বাংলাদেশের জাতীয় সংসদ সংসদ আইন ও বিল
যে বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না?
- বাল্য বিবাহ নিরোধ বিল
- অর্থ বিল
- অবসরকালীন ভাতা বিল
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ অর্থ বিল
জাতীয় সংসদের প্রথম নারী হুইপ কে?
- শারমিন আকতার
- খালেদা খানম
- জোবেদা রহমান
- সাজেদা চৌধুরী
সঠিক উত্তরঃ খালেদা খানম
জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী--
- ২১(২)
- ৭৪(১)
- ২৮(২)খ
- ৭৮(১)
সঠিক উত্তরঃ ৭৪(১)
রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা তার অসামর্থ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
- ডেপুটি স্পিকার
- স্পিকার
- প্রধানমন্ত্রী
- মন্ত্রীপরিষদ সচিব
সঠিক উত্তরঃ স্পিকার
তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস হয়?
- ২১ জানুয়ারি, ১৯৯১
- ২২ ফেব্রুয়ারী, ১৯৯২
- ২৭ মার্চ, ১৯৯৬
- ২৮ এপ্রিল, ১৯৯৭
সঠিক উত্তরঃ ২৭ মার্চ, ১৯৯৬
আইন-শৃঙখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?
- ১৭ এপ্রিল, ২০০২
- ৯ এপ্রিল, ২০০২
- ১৮ মার্চ, ২০০২
- ৩ এপ্রিল, ২০০২
সঠিক উত্তরঃ ৯ এপ্রিল, ২০০২
বাংলাদেশের জাতীয় প্রতীক -(National emblem of Bangladesh consists -)
- A Royal Bengal Tiger standing in a forest flanked by spotted deers on two sides
- A bouquet of Rajanigandha with a shoot of paddy on one side and a jute plant on the other
- Shapla Flower on water flanked on two sides by shoots of paddy decorated by two stars and three jute leaves at the top.
- Shahid Minar in the background of a rising sun.
সঠিক উত্তরঃ Shapla Flower on water flanked on two sides by shoots of paddy decorated by two stars and three jute leaves at the top.
কোন বিদেশী রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন ?
- পন্ডিত জওহরলাল নেহেরু
- মার্শাল জোসেফ টিটো
- লালবাহাদুর শাস্ত্রী
- রিচার্ড নিক্সন
সঠিক উত্তরঃ মার্শাল জোসেফ টিটো
বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশী রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন ?
- ভারতীয় রাষ্ট্রপ্রধান
- যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান
- শ্রীলংকার রাষ্ট্রপ্রধান
- মালদ্বীপের রাষ্ট্রপ্রধান
সঠিক উত্তরঃ যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান
তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল ?
- শেরে বাংলা নগরে
- জগন্নাথ হলে
- তেজগাঁয়ে
- জগন্নাথ কলেজে
সঠিক উত্তরঃ জগন্নাথ হলে
ঢাকা বিশ্ববিদ্যালয় কোন হলে একসময় সংসদের কার্যক্রম চলতো ?
- এফ. রহমান হল
- জগন্নাথ হল
- ফজলুল হক হল
- সলিমুল্লাহ হল
সঠিক উত্তরঃ জগন্নাথ হল
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়?
- ২৮ জানুয়ারি, ১৯৮০
- ২৮ জানুয়ারি, ১৯৮২
- ২৮ জানুয়ারি, ১৯৮৪
- ২৮ জানুয়ারি, ১৯৮৪
সঠিক উত্তরঃ ২৮ জানুয়ারি, ১৯৮২
জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? (Who is the architect of the Parliament building of Bangladesh?)
- John Homes
- Louis I Kahn
- Frank Loyed wright
- Shomen Saha
সঠিক উত্তরঃ Louis I Kahn
- বাণিজ্য (Commerce)
- পরিকল্পনা (Planning)
- অর্থ (Finance)
- স্থানীয় সরকার (LGRD)
সঠিক উত্তরঃ বাণিজ্য (Commerce)
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কোন সরকারের আমলে গঠিত হয় ?
- হোসাইন মোহাম্মদ এরশাদ
- বেগম জিয়া
- শেখ হাসিনা
- ৪ দলীয় জোট
সঠিক উত্তরঃ ৪ দলীয় জোট
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয় কোন সনে গঠিত হয়?
- ১৯৯২ সালে
- ২০০০ সালে
- ২০০১ সালে
- ২০০২ সালে
সঠিক উত্তরঃ ২০০১ সালে
অষ্টম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোন মাসের কত তারিখে?
- ১০ অক্টোবর, ২০০১
- ২৮ অক্টোবর, ২০০১
- ১ নভেম্বর, ২০০১
- ১৫ নভেম্বর, ২০০১
সঠিক উত্তরঃ ২৮ অক্টোবর, ২০০১
সবচেয়ে বেশী সময়ের স্থায়িত্বকাল কোন সংসদের ছিল?
- সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের
- অষ্টম ও নবম জাতীয় সংসদের
- পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদের
- তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদের
সঠিক উত্তরঃ সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের
প্রথম জাতীয় সংসদের স্থায়িত্বকাল কত ছিল?
- ৩ বছর ৭ মাস
- ২ বছর ২ মাস
- ৩ বছর ৪ মাস
- ২ বছর ৭ মাস
সঠিক উত্তরঃ ২ বছর ৭ মাস
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় ?
- ৭ এপ্রিল, ১৯৭২
- ১০ এপ্রিল, ১৯৭২
- ৭ এপ্রিল, ১৯৭৩
- ১০ এপ্রিল, ১৯৭৩
সঠিক উত্তরঃ ৭ এপ্রিল, ১৯৭৩
বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ তম আসন কোনটি ?
- নেত্রকোণা
- ঝিনাইদহ
- নীলফামারী
- বান্দরবান
সঠিক উত্তরঃ বান্দরবান
জাতীয় সংসদের ১ নং আসনটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
- কক্সবাজার
- পঞ্চগড়
- বরগুনা
- চাঁপাই নবাবগঞ্জ
সঠিক উত্তরঃ পঞ্চগড়
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়?
- ১৯৭৫
- ১৯৭৬
- ১৯৯৬
- ১৯৯১
সঠিক উত্তরঃ ১৯৯৬
বাংলাদেশের কয়টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে অনুষ্ঠিত হয়েছে ?
- ৩ টি
- ২ টি
- ৪ টি
- ৫ টি
সঠিক উত্তরঃ ৪ টি
বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
- ১৬ ফেব্রুয়ারী
- ২৭ ফেব্রুয়ারী
- ২ মার্চ
- ৪ মার্চ
সঠিক উত্তরঃ ২৭ ফেব্রুয়ারী
বহুদলের আংশগ্রহণের ভিত্তিতে কখন বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ?
- ১৯৭৩
- ১৯৭৬
- ১৯৭৯
- ১৯৯১
সঠিক উত্তরঃ ১৯৭৯
বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
- ৭ ই মার্চ ১৯৭৩
- ৫ ই মার্চ ১৯৭৩
- ৬ ই এপ্রিল ১৯৭৩
- ১১ ই এপ্রিল ১৯৭৩
সঠিক উত্তরঃ ৭ ই মার্চ ১৯৭৩
নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের আইনজীবীদের তালিকাভূক্তিকরণের সাথে সম্পর্কিত ?
- বার কাউন্সিল
- সংশ্লিষ্ট জেলা জজ আদালত
- আইনকমিশন
- জুডিশিয়াল সার্ভিস কমিশন
সঠিক উত্তরঃ বার কাউন্সিল
বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি ?
- মৃত্যুদণ্ড
- যাবজ্জীবন কারাদণ্ড
- সশ্রম কারাদণ্ড
- ক্ষতিপূরণ
সঠিক উত্তরঃ মৃত্যুদণ্ড
বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত?
- ১৮ ও ২১
- ১৮ ও ২০
- ১৮ ও ১৮
- ১৮ ও ২৫
সঠিক উত্তরঃ ১৮ ও ২১
- পিতৃসূত্রীয়
- মাতৃসূত্রীয়
- মাতৃতান্ত্রিক
- পিতৃতান্ত্রিক
সঠিক উত্তরঃ পিতৃসূত্রীয়
গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০০৮ কবে জারি করা হয় ?
- ৯ আগস্ট, ২০০৮
- ১৯ আগস্ট, ২০০৮
- ১৯ জুন, ২০০৮
- ২৯ জুন, ২০০৮
সঠিক উত্তরঃ ১৯ আগস্ট, ২০০৮
'দায়মুক্তি অধ্যাদেশ' জারি করা হয় -
- ৮ জানুয়ারি, ২০০৩
- ৯ জানুয়ারি, ২০০৩
- ১০ জানুয়ারি, ২০০৩
- ১৫ জানুয়ারি, ২০০৩
সঠিক উত্তরঃ ৯ জানুয়ারি, ২০০৩
বাংলাদেশে ধূমপান বিরোধী আইন সর্বোচ্চ কত টাকার অর্থদন্ডের বিধান রয়েছে ?
- ১০
- ৫০
- ১০০
- ২০০
সঠিক উত্তরঃ ৫০
- অক্টোবর, ২০০১
- অক্টোবর, ২০০২
- ডিসেম্বর, ২০০২
- জানুয়ারী, ২০০৩
সঠিক উত্তরঃ ডিসেম্বর, ২০০২
বাংলাদেশে কোম্পানি অ্যাক্ট সংশোধিত হয় - (In Bangladesh, the Companies Act was amended in -)
- 1913
- 1986
- 1992
- 1995
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
বর্তমানে প্রচলিত কোম্পানি অ্যাক্ট আইন কোন সালে প্রণীত হয় ?
- ১৯১৩
- ১৮৮১
- ১৯৩২
- ১৯৯১
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
যৌতুক দেওয়া ও নেওয়ার সর্বোচ্চ শাস্তি -
- ১০ বছরের কারাদন্ড
- মৃত্যুদন্ড
- যাবজ্জীবন কারাদন্ড
- পাঁচ বছর কারাদন্ড
সঠিক উত্তরঃ পাঁচ বছর কারাদন্ড
বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় -
- ১৯৭৪ সালে
- ১৯৭৬ সালে
- ১৯৭৮ সালে
- ১৯৮০ সালে
সঠিক উত্তরঃ ১৯৭৬ সালে
বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না ?
- ১২ বছর
- ১৪ বছর
- ১৬ বছর
- ১৮ বছর
সঠিক উত্তরঃ ১৬ বছর
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এবং পারিবারিক আদালত অধ্যাদেশ প্রণীত হয় যথাক্রমে -
- ১৯৬১ এবং ১৯৮৫
- ১৯৬২ এবং ১৯৮০
- ১৮২৯ এবং ১৯৮৩
- ১৯৬০ এবং ১৯৭৪
সঠিক উত্তরঃ ১৯৬১ এবং ১৯৮৫
১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন কোন ক্ষেত্রে বেশী অবদান রাখছে?
- নারী কল্যাণ
- শিশু কল্যাণ
- বৈবাহিক সংস্কার
- পূর্বের তিন ক্ষেত্রেই
সঠিক উত্তরঃ পূর্বের তিন ক্ষেত্রেই
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন পাস হয় কবে?
- ১৯৪৮ সালে
- ১৯৫২ সালে
- ১৯৫৮ সালে
- ১৯৬১ সালে
সঠিক উত্তরঃ ১৯৬১ সালে
বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি প্রণীত হয় -
- ১৯৯০ সালে
- ১৮৯৮ সালে
- ১৯৪৭ সালে
- ১৭৭৩ সালে
সঠিক উত্তরঃ ১৮৯৮ সালে
তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর পদত্যাগ করেন কার নির্দেশে?
- কর্নেল ওসমানী
- মেজর জিয়া
- মেজর শফিউল্লাহ
- শেখ মুজিব
সঠিক উত্তরঃ শেখ মুজিব
'অয়ান-ইলেভেন' কোন দেশের রাজনৈতিক ঘটনার সাথে জড়িত ?
- বাংলাদেশ
- পাকিস্তান
- মার্কিন যুক্তরাষ্ট্র
- গ্রেট ব্রিটেন
সঠিক উত্তরঃ বাংলাদেশ
বিচারপতি হাবিবুর রহমান কোন সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ?
- ১৯৯১
- ১৯৯৬
- ২০০১
- ২০০২
সঠিক উত্তরঃ ১৯৯৬
বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন ?
- ড. কামাল হোসেন
- বিচারপতি সাহাবুদ্দিন
- বিচারপতি হাবিবুর রহমান
- সৈয়দ ইশতিয়াক আহমদ
সঠিক উত্তরঃ বিচারপতি সাহাবুদ্দিন
জনগণের সরাসরি ভোটে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ?
- ১৯৭৩ সালে
- ১৯৭৮ সালে
- ১৯৭১ সালে
- ১৯৮২ সালে
সঠিক উত্তরঃ ১৯৭৮ সালে
জেলা প্রশাসক সচিবালয়ে কর্মরত নিম্নের পদবীর কোন পদমর্যাদার সমতুল্য ?
- সিনিয়র সহকারী সচিব
- উপ-সচিব
- যুগ্ম সচিব
- অতিরিক্ত সচিব
সঠিক উত্তরঃ যুগ্ম সচিব
খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন ?
- কৃষি
- অর্থ
- খাদ্য ও দুর্যোগ
- স্থানীয় সরকার
সঠিক উত্তরঃ খাদ্য ও দুর্যোগ