বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানস্থাপত্য ও ভাস্কর

51. ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্যের ভাস্কর কে?

  • ক. নিতুন কুণ্ডু
  • খ. আব্দুর রাজ্জাক
  • গ. মাইনুল হোসেন
  • ঘ. রশিদ আহমেদ

উত্তরঃ রশিদ আহমেদ

বিস্তারিত

52. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?

  • ক. টি এস সি মোড়ে
  • খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  • গ. রেডক্রস ময়দানে
  • ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

বিস্তারিত

53. 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী বা ভাস্কর কে?

  • ক. হামিদুজ্জামান
  • খ. নিতুন কুণ্ডু
  • গ. মৃণাল হক
  • ঘ. শামীম সিকদার

উত্তরঃ নিতুন কুণ্ডু

বিস্তারিত

54. রাজারবাগ পুলিশ লাইনে 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে?

  • ক. হামিদুর রহমান
  • খ. মৃণাল হক
  • গ. শামীম শিকদার
  • ঘ. নভেরা আহমেদ

উত্তরঃ মৃণাল হক

বিস্তারিত

55. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?

  • ক. বিজয় স্তম্ভ
  • খ. বিজয় কেতন
  • গ. স্বাধীনতা সোপান
  • ঘ. রক্ত সোপান

উত্তরঃ রক্ত সোপান

বিস্তারিত

56. মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ 'রক্তসোপান' কোথায় অবস্থিত ?

  • ক. ঢাকা সেনানিবাসে
  • খ. সৈয়দপুর সেনানিবাসে
  • গ. সারদা পুলিশ একাডেমিতে
  • ঘ. রাজেন্দ্রপুর সেনানিবাসে

উত্তরঃ রাজেন্দ্রপুর সেনানিবাসে

বিস্তারিত

57. স্বাধীনতার স্মরণে নির্মিত ভাস্কর্য 'জাগ্রত চৌরঙ্গী' কোথায় অবস্থিত?

  • ক. জয়দেবপুরে
  • খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
  • গ. চাঁদপুরে
  • ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ জয়দেবপুরে

বিস্তারিত

58. 'সংশপ্তক' ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?

  • ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে
  • খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
  • গ. রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়
  • ঘ. ঢাকা চারু ও কারুকলা ইনস্টিটিউটে

উত্তরঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

বিস্তারিত

59. মুজিবনগর স্মৃতি সৌধের স্থপতি কে?

  • ক. তানভীর আহমেদ
  • খ. সৈয়দ মঈনুল হোসেন
  • গ. হামিদুজ্জামান খান
  • ঘ. নিতুন কুণ্ডু

উত্তরঃ তানভীর আহমেদ

বিস্তারিত

60. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে?

  • ক. শামীম শিকদার
  • খ. অলক রায়
  • গ. আলাউদ্দীন বুলবুল
  • ঘ. কেউই নয়

উত্তরঃ কেউই নয়

বিস্তারিত

61. মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ 'বিজয়কেতন' কোথায় অবস্থিত ?

  • ক. চট্টগ্রাম সেনানিবাসে
  • খ. ঢাকা সেনানিবাসে
  • গ. সাভারে
  • ঘ. মহাস্থানগড়ে

উত্তরঃ ঢাকা সেনানিবাসে

বিস্তারিত

62. ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি?

  • ক. বিজয় স্তম্ভ
  • খ. বিজয় কেতন
  • গ. রক্ত সোপান
  • ঘ. স্বাধীনতা সোপান

উত্তরঃ বিজয় কেতন

বিস্তারিত

63. মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'বিজয়-৭১' কোথায় অবস্থিত?

  • ক. কৃষি বিশ্ববিদ্যালয়
  • খ. প্রকৌশল বিশ্ববিদ্যালয়
  • গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ কৃষি বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

64. স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য 'অঙ্গীকার' এর অবস্থান কোথায়?

  • ক. জয়দেবপুর
  • খ. চাঁদপুর
  • গ. রংপুর
  • ঘ. মেহেরপুর

উত্তরঃ চাঁদপুর

বিস্তারিত

65. বধ্যভুমি স্মৃতিসৌধ, রায়ের বাজার -এর নকশাবিদ কে ছিলেন?

  • ক. হামিদুর রহমান
  • খ. ফরিউদ্দিন আহমেদ ও জামি আল শাফি
  • গ. নিতুন কুণ্ডু
  • ঘ. মৃনাল হক

উত্তরঃ ফরিউদ্দিন আহমেদ ও জামি আল শাফি

বিস্তারিত

66. বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?

  • ক. বগুড়া
  • খ. রাজশাহী
  • গ. নাটোর
  • ঘ. রংপুর

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

67. মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাকাল কত?

  • ক. ১৯৯৭
  • খ. ১৯৯৬
  • গ. ১৯৭৫
  • ঘ. ১৯৭১

উত্তরঃ ১৯৯৬

বিস্তারিত

68. মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

  • ক. সেগুন বাগিচা
  • খ. ধানমণ্ডি
  • গ. মগবাজার
  • ঘ. বনানী

উত্তরঃ সেগুন বাগিচা

বিস্তারিত

69. ইতিহাস খ্যাত 'মসলিন' এর একটি ছোট টুকরো এখনও সংরক্ষিত আছে ?

  • ক. মুক্তিযুদ্ধ জাদুঘরে
  • খ. বরেন্দ্র জাদুঘরের
  • গ. লালবাগদূর্গে
  • ঘ. জাতীয় জাদুঘরে

উত্তরঃ জাতীয় জাদুঘরে

বিস্তারিত

70. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়?

  • ক. ময়মনসিংহে
  • খ. বগুড়ায়
  • গ. সোনারগাঁয়ে
  • ঘ. রাঙ্গামাটিতে

উত্তরঃ সোনারগাঁয়ে

বিস্তারিত

71. শিল্পী জয়নুল আবেদীন সংগ্রহশালাটি কোথায়?

  • ক. ঢাকায়
  • খ. ময়মনসিংহে
  • গ. চট্টগামে
  • ঘ. নড়াইলে

উত্তরঃ ময়মনসিংহে

বিস্তারিত

72. বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত -

  • ক. ঢাকা
  • খ. টুঙ্গিপাড়া
  • গ. বরিশাল
  • ঘ. মেহেরপুর

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

73. লালন জাদুঘর কোথায় অবস্থিত?

  • ক. সোনারগাঁও
  • খ. ময়নামতি
  • গ. রাজশাহী
  • ঘ. কুষ্টিয়া

উত্তরঃ কুষ্টিয়া

বিস্তারিত

74. বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত -

  • ক. ঢাকা জেলায়
  • খ. চট্টগ্রাম জেলায়
  • গ. কুমিল্লা জেলায়
  • ঘ. কক্সবাজার জেলায়

উত্তরঃ চট্টগ্রাম জেলায়

বিস্তারিত

75. 'বিজয় কেতন' কি?

  • ক. শহীদ স্মৃতিসৌধ
  • খ. জাতীয় জাদুঘর
  • গ. ওসমানী জাদুঘর
  • ঘ. মুক্তিযুদ্ধ জাদুঘর

উত্তরঃ মুক্তিযুদ্ধ জাদুঘর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects