বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ
বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কয়জন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আছেন?
- ৪ জন
- ১ জন
- ৩ জন
- ২ জন
সঠিক উত্তরঃ ১ জন
- ৩টি
- ৬টি
- ৪টি
- ১টি
সঠিক উত্তরঃ ১টি
কমিশনের সভাপতি নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র কার নিকট পেশ করে পদত্যাগ করতে পারবেন?
- স্পীকারের নিকট
- প্রধানমন্ত্রীর নিকট
- বিচারপতির নিকট
- রাষ্ট্রপতির নিকট
সঠিক উত্তরঃ রাষ্ট্রপতির নিকট
কমিশনের সদস্য পদ পেতে হলে নূন্যতম কত বছর প্রজাতন্ত্রের সরকারি পদে নিযুক্ত থাকতে হবে?
- ১৫ বছর
- ১২ বছর
- ২৫ বছর
- ২০ বছর
সঠিক উত্তরঃ ২০ বছর
প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য দক্ষ ও উপযুক্ত কর্মচারী বাছাই করা কার মুখ্য কাজ?
- সিটি করপোরেশন
- পরিকল্পনা কমিশন
- পৌর কমিশন
- সরকারি কর্ম কমিশন
সঠিক উত্তরঃ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষ লোক নিয়োগকারী সংস্থা কোনটি?
- সিটি করপোরেশন
- পরিকল্পনা কমিশন
- পৌর কমিশন
- সরকারি কর্ম কমিশন
সঠিক উত্তরঃ সরকারি কর্ম কমিশন
কমিশনের কার্য ব্যবস্থার বার্ষিক রিপোর্ট কার নিকট পেশ করা হয়?
- স্পীকারের নিকট
- প্রধানমন্ত্রীর নিকট
- বিচারপতির নিকট
- রাষ্ট্রপতির নিকট
সঠিক উত্তরঃ রাষ্ট্রপতির নিকট
সরকারি কর্ম কমিশন পূর্বে কোন মন্ত্রণালয়ের অধীনে ছিল?
- রাষ্ট্রপতির সচিবালয়
- যোগাযোগ
- পূর্ত
- সংস্থাপন
সঠিক উত্তরঃ রাষ্ট্রপতির সচিবালয়
সরকারি কর্ম কমিশনের সদস্যগণের পদমর্যাদা কাদের সমান?
- এমপি
- গেজেটেড কর্মকর্তা
- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- সুপ্রিম কোর্টের বিচারপতি
সঠিক উত্তরঃ সুপ্রিম কোর্টের বিচারপতি
সরকারি কর্ম কমিশনের প্রধানের পদবি কি?
- উপপরিচালক
- চেয়ারম্যান
- পরিচালক
- মহাপরিচালক
সঠিক উত্তরঃ চেয়ারম্যান
কোনটি ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না?
- জনমত
- নির্দিষ্ট ভূখণ্ড
- নির্বাচকমণ্ডলী
- রাজনৈতিক দল
সঠিক উত্তরঃ নির্দিষ্ট ভূখণ্ড
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান (২০১৫) চেয়ারম্যান কে?
- জেড এন এ তাহমিদা
- কবীর চৌধুরী
- মহিউদ্দীন আহমেদ
- একরাম আহমেদ
সঠিক উত্তরঃ একরাম আহমেদ
বাংলাদেশ সরকারি (দ্বিতীয়) কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যান কে?
- জেড এন এ তাহমিদা
- কবীর চৌধুরী
- মহিউদ্দীন আহমেদ
- ড. এ কিউ এম বজলুল করিম
সঠিক উত্তরঃ মহিউদ্দীন আহমেদ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (প্রথম) এর প্রথম চেয়ারম্যান কে?
- জেড এন এ তাহমিদা
- কবীর চৌধুরী
- মহিউদ্দীন আহমেদ
- ড. এ কিউ এম বজলুল করিম
সঠিক উত্তরঃ ড. এ কিউ এম বজলুল করিম
প্রথম ও দ্বিতীয় কর্ম কমিশন কে একীভূত করে কবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে নতুন কমিশন গঠন করা হয়?
- ১৯৭৭
- ১৯৭৯
- ১৯৮০
- ১৯৭৫
সঠিক উত্তরঃ ১৯৭৭
- ১২ মে, ১৯৭২
- ১১ মে, ১৯৭২
- ১০ মে, ১৯৭২
- ৯ মে, ১৯৭২
সঠিক উত্তরঃ ৯ মে, ১৯৭২
'রাষ্ট্র এমন একটি সংগঠন যা জনসাধারণকে সামাজিক কল্যাণ সম্বন্ধে জ্ঞান দান করে।' -এ উক্তিটি কার?
- গার্নারের
- উইলোবির
- জন লকের
- লাস্কির
সঠিক উত্তরঃ লাস্কির
- উড্রো উইলসনের
- ম্যাকাইভারের
- গার্নারের
- ডাইসির
সঠিক উত্তরঃ গার্নারের
'কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে।' -এ উক্তিটি কার?
- প্লেটোর
- গার্নারের
- এরিস্টটলের
- উড্রো উইলসনের
সঠিক উত্তরঃ উড্রো উইলসনের
কবে প্রথম উপমহাদেশে সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়?
- ১৯২৯ সালে
- ১৯৩০ সালে
- ১৯২৬ সালে
- ১৯২৪ সালে
সঠিক উত্তরঃ ১৯২৬ সালে
স্বাধীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পদমর্যাদা কার সমান?
- হাইকোর্টের বিচারপ্রতির
- প্রতিমন্ত্রী
- উপমন্ত্রী
- পূর্ণাঙ্গ মন্ত্রী
সঠিক উত্তরঃ পূর্ণাঙ্গ মন্ত্রী
স্বাধীন দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী কমিশনারদের মেয়াদ কত বছর?
- ৩ বছর
- ১ বছর
- ৪ বছর
- ৬ বছর
সঠিক উত্তরঃ ৪ বছর
স্বাধীন দুর্নীতি দমন কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
- প্রতিরক্ষা মন্ত্রণালয়
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- সংস্থাপন মন্ত্রণালয়
- প্রধানমন্ত্রী সচিবালয়
সঠিক উত্তরঃ প্রধানমন্ত্রী সচিবালয়
ভারতীয় উপমহাদেশে প্রথম স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করে হয় কোথায়?
- শ্রীলংকা
- পাকিস্তান
- বাংলাদেশ
- ভারত
সঠিক উত্তরঃ ভারত
স্বাধীন দুর্নীতি দমন কমিশনের কার্যালয় কোথায় অবস্থিত?
- সেগুনবাগিচা, ঢাকা
- মিরপুর, ঢাকা
- কারওয়ান বাজার, ঢাকা
- বাংলা মটর, ঢাকা
সঠিক উত্তরঃ সেগুনবাগিচা, ঢাকা
স্বাধীনতা উত্তরকালে পৌরসভা আইন পাস হয়েছিল--
- ১৯৭৯ সালে
- ১৯৯৬ সালে
- ১৯৭৮ সালে
- ১৯৭৫ সালে
সঠিক উত্তরঃ ১৯৭৮ সালে
হাইকোর্ট কবে ফতোয়াকে বেআইনি ঘোষণা করে?
- ১ ফেব্রুয়ারি, ২০০২
- ১ জানুয়ারি, ২০০১
- ১ জানুয়ারি, ২০০২
- ১ জানুয়ারি, ২০০০
সঠিক উত্তরঃ ১ জানুয়ারি, ২০০১
বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?
- হাইকোর্ট
- অধস্তন আদালত
- সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালত
- সুপ্রিম কোর্ট
সঠিক উত্তরঃ সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালত
বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তরে কি আছে?
- পল্লি আদালত
- তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত
- সাবজজ আদালত
- জেলা জজের আদালত
সঠিক উত্তরঃ পল্লি আদালত
জেলা জজ যখন ফৌজদারি মামলার বিচার করেন তখন তাকে কি বলে?
- প্রথম শ্রেণির মুন্সেফ
- মুন্সেফ
- ম্যাজিস্ট্রেট
- সেসন জজ বা দায়রা জজ
সঠিক উত্তরঃ সেসন জজ বা দায়রা জজ
- মুক্তিদান
- একুইটাল
- ডিসচার্জ
- ডিসমিস
সঠিক উত্তরঃ ডিসমিস
ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা মোতাবেক নিযুক্ত যেকোন ব্যাক্তিকে বলা হয়--
- ম্যাজিস্ট্রেট
- বিচারক
- এডভোকেট
- পাবলিক প্রসিকিউটর (পিপি)
সঠিক উত্তরঃ পাবলিক প্রসিকিউটর (পিপি)
বিচারের পূর্বেই সাক্ষ্য-প্রদানের অভাবে আসামিকে ছেড়ে দেওয়াকে বলে--
- মুক্তিদান
- একুইটাল
- ডিসচার্জ
- ডিসমিস
সঠিক উত্তরঃ ডিসচার্জ
নির্দোষ ঘোষণা করে মামলার আসামিকে খালাস দেওয়াকে বলে--
- নির্দোষ
- খালাস
- নির্দোষে খালাস
- একুইটাল
সঠিক উত্তরঃ একুইটাল
গ্রাম্য আদালত অর্ডিন্যান্স কখন জারি করা হয়?
- ১৯৭৯ সালে
- ১৯৭৫ সালে
- ১৯৭৮ সালে
- ১৯৭৬ সালে
সঠিক উত্তরঃ ১৯৭৬ সালে
কোন আদালত থেকে জেলা জজের আদালতে আপিল করা যায়?
- আপিল চলে না
- ম্যাজিস্ট্রেট
- দায়রা জজ
- সাব জজ ও মুন্সেফ আদালত
সঠিক উত্তরঃ সাব জজ ও মুন্সেফ আদালত
জেলা আদালতের প্রধান বিচারক কে?
- প্রধান বিচারপতি
- জেলা ম্যাজিস্ট্রেট
- জেলা পুলিশ সুপার
- জেলা জজ
সঠিক উত্তরঃ জেলা জজ
- আরিফুর রহমান
- হাবিবুর রহমান
- মাইনুর রেজা চৌধুরী
- খাদেমুল ইসলাম চৌধুরী
সঠিক উত্তরঃ খাদেমুল ইসলাম চৌধুরী
বাল্যবিবাহ নিরোধ আইন কোন সালে প্রণীত হয়।
- ১৯৭৮ সালে
- ১৯৩৫ সালে
- ১৯২৯ সালে
- ১৯২৫ সালে
সঠিক উত্তরঃ ১৯২৯ সালে
- ১৯৪৮ সালে
- ১৯৫০ সালে
- ১৯২৫ সালে
- ১৯৩৯ সালে
সঠিক উত্তরঃ ১৯২৫ সালে
- ৮ বছর
- ৬ বছর
- ১২ বছর
- ১০ বছর
সঠিক উত্তরঃ ১০ বছর
সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়স--
- ৭০ বছর
- ৬০ বছর
- ৬২ বছর
- ৬৭ বছর
সঠিক উত্তরঃ ৬৭ বছর
জরুরি ক্ষমতা অধ্যাদেশ প্রণীত হয় কখন?
- ২৭ ফেব্রুয়ারি, ১৯৯০
- ২৭ জানুয়ারি, ১৯৯০
- ২৭ ডিসেম্বর, ১৯৯০
- ২৭ নভেম্বর, ১৯৯০
সঠিক উত্তরঃ ২৭ নভেম্বর, ১৯৯০
সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরে রয়েছে--
- সিনিয়র সচিব
- সহকারী সচিব
- সচিব
- উপসচিব
সঠিক উত্তরঃ সহকারী সচিব
বাংলাদেশ সরকারের ৩৯তম মন্ত্রণালয় কোনটি?
- পূর্ত
- ডাক, তার ও টেলিফোন
- তথ্য ও প্রযুক্তি
- প্রাথমিক ও গণশিক্ষা
সঠিক উত্তরঃ প্রাথমিক ও গণশিক্ষা
- সাধারণ আইন
- কার্যবিধি
- Rules of Business
- Cabinet Rule
সঠিক উত্তরঃ Rules of Business
প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে?
- সহকারী সচিব
- অতিরিক্ত সচিন
- মুখ্য সচিব
- সচিব
সঠিক উত্তরঃ মুখ্য সচিব
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোন মন্ত্রণালউএর অধিনে?
- তথ্য
- যোগাযোগ
- অর্থ
- স্বরাষ্ট্র
সঠিক উত্তরঃ স্বরাষ্ট্র
এনজিও বিষয়ক ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীনে?
- রাষ্ট্রপতির সচিবালয়
- প্রধানমন্ত্রীর সচিবালয়
- সমাজকল্যাণ
- স্বরাষ্ট্র
সঠিক উত্তরঃ প্রধানমন্ত্রীর সচিবালয়
সংসদ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হয়?
- ৩০ দিন
- ৪০ দিন
- ৬০ দিন
- ৯০ দিন
সঠিক উত্তরঃ ৩০ দিন
অষ্টম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের কার্যদিবস কতদিন ছিল?
- ২০ দিন
- ২২ দিন
- ২৪ দিন
- ২৬ দিন
সঠিক উত্তরঃ ২৪ দিন
৯ম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল--
- ২১ মার্চ, ২০০৬
- ২৩ মার্চ, ২০০৭
- ১১ জানুয়ারি, ২০০৭
- ২২ জানুয়ারি, ২০০৭
সঠিক উত্তরঃ ২২ জানুয়ারি, ২০০৭
রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদ কত তারিখে দেশে জরুরী অবস্থা ঘোষণা করেন?
- ১২ জানুয়ারি, ২০০৭
- ১১ জানুয়ারি, ২০০৭
- ১২ জানুয়ারি, ২০০৬
- ১১ জানুয়ারি, ২০০৬
সঠিক উত্তরঃ ১১ জানুয়ারি, ২০০৭
দেশে সর্বপ্রথম জরুরী অবস্থা ঘোষণা করা হয়--
- ১১ ডিসেম্বর, ১৯৯১
- ২৭ নভেম্বর, ১৯৯০
- ১৫ আগস্ট, ১৯৭৫
- ২৮ ডিসেম্বর, ১৯৭৪
সঠিক উত্তরঃ ২৮ ডিসেম্বর, ১৯৭৪
দেশে প্রথম সামরিক শাসন জারি করা হয়--
- ১৫ আগস্ট, ১৯৭৫
- ২৮ ডিসেম্বর, ১৯৭৪
- ২৬ নভেম্বর, ১৯৮৭
- ৩০ মার্চ, ১৯৮১
সঠিক উত্তরঃ ১৫ আগস্ট, ১৯৭৫
এ পর্যন্ত (২০১৫) কতজন সম্মানীত ব্যক্তিত্ব এদেশে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
- ১৩
- ১৬
- ১৪
- ১৮
সঠিক উত্তরঃ ১৬
স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়?
- ২৬ মার্চ, ১৯৭১
- ১০ এপ্রিল, ১৯৭১
- ১৭ এপ্রিল, ১৯৭১
- ২৭ এপ্রিল, ১৯৭১
সঠিক উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১
সম্প্রতি প্রকাশিত 'তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলো ও আমার কথা' গ্রন্থের লেখক কে?
- বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ
- বিচারপতি হাবিবুর রহমান
- বিচারপতি লতিফুর রহমান
- বিচারপতি মোস্তফা কামাল
সঠিক উত্তরঃ বিচারপতি লতিফুর রহমান
- ২৮ মার্চ, ১৯৯৬
- ২৭ মার্চ, ১৯৯৬
- ২৬ মার্চ, ১৯৯৬
- ২৫ মার্চ, ১৯৯৬
সঠিক উত্তরঃ ২৭ মার্চ, ১৯৯৬
- ৭৩ অনুচ্ছেদের ২(খ)
- ৭৭ অনুচ্ছেদের ২(খ)
- ৬৭ অনুচ্ছেদের ২(খ)
- ২৮ অনুচ্ছেদের ২(খ)
সঠিক উত্তরঃ ৬৭ অনুচ্ছেদের ২(খ)
গণপরিষদের সদস্যরা কবে হস্তলিখিত পূর্ণ সংবিধানের বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন?
- ১৪ ডিসেম্বর, ১৯৭২
- ১৬ ডিসেম্বর, ১৯৭২
- ১০ অক্টোবর, ১৯৭২
- ১২ অক্টোবর, ১৯৭২
সঠিক উত্তরঃ ১৪ ডিসেম্বর, ১৯৭২
বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়--
- বহুদলীয় ব্যবস্থা
- বাকশাল
- তত্ত্বাবধায়ক সরকার
- সংসদে মহিলা আসন
সঠিক উত্তরঃ তত্ত্বাবধায়ক সরকার
সাংবিধানিক ভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়---
- ১৯৯১ সালে
- ১৯৯৬ সালে
- ২০০১ সালে
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ ১৯৯৬ সালে
- প্রধানমন্ত্রী
- প্রধান বিচারপতি
- রাষ্ট্রপতি
- চীপ হুইফ
সঠিক উত্তরঃ রাষ্ট্রপতি
আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়--
- ২৩ জুন ১৯৪৮
- ২৩ জুন ১৯৪৭
- ২৩ জুন ১৯৪৯
- ২৩ জুন ১৯৫০
সঠিক উত্তরঃ ২৩ জুন ১৯৪৯
'গণতান্ত্রিক সরকারের রাজনৈতিক দলের ভূমিকা একাধারে দুরূহ জটিল এবং সুদূরপ্রসারী।' -এ উক্তিটি কার?
- ডাইসির
- লর্ড ব্রাইসের
- লর্ড ডালহৌসির
- লর্ড বেন্টিং এর
সঠিক উত্তরঃ লর্ড ব্রাইসের
'আধুনিক গণতন্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন।' এ উক্তিটি কার?
- ডাইসির
- লাস্কির
- ফাইনারের
- গেটেলের
সঠিক উত্তরঃ গেটেলের
- উন্নয়নমূলক কাজ করা
- ন্যায়বিচার করা
- জনমত গঠন করা
- আইন প্রণয়ন করা
সঠিক উত্তরঃ জনমত গঠন করা
কীভাবে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব?
- সমাজতন্ত্র কায়েম করে
- দ্বিদলীয় ব্যবস্থার দ্বারা
- একদলীয় ব্যবস্থার দ্বারা
- বহুদলীয় ব্যবস্থার দ্বারা
সঠিক উত্তরঃ দ্বিদলীয় ব্যবস্থার দ্বারা
'এক দল, এক নেতা' এটি কোন ক্ষেত্রে প্রযোজ্য?
- ত্রিদলীয় ব্যবস্থায়
- একদলীয় ব্যবস্থায়
- বহুদলীয় ব্যবস্থায়
- দ্বিদলীয় ব্যবস্থায়
সঠিক উত্তরঃ একদলীয় ব্যবস্থায়
কখন সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
- ১৯৪৭ সালে
- ১৯১৭ সালে
- ১৯১৯ সালে
- ১৯৪৭ সালে
সঠিক উত্তরঃ ১৯১৭ সালে
- কার্ল মার্কস
- লেলিন
- এডলফ হিটলার
- মুসোলিনি
সঠিক উত্তরঃ এডলফ হিটলার
- আইনসভা ভেঙে দেওয়া
- সরকারের সমালোচনা করা
- সরকার গঠন
- জনমত গঠন
সঠিক উত্তরঃ আইনসভা ভেঙে দেওয়া
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কি?
- সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করা
- জাতীয় কল্যাণ সাধন
- রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা
- ওপরের কোনটিই নয়
সঠিক উত্তরঃ সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করা
- পেশাজীবী সংগঠন
- উপদল বা কুচক্রি দল
- ট্রেড ইউনিয়ন
- চাপ সৃষ্ঠিকারী গোষ্ঠী
সঠিক উত্তরঃ উপদল বা কুচক্রি দল
- একটি নাগরিক সম্প্রদায়
- নির্দিষ্ট মতাদর্শে সংগঠিত জনগোষ্ঠী
- একটি সংগঠিত জনগোষ্ঠী
- একদল লোক
সঠিক উত্তরঃ নির্দিষ্ট মতাদর্শে সংগঠিত জনগোষ্ঠী
নিচের কোন দেশটির পার্লামেন্ট এক কক্ষবিশিষ্ট নয়?
- বুলগেরিয়া
- নিউজিল্যান্ড
- ভারত
- বাংলাদেশ
সঠিক উত্তরঃ ভারত
'ব্যাক্তিস্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য।'-এ কথাটি কে বলেছেন?
- লর্ড বেকন
- লাস্কি
- লর্ড বেন্টিং
- লর্ড ব্রাইস
সঠিক উত্তরঃ লর্ড বেকন
কোনটির অনাস্থা পেলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়?
- সচিবের
- বিচার বিভাগের
- শাসন বিভাগের
- আইনসভার
সঠিক উত্তরঃ আইনসভার
গ্রেট ব্রিটেনের আইনসভা কত কক্ষ বিশিষ্ট?
- চারকক্ষ বিশিষ্ট
- তিনকক্ষ বিশিষ্ট
- দ্বিকক্ষ বিশিষ্ট
- এককক্ষ বিশিষ্ট
সঠিক উত্তরঃ দ্বিকক্ষ বিশিষ্ট
বাংলাদেশের আইনসভা কত কক্ষ বিশিষ্ট?
- তিনকক্ষ বিশিষ্ট
- এককক্ষ বিশিষ্ট
- দ্বিকক্ষ বিশিষ্ট
- খ ও গ উভয়ই
সঠিক উত্তরঃ এককক্ষ বিশিষ্ট
কোন দার্শনিক শাসককে সিংহের মত শক্তিশালী ও শৃগালের মতো ধূর্ত হবার কথা বলেছেন?
- রুশো
- ম্যাকিয়াভেলী
- হবস
- প্লেটো
সঠিক উত্তরঃ ম্যাকিয়াভেলী
- হাইকোর্ট বিভাগের
- বিচার বিভাগের
- শাসন বিভাগের
- আইন বিভাগের
সঠিক উত্তরঃ শাসন বিভাগের
কোন দেশে বিচারকগণ আইনসভা কর্তৃক মনোনীত হন?
- মার্কিন যুক্তরাষ্ট্রে
- বাংলাদেশে
- নিউজিল্যান্ডে
- সুইজারল্যান্ডে
সঠিক উত্তরঃ সুইজারল্যান্ডে
সংবিধানের পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য কোনটি প্রয়োজন?
- বিচারকদের নিরপেক্ষতা
- বিচার বিভাগের স্বাধীনতা
- বিচার বিভাগের উপর আইন বিভাগের নিয়ন্ত্রণ
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ বিচার বিভাগের স্বাধীনতা
বিচারকদের জবাবদিহি কীভাবে নিশ্চিত করা যায়?
- বিচারকদের ওপর রাষ্ট্রপতির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে
- আইন বিভাগীয় নিয়ন্ত্রণ আরোপ করে
- সংবিধান নির্দিষ্ট পদ্ধতিতে
- উপরের সব কয়টি
সঠিক উত্তরঃ সংবিধান নির্দিষ্ট পদ্ধতিতে
আইনের শাসন প্রতিষ্ঠায় কোনটি প্রয়োজন?
- জনগণকর্তৃক বিচারক নিয়োগ
- শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ
- বিচার বিভাগের উপর আইন বিভাগের নিয়ন্ত্রণ
- উপরের কোনটিই নয়
সঠিক উত্তরঃ শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ
সংবিধান সংক্রান্ত জটিল প্রশ্ন কে শাসন বিভাগকে পরামর্শ দান করে?
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- বিচার বিভাগ
- আইন বিভাগ
সঠিক উত্তরঃ বিচার বিভাগ
কোন বিভাগ রাষ্ট্রে দুষ্টের দমন শিষ্টের পালন করে?
- আইন মন্ত্রণালয়
- শাসন বিভাগ
- বিচার বিভাগ
- আইন বিভাগ
সঠিক উত্তরঃ বিচার বিভাগ
সংবিধানের ব্যাখ্যা দানের ক্ষমতা কোন বিভাগের উপর ন্যস্ত থাকে?
- সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশন
- শাসন বিভাগ
- বিচার বিভাগ
- আইন বিভাগ
সঠিক উত্তরঃ বিচার বিভাগ
- হেনরি মেইনের
- লর্ড ব্রাইসের
- লাস্কির
- সিজউইকের
সঠিক উত্তরঃ লর্ড ব্রাইসের
জনগণের ব্যাক্তিস্বাধীনতা নির্ভর করে কোনটির ওপর?
- দক্ষ প্রশাসন
- স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ
- শাসন বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি
- সার্বভৌম আইনসভা
সঠিক উত্তরঃ স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ
সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করে কোন বিভাগ?
- আইন মন্ত্রণালয়
- বিচার বিভাগ
- শাসন বিভাগ
- আইন বিভাগ
সঠিক উত্তরঃ বিচার বিভাগ
কে শাসন বিভাগের কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে?
- রাজনৈতিক দল
- সরকারি কর্মচারী
- বিচার বিভাগ
- আইনসভা
সঠিক উত্তরঃ আইনসভা
কে বিচার বিভাগের প্রধানকে নিয়োগ করেন?
- জনগণ
- আইনজীবীগণ
- সরকারপ্রধান
- রাষ্ট্রপ্রধান
সঠিক উত্তরঃ রাষ্ট্রপ্রধান
কে দণ্ডপ্রাপ্ত ব্যাক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারে?
- আইনমন্ত্রী
- রাষ্ট্রপতি
- প্রধান বিচারপতি
- প্রধানমন্ত্রী
সঠিক উত্তরঃ রাষ্ট্রপতি
কে আন্তর্জাতিক সন্ধি ও চুক্তি সম্পাদন করে?
- পররাষ্ট্র সচিব
- শাসন বিভাগ
- রাষ্ট্রপতি
- মন্ত্রিসভা
সঠিক উত্তরঃ শাসন বিভাগ
- কিউবা
- চীন
- সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)
- জার্মানি
সঠিক উত্তরঃ সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)
কিউবার বর্তমান (২০১৫) প্রেসিডেন্টের নাম কি?
- মিখাইল গর্বাচেভ
- রাউল ক্যাস্ট্রো
- প্যাট্রিস লুলুম্বা
- হ্যান্স ব্লিক্স
সঠিক উত্তরঃ রাউল ক্যাস্ট্রো
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে--
- চীনে
- পাকিস্তানে
- গ্রেট ব্রিটেনে
- ভারতে
সঠিক উত্তরঃ গ্রেট ব্রিটেনে
সংসদীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি--
- সরকারপ্রধান
- ধর্মতান্ত্রীক শাসক
- প্রকৃত শাসক
- নামমাত্র শাসক
সঠিক উত্তরঃ নামমাত্র শাসক
শাসন পরিচালনার দায়িত্ব কোন বিভাগের ওপর ন্যস্ত থাকে?
- প্রতিরক্ষা বিভাগের
- বিচার বিভাগের
- শাসন বিভাগের
- আইন বিভাগের
সঠিক উত্তরঃ শাসন বিভাগের
- পরিবর্তন হচ্ছে
- স্থির রয়েছে
- হ্রাস পাচ্ছে
- বৃদ্ধি পাচ্ছে
সঠিক উত্তরঃ হ্রাস পাচ্ছে
'The Theory and Practice of Modern Government' গ্রন্থটি কে রচনা করেন?
- কে সি হুইয়ার
- হারম্যান ফাইনার
- আর্নেস্ট বার্কার
- লাস্কি
সঠিক উত্তরঃ হারম্যান ফাইনার
বাজেট পাস করতে কোন বিভাগের অনুমোদন প্রয়োজন?
- অর্থ বিভাগের
- শাসন বিভাগের
- বিচার বিভাগের
- আইনসভার
সঠিক উত্তরঃ আইনসভার
- সচিবদের দ্বারা
- আইনসভার সদস্যদের দ্বারা
- রাষ্ট্রপতি দ্বারা
- জনগণ কর্তৃক
সঠিক উত্তরঃ আইনসভার সদস্যদের দ্বারা
সমাজতান্ত্রিক রাষ্ট্রে কোন ধরনের আইনসভা বর্তমান?
- দ্বিকক্ষ বিশিষ্ট
- এককক্ষ বিশিষ্ট
- ক ও খ উভয়ই
- কোন আইনসভা থাকে না
সঠিক উত্তরঃ দ্বিকক্ষ বিশিষ্ট
আমেরিকায় কোন ধরনের সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে?
- সংসদীয় সরকার
- মন্ত্রিপরিষদ শাসিত
- রাষ্ট্রপতিশাসিত
- প্রজাতন্ত্র
সঠিক উত্তরঃ রাষ্ট্রপতিশাসিত
সংসদীয় শাসনব্যবস্থায় কোন প্রকার আইনসভা উত্তম?
- দ্বিকক্ষ বিশিষ্ট
- এককক্ষ বিশিষ্ট
- ক ও খ উভয়ই
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ এককক্ষ বিশিষ্ট
কোন দেশে এককেন্দ্রিক শাসনব্যবস্থা বর্তমান?
- কানাডা
- ভারত
- আমেরিকা
- গ্রেট ব্রিটেন
সঠিক উত্তরঃ গ্রেট ব্রিটেন
এককক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়--
- সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে
- রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী
- উত্তরাধিকারসূত্রে
- মনোনয়নের ভিত্তিতে
সঠিক উত্তরঃ সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে
গণতান্ত্রীক রাষ্ট্রে সরকারের কোন বিভাগের মর্যাদা সর্বাধিক?
- বিচার বিভাগের
- আইন বিভাগের
- শাসন বিভাগের
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ আইন বিভাগের
উত্তম সরকারের বৈশিষ্ট্য হচ্ছে--
- আইনসভার সার্বভৌমত্ব
- আইনের অনুশাসন
- ক্ষমতার স্বতন্ত্রীকরণ
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ ওপরের সবগুলো
কর্তৃত্বের প্রকৃতি ও ব্যাপকতার ভিত্তিতে স্বৈরতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়?
- ৫ ভাগে
- ২ ভাগে
- ৪ ভাগে
- ৩ ভাগে
সঠিক উত্তরঃ ২ ভাগে
রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কত সালে?
- ১৯২০ সালে
- ১৮১৭ সালে
- ১৯১৮ সালে
- ১৯১৭ সালে
সঠিক উত্তরঃ ১৯১৭ সালে
বিশ্বের কোন দেশে সমাজতন্ত্র প্রচলিত রয়েছে?
- চীনে
- কিউবাতে
- আলবেনিয়াতে
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ ওপরের সবগুলো
মার্কসবাদ, লেলিনবাদের আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সর্বহারাদের একনায়কত্বে কী বলা হয়?
- একনায়কতন্ত্র
- গণতন্ত্র
- পুঁজিবাদ
- সমাজতন্ত্র
সঠিক উত্তরঃ সমাজতন্ত্র
কোন সরকার ব্যবস্থায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ নেই?
- রাজতন্ত্রে
- একনায়কতন্ত্রে
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
- গণতন্ত্রে
সঠিক উত্তরঃ একনায়কতন্ত্রে
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন হয় কি ভাবে?
- ঐক্যমত্তের ভিত্তিতে
- লিখিত সংবিধানের মাধ্যমে
- অলিখিত সংবিধান
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ লিখিত সংবিধানের মাধ্যমে
যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য--
- দ্বৈত নাগরিকত্ব
- সংবিধানের প্রাধান্য
- দুই ধরনের সরকার
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ ওপরের সবগুলো
কোন ধরনের শাসনব্যবস্থায় জাতীয় সংহতি রক্ষিত হয়?
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
- এককেন্দ্রিক শাসন ব্যবস্থায়
- প্রজাতন্ত্রে
- রাজতন্ত্রে
সঠিক উত্তরঃ এককেন্দ্রিক শাসন ব্যবস্থায়
যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা প্রবর্তিত রয়েছে?
- নিরঙ্কুশ রাজতন্ত্র
- পুঁজিবাদী
- যুক্তরাষ্ট্রীয়
- সামরিক
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্রীয়
যুক্তরাজ্যে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছে?
- স্বৈরতান্ত্রিক
- রাজতান্ত্রিক
- যুক্তরাষ্ট্রীয়
- এককেন্দ্রিক
সঠিক উত্তরঃ এককেন্দ্রিক
ফ্রান্সে কোন ধরনের সরকার ব্যবস্থা বর্তমান?
- মিশ্র সরকার
- রাজতান্ত্রিক
- এককেন্দ্রিক
- যুক্তরাষ্ট্রীয়
সঠিক উত্তরঃ এককেন্দ্রিক
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো মন্ত্রিপরিষদশাসিত সরকার প্রবর্তিত হয় কবে?
- ১৯৯৬ সালে
- ১৯৯১ সালে
- ১৯৭৯ সালে
- ১৯৭৫ সালে
সঠিক উত্তরঃ ১৯৯১ সালে
মন্ত্রীপরিষদশাসিত সরকারে শাসন বিভাগ কার নিকট দায়ী থাকে?
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
- বিচার বিভাগ
- আইন পরিষদ
সঠিক উত্তরঃ আইন পরিষদ
কোন সরকার ব্যবস্থায় সংবিধান সহজে পরিবর্তন করা যায় না?
- প্রজাতন্ত্রে
- রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায়
- সংসদীয় সরকারব্যবস্থায়
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায়
রাষ্ট্রপতি শাসিত সরকারে যিনি রাষ্ট্রপ্রধান তিনিই--
- প্রকৃত শাসক
- রাষ্ট্রপতি
- শাসক
- রাজা
সঠিক উত্তরঃ প্রকৃত শাসক
কোন সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে না?
- সংসদীয় ব্যবস্থায়
- রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায়
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
- এককেন্দ্রিক ব্যবস্থায়
সঠিক উত্তরঃ রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায়
সংসদীয় শাসন ব্যবস্থায় সাধারণত অধ্যাদেশ জারি করেন--
- আইনমন্ত্রী
- স্পিকার
- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি
সঠিক উত্তরঃ রাষ্ট্রপতি
রাষ্ট্রপতিশাসিত সরকারের দোষ কোনটি?
- ঐতিহ্য রক্ষায় সহায়ক
- সেচ্ছাচারী শাসন
- নমনীয় শাসন
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ সেচ্ছাচারী শাসন
কোন সরকারে মন্ত্রীগণ আইনসভার নিকট দায়ী থাকেন?
- যুক্তরাষ্ট্রীয় সরকারে
- এককেন্দ্রিক সরকারে
- সংসদীয় সরকারে
- রাষ্ট্রপতিশাসিত সরকারে
সঠিক উত্তরঃ সংসদীয় সরকারে
কোন সরকার ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেয়া হয়?
- প্রজাতন্ত্রে
- রাজতন্ত্রে
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
- এককেন্দ্রিক ব্যবস্থায়
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়
কোন শাসনব্যবস্থায় মন্ত্রীগণ আইনসভার নিকট সর্বতোভাবে দায়ী থাকবেন?
- সমাজতন্ত্র ব্যবস্থায়
- রাজতন্ত্র ব্যবস্থায়
- রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থায়
- মন্ত্রীপরিষদ ব্যবস্থায়
সঠিক উত্তরঃ মন্ত্রীপরিষদ ব্যবস্থায়
কোন সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ প্রতিফলিত হয়?
- গণতন্ত্রে
- রাজতন্ত্রে
- মন্ত্রীপরিষদ শাসিত
- রাষ্ট্রপতি শাসিত
সঠিক উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত
কোন শাসনব্যবস্থা জরুরি অবস্থার অনুপযোগী?
- স্বৈরতন্ত্র
- সংসদীয়
- প্রজাতন্ত্র
- রাজতন্ত্র
সঠিক উত্তরঃ সংসদীয়
কোন শাসনব্যবস্থায় বিরোধী দলকে 'বিকল্প সরকার' বলা হয়?
- সংসদীয় ব্যবস্থায়
- গণতন্ত্রে
- প্রজাতন্ত্রে
- রাজতন্ত্রে
সঠিক উত্তরঃ সংসদীয় ব্যবস্থায়
একনায়কতন্ত্রের প্রকৃষ্ট উদাহরণ কোনটি?
- গাদ্দাফির লিবিয়া
- হিটলারের জার্মানি
- মুসোলিনির ইতালি
- খ ও গ উভয়ই
সঠিক উত্তরঃ খ ও গ উভয়ই
কোন ব্যাক্তি বা গোষ্ঠী বা অন্য কোন দলের রাষ্ট্রীয় ক্ষমতার একচ্ছত্র অধিকারী হওয়ার নাম কি?
- সামরিক কতিপয়তন্ত্র
- একনায়কতন্ত্র
- সামরিকতন্ত্র
- স্বৈরতন্ত্র
সঠিক উত্তরঃ একনায়কতন্ত্র
'Power corrupts, power and absolute power corrupts absolutely'- উক্তিটি কার?
- সিলি
- ম্যাকাইভার
- লর্ড অ্যাক্টন
- লাস্কি
সঠিক উত্তরঃ লর্ড অ্যাক্টন
- নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান
- সর্বাত্মক প্রতিষ্ঠান
- আইনগত প্রতিষ্ঠান
- সামাজিক প্রতিষ্ঠান
সঠিক উত্তরঃ সর্বাত্মক প্রতিষ্ঠান
'এক দেশ, এক জাতি, এক নেতা'- এটি কোন সরকারের আদর্শ?
- প্রজাতন্ত্রের
- রাজতন্ত্রের
- গণতন্ত্রের
- একনায়কতন্ত্রের
সঠিক উত্তরঃ একনায়কতন্ত্রের
একনায়কতন্ত্রে রাষ্ট্রের ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
- জনগণের হাতে
- রাজনৈতিক দলের হাতে
- যে কোন একজনের হাতে
- এক জনের হাতে
সঠিক উত্তরঃ এক জনের হাতে
হিটলার কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন?
- পর্তুগালে
- স্পেনে
- জার্মানিতে
- ইতালিতে
সঠিক উত্তরঃ জার্মানিতে
'অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র পাওয়া সম্ভব নয়।' -এ কথাটি কে বলেছেন?
- গার্নার
- গেটেল
- ফাইনার
- লাস্কি
সঠিক উত্তরঃ লাস্কি
- অধিকার, সাম্য ও স্বাধীনতা
- কর্তব্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
- অধিকার, কর্তব্য ও সাম্য
- সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
সঠিক উত্তরঃ সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
প্রাচীনকালে কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল?
- জাপানে
- যুক্তরাজ্যে
- মার্কিন যুক্তরাষ্ট্রে
- গ্রিসের নগররাষ্ট্রে
সঠিক উত্তরঃ গ্রিসের নগররাষ্ট্রে
গণতন্ত্রের শক্তিশালী রক্ষাকবজ কি?
- আইন বিভাগের প্রাধান্য
- বিচার বিভাগের স্বাধীনতা
- বিচার বিভাগের কর্তব্যপরায়ণতা
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ ওপরের সবগুলো
কোনটিকে সর্বকালের জনপ্রিয় ও শ্রেষ্ঠ শাসনব্যবস্থা বলা হয়?
- সংসদীয় সরকারকে
- রাষ্ট্রপতিশাসিত সরকারকে
- একনায়কতন্ত্রকে
- গণতন্ত্রকে
সঠিক উত্তরঃ গণতন্ত্রকে
নিচের কোন দেশে পরোক্ষ গণতন্ত্র প্রচলিত?
- মার্কিন যুক্তরাষ্ট্র
- বাংলাদেশ
- ভারত
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ ওপরের সবগুলো
- স্বাধীন বিচার ব্যবস্থা
- জনগণের সম্মতি
- আইনের শাসন
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ ওপরের সবগুলো
কোন শাসনব্যবস্থায় জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে?
- আধুনিক একনায়কতন্ত্রে
- আধুনিক গণতন্ত্রে
- আধুনিক স্বৈরতন্ত্রে
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ আধুনিক গণতন্ত্রে
গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে?
- বিরোধী দলের হাতে
- জনগণের হাতে
- রাজনৈতিক দলের হাতে
- সরকারের হাতে
সঠিক উত্তরঃ জনগণের হাতে
'শাসিতের সক্রিয় সম্মতির ওপর যে সরকার প্রতিষ্ঠিত তাকে গণতন্ত্র বলে।' সংজ্ঞাটি কার?
- ডাইসি
- সি এফ স্ট্রং
- ম্যাকাইভার
- সিলি
সঠিক উত্তরঃ সি এফ স্ট্রং
'গণতন্ত্র হলো জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত শাসনব্যবস্থা।' -এ উক্তিটি কার--
- লাস্কির
- ম্যাকাইভারের
- ডাইসির
- আব্রাহাম লিংকনের
সঠিক উত্তরঃ আব্রাহাম লিংকনের
গণতন্ত্র কোন গ্রিক শব্দদয় থেকে উদ্ভব হয়েছে?
- Demos and Cartifa
- Defos and Kartia
- Defos and Kratia
- Demos and Kratia
সঠিক উত্তরঃ Demos and Kratia
কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের নীতি অনুসারে সরকারকে কোন দুটি শ্রেণিতে ভাগ করা যায়?
- প্রজাতন্ত্র ও গণতন্ত্র
- স্বৈরতন্ত্র ও গণতন্ত্র
- যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক
- মন্ত্রিপরিষদশাসিত ও রাষ্ট্রপতিশাসিত
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক
আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে কোন দুটি শ্রেণিতে ভাগ করা যায়?
- প্রজাতন্ত্র ও গণতন্ত্র
- রাজতন্ত্র ও স্বৈরতন্ত্র
- যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক
- মন্ত্রিপরিষদশাসিত ও রাষ্ট্রপতিশাসিত
সঠিক উত্তরঃ মন্ত্রিপরিষদশাসিত ও রাষ্ট্রপতিশাসিত
কোন ধরনের শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হয়?
- অভিজাততন্ত্রে
- প্রজাতন্ত্রে
- গণতন্ত্রে
- রাজতন্ত্রে
সঠিক উত্তরঃ প্রজাতন্ত্রে
সরকারের আধুনিক শ্রেণিবিভাগ করেছেন কে?
- বার্নার্ড ক্রিক
- লিকক
- এলান বল
- ওপরের সকলে
সঠিক উত্তরঃ ওপরের সকলে
- সমাজতন্ত্র
- জনতাতন্ত্র
- ধনতন্ত্র
- স্বৈরতন্ত্র
সঠিক উত্তরঃ জনতাতন্ত্র
- সমাজতন্ত্র
- জনতাতন্ত্র
- ধনতন্ত্র
- স্বৈরতন্ত্র
সঠিক উত্তরঃ স্বৈরতন্ত্র
যেখানে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকে বহুজনের ওপর তার নাম কি?
- জনতাতন্ত্র
- গণতন্ত্র
- অভিজাততন্ত্র
- রাজতন্ত্র
সঠিক উত্তরঃ গণতন্ত্র
এরিস্টটলের মতে কোনটি উত্তম সরকার ব্যবস্থা?
- ধনিকতন্ত্র
- পলিটি
- অভিজাততন্ত্র
- রাজতন্ত্র
সঠিক উত্তরঃ পলিটি
যেখানে রাষ্ট্রের চরম ক্ষমতা কয়েকজনের ওপর ন্যস্ত থাকে তাকে বলে--
- জনতাতন্ত্র
- গণতন্ত্র
- অভিজাততন্ত্র
- রাজতন্ত্র
সঠিক উত্তরঃ অভিজাততন্ত্র
যে রাষ্ট্রে চরম ক্ষমতা এক জনের ওপর ন্যস্ত থাকে তাকে বলে--
- জনতাতন্ত্র
- গণতন্ত্র
- অভিজাততন্ত্র
- রাজতন্ত্র
সঠিক উত্তরঃ রাজতন্ত্র
এরিস্টটল কোন নীতি অনুসরণ করে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?
- সার্বভৌম
- সংখ্যা
- উদ্দেশ্য
- খ ও গ উভয়ই
সঠিক উত্তরঃ খ ও গ উভয়ই
- প্রতিরক্ষা
- স্থানীয় সরকার
- সংস্থাপন
- স্বরাষ্ট্র
সঠিক উত্তরঃ প্রতিরক্ষা
বাংলাদেশের ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান কে?
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- বাণিজ্য মন্ত্রী
- প্রধানমন্ত্রী
- অর্থমন্ত্রী
সঠিক উত্তরঃ প্রধানমন্ত্রী
নিম্নের কোনটিকে স্থানীয় সরকার বলা হয় না?
- নগর উন্নয়ন কর্তৃপক্ষ
- উপজেলা পরিষদ
- জেলা পরিষদ
- ইউনিয়ন পরিষদ
সঠিক উত্তরঃ নগর উন্নয়ন কর্তৃপক্ষ
বাংলাদেশে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
- স্পিকার
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- প্রধান বিচারপতি
সঠিক উত্তরঃ প্রধানমন্ত্রী
নিচের কোনটিকে স্থানীয় সরকার বলা হয়?
- উপজেলা চেয়ারম্যান
- ইউনিয়ন সদস্য
- গ্রাম্য সদস্য
- জেলা পরিষদ
সঠিক উত্তরঃ জেলা পরিষদ
লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন?
- তথ্য
- জনপ্রশাসন
- শিক্ষা
- প্রতিরক্ষা
সঠিক উত্তরঃ জনপ্রশাসন
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন?
- অ্যাটর্নি জেনারেল
- প্রধান বিচারপতি
- স্পিকার
- প্রধানমন্ত্রী
সঠিক উত্তরঃ স্পিকার
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
- সৈয়দ নজরুল ইসলাম
- ক্যাপ্টেন মনসুর আলী
- তাজউদ্দিন আহমেদ
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তরঃ তাজউদ্দিন আহমেদ
'সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিক ভালো মানুষ।' -এ উক্তিটি কার?
- ই এম হোয়াইট
- প্লেটো
- সক্রেটিস
- এরিস্টটল
সঠিক উত্তরঃ এরিস্টটল
লর্ড ব্রাইসের মতে সুনাগরিকতা অর্জনের প্রতিবন্ধকতা হচ্ছে--
- দলীয় মনোভাব
- বির্লিপ্ততা
- ব্যাক্তিগত স্বার্থপরতা
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ ওপরের সবগুলো
নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কোন নীতি অনুসরণ করা হয়?
- জন্মস্থান নীতি ও অনুমোদনসূত্র
- জন্মনীতি ও অনুমোদনসূত্র
- জন্মনীতি ও জন্মস্থান নীতি
- শুধু জন্মস্থান নীতি
সঠিক উত্তরঃ জন্মনীতি ও জন্মস্থান নীতি
অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কত বছর স্থায়ীভাবে বসবাস করতে হয়?
- 7 বছর
- ৩ বছর
- ৫ বছর
- ২ বছর
সঠিক উত্তরঃ ৫ বছর
- বিদেশী রাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিলে
- যদি কেউ নিজ রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে
- দীর্ঘ দিন নিজ রাষ্ট্রে অনুপস্থিত থাকলে
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ ওপরের সবগুলো
- পাকিস্তান
- আমেরিকা
- ইতালি
- অস্ট্রেলিয়া
সঠিক উত্তরঃ আমেরিকা
বাংলাদেশে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করতে হলে--
- সচ্চরিত্রবান হতে হয়
- বিবাহ করতে হয়
- স্থায়ীভাবে বসবাস করতে হয়
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ ওপরের সবগুলো
নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোন দেশে?
- ইতালি
- আমেরিকা
- ফ্রান্স
- রাশিয়া
সঠিক উত্তরঃ আমেরিকা
কোন দেশে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মনীতি অনুসরণ করা হয়?
- জাপান
- ব্রিটেন
- আমেরিকা
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ জাপান
কোন নীতি অনুযায়ী পিতা-মাতার নাগরিকতার দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারণ করা হয়?
- রাষ্ট্রনীতি
- অনুমোদনসূত্রে
- জন্মস্থান নীতি
- জন্মনীতি
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
কোনটি নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতি?
- জন্মস্থান নীতি ও অনুমোদনসূত্র
- জন্মনীতি ও অনুমোদনসূত্র
- জন্মনীতি ও জন্মস্থান নীতি
- জন্মসূত্র ও অনুমোদনসূত্র
সঠিক উত্তরঃ জন্মসূত্র ও অনুমোদনসূত্র
'যারা সক্রিয়ভাবে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করত তারাই ছিল নাগরিক'- এ উক্তিটি কার?
- লাস্কির
- প্লেটোর
- সক্রেটিস
- এরিস্টটল
সঠিক উত্তরঃ এরিস্টটল
'নাগরিকতা হলো সর্বজনীন কল্যাণের জন্য ব্যাক্তির লদ্ধ বিচারবুদ্ধির প্রয়োগ।'- এ কথাটি কে বলেছেন?
- ডাইসি
- গেটেল
- ফাইনার
- লাস্কি
সঠিক উত্তরঃ লাস্কি
কোথায় রাষ্ট্রীয় কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারীদের নাগরিক বলা হতো?
- যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে
- সিসিলি দ্বীপে
- রোমান সাম্রাজ্যে
- প্রাচীন গ্রিক নগররাষ্ট্রে
সঠিক উত্তরঃ প্রাচীন গ্রিক নগররাষ্ট্রে
- রাষ্ট্রের মর্যাদা
- ব্যাক্তির মর্যাদা
- রাজনৈতিক অধিকার
- রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা
সঠিক উত্তরঃ ব্যাক্তির মর্যাদা
কোনটি জনসাধারণের প্রাত্যাহিক নূন্যতম চাহিদা পূরণের জন্য কাজ করে?
- জাতীয় রাষ্ট্র
- কল্যাণরাষ্ট্র
- আধুনিক রাষ্ট্র
- রাষ্ট্র
সঠিক উত্তরঃ রাষ্ট্র
- সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান
- ভোক্তার স্বাধীনতা স্বীকৃত
- ভোক্তাগণ ইচ্ছামত দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারে
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ ওপরের সবগুলো
'মানবসমাজের ইতিহাস অবিরাম শ্রেণি সংগ্রামের ইতিহাস' উক্তিটি কার?
- ভি ই লেলিন
- জেরেমি বেন্থাম
- মাও সেতুং
- কার্ল মার্কস
সঠিক উত্তরঃ কার্ল মার্কস
কে উদ্বৃত্ত মূল্যতত্ত্বের কথা বলেন?
- ভি ই লেলিন
- রবার্ট ওয়েন
- ফ্রেডারিক এঙ্গেলস
- কার্ল মার্কস
সঠিক উত্তরঃ কার্ল মার্কস
কে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক?
- চার্লস ফুরিয়ের
- রবার্ট ওয়েন
- ফ্রেডারিক এঙ্গেলস
- কার্ল মার্কস
সঠিক উত্তরঃ কার্ল মার্কস
'যে সরকার কম শাসন করে সে সরকারই উত্তম'- উক্তিটি কার?
- লাস্কি
- জন স্টুয়ার্ট মিল
- উইলোবি
- জেমস মিল
সঠিক উত্তরঃ জন স্টুয়ার্ট মিল
ব্যাক্তিস্বাতন্ত্র্যবাদের মূল দার্শনিক হিসেবে বিবেচিত হন--
- ফেডারিল হেগেল
- জন স্টুয়ার্ট মিল
- জেমস মিল
- জেরিমি বেন্থাম
সঠিক উত্তরঃ জেরিমি বেন্থাম
'ব্যাক্তির জন্যই রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যাক্তি নয়' এটি কিসের মূল কথা?
- সামরিকতন্ত্রের
- সমাজতন্ত্রের
- নৈরাজ্যবাদের
- ব্যাক্তিস্বতন্ত্র্যবাদের
সঠিক উত্তরঃ ব্যাক্তিস্বতন্ত্র্যবাদের
কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য কিরূপ?
- এটি অর্থনৈতিক উন্নতি সাধন করে
- এটি কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব মোচন করে
- এটি জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায়
- সবগুলো
সঠিক উত্তরঃ সবগুলো
আধুনিক কল্যাণ রাষ্ট্রের উন্মেষ ঘটে?
- অস্ট্রেলিয়ায়
- ফ্রান্সে
- যুক্তরাষ্ট্রে
- ইংল্যান্ডে
সঠিক উত্তরঃ যুক্তরাষ্ট্রে
রাষ্ট্রের অপরিহার্য কাজগুলো হলো--
- আইন ও বিচার সংক্রান্ত বিষয়
- দেশরক্ষা ও পররাষ্ট্র সংক্রান্ত
- আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসন পরিচালনা
- ওপরের সবগুলো
সঠিক উত্তরঃ ওপরের সবগুলো
কোন যুগে রাষ্ট্রের ওপর ধর্মের প্রভাব দেখা যায়?
- প্রাগৈতিহাসিক যুগে
- মধ্যযুগে
- প্রাচীন যুগে
- আধুনিক যুগে
সঠিক উত্তরঃ মধ্যযুগে
কোন ব্যবস্থায় সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়?
- সামরিকতন্ত্রে
- সমাজতন্ত্রে
- রাজতন্ত্রে
- পুঁজিবাদে
সঠিক উত্তরঃ সমাজতন্ত্রে
'রাষ্ট্র শ্রেণিশোষণের হাতিয়ার'- উক্তিটি কোন ক্ষেত্রে প্রযোজ্য?
- সামরিক রাষ্ট্রে
- পুঁজিবাদী রাষ্ট্রে
- সমাজতান্ত্রিক রাষ্ট্রে
- রাজতান্ত্রিক রাষ্ট্রে
সঠিক উত্তরঃ পুঁজিবাদী রাষ্ট্রে
- শাসনব্যবস্থা
- সাংস্কৃতিক ব্যবস্থা
- রাজনৈতিক ব্যবস্থা
- অর্থনৈতিক ব্যবস্থা
সঠিক উত্তরঃ অর্থনৈতিক ব্যবস্থা
শান্তি শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের কোন ধরনের উদ্দেশ্য?
- চূড়ান্ত উদ্দেশ্য
- গৌণ উদ্দেশ্য
- মুখ্য ও প্রাথমিক উদ্দেশ্য
- প্রাথমিক উদ্দেশ্য
সঠিক উত্তরঃ মুখ্য ও প্রাথমিক উদ্দেশ্য
কে রাষ্ট্রকে 'ধুলির ধরণীতে ঈশ্বরের জয়যাত্রা' বলে উল্লেখ করেন?
- লাস্কি
- টি এইচ গ্রিন
- দান্তে
- হেগেল
সঠিক উত্তরঃ হেগেল
কে ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছেন?
- দান্তে
- ম্যাকিয়াভেলী
- মার্সিলিও অব পাদুয়া
- এরিস্টটল
সঠিক উত্তরঃ ম্যাকিয়াভেলী
- জনগণের জীবনের নিরাপত্তা দান
- জনগণের কল্যাণ সাধন
- জনগণের উন্নত জীবনের নিশ্চয়তা প্রদান
- সবগুলো
সঠিক উত্তরঃ সবগুলো
রাষ্ট্র ও গির্জার মধ্যে দ্বন্দ্ব কোন যুগের রাষ্ট্রতত্ত্বকে প্রভাবিত করেছিল?
- আধুনিক যুগ
- প্রাচীন যুগ
- মধ্যযুগ
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ মধ্যযুগ
'রাষ্ট্র মানবসমাজের ক্রমবিবর্তনের ফল।'-এ কথা কে বলেছেন?
- ফাইনার
- ডাইসী
- লাস্কি
- বার্জেস
সঠিক উত্তরঃ বার্জেস
কার মতে রাষ্ট্র পূর্ব অবস্থায় প্রকৃতির রাজ্য ছিল সুখময় বর্গীয় লীলাভূমি?
- হেনরি মেইনের
- রুশোর
- জন লকের
- টমাস হবসের
সঠিক উত্তরঃ রুশোর
জ্যাঁ জ্যাঁক রুশো (১৭১২-১৭৭৮) কোন দেশের নাগরিক?
- রাশিয়া
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ফ্রান্স
- ইংল্যান্ড
সঠিক উত্তরঃ ফ্রান্স
'রাষ্ট্র শক্তির ওপর ভিত্তি করে উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে টিকে আছে।'- এটি কোন মতবাদের মূলকথা?
- ঐতিহাসিক মতবাদের
- ঐশী মতবাদের
- বল প্রয়োগ মতবাদের
- চুক্তি মতবাদের
সঠিক উত্তরঃ বল প্রয়োগ মতবাদের
'ঐতিহাসিক দিক হতে দেখা যায় আধুনিক সকল রাষ্ট্রই সার্থক রণ-কৌশলের ফল।'- এ উক্তিটি কার?
- গার্নারের
- গেটেলের
- জেংকসের
- জেলেনিকের
সঠিক উত্তরঃ জেংকসের
বলপ্রয়োগ মতবাদে বিশ্বাসী ছিলেন--
- টমাস হবস
- জ্যাঁ জ্যাঁক রুশো
- চতুর্দশ লুই
- ডেভিড হিউম ও জেলেনিক
সঠিক উত্তরঃ ডেভিড হিউম ও জেলেনিক
ঐশী মতবাদে কোন ধরনের শাসকের জন্ম হওয়ায় স্বাভাবিক?
- সেচ্চাচারী শাসকের
- ন্যায়পরায়ণ শাসকের
- মহৎ শাসকের
- আদর্শ শাসকের
সঠিক উত্তরঃ সেচ্চাচারী শাসকের
কে নিজেকে খোদার বরপুত্র মনে করতেন?
- চতুর্দশ লুই
- প্রথম জেমস
- সাধু টমাস একুইনাল
- সাধু অগাস্টিন
সঠিক উত্তরঃ চতুর্দশ লুই
- ঐতিহাসিক মতবাদের
- ঐশী মতবাদের
- বল প্রয়োগ মতবাদের
- চুক্তি মতবাদের
সঠিক উত্তরঃ ঐশী মতবাদের
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটি?
- ঐতিহাসিক মতবাদ
- ঐশী মতবাদ
- বল প্রয়োগ মতবাদ
- চুক্তি মতবাদ
সঠিক উত্তরঃ ঐতিহাসিক মতবাদ
প্রকৃতির রাজ্যকে কে পার্থিব স্বর্গ বলে অভিহিত করেছেন?
- মন্টেস্কু
- জ্যাঁ জ্যাঁক রুশো
- জন লক
- টমাস হবস
সঠিক উত্তরঃ জ্যাঁ জ্যাঁক রুশো
'স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, শ্লোগানটি কোন বিপ্লবের?
- চীনা বিপ্লব
- কিউবা বিপ্লব
- ফরাসি বিপ্লব
- অক্টোবর বিপ্লব
সঠিক উত্তরঃ ফরাসি বিপ্লব
- উদ্বৃত্ত মূল্যতত্ত্ব
- সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্ব
- উদারতাবাদ
- ব্যাক্তি স্বতন্ত্রবাদ
সঠিক উত্তরঃ উদ্বৃত্ত মূল্যতত্ত্ব
- সর্বহারা শ্রেণির অধিকার প্রতিষ্ঠার মাধ্যম
- শোষণের হাতিয়ার
- শ্রেণিহীন সমাজ গঠনের মাধ্যম
- সবগুলো
সঠিক উত্তরঃ শোষণের হাতিয়ার
রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদ অনুসারে শাসক বিধাতার প্রতিনিধি?
- মার্কসীয় মতবাদ
- পিতৃতান্ত্রিক মতবাদ
- ঐশ্বরিক মতবাদ
- বলপ্রয়োগ মতবাদ
সঠিক উত্তরঃ ঐশ্বরিক মতবাদ
'জনগণের সম্পত্তিই হচ্ছে সরকারের ভিত্তি'- উক্তিটি কার?
- টি এইচ গ্রিনের
- বুশের
- জন লকের
- টমাস হবসের
সঠিক উত্তরঃ জন লকের
- ডেভিড ইস্টন
- জি এ আলমন্ড
- মস্কা
- ক ও খ উভয়ই
সঠিক উত্তরঃ ক ও খ উভয়ই
'আমিই রাষ্ট্র।' -এ কথাটি কে বলেছেন?
- ফ্রান্সের রাজা চতুর্দশ লুই
- ত্রয়োদশ লুই
- ফ্রান্সের রাজা দ্বাদশ লুই
- একাদশ লুই
সঠিক উত্তরঃ ফ্রান্সের রাজা চতুর্দশ লুই
'An Introduction to Politics' গ্রন্থের রচয়িতা কে?
- হল্যান্ড
- কে সি হুইয়ার
- হারম্যান ফাইনার
- অধ্যাপক লাস্কি
সঠিক উত্তরঃ অধ্যাপক লাস্কি
কার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা ও অনিচ্ছা প্রকাশিত ও বাস্তবায়িত হয়?
- নির্বাচকমণ্ডলীর
- জনমতের
- রাজনৈতিক দলের
- সরকারের
সঠিক উত্তরঃ সরকারের
কোন কোন বিভাগ নিয়ে সরকার গঠিত হয়?
- শাসন বিভাগ, বিচার বিভাগ ও সামরিক বিভাগ
- শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ
- আইন বিভাগ, শাসন বিভাগ ও সামরিক বিভাগ
- আইন বিভাগ, সামরিক বিভাগ ও বিচার বিভাগ
সঠিক উত্তরঃ শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ
'রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানবসমাজের সর্বাধিক কল্যাণসাধন করা।' -এ উক্তিটি কার?
- জন লকের
- হরকিলের
- ফাইনারের
- গার্নারের
সঠিক উত্তরঃ হরকিলের
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
- সেন্টমার্টিন
- সাতগ্রাম
- মুজিবনগর
- চৌদ্দগ্রাম
সঠিক উত্তরঃ সেন্টমার্টিন
- এক ধরনের আইন
- সংবাদপত্র
- সাদা চিঠি
- সরকার কতৃক প্রকাশিত তথ্য বিবরণী
সঠিক উত্তরঃ সরকার কতৃক প্রকাশিত তথ্য বিবরণী
স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে ?
- ইউনিয়ন পরিষদ
- উপজেলা পরিষদ
- জেলা পরিষদ
- গ্রাম সরকার
সঠিক উত্তরঃ ইউনিয়ন পরিষদ
বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
- থানা
- উপজেলা
- গ্রাম সরকার
- ইউনিয়ন পরিষদ
সঠিক উত্তরঃ ইউনিয়ন পরিষদ
বাংলাদেশের পল্লী অঞ্চলে নিম্নতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি ?
- গ্রাম সরকার
- ইউনিয়ন পরিষদ
- পৌরসভা
- গ্রাম পঞ্চায়েত
সঠিক উত্তরঃ ইউনিয়ন পরিষদ
- কোন দেশের বিভিন্ন আলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে কর আরোপসহ সীমিত ক্ষমতা দান করে যে স্থানীয় কতৃপক্ষ গঠন করা হয়
- অনির্বাচিত স্থানীয় সংস্থা
- কেন্দ্রীয় সরকারের স্থানীয় প্রতিনিধি
- স্থানীয় সরকার তদারককারী কেন্দ্রীয় কর্মকর্তা
সঠিক উত্তরঃ কোন দেশের বিভিন্ন আলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে কর আরোপসহ সীমিত ক্ষমতা দান করে যে স্থানীয় কতৃপক্ষ গঠন করা হয়
- রাষ্ট্রপতি
- প্রধানমন্ত্রী
- মন্ত্রীপরিষদ সচিব
- মুখ্য সচিব
সঠিক উত্তরঃ প্রধানমন্ত্রী
বাংলাদেশের শাসনব্যবস্থার ধরন - (What is the present form of government in Bangladesh ?)
- Presidential
- Federal
- Parliamentry
- None of these
সঠিক উত্তরঃ Parliamentry
- ঢাকাকে
- খুলনাকে
- চট্টগ্রামকে
- রাজশাহীকে
সঠিক উত্তরঃ চট্টগ্রামকে
- Upazilla
- Thana
- Ward
- None of these
সঠিক উত্তরঃ Ward
বাংলাদেশের সর্ব দক্ষিণে কোনটি অবস্থিত ?
- দক্ষিণ তালপট্টি
- সেন্টমার্টিন
- নিঝুম
- ভোলা
সঠিক উত্তরঃ সেন্টমার্টিন
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম? (Which one is the northern most tip of Bangladesh?)
- টেকনাফ (Teknaf)
- তেঁতুলিয়া (Tetulia)
- পঞ্চগড় (Panchagar)
- বাংলাবান্ধা (Banglabanda)
সঠিক উত্তরঃ বাংলাবান্ধা (Banglabanda)
বাংলাদেশ জাতীয় সংসদে 'উপজেলা বাতিল' বিলটি কখন পাস করা হয়েছিল?
- ১৯৯২ সালে
- ১৯৯৩ সালে
- ১৯৯১ সালে
- ১৯৯০ সালে
সঠিক উত্তরঃ ১৯৯২ সালে
বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? (Which is the most southern district in Bangladesh?)
- চট্টগ্রাম (Chittagong)
- ভোলা (Bhola)
- পটুয়াখালী (Patuakhali)
- কক্সবাজার (Cox's Baazar)
সঠিক উত্তরঃ কক্সবাজার (Cox's Baazar)
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ( How many districts are in the division of Dhaka?)
- ১৫ টি
- ১৩ টি
- ১৪ টি
- ১২ টি
সঠিক উত্তরঃ ১৩ টি
বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা(আয়তনে) কোনটি ? (Which is the smallest district in Bangladesh ?)
- Jhalokathi
- Hobigonj
- Barguna
- Meherpur
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
বাংলাদেশে জেলার সংখ্যা কত ? (The number of administrative districts in Bangladesh are -)
- 21
- 64
- 460
- 490
সঠিক উত্তরঃ 64
আয়তনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিভাগ কোনটি? (The largest division in Bangladesh is -)
- Dhaka
- Chittagong
- Rajshahi
- Sylhet
সঠিক উত্তরঃ Chittagong
- মামলা বাতিল ও মুক্তি
- আদালতের আদেশে মুক্তি
- নির্বাহী আদেশে মুক্তি
- জামিনে মুক্তি
সঠিক উত্তরঃ নির্বাহী আদেশে মুক্তি
- স্থানীয় ম্যাজিস্ট্রেট
- বিচারকারী আদালত
- স্থানীয় থানা
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ স্থানীয় থানা
- First Information Report
- First Investigation Report
- First Intelligence Report
- Federal Investigation Report
সঠিক উত্তরঃ First Information Report
মানুষের চলাচল, আচরণ ও কর্মকান্ডের ওপর বিধি নিষেধ বা নিয়ন্ত্রণ আরোপের জন্য জারী করা হয় -
- ১৪৪ ধারা
- ৫৪ ধারা
- ৪২০ ধারা
- ১৬৪ ধারা
সঠিক উত্তরঃ ১৪৪ ধারা
কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে বিনা ওয়ারেন্টে পুলিশ কোন ধারায় যে কাউকে গ্রেফতাঁর করতে পারে ?
- ৫৪ ধারা
- ১৪৪ ধারা
- ৪২০ ধারা
- ১৬৪ ধারা
সঠিক উত্তরঃ ৫৪ ধারা
বিচার বিভাগ পৃথকীকরণে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব নেন -
- হাইকোর্টের
- লেবার কোর্টের
- নিম্ন দেওয়ানি আদালতের
- নিম্ন ফৌজদারি আদালতের
সঠিক উত্তরঃ নিম্ন ফৌজদারি আদালতের
নিম্ন আদালতে বিচারক নিয়োগের কার্যাবলী যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তা হলো -
- পাবলিক সার্ভিস কমিশন
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
- জুডিসিয়াল সার্ভিস কমিশন
- সুপ্রিম কোর্টের আপীল বিভাগ
সঠিক উত্তরঃ জুডিসিয়াল সার্ভিস কমিশন
বিচার বিভাগ পৃথকীকরণ মামলার বাদী -
- মোস্তফা কামাল
- আমিরুল ইসলাম
- মাজদার হোসেন
- ড. কামাল হোসেন
সঠিক উত্তরঃ মাজদার হোসেন
- মাজদার হোসেন বনাম বাংলাদেশ
- হালিমা খাতুন বনাম বাংলাদেশ
- আকবর হোসেন বনাম বাংলাদেশ
- আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ
সঠিক উত্তরঃ মাজদার হোসেন বনাম বাংলাদেশ
- 16 February 2008
- 1 November 2007
- 16 March 2007
- 16 April 2008
সঠিক উত্তরঃ 1 November 2007
বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগ গঠিত হয় কখন ?
- ১ নভেম্বর, ২০০৭
- ২ নভেম্বর, ২০০৭
- ১ ডিসেম্বর, ২০০৭
- ২ ডিসেম্বর, ২০০৭
সঠিক উত্তরঃ ১ নভেম্বর, ২০০৭
মাযদার হোসেন মামলার পরিনতি - (The final out come of Mazdar Hossain case is -)
- স্বাধীন নির্বাচন কমিশন (Independent Election Commission)
- প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা (Establishment of administrative Tribunal )
- বিচার বিভাগ পৃথকীকরণ (Separation of Judiciary)
- স্বাধীন দুর্নীতি দমন কমিশন (Independent anti Corruption Commission)
সঠিক উত্তরঃ বিচার বিভাগ পৃথকীকরণ (Separation of Judiciary)
বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না -
- বিবাহ বিচ্ছেদ
- নারী ও শিশু পাচার
- শিশু অভিভাবকত্ব
- দেন মোহর
সঠিক উত্তরঃ নারী ও শিশু পাচার
পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয়?
- ১৯৮০ সালে
- ১৯৮৫ সালে
- ১৯৮১ সালে
- ১৯৯১ সালে
সঠিক উত্তরঃ ১৯৮৫ সালে
- দায়রা জজ আদালত
- মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত
- দ্বিতীয় শ্রেনির ম্যাজিস্ট্রেটের
- প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের
সঠিক উত্তরঃ দায়রা জজ আদালত
তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) জেলা ও দায়রা জজ আদালত কবে চালু হয় কবে?
- ১ জানুয়ারি, ২০০৮
- ১ জুলাই, ২০০৮
- ১ জানুয়ারি, ২০০৯
- ১ জুলাই,২০০৯
সঠিক উত্তরঃ ১ জুলাই, ২০০৮
- আইন প্রয়োগ
- আইনের ব্যাখ্যা
- সংবিধানের ব্যাখ্যা
- সংবিধান প্রণয়ন
সঠিক উত্তরঃ সংবিধান প্রণয়ন
দোষী ও অপরাধীর শাস্তি বিধানের জন্য রাষ্ট্র কি স্থাপন করেছে ?
- আইন বিভাগ
- পুলিশ বাহিনী
- বিচারালয়
- সেনাবাহিনী
সঠিক উত্তরঃ বিচারালয়
বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ?
- আইন প্রনয়ন
- ন্যায় বিচার প্রতিষ্ঠা
- সংবিধানের ব্যাখ্যা প্রদান
- সরকারকে পরামর্শ দেয়া
সঠিক উত্তরঃ সংবিধানের ব্যাখ্যা প্রদান
- আইন প্রনয়ন
- বাজেট পাস
- দন্ড বিধান
- আইনসভা আহবান
সঠিক উত্তরঃ দন্ড বিধান