বিবিধ বাংলাদেশ
- জাহাজের নাম
- বিমানের নাম
- জাদুঘরের নাম
- ভাস্কর্যের নাম
সঠিক উত্তরঃ বিমানের নাম
বাংলাদেশ সরকার কোন সময়কালকে জাতীয় 'শিশু অধিকার দশক' হিসেবে ঘোষণা করেছে ?
- ১৯৭১ থেকে ১৯৮১ সালকে
- ১৯৮১ থেকে ১৯৯০ সালকে
- ১৯৯১ থেকে ২০০০ সালকে
- ২০০১ থেকে ২০১০ সালকে
সঠিক উত্তরঃ ২০০১ থেকে ২০১০ সালকে
কচুরিপানা কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে ?
- মার্কিন যুক্তরাষ্ট্র
- মেক্সিকো
- ব্রাজিল
- ভেনিজুয়েলা
সঠিক উত্তরঃ মেক্সিকো
- আবুল বরকত
- নূর হোসেন
- মনু মিয়া
- আব্দুস সালাম
সঠিক উত্তরঃ নূর হোসেন
- এক ধরনের প্রযুক্তি
- প্রবাসী বাংলাদেশী প্রযুক্তিবিদদের সংগঠন
- একটি কম্পিউটার প্রোগ্রাম
- উপরের কোনটিই নয়
সঠিক উত্তরঃ প্রবাসী বাংলাদেশী প্রযুক্তিবিদদের সংগঠন
- বিখ্যাত উপন্যাস
- বিখ্যাত নাটক
- বর্ণমালার ইলেকট্রিক বই
- ধারাবাহিক টিভি
সঠিক উত্তরঃ বর্ণমালার ইলেকট্রিক বই
বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত ?
- টঙ্গী
- কোনাবাড়ি
- যশোর
- গাজীপুর
সঠিক উত্তরঃ কোনাবাড়ি
বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
- চাঁদপুর
- টঙ্গী
- গোদনাইল
- মোরাপাড়া
সঠিক উত্তরঃ টঙ্গী
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে -
- ৩০ শতাংশ
- ৩৩ শতাংশ
- ৪০ শতাংশ
- ৩৯ শতাংশ
সঠিক উত্তরঃ ৩০ শতাংশ
নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হল -
- বিভিন্ন উচ্চপদে নারীর নিয়োগদান
- ইউনিয়ন পরিষদে জনগণের সরাসরি ভোটে নারী প্রতিনিধি নির্বাচন
- সন্তানের পরিচয় দানে মায়ের নাম উল্লেখের নিয়ম প্রবর্তন করে
- সামরিক বাহিনীতে নারীর নিয়োগদানের বিধান প্রণয়ন
সঠিক উত্তরঃ সন্তানের পরিচয় দানে মায়ের নাম উল্লেখের নিয়ম প্রবর্তন করে
বাংলাদেশে সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখার সিদ্ধান্ত গৃহীত হয় কবে ?
- ২২ আগস্ট, ২০০৪
- ২৪ আগস্ট, ২০০৪
- ২৩ জুলাই, ২০০৪
- ২১ জুলাই, ২০০৪
সঠিক উত্তরঃ ২৩ জুলাই, ২০০৪
কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন ?
- ১৯৯৫
- ১৯৯৬
- ১৯৯৭
- ১৯৯৮
সঠিক উত্তরঃ ১৯৯৭
পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে ?
- হেনরি ডেভিড হিরো
- ম্যাকিয়াভেলি
- অ্যাডাম স্মিথ
- পি স্যামুয়েলসন
সঠিক উত্তরঃ অ্যাডাম স্মিথ
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -
- ৭৫ ডিবি
- ৯০ ডিবি
- ১০৫ ডিবি
- ১২০ ডিবি
সঠিক উত্তরঃ ১০৫ ডিবি
পরিবেশের কোন দূষণের ফলে প্রধানতঃ উচ্চ রক্তচাপ হতে পারে ?
- পানি দূষণ
- মাটি দূষণ
- বায়ু দূষণ
- শব্দ দূষণ
সঠিক উত্তরঃ শব্দ দূষণ
বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয় কবে থেকে -
- ১-১-২০০২
- ১-৮-২০০২
- ১-৯-২০০২
- ১-১০-২০০২
সঠিক উত্তরঃ ১-১-২০০২
লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বুঝায় ?
- গ্রীকঃ ক্ষরা ও ঘূর্ণিঝড়
- ল্যাটিনঃ শৈত্যপ্রবাহ
- স্পেনীয়ঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা
- মালয়েশীয়ঃ বিপদ সংকেত
সঠিক উত্তরঃ স্পেনীয়ঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা
পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ -
- পরিবেশ দূষণ হ্রাস
- ডেঙ্গু জ্বরের প্রকোপ নির্ধারণ
- উৎপাদন খরচের আধিক্য
- পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস
সঠিক উত্তরঃ পরিবেশ দূষণ হ্রাস
Which is the hazardous metallic pollutant in the air of the Dhaka city ?
- Arsenic
- Carbon
- Zinc
- Lead
সঠিক উত্তরঃ Lead
বাংলাদেশ কখন টু-স্টোক তিন চাকার বেবিট্যাক্সি বাতিল করে -
- ২০০০ সনে
- ২০০১ সনে
- ২০০২ সনে
- ২০০৩ সনে
সঠিক উত্তরঃ ২০০৩ সনে
ঢাকা মহানগরীতে টু-স্টোক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় কবে থেকে?
- ৩১ ডিসেম্বর, ২০০২
- ১ জানুয়ারি, ২০০৩
- ১ জানুয়ারি, ২০০২
- ৩১ ডিসেম্বর, ২০০১
সঠিক উত্তরঃ ১ জানুয়ারি, ২০০৩
কোন জ্বালানী পোড়ালে প্রধানত সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে ?
- অকটেন
- পেট্রোল
- ডিজেল
- সি.এন.জি
সঠিক উত্তরঃ ডিজেল
যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশকে দূষিত করে ?
- বাতাসে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
- বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
- বাতাসে সালফার-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
- বাতাসে ফ্লোরাইডের পরিমাণ বৃদ্ধি করে
সঠিক উত্তরঃ বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে,তা হল -
- ইথিলিন
- পিরিডিন
- কার্বন মনোক্সাইড
- মিথেন
সঠিক উত্তরঃ কার্বন মনোক্সাইড
দুই স্টোকবিশিষ্ট ইঞ্জিনে চার স্টোকবিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ু দূষণ ---- হয় ?
- কম
- বেশি
- সমান
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ বেশি