বাংলাদেশের জনসংখ্যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা

২০০৯ সালের জাতীয় শিক্ষানীতির সভাপতি--

  • নুরুল ইসলাম নাহিদ
  • কবীর চৌধুরী
  • সিরাজুল ইসলাম চৌধুরী
  • মনিরুজ্জামান মিঞা

সঠিক উত্তরঃ কবীর চৌধুরী

বিস্তারিত

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ যে ক্লাস পর্যন্ত--

  • অষ্টম শ্রেণী
  • সপ্তম শ্রেণী
  • ষষ্ঠ শ্রেণী
  • পঞ্চম শ্রেণী

সঠিক উত্তরঃ অষ্টম শ্রেণী

বিস্তারিত

বাংলাদেশে শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত?

  • ব্যানবেইস
  • ব্যানইনএকশন
  • বিএইএস
  • বাশিতপ

সঠিক উত্তরঃ ব্যানবেইস

বিস্তারিত

সমাজে নৈতিকতাবোধ প্রতিষ্ঠার জন্য সর্বাধিক প্রয়োজন কোনটি?

  • স্বচ্ছতা
  • শিক্ষা
  • জবাবদিহিতা
  • আইনের সকল প্রয়োগ

সঠিক উত্তরঃ শিক্ষা

বিস্তারিত

শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছ থেকে?

  • ছাত্র
  • শুভানুধ্যায়ী
  • বই
  • প্রধান শিক্ষক

সঠিক উত্তরঃ বই

বিস্তারিত

উন্নত শিক্ষা দেয়া বলতে কি বোঝায়?

  • পাঠ্য বইয়ে যা আছে সে সম্পর্কে বলা
  • ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া
  • ছাত্রদের তৈরি ও পাসে সাহায্য করা
  • শিক্ষা গ্রহণে সাহায্য

সঠিক উত্তরঃ শিক্ষা গ্রহণে সাহায্য

বিস্তারিত

শিক্ষার মূল লক্ষ্য কি?

  • বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো
  • বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা
  • মূল্যবোধ জাগানো ও ব্যাক্তির গুণাবলীর যথার্থ বিকাশ
  • মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা

সঠিক উত্তরঃ মূল্যবোধ জাগানো ও ব্যাক্তির গুণাবলীর যথার্থ বিকাশ

বিস্তারিত

শিক্ষকের কোন দিকে নজর দেয়া উচিত?

  • ছাত্রদের ক্লাস করতে সাহায্য করা
  • ছাত্রদের ব্যাক্তিত্বের উন্নয়ন ঘটানো
  • অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো
  • সংবাদ দেয়া

সঠিক উত্তরঃ অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো

বিস্তারিত

শিক্ষা বলতে কি বোঝায়?

  • দক্ষতা অর্জন
  • জ্ঞান আহরণ
  • ডিগ্রি অর্জন
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ দক্ষতা অর্জন

বিস্তারিত

বারডেম বলতে কি বুঝায়?

  • হোটেল
  • হাসপাতাল
  • ক্লাব
  • স্টেডিয়াম

সঠিক উত্তরঃ হাসপাতাল

বিস্তারিত

দেশে কয়টি সরকারি মানসিক হাসপাতাল আছে?

  • ৪টি
  • ১টি
  • ৩টি
  • ২টি

সঠিক উত্তরঃ ১টি

বিস্তারিত

বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?

  • নিশাত মজুমদার
  • শিরিন সুলতানা
  • তানজিনা নিশাত
  • ওয়াসফিয়া নাজরীন

সঠিক উত্তরঃ নিশাত মজুমদার

বিস্তারিত

বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী কে?

  • মুসা ইব্রাহীম
  • মুহিত ইব্রাহীম
  • মোহাম্মদ মুসা
  • মোহাম্মদ আবদুল মুহিত

সঠিক উত্তরঃ মোহাম্মদ আবদুল মুহিত

বিস্তারিত

২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত?

  • ৬ষ্ঠ-৮ম শ্রেণী
  • ৮ম-১০ম শ্রেণী
  • ৯ম-১০ম শ্রেণী
  • ৯ম-দ্বাদশ শ্রেণী

সঠিক উত্তরঃ ৯ম-দ্বাদশ শ্রেণী

বিস্তারিত

সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয়--

  • মাঞ্চঝি
  • গুরু
  • শেখ
  • নানক

সঠিক উত্তরঃ মাঞ্চঝি

বিস্তারিত

বাংলাদেশের সমতলের আদিবাসী নয়--

  • সাঁওতাল
  • গারো
  • চাকমা
  • রাজবংশী

সঠিক উত্তরঃ চাকমা

বিস্তারিত

বিজু উৎসব কতদিন যাবৎ পালন করে?

  • ৫ দিন
  • ৭ দিন
  • ৪ দিন
  • ৩ দিন

সঠিক উত্তরঃ ৩ দিন

বিস্তারিত

বাংলাদেশে কোন জাতিসত্তার ভাষার নাম "মান্দি খুসকি'?

  • সাঁওতাল
  • গারো
  • মারমা
  • চাকমা

সঠিক উত্তরঃ গারো

বিস্তারিত

সাঁওতালরা কোথায় বসবাস করেনা?

  • বরিশাল
  • বগুড়া
  • রাজশাহী
  • চট্টগ্রাম

সঠিক উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

বাংলাদেশে আনুমানিক কয়টি উপজাতি বসবাস করছে?

  • ৪৫টি
  • ৪১টি
  • ৩৯টি
  • ৪৮টি

সঠিক উত্তরঃ ৪৫টি

বিস্তারিত

বাংলাদেশে মাতৃতান্ত্রিক প্রধান উপজাতি কোনটি?

  • মণিপুরী
  • গারো
  • মারমা
  • চাকমা

সঠিক উত্তরঃ গারো

বিস্তারিত

ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠির প্রকৃত নাম--

  • তান্দি
  • মান্দি
  • নান্দি
  • কান্দি

সঠিক উত্তরঃ মান্দি

বিস্তারিত

চাকমা সম্প্রাদায় কোন জেলার অধিবাসী?

  • রাঙ্গামাটি
  • বগুড়া
  • সিলেট
  • ময়মনসিংহ

সঠিক উত্তরঃ রাঙ্গামাটি

বিস্তারিত

মণিপুরীরা কোথায় বাস করে?

  • কুমিল্লা
  • দিনাজপুর
  • সিলেট
  • চট্টগ্রাম

সঠিক উত্তরঃ সিলেট

বিস্তারিত

কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক?

  • চাকমা
  • সাঁওতাল
  • খাসিয়া
  • মারমা

সঠিক উত্তরঃ খাসিয়া

বিস্তারিত

বাংলাদেশে জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশুর বয়স--

  • ১ থেকে ১২ বছর
  • জন্ম থেকে ১৮ বছর
  • ১ থেকে ১০ বছর
  • ০ থেকে ৮ বছর

সঠিক উত্তরঃ জন্ম থেকে ১৮ বছর

বিস্তারিত

প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে--

  • বান্দরবানে
  • রাঙামাটিতে
  • খাগড়াছড়িতে
  • চাঁপাই নবাবগঞ্জে

সঠিক উত্তরঃ বান্দরবানে

বিস্তারিত

জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট উপজেলা কোনটি?

  • শ্যামনগর
  • রাজস্থলী
  • শিবগঞ্জ
  • থানচি

সঠিক উত্তরঃ থানচি

বিস্তারিত

অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ মতে, বাংলাদেশের জনসংখ্যার নারী-পুরুষের অনুপাত কত?

  • ১০০ : ১০২
  • ১০০ : ১০৪
  • ১০০.৪ : ১০৩
  • ১০০ : ১০০.৩

সঠিক উত্তরঃ ১০০ : ১০০.৩

বিস্তারিত

অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ মতে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?

  • ১৫ কোটি ৫০ লাখ
  • ১৫ কোটি ২০ লাখ
  • ১৫ কোটি ২৫ লাখ
  • ১৫ কোটি ৫৮ লাখ

সঠিক উত্তরঃ ১৫ কোটি ৫৮ লাখ

বিস্তারিত

জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাস করা হয়েছে কবে?

  • ১৯৯৫ সালে
  • ১৯৯৬ সালে
  • ১৯৯৭ সালে
  • ১৯৮৯ সালে

সঠিক উত্তরঃ ১৯৮৯ সালে

বিস্তারিত

বাংলাদেশের সমাজে মহিলা প্রাণনাশের অন্যতম কারণ কি?

  • অপহরণ
  • এসিড নিক্ষেপ
  • ধর্ষণ
  • যৌতুক দাবি

সঠিক উত্তরঃ যৌতুক দাবি

বিস্তারিত

শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা যদি দেশের চাহিদা পূরণে ব্যর্থ হয় তবে কি হয়?

  • অজ্ঞতা
  • বেকারত্ব
  • পঙ্গুত্ব
  • অশিক্ষা

সঠিক উত্তরঃ বেকারত্ব

বিস্তারিত

বাংলাদেশের সাধারণ মানুষ ঐতিহ্যগতভাবে কোন প্রকৃতির?

  • অতিথিপরায়ণ
  • কর্মবিমুখ
  • যোদ্ধা
  • অলস

সঠিক উত্তরঃ অতিথিপরায়ণ

বিস্তারিত

কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কোন জনবিজ্ঞানী?

  • থমসন
  • কার-সাউন্ডারাস
  • মার্কস
  • ম্যালথাস

সঠিক উত্তরঃ কার-সাউন্ডারাস

বিস্তারিত

কাম্যজনসংখ্যা বলতে কী বোঝায়?

  • সুদর্শন জনসংখ্যা
  • শিক্ষিত জনসংখ্যা
  • কাঙ্ক্ষিত জনসংখ্যা
  • দক্ষ জনসংখ্যা

সঠিক উত্তরঃ কাঙ্ক্ষিত জনসংখ্যা

বিস্তারিত

ম্যালথাসের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে কী বৃদ্ধি পাবে?

  • যুদ্ধ
  • ব্যাধি
  • ক্ষুধা
  • প্রাকৃতিক নিরোধ

সঠিক উত্তরঃ প্রাকৃতিক নিরোধ

বিস্তারিত

ম্যালথাস এর মতে, জনসংখ্যা বৃদ্ধি পায়--

  • অসম হারে
  • সমহারে
  • জ্যামেতিক হারে
  • গাণিতিক হারে

সঠিক উত্তরঃ জ্যামেতিক হারে

বিস্তারিত

ম্যালথাস ছিলেন একজন--

  • সমাজতান্ত্রিক
  • অর্থনীতিবিদ
  • ধর্মযাজক
  • খ ও গ উভয়ই

সঠিক উত্তরঃ খ ও গ উভয়ই

বিস্তারিত

ম্যালথাস জন্মহার-হ্রাস করার ক্ষেত্রে কোণ পদ্ধতিকে সবচেয়ে উৎকৃষ্ট পন্থা বলে মনে করেন?

  • জন্মনিয়ন্ত্রণ
  • অজ্ঞতা
  • বিলম্বে বিবাহ
  • বাল্যবিবাহ

সঠিক উত্তরঃ বিলম্বে বিবাহ

বিস্তারিত

বাংলাদেশের দরিদ্রতার অন্যতম প্রধান কারণ কী?

  • অশিক্ষা
  • সম্পদের অপ্রতুলতা
  • নিরক্ষরতা
  • জনসংখ্যা বৃদ্ধি

সঠিক উত্তরঃ অশিক্ষা

বিস্তারিত

পারিবারিক ভাঙনের জন্য প্রধানত দায়ী কোনটি?

  • সংস্কৃতি
  • শিল্পায়ন
  • ধর্ম
  • দারিদ্র্য

সঠিক উত্তরঃ দারিদ্র্য

বিস্তারিত

জ্ঞাতিসম্পর্ক নয়--

  • চাচা-ভাতিজা
  • জামাই-শ্বশুর
  • পিতা-পুত্র
  • ছাত্র-শিক্ষক

সঠিক উত্তরঃ ছাত্র-শিক্ষক

বিস্তারিত

কৃত্রিম জ্ঞাতিসম্পর্ক সৃষ্টির রেওয়াজ দেখা যায়--

  • নগর সমাজে
  • আদিম সমাজে
  • পল্লী সমাজে
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ নগর সমাজে

বিস্তারিত

জ্ঞাতি সম্পর্কের শত্রু কে?

  • স্বতন্ত্রীকরণ
  • বিকেন্দ্রীকরণ
  • গণতন্ত্র
  • আমলাতন্ত্র

সঠিক উত্তরঃ আমলাতন্ত্র

বিস্তারিত

সব সমাজে সমাজকাঠামোর চাবিকাঠি কী?

  • সামাজিক মূল্যবোধ
  • পরিবার
  • বিবাহ
  • জ্ঞাতিসম্পর্ক

সঠিক উত্তরঃ জ্ঞাতিসম্পর্ক

বিস্তারিত

পরস্পর দায়িত্ব-কর্তব্যের জালে আবদ্ধ কারা?

  • মনোবিজ্ঞানীরা
  • নৃবিজ্ঞানীরা
  • জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যাক্তিরা
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যাক্তিরা

বিস্তারিত

সমাজ সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয় কী?

  • সমাজ
  • বিবাহ
  • উভয়ই
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ বিবাহ

বিস্তারিত

কে যৌনজীবনকে সুনিয়ন্ত্রিত করে?

  • বিবাহ
  • সমাজ
  • উভয়ই
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ বিবাহ

বিস্তারিত

পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে বিবাহ কয় প্রকার?

  • দুই প্রকার
  • ছয় প্রকার
  • চার প্রকার
  • তিন প্রকার

সঠিক উত্তরঃ দুই প্রকার

বিস্তারিত

সামাজিক বন্ধন ও সম্পর্ক তৈরি করে কে?

  • বিবাহ
  • পরিবার
  • আচার-অনুষ্ঠান
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ বিবাহ

বিস্তারিত

নবজাতক বলা হয় কোন বয়স পর্যন্ত?

  • প্রথম আঠারো দিন
  • জন্মের প্রথম দু সপ্তাহ
  • জন্মের প্রথম সপ্তাহ
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ জন্মের প্রথম দু সপ্তাহ

বিস্তারিত

আমাদের দেশের নগর সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়?

  • নয়াবাস পরিবার
  • পিতৃবাস পরিবার
  • মাতৃবাস পরিবার
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ নয়াবাস পরিবার

বিস্তারিত

অধিকাংশ মানুষ প্রধান কোথায় তাদের জৈবিক চাহিদা মেটায়?

  • পরিবারের গণ্ডিতেই
  • সমাজে
  • রাষ্ট্রে
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ পরিবারের গণ্ডিতেই

বিস্তারিত

স্বামী-স্ত্রীর সংখ্যার ওপর ভিত্তি করে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?

  • ছয় ভাগে
  • পাঁচ ভাগে
  • তিন ভাগে
  • চার ভাগে

সঠিক উত্তরঃ চার ভাগে

বিস্তারিত

আকারের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?

  • ছয় ভাগে
  • পাঁচ ভাগে
  • তিন ভাগে
  • দুই ভাগে

সঠিক উত্তরঃ তিন ভাগে

বিস্তারিত

নৃবিজ্ঞানীদের মতে, আদিম সমাজে পরিবারের উদ্ভব ঘটে কেন?

  • নিরাপদে বসবাসের জন্য
  • সুখী জীবন নিশ্চিত করতে
  • বংশবিস্তার করতে
  • আর্থিক নিরাপত্তা আনতে

সঠিক উত্তরঃ আর্থিক নিরাপত্তা আনতে

বিস্তারিত

পরিবারের মনস্তাত্বিক কাজ কোনটি?

  • সন্তান লালনপালন
  • শরীরচর্চা করানো
  • শিক্ষা প্রদান
  • সামাজিকীকরণ

সঠিক উত্তরঃ সন্তান লালনপালন

বিস্তারিত

তিন পুরুষের পরিবারকে কী পরিবার বলা হয়?

  • যৌথ পরিবার
  • বর্ধিত পরিবার
  • একক পরিবার
  • একান্নবর্তী পরিবার

সঠিক উত্তরঃ বর্ধিত পরিবার

বিস্তারিত

সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ও আদিম সমাজিক সংগঠন কোনটি?

  • জ্ঞাতিসম্পর্ক
  • বিবাহ
  • পরিবার
  • রাষ্ট্র

সঠিক উত্তরঃ পরিবার

বিস্তারিত

পরিবার একটি--

  • সমিতি
  • সম্প্রদায়
  • দল
  • সংগঠন

সঠিক উত্তরঃ সংগঠন

বিস্তারিত

কখন উৎপাদনব্যবস্থার ব্যাপক পরিবর্তন আসে?

  • রুশবিপ্লবের প্রাক্কালে
  • ফরাসি বিপ্লবের প্রাক্কালে
  • শিল্পবিপ্লবের পরে
  • শিল্পবিপ্লবের প্রাক্কালে

সঠিক উত্তরঃ শিল্পবিপ্লবের প্রাক্কালে

বিস্তারিত

নৃবিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট সব বস্তুগত ও অবস্তুগত বিষয়কে কী বলে?

  • সংস্কৃতি
  • প্রথা
  • আচার-ব্যবহার
  • ধর্ম

সঠিক উত্তরঃ সংস্কৃতি

বিস্তারিত

কোনটি সংগ্রহ কৌশলনির্ভর সমাজ?

  • আদিম সমাজ
  • আধুনিক সমাজ
  • উভয়ই
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ আদিম সমাজ

বিস্তারিত

সামাজিক জীব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখে--

  • সাংস্কৃতিক উপাদান
  • বংশগত উপাদান
  • সামাজিক উপাদান
  • ভৌগলিক উপাদান

সঠিক উত্তরঃ সামাজিক উপাদান

বিস্তারিত

ব্যাক্তি প্রক্রিয়ায় সামাজিক সদস্য হিসেবে গড়ে ওঠে তার নাম--

  • ধর্মীয় শিক্ষা
  • সামাজিকীকরণ
  • শিক্ষাব্যবস্থা
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ সামাজিকীকরণ

বিস্তারিত

কোন ধর্মীয় যাজকেরা বিয়ে করে না?

  • বৌদ্ধ
  • মুসলমান
  • হিন্দু
  • ক্যাথলিক

সঠিক উত্তরঃ ক্যাথলিক

বিস্তারিত

কী মানব আচরণকে প্রভাবিত করে?

  • বংশগতি
  • আচার
  • পোশাক
  • পরিবেশ

সঠিক উত্তরঃ বংশগতি

বিস্তারিত

অপরাধবিজ্ঞানীরা অপরাধমূলক আচরণের জন্য দায়ী করেছেন--

  • জলবায়ু
  • ভৌগলিক পরিবেশ
  • বংশগতি
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ বংশগতি

বিস্তারিত

Pearson-এর মতে, কোন জাতির উত্থান-পতনের জন্যে দায়ী?

  • সামাজিক উপাদান
  • জৈবিক উপাদান
  • ভৌগলিক উপাদান
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ জৈবিক উপাদান

বিস্তারিত

জন্মগতভাবেই কেউবা মনিব কেউবা দাস- কার মন্তব্য?

  • এরিস্টটল
  • মন্টেস্কু
  • সক্রেটিস
  • প্লেটো

সঠিক উত্তরঃ এরিস্টটল

বিস্তারিত

'প্রতিভা ও দক্ষতা বংশগতির সূত্রে প্রাপ্ত'- উক্তিটি কার?

  • এরিস্টটল
  • মন্টেস্কু
  • ম্যাকাইভার
  • গাল্টনের

সঠিক উত্তরঃ গাল্টনের

বিস্তারিত

কাদের মতে, 'শ্বেত বর্ণের মানুষ উতকৃষ্ট এবং বাদামি ও কৃষ্ণ বর্ণের মানুষ নিকৃষ্ট।'

  • বর্ণবাদী নৃবিজ্ঞানীদের
  • মনীষীদের
  • মনোবিজ্ঞানীদের
  • সমাজবিজ্ঞানীদের

সঠিক উত্তরঃ বর্ণবাদী নৃবিজ্ঞানীদের

বিস্তারিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?

  • ১৯৮০ সালে
  • ১৯৭৫ সালে
  • ১৯৭৯ সালে
  • ১৯৭৪ সালে

সঠিক উত্তরঃ ১৯৮০ সালে

বিস্তারিত

কোন সালের মধ্যে "সবার জন্য শিক্ষা কর্মসূচি" গ্রহণ করা হয়?

  • ২০১০ সালে
  • ২০০৬ সালে
  • ২০০৩ সালে
  • ২০০০ সালে

সঠিক উত্তরঃ ২০০৬ সালে

বিস্তারিত

কোন বিভাগে শিক্ষার হার সবচেয়ে বেশি?

  • রাজশাহী
  • চট্টগ্রাম
  • বরিশাল
  • ঢাকা

সঠিক উত্তরঃ বরিশাল

বিস্তারিত

কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

  • ১৮৩৮ সালে
  • ১৮৪০ সালে
  • ১৮৫৭ সালে
  • ১৮৬০ সালে

সঠিক উত্তরঃ ১৮৫৭ সালে

বিস্তারিত

কোন অঞ্চলের ছেলেমেয়েরা তুলনামূলকভাবে কম বয়সে যৌবনে পদার্পণ করে এবং অল্প বয়সে বিবাহের প্রয়োজন দেখা দেয়--

  • নাতিশীতোষ্ণ
  • গ্রীষ্মপ্রধান
  • শীতপ্রধান
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ গ্রীষ্মপ্রধান

বিস্তারিত

কার মতে 'শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূলে।'

  • প্লেটো
  • এরিস্টটল
  • মন্টেস্কু
  • ম্যাকাইভার

সঠিক উত্তরঃ মন্টেস্কু

বিস্তারিত

ভৌগলিক পরিবেশ কী দ্বারা নির্ধারিত হয়?

  • পোশাক-পরিচ্ছেদ
  • রাষ্ট্র
  • সমাজ
  • পরিবার

সঠিক উত্তরঃ পোশাক-পরিচ্ছেদ

বিস্তারিত

ইক্ষু চাষের জন্যে কেমন জমি প্রয়োজন?

  • অপেক্ষাকৃত উঁচু জমি
  • নিচু জমি
  • উভয়ই
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ অপেক্ষাকৃত উঁচু জমি

বিস্তারিত

মানবসভ্যতার উপযোগী পরিবেশ কোনটি?

  • নাতিশীতোষ্ণ অঞ্চল
  • মরু অঞ্চল
  • উষ্ণ অঞ্চল
  • সবগুলো

সঠিক উত্তরঃ নাতিশীতোষ্ণ অঞ্চল

বিস্তারিত

সমাজজীবনে ভৌগলিক উপাদানের প্রভাব কেমন হতে পারে?

  • পরিপূরক
  • প্রত্যক্ষ
  • পরোক্ষ
  • খ ও গ উভয়ই

সঠিক উত্তরঃ খ ও গ উভয়ই

বিস্তারিত

নিচের কোনটি ভৌগলিক উপাদান নয়?

  • মধ্যাকর্ষণ শক্তি
  • মৃত্তিকা ও জলের অবস্থান ও গতি
  • মহামারী
  • প্রাকৃতিক জলবায়ু ও তাপমাত্রা

সঠিক উত্তরঃ মহামারী

বিস্তারিত

বাংলাদেশ মাতৃত্বকালীন ছুটি কত মাস?

  • ৩ মাস
  • ৪ মাস
  • ৫ মাস
  • ৬ মাস

সঠিক উত্তরঃ ৬ মাস

বিস্তারিত

বিশ্ব জনসংখ্যা রিপোর্ট- ২০১৪ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?

  • ১৫.৫০ কোটি
  • ১৫.৮৫ কোটি
  • ১৬ কোটি
  • ১৬.২৫ কোটি

সঠিক উত্তরঃ ১৫.৮৫ কোটি

বিস্তারিত

বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি করা হয়েছিল কোন সালে--

  • ২০০৯ সালে
  • ২০১২ সালে
  • ২০০৮ সালে
  • ২০১১ সালে

সঠিক উত্তরঃ ২০১১ সালে

বিস্তারিত

'এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন' কোথায় অবস্থিত?

  • কুয়ালালামপুর
  • চট্টগ্রাম
  • বেইজিং
  • হংকং

সঠিক উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

বাংলাদেশের প্রথম আইসিটি বিশ্ববিদ্যালয় কোথায়?

  • গলাচিপায়
  • বানিয়াচং
  • সাভারে
  • গাজীপুরের কালিয়াকৈরে

সঠিক উত্তরঃ গাজীপুরের কালিয়াকৈরে

বিস্তারিত

বহুভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন সুত্রে আবদ্ধ--

  • বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা
  • উপাচার্য
  • সমাবর্তন বক্তা
  • গবেষক

সঠিক উত্তরঃ বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা

বিস্তারিত

প্রত্নতত্ত্ব বিভাগ কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?

  • খুলনা বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তরঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

বাংলাদেশের ৩৫তম সরকারি বিশ্ববিদ্যালয়--

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রাম
  • নোয়াখালি বিশ্ববিদ্যালয়
  • রংপুর বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

সঠিক উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রাম

বিস্তারিত

কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?

  • লর্ড ক্যানিং
  • লর্ড হার্ডিঞ্জ
  • লর্ড কার্জন
  • লর্ড ওয়েলেসলি

সঠিক উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (IUT) কোথায় অবস্থিত?

  • সিলেট
  • চট্টগ্রাম
  • কুষ্টিয়া
  • গাজীপুর

সঠিক উত্তরঃ গাজীপুর

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডীন কে ছিলেন?

  • ড. তাজমেরী ইসলাম
  • ড. আমিনা রহমান
  • ড. নীলিমা ইব্রাহিম
  • বেগম আজিজুন্নেছা

সঠিক উত্তরঃ বেগম আজিজুন্নেছা

বিস্তারিত

সর্বপ্রথম সোয়াইন ফ্লুর আক্রমণ দেখা যায় -

  • ভারত
  • থাইল্যান্ড
  • চীন
  • মেক্সিকো

সঠিক উত্তরঃ মেক্সিকো

বিস্তারিত

বার্ড ফ্লু -এর উৎস কোনটি ?

  • গরু
  • বিড়াল
  • মুরগি
  • ছাগল

সঠিক উত্তরঃ মুরগি

বিস্তারিত

কোনটি বার্ড ফ্লু ভাইরাস ?

  • H-5 N-1
  • B-3 F-3
  • B-5 F-1
  • B-4 F-2

সঠিক উত্তরঃ H-5 N-1

বিস্তারিত

EPI programme - এ অন্তর্ভূক্ত একটি টীকা -

  • কলেরার বিরুদ্ধে
  • টাইফয়েডের বিরুদ্ধে
  • হেপাটাইটিস বি -এর বিরুদ্ধে
  • হুপিং (Pertusis) কফের বিরুদ্ধে

সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।

বিস্তারিত

কোন রোগ প্রতিরোধের জন্য বি.সি.জি (B.C.G) টিকা ব্যবহার করা হয় ?

  • কলেরা
  • যক্ষ্মা
  • ধনুষ্টংকার
  • টাইফয়েড

সঠিক উত্তরঃ যক্ষ্মা

বিস্তারিত

বাংলাদেশে প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর নাম কি?

  • সিস্ফরা
  • অপ্সরা
  • ফ্লোরা
  • টুম্পা

সঠিক উত্তরঃ অপ্সরা

বিস্তারিত

বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর জন্ম হয় -

  • ২০ সেপ্টেম্বর, ২০০৮
  • ২২ সেপ্টেম্বর, ২০০৮
  • ১৯ সেপ্টেম্বর, ২০০৮
  • ১২ সেপ্টেম্বর, ২০০৮

সঠিক উত্তরঃ ১৯ সেপ্টেম্বর, ২০০৮

বিস্তারিত

দেশে প্রথম টেস্টটিউব বেবীত্রয় কবে ভূমিষ্ঠ হয় ?

  • ২৭ মে
  • ২৪ মে
  • ৩০ মে
  • ৩১ মে

সঠিক উত্তরঃ ৩০ মে

বিস্তারিত

বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন ?

  • পারভীন ফাতেমা
  • ফিরোজা বেগম
  • রওশন জাহান
  • কানিজ ফাতেমা

সঠিক উত্তরঃ ফিরোজা বেগম

বিস্তারিত

ট্রমা সেন্টার কি?

  • দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পার্শ্বে নির্মিত চিকিৎসা কেন্দ্র
  • খেলাধুলার উন্নয়নকল্পে নির্মিত প্রশিক্ষণ কেন্দ্র
  • শিশুদের জন্য নির্মিত আনন্দ ভুবন কেন্দ্র
  • বয়স্ক বৃদ্ধ ন্র-নারীর জন্য আশ্রয় কেন্দ্র

সঠিক উত্তরঃ দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পার্শ্বে নির্মিত চিকিৎসা কেন্দ্র

বিস্তারিত

'জীবনতরী' কি ?

  • কাব্যগ্রন্থ
  • ভাসমান হাসপাতাল
  • সিনেমা
  • সংগঠন

সঠিক উত্তরঃ ভাসমান হাসপাতাল

বিস্তারিত

বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম -

  • জীবন তরী
  • জীবন তরঙ্গ
  • জীবন সাগর
  • জীবন ভেল

সঠিক উত্তরঃ জীবন তরী

বিস্তারিত

বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে ?

  • ১০ টি
  • ১৩ টি
  • ১২টি
  • ২০ টি

সঠিক উত্তরঃ ১৩ টি

বিস্তারিত

'সূর্যের হাসি' কিসের প্রতীক?

  • রেড ক্রিসেন্টের
  • পল্লীমঙ্গল সমিতির
  • মা ও শিশু স্বাস্থ্যের
  • হলি ফ্যামিলি হাসপাতালের

সঠিক উত্তরঃ মা ও শিশু স্বাস্থ্যের

বিস্তারিত

বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে সরকারী হাসপাতালের নাম -

  • সরকারী হাসপাতাল
  • স্বাস্থ্যকেন্দ্র
  • পরিবার কল্যাণ কেন্দ্র
  • ডাক্তার খানা

সঠিক উত্তরঃ স্বাস্থ্যকেন্দ্র

বিস্তারিত

বাংলাদেশে Infrant mortality rate (2017) -

  • ২৯
  • ৩৫
  • ৫০
  • ৭০

সঠিক উত্তরঃ ২৯

বিস্তারিত

ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো -

  • অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত করা না করা
  • ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা
  • ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেওয়া
  • বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা

সঠিক উত্তরঃ অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত করা না করা

বিস্তারিত

বাংলাদেশে কতটি সরকারী বিশ্ববিদ্যালয় আছে ?

  • ১৪ টি
  • ২৪ টি
  • ৩৪ টি
  • ৫০ টি

সঠিক উত্তরঃ ৩৪ টি

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?

  • ১৯২১
  • ১৯২৫
  • ১৯২৯
  • ১৯৩৩

সঠিক উত্তরঃ ১৯২১

বিস্তারিত

পল্লী উন্নয়নকল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী কবে চালু হয় ?

  • ১৯৭২ সালে
  • ১৯৭৩ সালে
  • ১৯৭৪ সালে
  • ১৯৭৫ সালে

সঠিক উত্তরঃ ১৯৭৪ সালে

বিস্তারিত

'শিক্ষার জন্য খাদ্য' কর্মসূচীতে প্রতি ছাত্রের জন্য বরাদ্দ কত ?

  • ১০ কেজি চাল
  • ১২ কেজি চাল
  • ১৫ কেজি চাল
  • ২০ কেজি চাল

সঠিক উত্তরঃ ১৫ কেজি চাল

বিস্তারিত

বাংলাদেশে প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুড়ার সাক্ষরতা আন্দোলনের নাম -

  • সুরভিত
  • বিকশিত
  • দীপ্যমান
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ বিকশিত

বিস্তারিত

বাংলাদেশে কোনটি নিরক্ষরমুক্ত জেলা?

  • ময়মনসিংহ
  • রংপুর
  • রাজশাহী
  • লালমনিরহাট

সঠিক উত্তরঃ লালমনিরহাট

বিস্তারিত

বাংলাদেশে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিঊট স্থাপিত হয় -

  • ১৯৮৫ সালে
  • ১৯৮৬ সালে
  • ১৯৯৫ সালে
  • ১৯৯৬ সালে

সঠিক উত্তরঃ ১৯৮৫ সালে

বিস্তারিত

কোন জেলা কোনো প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিঊট নেই ?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • সিলেট
  • চাঁপাই নবাবগঞ্জ

সঠিক উত্তরঃ ঢাকা

বিস্তারিত

Civil Service College, Dhaka কোনটির অধিভূক্ত ?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • জাতীয় বিশ্ববিদ্যালয়
  • কোনটিই নয়

সঠিক উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা সায়েন্স ল্যাবরেটরিতে
  • গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা
  • গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী

সঠিক উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

স্যার পি জে হার্টজ ইন্টারন্যাশনাল হল অবস্থিত?

  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
  • হাভার্ড বিশ্ববিদ্যালয়ে
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ে
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে

সঠিক উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

বিস্তারিত

কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ হয়েছে ?

  • জসীম উদ্দীন
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • বেগম সুফিয়া কামাল
  • গোলাম মোস্তফা

সঠিক উত্তরঃ জসীম উদ্দীন

বিস্তারিত

যে মহিলার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রী নিবাস স্থাপিত হয় -

  • শামসুন নাহার মাহমুদ
  • বেগম ফয়জুন্নেসা
  • বেগম রোকেয়া
  • কেহই নন

সঠিক উত্তরঃ বেগম রোকেয়া

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর বা উপাচার্য কে?

  • ডি. এইচ ল্যাংলী
  • স্যার এ, এফ রহমান
  • আই. আইচ জুবেরী
  • পি.জে . হার্টস

সঠিক উত্তরঃ পি.জে . হার্টস

বিস্তারিত

রংপুর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ২০০৮ সালের -

  • ২০ অক্টোবর
  • ২১ অক্টোবর
  • ২২ অক্টোবর
  • ২৩ অক্টোবর

সঠিক উত্তরঃ ২২ অক্টোবর

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ?

  • স্যার এ. এফ. রহমান
  • ড. আর. সি মজুমদার
  • ড. মাহমুদ হাসান
  • বিচারপতি মোঃ ইব্রাহিম

সঠিক উত্তরঃ স্যার এ. এফ. রহমান

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য -

  • ড. ওসমান গণি
  • ড. মাহমুদ হাসান
  • ড. মোয়াজ্জেম হোসেন
  • স্যার এ. এফ. রহমান

সঠিক উত্তরঃ স্যার এ. এফ. রহমান

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে?

  • রমেশচন্দ্র মজুমদার
  • স্যার আজিজুল হক
  • সন্তোষ গুপ্ত
  • স্যার এ.এফ. রহমান

সঠিক উত্তরঃ স্যার এ.এফ. রহমান

বিস্তারিত

উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর -

  • ড. রমেশচন্দ্র মজুমদার
  • ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
  • ড. মাহমুদ হাসান
  • স্যার এ. এফ. রহমান

সঠিক উত্তরঃ স্যার এ. এফ. রহমান

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে?

  • প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

সঠিক উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষাবর্ষ শুরু করে ?

  • ১৯১৮ সালে
  • ১৯২০ সালে
  • ১৯২২ সালে
  • ১৯২১ সালে

সঠিক উত্তরঃ ১৯২১ সালে

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

  • ১৯০৫ সালে
  • ১৯১১ সালে
  • ১৯৩৫ সালে
  • ১৯২১ সালে

সঠিক উত্তরঃ ১৯২১ সালে

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম -

  • নাথান কমিশন
  • খুদা কমিশন
  • ম্যাকলে কমিশন
  • মেটকাফ কমিশন

সঠিক উত্তরঃ নাথান কমিশন

বিস্তারিত

কি কারনে স্যাডলার কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয় ?

  • ছাত্রদের আন্দোলন
  • ঢাকায় কোন বিশ্ববিদ্যালয় না থাকায়
  • এতদঞ্চলের জনগণের দাবি
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংখ্যা বৃদ্ধি

সঠিক উত্তরঃ এতদঞ্চলের জনগণের দাবি

বিস্তারিত

জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?

  • চট্টগ্রামে
  • সাভারে
  • ঢাকায়
  • গাজীপুরে

সঠিক উত্তরঃ গাজীপুরে

বিস্তারিত

প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কে ?

  • থানা শিক্ষা কর্মকর্তা
  • জেলা শিক্ষা কর্মকর্তা
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সঠিক উত্তরঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত

প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কত সালে সৃষ্টি হয় ?

  • ১৯৭৪ সালে
  • ১৯৯০ সালে
  • ১৯৯২ সালে
  • ১৯৯৪ সালে

সঠিক উত্তরঃ ১৯৯২ সালে

বিস্তারিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

  • ২০ আগস্ট, ২০০৫
  • ২০ অক্টোবর, ২০০৫
  • ২০ জুলাই, ২০০৫
  • ২০ জুন, ২০০৫

সঠিক উত্তরঃ ২০ অক্টোবর, ২০০৫

বিস্তারিত

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?

  • ১৯৯০ সালে
  • ১৯৯২ সালে
  • ১৯৮৮ সালে
  • ১৯৮৭ সালে

সঠিক উত্তরঃ ১৯৯২ সালে

বিস্তারিত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?

  • ১৯৯১ সালে
  • ১৯৯২ সালে
  • ১৯৯৩ সালে
  • ১৯৯৬ সালে

সঠিক উত্তরঃ ১৯৯২ সালে

বিস্তারিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) প্রতিষ্ঠিত হয় -

  • ১৯৪৭ সালে
  • ১৯৫০ সালে
  • ১৯৬১ সালে
  • ১৯৬২ সালে

সঠিক উত্তরঃ ১৯৬২ সালে

বিস্তারিত

ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কি?

  • কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • কবি নজরুল বিশ্ববিদ্যালয়
  • কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?

  • ১৯৭১ সালে
  • ১৯৭০ সালে
  • ১৯৭২ সালে
  • ১৯৬৯ সালে

সঠিক উত্তরঃ ১৯৭০ সালে

বিস্তারিত

কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্ব প্রথম উপাচার্য কে হন?

  • ড. এস ডি চৌধুরী
  • অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী
  • ড. ওসমান গণি
  • ড. কাজী ফজলুর করিম

সঠিক উত্তরঃ ড. ওসমান গণি

বিস্তারিত

বাংলাদেশর সবচেয়ে পুরাতন এবং সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঠিক নাম কি ?

  • শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
  • হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়

সঠিক উত্তরঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়টি এই শহরে অবস্থিত -

  • দিনাজপুর
  • চট্টগ্রাম
  • বরিশাল
  • ময়মনসিংহ

সঠিক উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে?

  • মমতাজ উদ্দিন
  • সাজ্জাদ হোসেন
  • শামসুল হক
  • ইতরাত হোসেন জুবেরী

সঠিক উত্তরঃ ইতরাত হোসেন জুবেরী

বিস্তারিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে?

  • ১৯৫২
  • ১৯৫৩
  • ১৯৫৪
  • ১৯৫৫

সঠিক উত্তরঃ ১৯৫৩

বিস্তারিত

বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ অবস্থিত আছে?

  • ১৫ টি
  • ১২টি
  • ১০টি
  • ৮টি

সঠিক উত্তরঃ ১২টি

বিস্তারিত

উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু করা হয় কত সালে ?

  • ১৯১৮ সালে
  • ১৮৯৯ সালে
  • ১৭৭৮ সালে
  • ১৮৭২ সালে

সঠিক উত্তরঃ ১৯১৮ সালে

বিস্তারিত

কোন শ্রেণী পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা চালু করা হয়েছে ?

  • দ্বাদশ শ্রেণী
  • একাদশ শ্রেণী
  • দশম শ্রেণী
  • অষ্টম শ্রেণী

সঠিক উত্তরঃ দ্বাদশ শ্রেণী

বিস্তারিত

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সারাদেশে সম্প্রসারিত হয় কোন সালে?

  • ১৯৯০ সালে
  • ১৯৯৩ সালে
  • ১৯৯৫ সালে
  • ১৯৯৭ সালে

সঠিক উত্তরঃ ১৯৯৩ সালে

বিস্তারিত

বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?

  • ১ জানুয়ারি, ১৯৮৯
  • ১ জানুয়ারি, ১৯৯০
  • ১ জানুয়ারি, ১৯৯১
  • ১ জানুয়ারি, ১৯৯২

সঠিক উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯২

বিস্তারিত

বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় -

  • ১৯৯২ সালে
  • ১৯৯১ সালে
  • ১৯৯০ সালে
  • ১৯৮৯ সালে

সঠিক উত্তরঃ ১৯৯০ সালে

বিস্তারিত

বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কবে ?

  • ১৯৭৩
  • ১৯৭৪
  • ১৯৭৫
  • ১৯৭৬

সঠিক উত্তরঃ ১৯৭৪

বিস্তারিত

এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষা কে অবৈতনিক, সার্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে ?

  • স্যাডলার কমিশন, ১৯৯৭
  • সার্জেন্ট কমিশন, ১৯৪৪
  • শরীফ কমিশন, ১৯৫৯
  • কুদরত-ই-খুদা কমিশন, ১৯৭৪

সঠিক উত্তরঃ কুদরত-ই-খুদা কমিশন, ১৯৭৪

বিস্তারিত

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?

  • ৪-৫ বছর
  • ৫-৯ বছর
  • ৩-৯ বছর
  • ৬-১১ বছর

সঠিক উত্তরঃ ৬-১১ বছর

বিস্তারিত

বাংলাদেশের শিক্ষা কয়টি স্তরবিশিষ্ট?

  • দুই স্তর
  • তিন স্তর
  • চার স্তর
  • পাঁচ স্তর

সঠিক উত্তরঃ চার স্তর

বিস্তারিত

১৯৯৭ সালে শিক্ষা কমিশনের চেয়ারম্যান -

  • অধ্যাপক কবীর চৌধরী
  • অধ্যাপক আনিসুজ্জামান
  • অধ্যাপক এম শামসুল হক
  • অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী

সঠিক উত্তরঃ অধ্যাপক এম শামসুল হক

বিস্তারিত

'একমুখী শিক্ষা কার্যক্রম' এর সুপারিশ করেছে কোন কমিশন?

  • মফিজ কমিশন
  • শামসুল হক কমিশন
  • মনিরুজ্জামান মিয়া কমিশন
  • কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন

সঠিক উত্তরঃ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন

বিস্তারিত

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন -

  • মফিজ ঊদ্দিন কমিশন
  • শামসুল হক কমিশন
  • মাজেদ খান কমিশন
  • কুদরত-ই-খুদা কমিশন

সঠিক উত্তরঃ কুদরত-ই-খুদা কমিশন

বিস্তারিত

বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন -

  • প্রফেসর ইন্নাস আলী
  • ড. কুদরত-ই-খুদা
  • প্রফেসর এম এইচ খন্দকার
  • ড. এম ও গণি

সঠিক উত্তরঃ ড. কুদরত-ই-খুদা

বিস্তারিত

১৯৭৪ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান -

  • মফিজ ঊদ্দিন
  • শামসুল হক
  • কুদরত-ই-খুদা
  • কেহই নন

সঠিক উত্তরঃ কুদরত-ই-খুদা

বিস্তারিত

বাংলাদেশে প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় -

  • ২৬ জুলাই, ১৯৭২
  • ২৬ জুলাই, ১৯৭৩
  • ২৬ জুলাই, ১৯৭৪
  • ২৬ জুলাই, ১৯৭৫

সঠিক উত্তরঃ ২৬ জুলাই, ১৯৭২

বিস্তারিত

বাংলাদেশে কয়টি আদমশুমারী হয়েছে?

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

সঠিক উত্তরঃ পাঁচটি

বিস্তারিত

ভারতবর্ষে প্রথম আদমশুমারী হয় কোন সালে ?

  • ১৯৭২
  • ১৮৫০
  • ১৮৭২
  • ১৯০১

সঠিক উত্তরঃ ১৮৭২

বিস্তারিত

জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশে কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়?

  • ১৯৭২ সালে
  • ১৯৭৩ সালে
  • ১৯৭৫ সালে
  • ১৯৭৬ সালে

সঠিক উত্তরঃ ১৯৭৬ সালে

বিস্তারিত

বাংলাদেশের এক নম্বর জাতীয় সামাজিক সমস্যা কোনটি?

  • খাদ্য সমস্যা
  • নিরক্ষরতা সমস্যা
  • মাদকাসক্তি সমস্যা
  • জনসংখ্যা সমস্যা

সঠিক উত্তরঃ জনসংখ্যা সমস্যা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects