অনুপাত সমানুপাত মিশ্রণ ও অংশীদারী কারবার
দু'টি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু. ১৮০ হলে, সংখ্যা দু'টি নির্নয় করুন?
- ক. ৪৫, ৬০
- খ. ৪২, ৫৬
- গ. ৩৯, ৫২
- ঘ. ৩৬, ৪৮
উত্তরঃ ৪৫, ৬০
মোটর গাড়ীতে ব্যাবহৃত দর্পন ---
- ক. অবতল দর্পণ
- খ. সমতল দর্পণ
- গ. উত্তল দর্পণ
- ঘ. সবগুলোই
উত্তরঃ উত্তল দর্পণ
এক খণ্ড রাশিকে ৩ : ৪ অনুপাতে কর্তন করা হলো । বৃহত্তর অংশে ১২ . ৮মিটার হলে ,ক্ষুদ্রতর অংশ হবে ---
- ক. ৮ . 2
- খ. ৯ . ৬
- গ. ৯ . ৮
- ঘ. ১০ . ২
উত্তরঃ ৯ . ৬
- ক. ৩ মাস পরে
- খ. ৪ মাস পরে
- গ. ৬ মাস পরে
- ঘ. ৫ মাস পরে
উত্তরঃ ৪ মাস পরে
- ক. ১৪ টাকা
- খ. ১৬ টাকা
- গ. ২০ টাকা
- ঘ. ২৪ টাকা
উত্তরঃ ১৬ টাকা
- ক. ১০০০, ১৫০০, ২০০০
- খ. ৭৫০, ১২৫০, ২৫০০
- গ. ৫০০০, ২০০০, ২০০০
- ঘ. ১০০০, ১৫০০, ১২৫০
উত্তরঃ ১০০০, ১৫০০, ২০০০
একটি ব্যবসায় ক, খ ও গ-এর মূলধন যথাক্রমে ৩২, ৪০ ও ৪৮ টাকা। ব্যবসায় মোট ৩০ টাকা লাভ হলে ক-এর লাভ কত?
- ক. ৬ টাকা
- খ. ৮ টাকা
- গ. ১০ টাকা
- ঘ. ১২ টাকা
উত্তরঃ ৮ টাকা
- ক. ৪৮০ টাকা
- খ. ১৮০ টাকা
- গ. ২৪০ টাকা
- ঘ. ২৮০ টাকা
উত্তরঃ ২৪০ টাকা
- ক. ১২ গ্রাম
- খ. ৪ গ্রাম
- গ. ৩ গ্রাম
- ঘ. ৬ গ্রাম
উত্তরঃ ৪ গ্রাম
এক কেজি দুধে ২০০ গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রিত দুধে পানির পরিমাণ হবে--
- ক. ১/৫ অংশ
- খ. ১/৬ অংশ
- গ. ১/৮ অংশ
- ঘ. ১/১০ অংশ
উত্তরঃ ১/৬ অংশ
- ক. ১৪ লিটার
- খ. ৬ লিটার
- গ. ১০ লিটার
- ঘ. ৪ লিটার
উত্তরঃ ৪ লিটার
- ক. ২ লিটার
- খ. ৪ লিটার
- গ. ৬ লিটার
- ঘ. ১০ লিটার
উত্তরঃ ২ লিটার
- ক. ৯ কেজি
- খ. ১২ কেজি
- গ. ১৭ কেজি
- ঘ. ৫১ কেজি
উত্তরঃ ৯ কেজি
- ক. ৩০ লিটার
- খ. ২৫ লিটার
- গ. ৪০ লিটার
- ঘ. ৩৫ লিটার
উত্তরঃ ৪০ লিটার
- ক. ৭০
- খ. ৮০
- গ. ৯০
- ঘ. ৯৮
উত্তরঃ ৮০
- ক. ২ গ্রাম
- খ. ৩ গ্রাম
- গ. ৬ গ্রাম
- ঘ. ৮ গ্রাম
উত্তরঃ ৮ গ্রাম
- ক. ৬ গ্রাম
- খ. ৮ গ্রাম
- গ. ৫ গ্রাম
- ঘ. ১০ গ্রাম
উত্তরঃ ৬ গ্রাম
- ক. ৩ গুণ
- খ. ৪ গুণ
- গ. ৫ গুণ
- ঘ. ৬ গুণ
উত্তরঃ ৪ গুণ
- ক. ১.৫ টাকা, ২.৫০ টাকা
- খ. ২.০০ টাকা, ১.০০ টাকা
- গ. ০.৬০ টাকা, ২.৬০ টাকা
- ঘ. ২.৪০ টাকা, ০.৬০ টাকা
উত্তরঃ ২.৪০ টাকা, ০.৬০ টাকা
- ক. ৪ গুণ
- খ. ৮ গুণ
- গ. ১২ গুণ
- ঘ. ১৬ গুণ
উত্তরঃ ১৬ গুণ
- ক. ৪/৯
- খ. ৫/৮
- গ. ৫/৯
- ঘ. ৭/৯
উত্তরঃ ৫/৯
- ক. ১৫ মাইল
- খ. ১৬২ মাইল
- গ. ৩৩৭.৫ মাইল
- ঘ. ৩৭৫ মাইল
উত্তরঃ ৩৩৭.৫ মাইল
- ক. ৪ সেঃ মিঃ, ১.৫ কিঃ মিঃ
- খ. ৩ সেঃ মিঃ, ২.৫ কিঃ মিঃ
- গ. ২ সেঃ মিঃ, ৩.০ কিঃ মিঃ
- ঘ. ১ সেঃ মিঃ, ২.০ কিঃ মিঃ
উত্তরঃ ৪ সেঃ মিঃ, ১.৫ কিঃ মিঃ
১ : ২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কি.মি. দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?
- ক. ২৪ সে.মি
- খ. ৬০ সে.মি
- গ. ৬০ মি.
- ঘ. ২৪ মি.
উত্তরঃ ৬০ সে.মি
- ক. ১০০ টাকা
- খ. ৪০০ টাকা
- গ. ২০০ টাকা
- ঘ. ৮০০ টাকা
উত্তরঃ ২০০ টাকা
- ক. ১২০ : ১০৩
- খ. ১৪৪ : ১০৩
- গ. ১৪৪ : ১০৪
- ঘ. ১৪৪ : ১০৫
উত্তরঃ ১৪৪ : ১০৩
ক,খ ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ,গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত?
- ক. ৫৫৫ টাকা
- খ. ৩৩৩ টাকা
- গ. ৭৭৭ টাকা
- ঘ. ৮৮৮ টাকা
উত্তরঃ ৭৭৭ টাকা
করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ : ৫; করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি। রহিমের বেতন কত?
- ক. ৯০০ টাকা
- খ. ১০০০ টাকা
- গ. ১১০০ টাকা
- ঘ. ১৬০০ টাকা
উত্তরঃ ১০০০ টাকা
দুটি সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ : ৫ হলে সংখ্যাদ্বয় কত?
- ক. ২৩১, ১৬৫
- খ. ২২৩, ১১৬
- গ. ২২২, ১২০
- ঘ. ১৯০, ১২৪
উত্তরঃ ২৩১, ১৬৫
দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে-
- ক. ১৫
- খ. ১৮
- গ. ১২
- ঘ. ১০
উত্তরঃ ১২
তাহিয়ার আয়ের ৩৫% নারিয়ার আয়ের ২৫% এর সমান। তাদের আয়ের অনুপাত কত?
- ক. ৭ : ৫
- খ. ৪ : ৩
- গ. ৫ : ৭
- ঘ. ৪ : ৭
উত্তরঃ ৫ : ৭
- ক. ২৫%
- খ. ৩৩.৩৩%
- গ. ৪৫%
- ঘ. ৬৬.৬৬%
উত্তরঃ ৪৫%
মেরীর নিকট কুরীর দ্বিগুণ টাকা আছে। কুরীর নিকট সুনীর তিনগুণ টাকা আছে। সুনী ও মেরীর টাকার অনুপাত কত?
- ক. ১ : ৮
- খ. ১ : ৬
- গ. ১ : ৪
- ঘ. ১ : ২
উত্তরঃ ১ : ৬
- ক. ৫ : ৮
- খ. ৫ : ৭
- গ. ৭ : ৮
- ঘ. ৮ : ৭
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
- ক. (৬০, ৯০, ১২০)
- খ. (৮০, ১২০, ৮০)
- গ. (৯০, ১০০, ৯০)
- ঘ. (১০০, ৮০, ১০০)
উত্তরঃ (৮০, ১২০, ৮০)
তিন জনের মধ্যে ৭৫০ টাকা ৩ : ৫ : ৭ অনুপাতে ভাগ করে দিলে ভাগের টাকার অংশগুলো হবে-
- ক. ১২০, ২৩০, ৪০০
- খ. ১৩০, ২৮০, ৩৪০
- গ. ১৫০, ২৫০, ৩৫০
- ঘ. ২০০, ২৫০, ৩০০
উত্তরঃ ১৫০, ২৫০, ৩৫০
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরা সাইজ কত?
- ক. ৮ মিঃ, ২২ মিঃ, ৩০ মিঃ
- খ. ১০ মিঃ, ২০ মিঃ, ৩০ মিঃ
- গ. ৯ মিঃ, ২১ মিঃ, ৩০ মিঃ
- ঘ. ১২ মিঃ, ২০ মিঃ, ২৮ মিঃ
উত্তরঃ ৯ মিঃ, ২১ মিঃ, ৩০ মিঃ
কোন চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ বৃহত্তম কোণের পরিমাণ কত?
- ক. ১০০°
- খ. ১১৫°
- গ. ১৩৫°
- ঘ. ২২৫°
উত্তরঃ ১৩৫°
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে, কোণ তিনটিকে ডিগ্রীতে প্রকাশ করুন?
- ক. ৩০°, ৪০°, ৫০°
- খ. ৪২°, ৫৬°, ৭০°
- গ. ৪৫°,৬০°, ৭৫°
- ঘ. ৪৮°, ৬৪°, ৮০°
উত্তরঃ ৪৫°,৬০°, ৭৫°
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে ২ : ৩ : ৪ কোণগুলো কত?
- ক. ৮০° ,১২০°, ১৬০°
- খ. ৪০°, ৬০°, ৮০°
- গ. ৩০°, ৪৫°, ১৫°
- ঘ. ৫০°, ৩০°, ৯০°
উত্তরঃ ৪০°, ৬০°, ৮০°
একটি ত্রিভুজের বাহুগুলোর মাপের অনুপাত ৫ : ৬ : ৭। এর পরিসীমা ১৯৮ সেমি হলে দীর্ঘতম বাহুর মাপ কত?
- ক. ৪৪ সেমি
- খ. ৫৫ সেমি
- গ. ৬৬ সেমি
- ঘ. ৭৭ সেমি
উত্তরঃ ৭৭ সেমি
একটি ত্রিভুজের পরিসীমা ৪৫ সেমি এবং বাহুগুলোর অনুপাত ৩ : ৫ : ৭ হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হবে--
- ক. ৬ সেমি
- খ. ৯ সেমি
- গ. ১২ সেমি
- ঘ. ১৫ সেমি
উত্তরঃ ৯ সেমি
- ক. ৯৬০০
- খ. ৯৩০০
- গ. ৯০০০
- ঘ. ৮৬০০
উত্তরঃ ৯৩০০
- ক. Tk 2000
- খ. Tk 1500
- গ. Tk 1200
- ঘ. Tk 2500
উত্তরঃ Tk 1500
- ক. ৯৬
- খ. ৮০
- গ. ৭২
- ঘ. ৫৪
উত্তরঃ ৫৪
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে--
- ক. ২০০০
- খ. ২৫০০
- গ. ২৬০০
- ঘ. ৩০০০
উত্তরঃ ২০০০
৩০০০০ টাকার পুরস্কার তিনজন চাকুরীজীবীর মধ্যে ২ : ৩ : ৫ অনুপাতে ভাগ করে দেওয়া হল। ক্ষুদ্রতম অংশ-
- ক. ৯০০০
- খ. ৭৫০০
- গ. ৬০০০
- ঘ. ৪৫০০
উত্তরঃ ৬০০০
- ক. ৩০
- খ. ৩৫
- গ. ৪০
- ঘ. ৪৫
উত্তরঃ ৩৫
একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত ৩ : ৭। স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০ হলে, ছাত্র সংখ্যা কত?
- ক. ৪৫
- খ. ৭৫
- গ. ৯০
- ঘ. ১০৫
উত্তরঃ ৪৫
খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৫ : ৪। খোকনের আয় ৮৫ টাকা হলে মন্টুর আয় কত?
- ক. ৫১
- খ. ৬৪
- গ. ৬৮
- ঘ. ৭৮
উত্তরঃ ৬৮
কোন ক্লাশে x সংখ্যক ছাত্রী আছে এবং ছাত্রী ও ছাত্রের অনুপাত a : b। ঐ ক্লাশে কত জন ছাত্র আছে?
- ক. ab/x
- খ. bx/a
- গ. ax/b
- ঘ. abx/ax
উত্তরঃ bx/a
- ক. 24 : 25
- খ. 25 : 24
- গ. 3 : 2
- ঘ. None of these
উত্তরঃ 25 : 24
Let x : y =3 :4 and x : z= 6 : 5, then z : y =?/যদি x : y =3 :4 এবং x : z= 6 : 5 হয়, তবে z : y = কত?
- ক. 5 : 3
- খ. 6 : 7
- গ. 4 : 2
- ঘ. 5 : 4
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
The ratiio of 1/4 to 3/5 is-/১/৪ : ৩/৫ কত?
- ক. 1 to 3
- খ. 5 to 12
- গ. 12 to 20
- ঘ. None of these
উত্তরঃ 5 to 12
- ক. ১৬ বৎসর
- খ. ১৮ বৎসর
- গ. ২৪ বৎসর
- ঘ. ২০ বৎসর
উত্তরঃ ২৪ বৎসর
A : B = 4 : 5, A : C = 10 : 9, then A : B : C =?
- ক. 4 : 5 : 9
- খ. 4 : 5 : 10
- গ. 8 : 9 : 10
- ঘ. 20 : 25 : 18
উত্তরঃ 20 : 25 : 18
a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে তবে a : b : c = কত?
- ক. 4 : 7 : 6
- খ. 20 : 35 : 24
- গ. 20 : 35 : 42
- ঘ. 24 : 35 : 30
উত্তরঃ 20 : 35 : 42
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬- এর মিশ্র অনুপাত কত?
- ক. ৭২ : ১০৫
- খ. ৭২ : ৩৫
- গ. ৩৫ : ৭২
- ঘ. ১০৫ : ৩৫
উত্তরঃ ৩৫ : ৭২
দুটি দেয়া সংখ্যা 'a' ও 'b'-এর মধ্যে অনুপাত নির্ধারণ করার একটি সূত্র হলো--
- ক. a/b
- খ. a/(a+b)
- গ. (a+b)/a
- ঘ. কোনটিই না
উত্তরঃ a/b