অনুপাত সমানুপাত মিশ্রণ ও অংশীদারী কারবার

মোটর গাড়ীতে ব্যাবহৃত দর্পন ---

  • ক. অবতল দর্পণ
  • খ. সমতল দর্পণ
  • গ. উত্তল দর্পণ
  • ঘ. সবগুলোই

উত্তরঃ উত্তল দর্পণ

বিস্তারিত

একটি ম্যাপের Scale হচ্ছে ১ : ৫০০০০; ২ কিলোমিটার দূরত্ব ম্যাপে কত দেখাতে হবে? ম্যাপের ৩ সে.মি.লাইন কত দূরত্ব হবে?

  • ক. ৪ সেঃ মিঃ, ১.৫ কিঃ মিঃ
  • খ. ৩ সেঃ মিঃ, ২.৫ কিঃ মিঃ
  • গ. ২ সেঃ মিঃ, ৩.০ কিঃ মিঃ
  • ঘ. ১ সেঃ মিঃ, ২.০ কিঃ মিঃ

উত্তরঃ ৪ সেঃ মিঃ, ১.৫ কিঃ মিঃ

বিস্তারিত

ক,খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ,গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত?

  • ক. ৫৫৫ টাকা
  • খ. ৩৩৩ টাকা
  • গ. ৭৭৭ টাকা
  • ঘ. ৮৮৮ টাকা

উত্তরঃ ৭৭৭ টাকা

বিস্তারিত

দুটি সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ : ৫ হলে সংখ্যাদ্বয় কত?

  • ক. ২৩১, ১৬৫
  • খ. ২২৩, ১১৬
  • গ. ২২২, ১২০
  • ঘ. ১৯০, ১২৪

উত্তরঃ ২৩১, ১৬৫

বিস্তারিত

তিন জনের মধ্যে ৭৫০ টাকা ৩ : ৫ : ৭ অনুপাতে ভাগ করে দিলে ভাগের টাকার অংশগুলো হবে-

  • ক. ১২০, ২৩০, ৪০০
  • খ. ১৩০, ২৮০, ৩৪০
  • গ. ১৫০, ২৫০, ৩৫০
  • ঘ. ২০০, ২৫০, ৩০০

উত্তরঃ ১৫০, ২৫০, ৩৫০

বিস্তারিত

৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরা সাইজ কত?

  • ক. ৮ মিঃ, ২২ মিঃ, ৩০ মিঃ
  • খ. ১০ মিঃ, ২০ মিঃ, ৩০ মিঃ
  • গ. ৯ মিঃ, ২১ মিঃ, ৩০ মিঃ
  • ঘ. ১২ মিঃ, ২০ মিঃ, ২৮ মিঃ

উত্তরঃ ৯ মিঃ, ২১ মিঃ, ৩০ মিঃ

বিস্তারিত

একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে, কোণ তিনটিকে ডিগ্রীতে প্রকাশ করুন?

  • ক. ৩০°, ৪০°, ৫০°
  • খ. ৪২°, ৫৬°, ৭০°
  • গ. ৪৫°,৬০°, ৭৫°
  • ঘ. ৪৮°, ৬৪°, ৮০°

উত্তরঃ ৪৫°,৬০°, ৭৫°

বিস্তারিত

একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে ২ : ৩ : ৪ কোণগুলো কত?

  • ক. ৮০° ,১২০°, ১৬০°
  • খ. ৪০°, ৬০°, ৮০°
  • গ. ৩০°, ৪৫°, ১৫°
  • ঘ. ৫০°, ৩০°, ৯০°

উত্তরঃ ৪০°, ৬০°, ৮০°

বিস্তারিত

Let x : y =3 :4 and x : z= 6 : 5, then z : y =?/যদি x : y =3 :4 এবং x : z= 6 : 5 হয়, তবে z : y = কত?

  • ক. 5 : 3
  • খ. 6 : 7
  • গ. 4 : 2
  • ঘ. 5 : 4

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

The ratiio of 1/4 to 3/5 is-/১/৪ : ৩/৫ কত?

  • ক. 1 to 3
  • খ. 5 to 12
  • গ. 12 to 20
  • ঘ. None of these

উত্তরঃ 5 to 12

বিস্তারিত

The ratio of 1/5 to 2/7 is-/১/৫ : ২/৭ কত?

  • ক. 3 : 5
  • খ. 5 : 7
  • গ. 7 : 9
  • ঘ. 7 : 10

উত্তরঃ 7 : 10

বিস্তারিত

৩,৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

  • ক. ১২
  • খ. ১৬
  • গ. ১৮
  • ঘ. ৮

উত্তরঃ ১২

বিস্তারিত

A : B = 4 : 5, A : C = 10 : 9, then A : B : C =?

  • ক. 4 : 5 : 9
  • খ. 4 : 5 : 10
  • গ. 8 : 9 : 10
  • ঘ. 20 : 25 : 18

উত্তরঃ 20 : 25 : 18

বিস্তারিত

a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে তবে a : b : c = কত?

  • ক. 4 : 7 : 6
  • খ. 20 : 35 : 24
  • গ. 20 : 35 : 42
  • ঘ. 24 : 35 : 30

উত্তরঃ 20 : 35 : 42

বিস্তারিত

৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬- এর মিশ্র অনুপাত কত?

  • ক. ৭২ : ১০৫
  • খ. ৭২ : ৩৫
  • গ. ৩৫ : ৭২
  • ঘ. ১০৫ : ৩৫

উত্তরঃ ৩৫ : ৭২

বিস্তারিত

x:y=a:b, যদি x=6, y=5 এবং a=36 হয় তবে b=কত?

  • ক. ৩৫
  • খ. ৩০
  • গ. ১২
  • ঘ. ৬

উত্তরঃ ৩০

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects