদ
- সৈয়দ নজরুল ইসলাম
- মনসুর আলী
সঠিক উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?(First President of Bangladesh was)
- বিচারপতি আবু সাঈদ চৌধরী (Justice Abu Sayeed Chowdhury)
- খন্দকার মোস্তাক আহম্মদ (Khnodakar Mushtaque Ahmed)
- জনাব মোহাম্মদ উল্লাহ্ (Mr. Mohammadullah)
- শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman)
সঠিক উত্তরঃ শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman)
প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন?
- ক্যাপ্টেন মনসুর আলী
- অধ্যাপক ইউসুফ আলী
- সৈয়দ নজরুল ইসলাম
- তাজউদ্দিন আহম্মদ
সঠিক উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী
'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' আনুষ্ঠানিকভাবে কখন আত্নপ্রকাশ করে ?
- ১০ এপ্রিল, ১৯৭১
- ১১ এপ্রিল, ১৯৭১
- ১৭ এপ্রিল, ১৯৭২
- ১৯ এপ্রিল, ১৯৭১
সঠিক উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১
১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
- ৭ মার্চ, ১৯৭১
- ২৫ মার্চ, ১৯৭১
- ১০ এপ্রিল, ১৯৭১
- ১৬ ডিসেম্বর, ১৯৭১
সঠিক উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?
- ঢাকায়
- মেহেরপুরে
- চট্টগ্রামের কালুরঘাটে
- আগরতলায়
সঠিক উত্তরঃ মেহেরপুরে
বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -
- ১৭ এপ্রিল, ১৯৭১
- ২৫ মার্চ, ১৯৭১
- ১১ এপ্রিল, ১৯৭১
- ১০ জানুয়ারী, ১৯৭২
সঠিক উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করা হয় -
- মুজিবনগর হতে
- ঢাকা হতে
- খুলনা হতে
- কালুরঘাট হতে
সঠিক উত্তরঃ মুজিবনগর হতে
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
- ১০ এপ্রিল, ১৯৭১
- ১৭ এপ্রিল, ১৯৭১
- ৭ মার্চ, ১৯৭১
- ২৫ মার্চ, ১৯৭১
সঠিক উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১